Police Commissionerate – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 11 Jun 2022 11:38:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Police Commissionerate – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অশান্তি আটকাতে সম্পূর্ণ ব্যর্থ’, হাওড়ার পুলিশে বদল করে স্বীকার করে নিল নবান্ন https://thenewsbangla.com/completely-failed-to-prevent-unrest-nabanna-admitted-to-transfer-howrah-police-commissionerate/ Sat, 11 Jun 2022 11:37:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15417 ‘অশান্তি আটকাতে সম্পূর্ণ ব্যর্থ’, হাওড়ার পুলিশে বদল করে স্বীকার করে নিল নবান্ন। হাওড়ায় পরপর অশান্তির জের; সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন; প্রবীণ কুমার ত্রিপাঠী। হাওড়ায় টানা ৩ দিন; পরপর অশান্তির জের; সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরকে। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। অন্যদিকে, হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন; প্রবীণ কুমার ত্রিপাঠী।

এমনকি সরিয়ে দেওয়া হল; হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন; স্বাতী ভাঙ্গারিয়া। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের; ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়। “হাওড়ার পুলিশে বদল করে, নবান্ন স্বীকার করে নিল যে; হাওড়া কাণ্ডে সম্পূর্ণ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার”; একযোগে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ তৃণমূল নেতাকে মা’রধর, জাতীয় সড়কে সংখ্যা’লঘুরা ভাঙল তৃণমূল বিধায়কের গাড়িও

আজও সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্ব’লছে পাঁচলা; বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি। বৃহস্পতিবার শুক্রবারের পর শনিবারও; অ’শান্ত হাওড়া। শনিবার সকাল থেকেই; জ্ব’লছে হাওড়ার পাঁচলা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ; বেছে বেছে হি’ন্দুদের একাধিক বাড়ি, দোকানে আ’গুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাঙ’চুর চালানো হয়েছে; তা’ণ্ডব চালানো হয়েছে। ঘরছাড়া বহু মানুষ।

ভ’য়ে সকাল থেকেই; এলাকা ছাড়া পাঁচলার বাসিন্দারা। যারা এখনও রয়েছেন তাঁদের অভিযোগ; পুলিশের সামনেই হা’মলা চালানো হয়েছে। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে; রাজ্য পুলিশ। নির্বিচারে লুঠ’পাট, ভাঙ’চুর, আ’গুন লাগানো হয়েছে; অভিযোগ বেছে বেছে হি’ন্দুদের বাড়িতেই এই হা’মলা হয়েছে। অশান্তি সামলাতে ব্যর্থ হওয়াতেই; হাওড়ার দুই পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হল। প্রকারন্তরে, রাজ্য সরকার স্বীকার করে নিল; পুলিশের ব্যর্থতা ছিল। এমনটাই অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুনঃ সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি

অন্যদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে; ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। “কোন পদক্ষেপ না করেই আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে; অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী”; ট্যুইট করেছেন রাজ্যপাল। শুক্রবারও ঠিক একইভাবে; এইভাবেই উ’ত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার বিভিন্ন এলাকা। শনিবারও কোনওরকম প্ররো’চনা ছাড়াই পাঁচলায়; তা’ণ্ডব চালানোর অভিযোগ উঠেছে সংখ্যা’লঘু-দের একাংশের বিরুদ্ধে।

]]>
ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে কমিশনারেট ঘেরাও https://thenewsbangla.com/barrackpore-bjp-mp-arjun-singh-led-gherao-to-police-commissionerate/ Fri, 21 Jun 2019 10:07:55 +0000 https://www.thenewsbangla.com/?p=14230 ভাটপাড়ার দুষ্কৃতী সংঘর্ষকে কেন্দ্র করে; যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়; তা ক্রমশই ছড়িয়ে পড়ছে পাশাপাশি এলাকাগুলিতে। পরিস্থিতিকে সামাল দিতে; সাংসদ অর্জুন সিং-য়ের নেতৃত্বে ঘেরাও অভিযান।

ব্যারাকপুর এসডি অফিসের সামনে; শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের। ঘটনাকে কেন্দ্র করে; সাংসদ অর্জুন সিং-এর নেতৃত্বে ঘেরাও শুরু হয়েছে। ইতিমধ্যে সিপি অফিস ও বারাকপুর কমিশনারেট ঘেরাও করেছে বিজেপি। বিক্ষোভকে কেন্দ্র করে; বৈঠকের ডাক দিয়েছে তারা। জানানো হয়েছে, কমিশনারেট ঘেরাওয়ের পর; জমা দেওয়া হবে স্মারকলিপি। তারপরে মৃতদেহ নিয়ে; মিছিল শুরু হবে বিজেপির।

আরও পড়ুন: উত্তপ্ত ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

ইতিমধ্যে; ভাটপাড়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দল; পাঠাচ্ছে বিজেপি। বিজেপির প্রতিনিধি দল রিপোর্ট দেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। অপসারিত করা হয়েছে পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরীকে। নিয়োগ করা হল নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে।

সকাল থেকে শুরু করে বোমা, গুলি বর্ষণে ক্ষিপ্ত সাধারণ বাসিন্দা। প্রশ্ন উঠছে পুলিশের দায়িত্ব নিয়ে। দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছে এক বৃদ্ধ। পরিস্থিতি থেকে বিজেপি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের কথা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে।

আরও পড়ুন: বাকি ছিল এটাই, মুখ্যমন্ত্রী মমতার পুলিশে এবার সিভিক গোয়েন্দা নিয়োগ

বিক্ষোভের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিল বিজেপি। দুপুরের মধ্যে মৃত ব্যক্তিদের দেহ নিয়ে মিছিল শুরু হবে। কেবল সংলগ্ন এলাকা নয়; দুপুরে কলকাতাতেও বিজেপির প্রতিবাদ মিছিল বেড় হবে। সূত্রের খবর, মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

পরিস্থিতি সামলাতে ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু হয়েছে। রাজ্যপালের সতর্কবার্তা অনুযায়ী; কেবলমাত্র ভাটপাড়া নয় সমগ্র রাজ্যে শান্তি বজায় রাখতে হবে। প্রশাসন সচেষ্ট হচ্ছে দ্রুত পরস্থিতি স্বাভাবিক করতে।

]]>
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই https://thenewsbangla.com/two-arrested-on-charges-of-taking-money-use-the-name-of-binay-tamang-and-gta/ Sat, 22 Dec 2018 12:39:04 +0000 https://www.thenewsbangla.com/?p=4627 The News বাংলা, শিলিগুড়িঃ নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই। বিনয় তামাং এর নাম করে ভয় দেখিয়ে রীতিমত কার্ড ছাপিয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে। অনেকদিন থেকেই অভিযোগের পাহাড় জমা হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে।

আরও পড়ুনঃ জিএসটি কমাল মোদী সরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে

জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের নাম করে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তাদের নাম রাহুল ত্রিখোর্থ্রী(২৬) ও দীপেশ ত্রীখোর্থী(৩২)। তারা কালিম্পংয়ের ঠাকুরনগরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা, জিটিএ-এর নাম ছাপানো কার্ড, কিছু মানি রিসিট ও একটি মোবাইল ফোন। শিলিগুড়ির প্রধান নগরের বাঘাযতীন কলোনী থেকে গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে এই দুই যুবককে গ্রেপ্তার করে। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা

পুলিশের কাছে কয়েকমাস আগে থেকেই একের পর এক অভিযোগ আসছিল। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের নাম করে নানাভাবে ভয় দেখিয়ে কেউ বা কারা টাকা আাদায় করছে। সেই খবরের সত্যতা যাচাই করতে তদন্তে নামে পুলিশ। কিন্তু চেয়ারম্যান বিনয় তামাং এই ধরনের কোন ঘটনার সাথে জড়িত নয় বলে জানতে পারে পুলিশ।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

এরপরই অভিযুক্তদের ধরতে কমিশনারেটের গোয়েন্দাদের কাজে লাগানো হয়। জানা যায়, এরা বিভিন্ন অবস্থাপন্ন লোকজন যেমন ডাক্তার ও বড় ব্যবসায়ীদের কাছে ফোন করে তোলা চায়। তারা জিটিএ এর চেয়ারম্যান বিনয় তামাং পরিচয় দিয়ে এদের কাছে ফোন করে ও ভয় দেখাতে থাকে। জিটিএ এর কোন অনুষ্ঠানের নাম করে নুন্যতম ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আদায় করে থাকে এরা।

আরও পড়ুনঃ দার্জিলিং টয় ট্রেনের সান্ধ্যকালিন যাত্রায় ট্যুর প্যাকেজ

নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা

পাশাপাশি সেই টাকা নেওয়ার রিসিট ও অনুষ্ঠানের কার্ডও দেওয়া হয় তাদের। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী পুলিশের কাছ লিখিত অভিযোগ জানায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শিলিগুড়ির গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা শুক্রবার রাতে প্রধাননগরের বাঘাযতীন কলোনীতে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

ডিসিপি গৌরবলাল জানান, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে তারা বিনয় তামাংয়ের নাম ভাঙিয়ে টাকা আদায় করত। দুজনেরই বাড়ি কালিম্পংয়ে। ডিসিপি আরও জানান, দীপেশের বিরুদ্ধে কালিম্পং থানায় ড্রাগ, চুরি, মারপিট সহ চারটি মামলা আছে। রাহুলের বিরুদ্ধে খুন, ডাকাতি সহ ৫ টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

শিলিগুড়ি, দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের ব্যবসায়ী সহ ডাক্তার ও অন্যান্য প্রফেশনের ব্যক্তিদের এরা টার্গেট করত। মুল অভিযুক্ত এরা দুজনই। তবে এই কাজে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশের অনুমান। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তার পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

]]>