Police Commissioner – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 17 May 2019 05:46:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Police Commissioner – The News বাংলা https://thenewsbangla.com 32 32 যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন রাজীব কুমার https://thenewsbangla.com/supreme-court-orders-in-former-police-commissioner-rajiv-kumar-case/ Fri, 17 May 2019 05:27:33 +0000 https://www.thenewsbangla.com/?p=13005 সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। যে কোন দিনই গ্রেফতার হবেন রাজীব কুমার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নিল দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

তবে সাত দিন সময়সীমা; দেওয়া হয়েছে রাজীব কুমারকে। এর মধ্যে তিনি আগাম জামিনের আবেদন করতে পারবেন। তবে শুক্রবার থেকেই রাজীব কুমারকে নজরবন্দী করে রেখেছে সিবিআই। নিজেদের হেফাজতে নিয়ে এবার রাজীব কুমারকে; জেরা করতে পারবে সিবিআই।

আরও পড়ুনঃ বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হল দিল্লির স্বরাষ্ট্র দফতরে

রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। গত বুধবার নির্বাচন কমিশন; সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে বলাই যায়। এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে; রাজীব কুমারকে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন।

বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হয়েছে দিল্লিতে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে। বৃহস্পতিবার সকাল ১০ টায় তাঁকে হাজিরা দিতে হবে; দিল্লিতে স্বরাষ্ট্র দফতরে, এমনটাই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাঁর রক্ষাকবচ তুলে নিল দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

সারদা কাণ্ডে তাঁকে নিয়ে উত্তাল হয়; রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তারপর সিবিআই কর্তাদের ধাক্কা মারতে মারতে; থানায় নিয়ে যান কলকাতা পুলিশের কর্তারা।

পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে; ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। ধর্নামঞ্চে পৌঁছে যান স্বয়ং রাজীব কুমারও।

আইপিএস জীবন শুরু থেকেই; তিনি রয়েছেন পশ্চিমবঙ্গতে। ২০১৬ সালে সুরজিৎ কর পুরকায়স্থের জায়গায়; তিনি কলকাতা পুলিশ কমিশনার হন। ২০১৩ সালে চিটফান্ড কেলেঙ্কারী মামলায়; রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছিল; তার দায়িত্বে ছিলেন রাজীব কুমার।

এবার তাঁকে পাকাপাকি ভাবে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন। আর গ্রেফতার করা যাবে না; রক্ষাকবচ তুলে নিল সুপ্রিম কোর্ট। ফলে এবার সব দিক দিয়ে চরম বিপদে পড়লেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার।

]]>
সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে https://thenewsbangla.com/when-the-cbi-interrogate-the-police-commissioner-in-saradha-case-at-shillong/ Tue, 05 Feb 2019 12:39:41 +0000 https://www.thenewsbangla.com/?p=6461 প্রথম লড়াইয়ে সিবিআই-কে টেক্কা দিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। সুপ্রিম কোর্টের রায়ের পর জেরার জন্য সিবিআই নোটিশ দেবার আগেই জেরার মুখোমুখি হতে নিজেই সিবিআইকে চিঠি পাঠিয়ে দিলেন পুলিশ কমিশনার। দিল্লির লোধা রোডে সিবিআই হেডকোয়ার্টারে সিবিআই প্রধান ঋষি কুমার শুক্লাকে মঙ্গলবার বিকালেই মেল ও ফ্যাক্স করে দিলেন রাজীব কুমার। তিনি জানিয়েছেন, আগামী ৮ই ফেব্রুয়ারী তিনি শিলংয়ে জেরার জন্য প্রস্তুত।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

জানা গিয়েছিল, মঙ্গলবার সন্ধ্যায় বা বুধবার সকালেই রাজীব কুমারকে জেরা করার নোটিশ দেবে সিবিআই। কিন্তু তার আগেই জেরার মুখোমুখি হবার জন্য নিজেই চিঠি পাঠিয়ে দিলেন পুলিশ কমিশনার। তবে সিবিআই এর তরফ থেকে যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব পরিস্কার জানিয়ে দিয়েছেন, “সিবিআই যবে চাইবে, তবেই জেরা করা হবে রাজীব কুমারকে। তিনি যবে চাইবেন, তবে নয়। আদালতের এমনই নির্দেশ আছে”। বলা যায়, জেরা নিয়েও শুরু ঠাণ্ডা লড়াই।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

মঙ্গলবারই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর তারপরেই সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়ে ফেলে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হচ্ছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বাঁধছে সিবিআই।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, মঙ্গলবার অভিযোগ করেন সিবিআই আইনজীবি। সওয়াল জবাব শুনে মঙ্গলবার এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে। মঙ্গলবার সকালেই রায় দেন দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

রায়ের পরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই। মোট ৯ সদস্যের একটা স্পেশ্যাল দল গঠন করা হয়েছে বলেই সিবিআই সূত্রে জানা গেছে। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে জেরার কাজ করবেন বাকি ৮ সদস্য। সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করতে আটঘাট বাঁধছে সিবিআই।

আরও পড়ুনঃ সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প

জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই। এখন শিলংয়ে এই জেরা কবে হয় তার জন্যই এখন অপেক্ষা। রাজীব চাইছেন ৮ তারিখ। সিবিআই জানিয়েছে, তারা দিন ঠিক করে নোটিশ দেবে। বলা যায়, সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও এবার লড়াই তুঙ্গে।

]]>
সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’ https://thenewsbangla.com/rajeev-kumar-have-to-face-cbi-interrogation-mamata-said-moral-victory/ Tue, 05 Feb 2019 06:53:07 +0000 https://www.thenewsbangla.com/?p=6435 ‘মরাল ভিক্টরি’, ‘আমাদের জয় হয়েছে’। সুপ্রিম কোর্টের নির্দেশ শুনে ধর্মতলার সত্যাগ্রহ মঞ্চ থেকে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমারকে এখনই গ্রেফতার করা যাবে না, এই নির্দেশ শুনেই একথা বললেন তিনি। তবে তাঁর আর পালাবার পথ নেই, রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, অভিযোগ করেন সিবিআই আইনজীবী। সওয়াল জবাব শুনে মঙ্গলবার এই রায় জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, অভিযোগ করেন সিবিআই আইনজীবী। সুদিপ্ত সেনের সব মোবাইল পরীক্ষাই করাননি রাজীব গান্ধীর নেতৃত্বে সিট। মোবাইল কল রেকর্ড নষ্টও করা হয়েছে বলে অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। বাজেয়াপ্ত ল্যাপটপ, মোবাইল কিছুতেই জমা করছে না সিবিআই এর কাছে, অভিযোগ সিবিআইয়ের আইনজীবীর।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

তবে সব অভিযোগ খণ্ডন করেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। বলেন কলকাতা পুলিশ সবসময় সিবিআই কে সাহায্য করতে প্রস্তুত। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ জানিয়ে দেন, রাজীব কুমারকে একটি নিউট্রাল জায়গায়, মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। তবে এখনই কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

আরও পড়ুনঃ সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প

এই খবর ধর্মতলার সত্যাগ্রহ মঞ্চ এ এসে পৌঁছতেই খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেন, ‘মরাল ভিক্টরি’, ‘আমাদের জয় হয়েছে’। এই রায়কে স্বাগত জানান তিনি। তবে রাজীব কুমারকে একটি নিউট্রাল জায়গায়, মেঘালয়ের শিলংয়ে হাজিরার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁকে জেরা করতে পারবে সিবিআই আধিকারিকরা।

রাজীব কুমারকে জেরা করতে পারবে সিবিআই আধিকারিকরা। এতদিন বারবার ডেকেও রাজীব কুমারকে জেরা করতে পারেনি সিবিআই। তারপরেও মমতা বললেন, ‘মরাল ভিক্টরি’, ‘আমাদের জয় হয়েছে’। অন্যদিকে, বিজেপির তরফ থেকেও এটাকে ‘মরাল ভিক্টরি অফ সিবিআই’ বলে উল্লেখ করা হয়েছে।

]]>
তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের https://thenewsbangla.com/kolkata-police-commissioner-will-regret-if-he-thinks-to-destroy-the-scam-evidence-warned-by-supreme-court/ Mon, 04 Feb 2019 06:47:54 +0000 https://www.thenewsbangla.com/?p=6357 সারদা চিটফান্ড মামলায় তথ্য প্রমাণ নষ্টের কোন প্রমাণ পেলে কলকাতার পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পরিস্কার জানিয়ে দেন, ‘তথ্য লোপাট তো দূরের কথা, রাজীব কুমার স্বপ্নেও তা ভাবলে তাঁকে এমন শিক্ষা দেওয়া হবে যে তাঁকে সারাজীবন পস্তাতে হবে।

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

সিবিআইয়ের তরফে দেশের শীর্ষ আদালতে জানানো হয়েছে যে, রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের। যেটা সাংবিধানিক সংকট সৃষ্টির সমান।

এমনকি কলকাতায় সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে রবিবার তাঁর দফতরেই বন্দি করে কলকাতা পুলিশের বাহিনী। যেটাও অবিশ্বাস্য একটা ব্যপার। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের দফতর থেকে পুলিশি ঘেরাও মুক্ত করতে হয়।

এদিন শীর্ষ আদালতে তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছে সিবিআই। তাদের দাবি, অবিলম্বে সেই সমস্ত তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। সিবিআইয়ের আরও প্রশ্ন, কী করে একটি রাজনৈতিক দলের সঙ্গে ধর্নায় বসতে পারেন কেন্দ্রীয় পুলিশ আধিকারিকরা?

আরও পড়ুনঃ বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার

এদিন সিবিআইয়ের তরফে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়, কলকাতার পুলিশ কমিশনারকে চিটফান্ড কাণ্ডের তদন্তে একাধিকবার তলব করা হলেও তিনি সাড়া দেননি। উলটে তদন্তে অসহযোগিতা ও বাধা সৃষ্টি করেছেন তিনি। কোন তথ্যপ্রমাণ সিবিআই এর হাতে তুলে দিচ্ছেন না তিনি। তিনি সেই সব তথ্যপ্রমাণ নষ্ট করে দিতে পারেন বলেই আশঙ্কা প্রকাশ করা হয় সিবিআই এর তরফ থেকে।

সিবিআইয়ের আবেদন গ্রহণ করে ও তাঁদের আশঙ্কার কথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “যদি কলকাতার পুলিশ কমিশনার স্বপ্নেও তথ্যপ্রমাণ নষ্টের কল্পনা করে থাকেন তাহলে তার প্রমাণ আদালতের সামনে পেশ করুন। তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে তিনি সারা জীবন পস্তাবেন”।

মঙ্গলবার বেলা ১০.৩০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে এই মামলার শুনানি হবে। ইতিমধ্যেই কলকাতা থেকে ডিএসপি পদমর্যাদার এক সিবিআই অফিসার সমস্ত প্রমাণ ও গতকালের সব ফুটেজ নিয়ে দিল্লি রওনা দিয়েছেন।

]]>