PM Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 21 Jun 2022 07:21:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg PM Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অগ্নিবীর’ নিয়োগ শুরু, সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/pm-modi-meet-three-service-chiefs-over-agnipath-scheme-agniveer-recruitment/ Tue, 21 Jun 2022 07:09:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15597 ‘অগ্নিবীর’ নিয়োগ শুরু; সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। অগ্নিপথ ঘিরে বর্তমানে অ’গ্নিগর্ভ দেশ। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প; অগ্নিপথের বিরুদ্ধে দেশজোড়া বি’ক্ষোভ আন্দোলনের মাঝেই; মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানেরা। সোমবার অগ্নিপথ প্রকল্পে নিয়োগের; প্রথম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেনাবাহিনীর তরফে। তিন বাহিনীর প্রধানরা, এই প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে; এদিন প্রধানমন্ত্রীকে জানাবেন। তবে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানদের মধ্যে এই বৈঠকের বিষয়; আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি সরকারি ভাবে।

অগ্নিপথ নিয়ে এখনও উ’ত্তাল দেশ। সশস্ত্র বাহিনীতে নিয়োগের নয়া পদ্ধতির প্রতিবাদে; সারা দেশে একের পর এক ট্রেনে আ’গুন দিয়েছে বিক্ষোভকারীরা। রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সং’ঘর্ষে জড়িয়েছে তারা। কিছুতেই কমছে না বিক্ষোভের আঁচ। এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে কেন্দ্রকে। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্প বাতিলের দাবিতে; ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুনঃ সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা

১৪ জুন নতুন সামরিক নিয়োগের মডেল, ‘অগ্নিপথ স্কিম’ ঘোষণা করার পরেই; দেশের বিভিন্ন অংশে বি’ক্ষোভ দেখা দেয়। অগ্নিপথ প্রকল্পে ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের; মাত্র চার বছরের জন্য নিয়োগের কথা বলা হয়েছে। এদের মধ্যে ২৫ শতাংশকে চার বছরের শেষে; আরও ১৫ বছরের জন্য নিযুক্ত করা হবে বলেও জানা গিয়েছে। দেশ জুড়ে বি’ক্ষোভের পরে; সরকার ২০২২ সালে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করেছে।

আরও পড়ুনঃ নতুন ‘উপদ্রব’ রোদ্দুর রায়, জেলের ‘দাগি কয়েদী’রাও ভয়ে কাঁপছে

রবিবার ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়; অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যতই বি’ক্ষোভ হোক না কেন; আগামী দিনে সেনায় নিয়োগ অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই হবে। এই প্রকল্প প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে, সেনার তিন প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অতন্ত্য গুরুত্বপূর্ণ; বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

‘অগ্নিপথ’ নিয়ে বি’ক্ষোভে, যেভাবে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ইস্যুতে সুর চ’ড়াচ্ছে; তাতে অ’শনি স’ঙ্কেত দেখছে কেন্দ্র। তবে বি’ক্ষোভের কাছে আ’ত্মসম’র্পণ করে কৃষি আইন প্রত্যাহারের মত; অগ্নিপথ প্রকল্প স্থগিত করার সম্ভাবনা নেই বলে প্রধানমন্ত্রী সচিবালয় জানিয়েছে।

]]>
দেশে ৫ বছর ধরে সুপার এমার্জেন্সি চলছে, জরুরি অবস্থার বর্ষপূর্তিতে কটাক্ষ মমতার https://thenewsbangla.com/super-emergency-for-last-5-years-said-mamata-banerjee-attack-on-pm-modi/ Tue, 25 Jun 2019 10:32:27 +0000 https://www.thenewsbangla.com/?p=14385 “পাঁচ বছর ধরে দেশে সুপার এমারজেন্সি চলছে”; বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জরুরি অবস্থার বর্ষপূর্তিতে কটাক্ষ করে; সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করেন তৃণমূল সুপ্রিমো। নাম না করেই মোদীর দিকে তীর মমতা বন্দোপাধ্যায়ের।

সোমবার ছিল ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার ৪৪ তম বার্ষিকী। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; ১৯৭৫ সালের দিনটিকে চিহ্নিত করে একটি ভিডিও পোষ্ট করেন সোশ্যাল মিডিয়াতে। সেই সময়ের সংবাদপত্রের শিরোনাম; আন্দোলন এবং সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন তিনি।

আরও পড়ুনঃ আইসিস জঙ্গিদের নজরে এবার বাংলা, হাওড়া শিয়ালদা থেকে পাকড়াও নব্য জামাত জঙ্গি

প্রধানমন্ত্রী মোদী লিখেছিলেন; “ভারত সেই সমস্ত মহান ব্যক্তিকে অভিবাদন জানায় যারা তীব্র এবং নির্ভীকভাবে জরুরী অবস্থার প্রতিরোধ করেন”। অন্যদিকে মমতা ব্যানার্জি লিখেছেন; “আজ ১৯৭৫ সালে ঘোষিত জরুরি অবস্থার বার্ষিকী। গত পাঁচ বছরে দেশে; ‘সুপার এমার্জেন্সি’ চলছে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং লড়াই করতে হবে শক্তিশালী গনতন্ত্র তৈরি করার জন্য”।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক জালিয়াত মেহুল চোকসিকে অ্যান্টিগা থেকে দেশে ফিরিয়ে আনছে মোদী সরকার

গত লোকসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অশান্তি শুরু হয় রাজ্য তথা দেশে। কিছুদিন আগে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিতও দিয়েছে গেরুয়া শিবির। সেই ঘটনাকে কেন্দ্র করেই মমতার কটাক্ষ মোদীকে।

১৯৭৫ সালের ২৫ জুন ইন্দিরা গান্ধী সরকার; দেশে জরুরী অবস্থা চালু করেন। ফলে নাগরিকদের অধিকাংশ সাংবিধানিক অধিকার স্থগিত করা হয়। সংবাদপত্রে সরকারের বিরুদ্ধে যে কোন খবর নিষিদ্ধ করা হয়েছিল। প্রচুর বিরোধী দলীয় নেতাকে সেই সময় জেলে বন্দি করা হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতাদের মধ্যে এল কে আদবানি, অটল বিহার বাজপেয়ী, জয়প্রকাশ নারায়ণ ও আরও অনেকে। এই অবস্থায় আরও ২ বছর শাসন করেছিলেন ইন্দিরা গান্ধী।

আরও পড়ুনঃ সমুদ্রে মাছ ধরতে গিয়ে কেন এত এত টন প্লাস্টিক পেল কেরলের জেলে

সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন; “আজকে ১৯৭৫ সালের তুলনায় আরও শক্তিশালী ও দৃঢ় সংকল্প প্রয়োজন। সেকুলার গণতন্ত্রের উপর আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে হবে। ভারত তাঁর সব অধিবাসীর জন্যই সমান; যারা এটা মানে না এই আক্রমণ তাদের জন্য”

]]>
রামমন্দির তৈরি করতে না পারায় মোদীকে তোপ মমতার https://thenewsbangla.com/cm-mamata-banerjee-attacks-pm-modi-for-unable-to-make-ram-mandir/ Tue, 07 May 2019 13:07:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12546 ভোটের শেষ মুহূর্তে রাম নিয়ে জমজমাট বাংলার রাজনীতি; এতদিন উত্তর ভারতসহ গোবলয়ে রাম রাজনীতি সীমাবদ্ধ থাকলেও বিগত ৫ বছরে তা গোবলয়ের সীমা অতিক্রম করে বাংলায় ঢুকে পড়েছে; আর ভোটের মধ্যে রাম রাজনীতি যেন আরও বেশিমাত্রায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে; মোদী মমতা তরজাতেও চলছে রামকে নিয়ে টানাটানি।

সোমবার ঝাড়্গ্রাম ও হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া জনসভা অনুষ্ঠিত হয়; ঝাড়গ্রামের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন; এই রাজ্যে কেউ জয় শ্রী রাম বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন; রাম তাঁর শিরায় শিরায় রয়েছেন; রামই তাঁর অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ ফনী দুর্গতদের সাহায্যে ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার

মোদীর রামভক্তির কড়া সমালোচনা করে সোমবার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী; বিষ্ণুপুরে একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেন; বিজেপি মন্দির নিয়ে এতো হইচই করেও রামমন্দির তৈরি করতে পারেনি; ৫ বছরে মোদী একটি মন্দির বানাতে পারলেন না বলে তোপ দাগেন তিনি।

এদিকে রাজ্যের তারাপীঠ; দক্ষিনেশ্বর; কালীঘাট মন্দিরের উন্নয়নের জন্য অনেক ইতিবাচক পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিয়েছেন বলে জানান; প্রসঙ্গত শনিবার চন্দ্রকোনা হয়ে মুখ্যমন্ত্রী একটি রোড শোতে যোগ দিতে যাওয়ার সময় চন্দ্রকোনার রাধাবল্লভপুরে জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ মহরম ঈদে বিদ্যুৎ দিলেও, হোলি দিওয়ালিতে দিত না আগের সরকার, মন্তব্য আদিত্যনাথের

মুখ্যমন্ত্রীর এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন; তৎক্ষনাৎ শ্লোগান দেওয়া ব্যক্তিরা পালাতে শুরু করে; মুখ্যমন্ত্রী জোর গলায় তাদের বলেন, ” কি রে, পালাচ্ছিস কোথায়? সব হরিদাসের দল”। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন; তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মীরা। এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে।

এরপরেই মুখ্যমন্ত্রীর সমালোচনা শুরু হয় দেশ জুড়ে; শুধুমাত্র জয় শ্রী রাম বলার কারনে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী স্বৈরাচারী ও অগনতান্ত্রিক মনোভাবের প্রকাশ করেছেন বলে অনেকে মন্তব্য করেন। সংখ্যালঘু সম্প্রদায়কে তুষ্ট করতে হিন্দুদের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, এমন অভিযোগও তোলা হয়।

]]>
থাপ্পড় কান্ডে বিজেপিকে দায়ী করে মোদীর ইস্তফা দাবি করলেন কেজরিওয়াল https://thenewsbangla.com/arvind-kejriwal-says-pm-modi-must-resign-on-slap-attack-on-cm-at-delhi/ Sun, 05 May 2019 15:33:02 +0000 https://www.thenewsbangla.com/?p=12419 শনিবার দিল্লির মোতিনগরে একটি নির্বাচনী রোড শোতে অংশ নিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল; জনসাধারণের উদ্দেশ্যে রোড শো থেকে বক্তৃতা রাখার সময় এক ব্যক্তি গাড়িতে উঠে হঠাৎই থাপ্পড় মারেন দিল্লির মুখ্যমন্ত্রীকে।

এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন; তিনি মোদীর বিরুদ্ধে লড়াই করছেন বলেই বিজেপির লোকেরা বারবার তার ওপর আক্রমন করছে; বিরোধী নেতাদের সুরক্ষার অভাব আছে বলে মনে করেন কেজরিওয়াল; গতকালের ঘটনা নিয়ে মোট ৯ বার আক্রমনের শিকার হলেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মাওবাদী দমনে ব্যর্থ মোদী, মেদিনীপুরের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হবার পরে বারেবারেই আক্রমনের শিকার হন বলে জানান তিনি; দলের নেতা মনীষ সিসোদিয়া গতকালই বলেছিলেন; বিজেপি কেজরীওয়ালকে ভয় পেয়েই হতাশা থেকে এসব করছে। যদিও বিজেপি র তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির দাবি, আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল দলেরই কর্মকর্তা বছর ৩৩ বয়সের সুরেশ একটি রোড শোতে প্রকাশ্যে থাপ্পড় মারেন; নিজের দলের লোকের হাতে থাপ্পর খেয়ে বিজেপিকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুনঃ মহারাষ্ট্র ও ছত্তিসগড়ের মত ভোটে মাওবাদী হামলার আশঙ্কা বাংলায়

যদিও নিজের দলের লোকের যুক্ত থাকার ঘটনা অস্বীকার করেছেন অরবিন্দ কেজরিওয়াল; থাপ্পড় খাওয়ার ঘটনায় রবিবার বিজেপির ওপর দোষারোপ করেন তিনি; সেই সাথে এই নক্কারজনক ঘটনার জন্য প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন কেজরিওয়াল।

শনিবারের ঘটনাকে পুরোটাই বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছে তিনি। আক্রমণকারী ওই ব্যক্তিকে বছর ৩৩ বয়সের সুরেশ নামে চিহ্নিত করা হয়; ওই ব্যক্তি প্রথমে কেজরিওয়ালকে একবার ঘুসি মেরে পরবর্তীতে আবার গালে থাপ্পড় বসান।

আরও পড়ুনঃ দেশের সুরক্ষায় ২০০ ইসলাম ধর্ম প্রচারককে বিতাড়িত করল শ্রীলঙ্কা

শুধু এবারই প্রথম নয়; এর আগেও বহুবার একই ঘটনা ঘটেছে কেজরিওয়ালের সাথে। প্রকাশ্য রোড শোতে থাপ্পড় মারা; ডিম ছূঁড়ে মারা থেকে কালি ছিটানো; এই সব কিছুরই সম্মুখীন হয়েছেন তিনি। এই সব ঘটনার দায় প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর উপরে চাপিয়ে প্রধানমন্ত্রির ইস্থফা চান তিনি।

]]>
সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর https://thenewsbangla.com/if-modi-has-courage-to-fight-from-kerala-or-tamilnadu-asks-tharoor/ Mon, 08 Apr 2019 06:15:09 +0000 https://www.thenewsbangla.com/?p=10270 উত্তর ভারতের মতো দক্ষিন ভারতেও রাহুল সমান জনপ্রিয় এবং তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলেই উত্তর ভারতের পাশাপাশি দক্ষিন ভারত থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, রবিবার এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নরেন্দ্র মোদীর কি সাহস আছে দক্ষিন ভারত থেকে লড়ার, এই প্রশ্ন তুলে মোদীর দিকে চ্যালেঞ্জও ছূঁড়ে দিলেন তিনি।

আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার

শশী থারুর মোদীকে চ্যালেঞ্জ করে বলেন, দক্ষিন ভারতের কেরালা বা তামিলনাড়ু থেকে নরেন্দ্র মোদীর লড়াই করার ক্ষমতা আছে কিনা। রাহুলের পক্ষে তিনি বলেন, দক্ষিন ভারতের জনগন আগ্রহের সাথে রাহুলকে গ্রহণ করে নিতে প্রস্তুত। দক্ষিন ভারত থেকেও প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারে, সেই ব্যাপারে দক্ষিন ভারতীয়রা যথেষ্ট আশাবাদী বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

হারের ভয়েই উত্তরপ্রদেশের আমেঠীর পাশে দক্ষিন ভারতে কেরালার ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন রাহুল গান্ধী, বিজেপির অনেক নেতাই এই দাবি করেছিলেন। এদিন তাদেরকেও কটাক্ষ করে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন শশী থারুর।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

কিছুদিন আগেই অমিত শাহ বলেছিলেন, রাহুল গান্ধী এমন একটি আসন থেকে লড়ছেন, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। সংখ্যাগুরু হিন্দুদের ভোটে রাহুল ভরসা করতে পারছেন না বলে অনেকে কটাক্ষ করেছিলেন। আমেঠীতে রাহুলের প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী রাহুলকে বলেছিলেন, আমেঠীতে হার অপেক্ষা করছে রাহুল গান্ধীর জন্য, তাই তিনি কেরালা থেকে নিরাপদ আসনে লড়তে চলেছেন।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

বিজেপির একটি সূত্রের দাবি, এবার অমেঠীতে রাহুলের জেতার সম্ভাবনা একদমই নেই। তাই চক্ষুলজ্জার কারণে একটি নিশ্চিত আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন রাহুল। উল্লেখ্য, কেরালার ওয়াইনড লোকসভা কেন্দ্রটি বহুদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে অমেঠীতে হেরে গেলেও এই আসনে জিতে রাহুল গান্ধী নিজের সম্মান কিছুটা বজায় রাখতে পারবেন।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
হেলিকপ্টার দুর্নীতিতে আহমেদ প্যাটেলের নাম, সনিয়া রাহুলকে তুলধোনা নরেন্দ্র মোদীর https://thenewsbangla.com/pm-modi-says-ahmed-patel-named-in-ed-chargesheet-in-agusta-case/ Fri, 05 Apr 2019 16:42:54 +0000 https://www.thenewsbangla.com/?p=10121 হেলিকপ্টার দুর্নীতির চার্জশিটে আহমেদ প্যাটেলের নাম। আর সেটাকেই ইস্যু করে সনিয়া রাহুলকে তুলধোনা করলেন নরেন্দ্র মোদী। দেরাদুনে ভোট প্রচারে মোদী বলেন, অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি কাণ্ডে একজন AP অর্থাৎ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ও FAM মানে ফ্যামিলি অর্থাৎ গান্ধী ফ্যামিলি জড়িত। আর এই দিয়েই হেলিকপ্টার দুর্নীতিতে সনিয়া রাহুল ও কংগ্রেসকে টার্গেট করলেন মোদী।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

ভোটের মুখে বিপদে পরেছে কংগ্রেস, হেলিকপ্টার দুর্নীতিতে জড়াল আহমেদ প্যাটেলের নাম। ইডির চার্জশিটে রয়েছে আহমেদ প্যাটেল এর নাম। ক্রিশ্চিয়ান মিচেল এর মুখে ও কাগজপত্রে যে ‘এপি'(AP) লেখা ছিল, তা আসলে সনিয়া গান্ধী ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। ইডির ৫২ পাতার সপ্লিম্যানটারি চার্জশিটে রয়েছে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল এর নাম। আর এটাকেই ইস্যু করে রাহুল সনিয়াকে একহাত নিলেন মোদী।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেটা চাইছিল সেটাই হল। অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি কাণ্ডে ‘মিসেস গান্ধী’ বা সোনিয়া গান্ধীর নাম নিয়েছেন মামলায় অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেল। আদালতে তেমনই দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর এরপরেই ফের শুরু হয় বিজেপি-কংগ্রেস বাগযুদ্ধ। এবার সনিয়া গান্ধী ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের নাম যোগ হল ইডির ৫২ পাতার সপ্লিম্যানটারি চার্জশিটে।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

চপার দুর্নীতিতে জড়িয়ে গেল সোনিয়া গান্ধী ও গান্ধী পরিবারের নাম। অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার ভারত সরকারের কাছে বিক্রি করার জন্য ক্রিশ্চিয়ান মিচেল মিডলম্যান ছিলেন বলেই অভিযোগ। দুবাই থেকে ধরে আনা হয়েছে অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অন্যতম এই অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে। এরপরেই তাকে জেরা ও তদন্তে উঠে আসে এক কোন এক রহস্যময় ‘AP’ র নাম। এই এপি যে আসলে সনিয়া গান্ধী ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, সেটাই ইডির ৫২ পাতার সপ্লিম্যানটারি চার্জশিটে রয়েছে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট মন্ত্রী, দেশের রাষ্ট্রপতির মতো ভিভিআইপি-দের দেশের মধ্যে সফরের জন্য মনমোহন সিংহ জমানায় ১২টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয়েছিল। এ ব্যাপারে অগাস্টা ওয়েস্টল্যান্ড নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তিও করা হয়। কিন্তু পরবর্তী কালে অভিযোগ ওঠে ওই প্রতিরক্ষা চুক্তিতে ঘুষ দেওয়া হয়েছে। এর পর মনমোহন জমানাতেই চুক্তিটি বাতিল করে দেওয়া হয়। কিন্তু সেই তদন্ত এখনও চলছে।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

কংগ্রেস আমলে ৩৭২৭ কোটি টাকার এই হেলিকপ্টার দুর্নীতি হয়। মামলায় অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে দুবাই থেকে ভারতে আনতে পারাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য বলেই প্রচার শুরু করে কেন্দ্রীয় সরকার ও বিজেপি। সেই ক্রিশ্চিয়ান মিচেল এখন ইডি-র হেফাজতে। সেখানেই তিনি তদন্তকারীদের ‘মিসেস গান্ধী’র নাম বলেছেন বলে ইডির দাবি। আর এরপরেই কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দেগেছে বিজেপি।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

ভিভিআইপিদের জন্য চপার কেনার এই দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে। সেখানেই ইডি এই দাবি করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ওই সংবাদসংস্থার দাবি, ইডি আদালতে জানিয়েছে মিচেল ওই ‘ইতালীয় মহিলা’র ছেলের সম্বন্ধেও মুখ খুলেছে। কীভাবে ‘ইতালীয় মহিলার ছেলে’ ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সেই তথ্যও জেরায় জানিয়েছে মিচেল। আর এবার ৫২ পাতার সপ্লিম্যানটারি চার্জশিটে নাম রয়েছে সনিয়া গান্ধী ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল এর নাম।

আরও পড়ুনঃ মোদী কি করে প্রধানমন্ত্রী হল ভগবান জানে, মাথাভাঙায় বিস্ফোরক মমতা

প্রসঙ্গত, এই দুর্নীতি মামলায় বিজেপি প্রথম থেকেই গান্ধী পরিবারের জড়িয়ে থাকার অভিযোগ তুলেছে। রাজনৈতিক মহলের মতে, মিচেলের মুখ থেকে বেরনো ‘মিসেস গান্ধী’ আসলে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। আর তাঁর ছেলে মানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

জেরায় কি সত্যিই গান্ধী পরিবারের নাম নিয়েছেন ক্রিশ্চিয়ান মিচেল? তেমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেখানেই ইডির আইনজীবী দাবি করেন, ‘জেরার সময় মিসেস গান্ধীর নাম বলেছেন মিচেল৷’ তবে কীসের প্রেক্ষিতে তিনি এই নাম নিয়েছেন, সে বিষয়ে বিশদে কিছু বলতে চায়নি ইডি।

আরও পড়ুনঃ অ্যান্টি স্যাটেলাইট টেস্ট নিয়ে নাসার অভিযোগ উড়িয়ে দিল ভারত

এখানেই শেষ নয়। ইডির আরও দাবি, ‘ইতালিয় মহিলার ছেলে, যিনি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন’- তাঁর কথাও বলেছেন মিচেল। ইডির তরফে আদালতে আরও দাবি করা হয় যে, টেলিফোনে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কথা বলার সময়ে মিচেল বারবারই ‘এপি'(AP) ও ‘আর’ নামের এক ব্যক্তির উল্লেখ করতেন। এই ‘আর’ কে, তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ইডি। ইডির ৫২ পাতার সপ্লিম্যানটারি চার্জশিটে এই ‘এপি'(AP) আসলে সনিয়া গান্ধী ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, বলেই জানান হয়েছে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে বিমল গুরুং কে গ্রেফতার করতে পারেন মমতা

এর ফলে বিজেপি নতুন অস্ত্র পেয়ে গেল এই ইস্যুতে। তারা সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণের ধার বাড়াতে শুরু করেছে। যদিও সঙ্গে সঙ্গে আসরে নেমেছে কংগ্রেসও। পালটা আক্রমণেরও পথ নিয়েছে তারাও। ইডির আইনজীবীর বক্ত্যব্যের পরই, আক্রমণের ধার আরও বাড়িয়ে প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদরা বললেন, “এবার আসল চোর ধরা পড়বে”। এ দিকে, লোকসভা নির্বাচনের আগে মিচেলের মুখে গান্ধী পরিবারের সদস্যদের নাম আসায়, বিষয়টিতে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে কংগ্রেস।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

আদালতে ইডির এই দাবি সামনে আসার পরই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্ররা। তাঁর দাবি, চাপ দিয়ে মিচেলকে দিয়ে একটি ‘বিশেষ’ পরিবারের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর প্রশ্ন, “একটি পরিবারের নাম জড়ানোর জন্য চৌকিদার কেন সরকারি সংস্থার উপর চাপ সৃষ্টি করছেন”? বিজেপিই যে এই কাজ করছে, তাও স্পষ্টভাবেই অভিযোগ করেছেন ওই কংগ্রেস নেতা। “মিচেল কী বলবে, আদালতে ইডি কী জানাবে, সব বিজেপিই ঠিক করে দিচ্ছে”, বলেও তিনি অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

রাফায়েল যুদ্ধবিমান চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। বিশেষজ্ঞদের মতে, মিচেলের প্রত্যর্পণের পর এই কপ্টার দুর্নীতি যে মোদীর পাল্টা অস্ত্র হতে চলেছে, তা মোটের উপর বোঝাই যাচ্ছিল। বিশেষ করে মিচেল ভারতে আসার পরের দিনই রাজস্থানের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “এই রাজদারকে জেরা করলেই কত নামদারের নাম সামনে আসবে”। অনেকের মতে, তখনই বোঝা গিয়েছিল এ ব্যাপারে সরকারের উদ্দেশ্য কী।

আরও পড়ুনঃ ভারতীকে রাজ্যে ঢোকা থেকে আটকাতে সুপ্রিম কোর্টে মমতা

আপাতত ফের অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতি নিয়েই শোরগোল দিল্লির রাজনীতি। মোদীর রাফায়েল যুদ্ধবিমান দুর্নীতি বনাম রাহুলের অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতি লড়াই এই লোকসভা ভোটের অন্যতম বড় ইস্যু। আর চপার দুর্নীতি ইস্যু নিয়েই এবার ময়দানে নেমে পরলেন মোদী।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দিল সৌদি আরব https://thenewsbangla.com/pm-narendra-modi-awarded-uaes-highest-civilian-honor-zayed-medal/ Fri, 05 Apr 2019 06:16:20 +0000 https://www.thenewsbangla.com/?p=10039 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান জায়েদ সম্মানে ভূষিত করল সংযুক্ত আরব আমীরশাহি সরকার। ভারত ও সংযুক্ত আরব আমীরশাহির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য বৃহস্পতিবার সংযুক্ত আরব আমীরশাহির রাষ্ট্রপতি শেখ কলিফা বিন জায়েদ নাহান পুরস্কারের কথা ঘোষণা করেন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দিল সৌদি আরব/The News বাংলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দিল সৌদি আরব/The News বাংলা

সংযুক্ত আরব আমীরশাহির সঙ্গে অন্যান্য রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের জায়েদ সম্মানে ভূষিত করা হয়। এবছর সেই তালিকায় নতুন সংযোজন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

আবু ধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ এক ট্যুইট বার্তায় লিখেছেন, “আমাদের সঙ্গে ভারতের যে ঐতিহাসিক এবং কৌশলগত দীর্ঘকালীন সম্পর্ক, তাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিশেষ ভূমিকা পালন করেছেন। তাঁর সেই ভূমিকার প্রতি সম্মান জানাতে তাঁকে জায়েদ সম্মানে ভূষিত করা হল।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

সংযুক্ত আরব আমীরশাহির প্রতিষ্ঠাতা জায়েদের নামে এই পুরস্কারে থাকে একটি মেডেল যাতে “জায়েদ” নামটি খোদিত থাকে । এর আগে এই সম্মানে ভূষিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ, প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল, চীনের প্রেসিডেন্ট জি জিংপিং এবং ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

এক বিবৃতিতে নরেন্দ্র মোদীকে এই দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এক ব্যতিক্রমী নেতা হিসেবে জানানো হয়েছে । নয়া দিল্লি ও ইসলামিক বিশ্বের সুসম্পর্কের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিদেশ নীতির ভুয়সী প্রশংসা করে বিবৃতিতে আরও বলা হয়েছে “একজন আন্তর্জাতিক রাষ্ট্রনেতা হিসেবে মোদী এই সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং ভারত ও ইসলামিক বিশ্বের মধ্যে সম্পর্ক এই মুহূর্তে সব থেকে মধুর”।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রী রুজিরাকে শুল্ক দফতরের সামনে হাজিরার নির্দেশ হাইকোর্টের

ভারত যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, সেই সময় সংযুক্ত আরব আমীরশাহি মোদীর “সব কা সাথ, সব কা বিকাস” স্লোগানকেই সমর্থন করেছে । ওই বিবৃতিতে বলা হয়েছে, ” বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতিতে ভরা ভারতের মত একটি দেশে মোদী এমন একটি প্রশাসন উপহার দিয়েছেন যে প্রশাসন সকলের জন্য সমানভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ মোদী কি করে প্রধানমন্ত্রী হল ভগবান জানে, মাথাভাঙায় বিস্ফোরক মমতা

আবু ধাবির যুবরাজ ভারত সরকার, সংযুক্ত আরব আমীরশাহিতে থাকা অসংখ্য প্রবাসী ভারতীয়সহ সকল ভারতবাসীর কাছে সুসম্পর্কের বার্তা পৌঁছে দিতে তাঁর ট্যুইটটিকে হিন্দীতেও অনুবাদ করে দিয়েছেন। এখন দেখার আগামী ২০শে এপ্রিল আবু ধাবিতে স্থাপিত প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করতে মোদী যান কি না।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
খোদার কসম মোদীকে জেলে ঢোকাবো, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে উত্তাল দেশ https://thenewsbangla.com/nc-leader-javed-rana-calls-pm-modi-a-murderer-ahead-of-pms-rally-in-jk/ Fri, 29 Mar 2019 14:39:29 +0000 https://www.thenewsbangla.com/?p=9468 “খোদার কসম মোদীকে জেলে ঢোকাব”, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে শুরু হয়েছে জোর সমালোচনা। এনসি নেতা জাভেদ রানার এই মন্তব্যে চরম সমালোচনা করেছে বিজেপি। ইতিমধ্যেই এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে বিজেপি।

“ক্ষমতা থাকলে মোদীকে জেলে ঢোকাতাম”, জম্মু ও কাশ্মীরের পুঞ্চের একটি নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্যই করলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা জাভেদ রানা। জম্মু ও কাশ্মীরে এতদিন যত কাশ্মীরিদের ওপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের হিসেব নিতে প্রধানমন্ত্রী মোদীকে জেলে ভরতেন বলে তিনি জানান।

হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরির জন্য মোদীকে দায়ী করে, প্রধানমন্ত্রীকে মানবতার ঘাতক বলে উল্লেখ করেন এই নেতা। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও তার বাবা ফারুক আবদুল্লা দলেরই এই প্রভাবশালী নেতার মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেননি।

সূত্রের খবর, খুব শীঘ্রই জম্মু কাশ্মীরের আখনৌরে নরেন্দ্র মোদী একটি জনসভা করতে চলেছেন। তার আগেই ন্যাশনাল কনফারেন্স নেতার এই বক্তব্যে অস্বস্তিতে কংগ্রেস শিবির। জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সাথে একজোট করে বিজেপির বিরুদ্ধে লড়ছে কংগ্রেস।

এদিন নরেন্দ্র মোদীকে কটাক্ষ করার সাথে সাথে মিডিয়াকেও এক হাত নেন জাভেদ রানা। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করছে বলেও তিনি অভিযোগ তোলেন। এরপরেই তিনি জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, লিডারশিপ কাকে বলে, তা তিনি ক্ষমতায় এলে দেখিয়ে দেবেন।

এনসি নেতার এই বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয়, এর আগেও অনেকবারই তিনি এই ধরনের মন্তব্য রেখেছেন। এর আগেও তিনি নরেন্দ্র মোদীকে গুজরাটে গণহত্যার জন্য দায়ী করে প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করেছিলেন। শুধু তাই নয়, কাশ্মীরের ৩৭০ ধারা যদি তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কাশ্মীরে ভারতের পতাকাও উত্তোলন করতে দেবেন না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন।

জাভেদ রানা ন্যাশনাল কনফারেন্সের একজন প্রভাবশালী নেতা। বিচ্ছিন্নতাবাদী ও দেশবিরোধী বক্তব্যের জন্য আগেও বহুবার সমালোচিত হয়েছেন তিনি। কাশ্মীরে পাথরবাজদের বাড়বাড়ন্তের জন্য এর আগে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএসকে দায়ী করেছিলেন। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগেই দলের নেতার এই বক্তব্যে পুনরায় অস্বস্তিতে ওমর ও ফারুক আবদুল্লার দল।

তবে জাভেদ রানার এই মন্তব্যের পরেও এখনও মুখ খোলেননি ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লা। বিজেপির তরফ থেকে দুই নেতাকেই মুখ না খোলার জন্য সমালোচনা করা হয়েছে।

]]>
যৌবন ধরে রাখতে প্রত্যহ ফেসিয়াল ও চুল রং করেন মায়াবতী, দাবি বিধায়কের https://thenewsbangla.com/mayawati-do-facial-hair-colour-how-can-she-question-pm-modi-bjp-mla/ Tue, 19 Mar 2019 12:43:05 +0000 https://www.thenewsbangla.com/?p=8819 প্রধানমন্ত্রী রাজকীয় জীবন যাপন করে, এমনটাই দাবি করেছিলেন মায়াবতী। তার পরিপ্রেক্ষিতে মায়াবতীকে পাল্টা ঢিল ছূঁড়লেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং। যৌবন ধরে রাখতে মায়াবতী প্রতিদিন ফেসিয়াল ও চুল রং করেন বলে এই বিজেপি বিধায়কের দাবি।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মোদীর জীবন যাপন নিয়ে কটাক্ষ করেছিলেন মায়াবতী। এক ট্যুইটে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি লেখেন, প্রধানমন্ত্রীর জীবন যাপন রাজার মতো।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

মায়াবতী কটাক্ষ করে বলেন, সাধারণ জীবন যাপন ও আদর্শবাদী চিন্তা চেতনা ছেড়ে ২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নিজেকে “চা ওয়ালা” বলে উল্লেখ করে ভোট কুড়িয়েছিলেন। আর এবার তিনি ভোটের লোভে চৌকিদার সেজেছেন। মায়াবতীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উত্তরপ্রদেশের এই বিধায়ক পাল্টা কটাক্ষ করেন, যার জেরে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যায় ভি চৌকিদার বলে প্রচার শুরু করেছিলেন। নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি দেশের সেবা করার জন্য সদা জাগ্রত। কিন্তু তিনি একা নন, প্রধানমন্ত্রীর সাথে যারা সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তারা সকলেই চৌকিদার। যারা দেশের উন্নতি প্রগতির জন্য লড়াই করছেন, তারা সকলেই চৌকিদার। দেশের নাগরিকদেরও তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ দিতে এই প্রচারে সামিল হতে বলেন।

এদিকে এই নিয়ে শোরগোল পরে গেছে দেশের রাজনীতিতে। ব্যক্তিগত আক্রমণ বলে এটা উড়িয়ে দিয়েছে বিএসপি ও বিজেপিও। তবে এই নিয়ে ভোটের বাজারে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে গেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
২০১৪ সালে বিজেপি ব্যবহার করেছিল আমাকে, বিস্ফোরক অন্না হাজারে https://thenewsbangla.com/nrendra-modis-bjp-used-me-in-2014-explosive-demand-by-anna-hazare/ Mon, 04 Feb 2019 17:52:24 +0000 https://www.thenewsbangla.com/?p=6414 ২০১৪ সালে বিজেপি ব্যবহার করেছিল আমাকে, দাবি অন্নার। লোকপালের দাবিতে নিজের গ্রাম রলেগাঁও সিদ্ধিতে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সমাজকর্মী অন্না হাজারে। অনশনের ষষ্ঠ দিন, সোমবার তিনি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর দাবি, ২০১৪ সালের নির্বাচনে তাঁকে ব্যবহার করেছিল গৈরিক ব্রিগেড।

আরও পড়ুনঃ ভারত হাতে পাচ্ছে বিজয় মালিয়াকে, ভোটের আগে বড় জয় মোদী সরকারের

তাঁর কথায়, “২০১৪ সালে বিজেপি আমাকে ব্যবহার করেছিল। সকলেই জানে, লোকপালের দাবিতে আমি যে আন্দোলন করেছিলাম, তার জোরেই বিজেপি ও আম আদমি পার্টি ক্ষমতায় এসেছে। এখন আমি তাদের সম্পর্কে সব শ্রদ্ধা হারিয়ে ফেলেছি”।

আরও পড়ুনঃ ব্রিগেডের পর ধর্মতলা, ডিম্ভাত ছেড়ে এবার স্যান্ডুইচ ও চিকেন বিরিয়ানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তোলেন অন্না। তাঁর কথায়, “মোদীর নেতৃত্বে সরকার কেবলই মানুষকে বিভ্রান্ত করে চলেছে। তারা দেশকে নিয়ে চলেছে একনায়কতন্ত্রের দিকে। বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তারা চার বছর ধরে ক্রমাগত মানুষকে মিথ্যা বলে চলেছে”।

আরও পড়ুনঃ মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’

৮১ বছরের অন্নার প্রশ্ন, এই মিথ্যার কারবার কতদিন চলবে? সরকার দেশের মানুষকে বঞ্চিত করেছে। রাজ্য সরকার দাবি করেছে, আমার ৯০ শতাংশ দাবিই নাকি মেনে নিয়েছে তারা। এটাও মিথ্যা কথা। তাঁর আফসোস, ২০১১ এবং ২০১৪ সালে তাঁর আন্দোলনে যারা লাভবান হয়েছিল, তারা ক্ষমতায় এসে গত পাঁচ বছরে সেই দাবিপূরণে কিছু করেনি।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

তাঁর কথায়, সরকার বলছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রীরা আমার কাছে আসবেন। আমার সঙ্গে আলোচনা করবেন। কিন্তু আমি তাদের আসতে বারণ করেছি। কারণ তাতে মানুষ বিভ্রান্ত হবে। তারা আগে দৃঢ় সিদ্ধান্ত নিক, তারপর আমাকে সব লিখিতভাবে জানাক। আমি তাদের প্রতিশ্রুতিতে আস্থা হারিয়ে ফেলেছি।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

দিল্লির মুখ্যমন্ত্রী তথা অন্নার প্রাক্তন সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে তিনি বলেন, “সে আমার আন্দোলনে যোগ দিতেই পারে। কিন্তু আমার সঙ্গে সে স্টেজে উঠতে পারবে না”। অন্নার স্বাস্থ্য নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের আশ্বাস দিয়ে অন্না বলেন, “চিন্তা করবেন না। আমি ভালো আছি। ঈশ্বর আমার সঙ্গে আছেন। আগামী পাঁচদিন অন্তত আমার কোনও ক্ষতি হবে না”।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

কিছুদিন আগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র নবাব মালিক অন্নাকে বলেছিলেন, আরএসএস এবং সঙ্ঘ পরিবারের এজেন্ট। কিন্তু তার পরেই অপর এনসিপি নেতা অজিত পাওয়ার ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। সবমিলিয়ে আন্নার এই আন্দোলনে লোকসভা ভোটের আগে খানিকটা চাপেই পড়ে গেল মোদীর গেরুয়া ব্রিগেড।

]]>