Pay Commission – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 24 May 2022 11:08:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Pay Commission – The News বাংলা https://thenewsbangla.com 32 32 একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা, ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের https://thenewsbangla.com/govt-employees-will-get-5-years-arrears-at-once-administration-issued-notification-regarding-arrears/ Tue, 24 May 2022 11:08:00 +0000 https://www.thenewsbangla.com/?p=15184 একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা; ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ষষ্ঠ বেতন কমিশনের আওতায়; একলপ্তে পাঁচ বছরের ‘এরিয়ার’ মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত; সেই ‘এরিয়ার’ বা বকেয়া অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের জন্যে; ইতিমধ্যেই ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চণ্ডীগড় প্রশাসন।

বড়সড় সুখবর পেলেন চণ্ডীগড়ের সরকারি কর্মচারীরা, একলপ্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়; পাঁচ বছরের বকেয়া টাকা (এরিয়ার) মিটিয়ে দেওয়া হবে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায়, চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের; বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন এসেছে। কেন্দ্রশাসিত অঞ্চলের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে; ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘এরিয়ার’ মিটিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

সেইসঙ্গে পঞ্জাব সরকার থেকে, যে সব কর্মীদের ডেপুটেশনে নেওয়া হয়েছে; তাঁদেরও একলপ্তে সেই ‘এরিয়ার’ দেওয়া হবে। ‘এরিয়ার’ প্রদানের পর কত টাকা বেতন দিতে হবে; তা হিসাব করার জন্য ইতিমধ্যে বিভিন্ন দফতরের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। যে সংশোধিত বাজেট; কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। জানা গেছে, গ্রুপ এ সরকারি কর্মীরা; প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা করে এরিয়ার পাবেন।

আরও পড়ুনঃ “পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

একই নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে; মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। তবে হাইকোর্টে মামলা হেরে গেলেও; রাজ্য সরকার আদালতের সেই নির্দেশ মানবেন, না সুপ্রিম কোর্টে যাবেন; সেটাই এখন দেখার। তবে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের জন্যে; ইতিমধ্যেই ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানকার প্রশাসন। সিদ্ধান্ত মেনে নেবে; জানিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। বাংলায় এটা কবে হবে; সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
পে কমিশনের বদলে রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস https://thenewsbangla.com/festival-bonus-for-bengal-state-govt-employees-instead-of-pay-commission/ Tue, 28 May 2019 14:23:39 +0000 https://www.thenewsbangla.com/?p=13435 ঠিক যেন নাকের বদলে নরুণ। বাংলায় এই প্রবাদটাই সত্যি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার; এমনটাই বলছে রাজ্য সরকারি কর্মীরা। পে কমিশনের বদলে; সরকারি কর্মীদের জন্য বাড়ল উৎসব বোনাস। ঈদের দিকে তাকিয়ে মুসলিম কর্মীদের; এখনই ৪ হাজার টাকা বোনাস দিচ্ছে সরকার।

আরও পড়ুনঃ ফের মেয়াদ বৃদ্ধি রাজ্য বেতন কমিশনের, হতাশ রাজ্য সরকারি কর্মীরা

ঈদের আগে রাজ্য সরকারের মুসলিম কর্মচারীদের জন্য; বোনাস ঘোষণা করল নবান্ন। উৎসবের আগে ৪,০০০ টাকা বোনাস পাবেন রাজ্যের মুসলিম কর্মচারীরা। হিন্দুরা এই উৎসব ভাতা পাবেন; দুর্গাপুজোর সময়।

আরও পড়ুনঃ বড়সড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের একধাক্কায় বাংলার ৪ পুরসভা বিজেপির দখলে

ঈদের আগে মুসলিম কর্মীদের; ৪,০০০ টাকা বোনাস ঘোষণা করে; বিজ্ঞপ্তি জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরাই; ৪ হাজার টাকা করে অতিরিক্ত পাবেন। কিন্তু তার বেশি মাইনে হলে; বোনাসের সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ বিজেপির কাছে মমতাকে আরও লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বামেরাই

প্রসঙ্গত, গতবছর ৩৬০০ টাকা বোনাস পেয়েছিলেন সংখ্যালঘু কর্মচারীরা। এবার ৪০০ টাকা বাড়ল। ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন হলে; ৮ হাজার টাকা অগ্রিম পাবেন। ঘোষণা করেছেন মমতা।

আরও পড়ুনঃ নেতাজীকে অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে উদ্যোগী মোদী সরকার

লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের গণনায়; সব জায়গাতেই শাসক দলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি। মনে করা হচ্ছে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ পেশে; দীর্ঘসূত্রিতা ও বকেয়া মহার্ঘ ভাতার কারণে রাজ্য সরকারের উপরে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা।

আরও পড়ুনঃ রাজীব কুমারের বিরুদ্ধে জারি হতে চলেছে অ্যারেস্ট ওয়ারেন্ট

আর পে কমিশন দিতে না পারাতেই; বোনাস বা উৎসব ভাতা দিয়ে কর্মীদের মন জয়ের চেষ্টা করছে মমতা সরকার। এমনটাই মনে করছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি। এমনকি তৃণমূলপন্থি সরকারি কর্মীদের সংগঠনগুলিও; অখুশি রাজ্য সরকারের ভুমিকায়।

আরও পড়ুনঃ অর্জুনের দাপটে, তৃণমূলের হাত থেকে ভাটপাড়া পুরসভা কেড়ে নিল বিজেপি

রাজ্য সরকারি কর্মীদের হতাশ করে; ফের ৭ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয়েছে রাজ্য পে কমিশনের। ২০১৯ এর শুরুতেই ষষ্ঠ বেতন কমিশন; কার্যকরের সম্ভাবনার কথা জানিয়েছিল রাজ্য সরকার। আপাততঃ সেই সম্ভাবনা বিশ বাও জলে।

]]>
মেয়াদ বৃদ্ধি রাজ্য পে কমিশনের হতাশ রাজ্য সরকারি কর্মীরা https://thenewsbangla.com/expansion-of-the-state-pay-commission-state-government-employees-frustrated/ Wed, 31 Oct 2018 10:46:59 +0000 https://www.thenewsbangla.com/?p=1762 কলকাতাঃ রাজ্য সরকারি কর্মীদের হতাশ করে ফের ৬ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হল রাজ্য পে কমিশনের। ২০১৯ এর শুরুতেই ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের সম্ভাবনার কথা জানিয়েছিল রাজ্য সরকার। আপাততঃ সেই সম্ভাবনা বিশ বাও জলে।

নবান্ন থেকে জারি করা নোটিশে বলা হয়েছে ফের ৬ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হল রাজ্য পে কমিশনের। অভিরূপ সরকার জানিয়েছেন আরও ৬ মাসের জন্য এই কমিটিকে এক্সটেনশন করা হল।

Image Source: Google

জানা গিয়েছিল, শুনানির কাজ প্রায় শেষ করে ফেলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন। সূত্রের খবর, রাজ্যের মোট ৪১১ টি কর্মী সংগঠনের শুনানি শেষ। বিভিন্ন কর্পোরেশন বোর্ডের শুনানিও হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ধরে শুনানি চলছে। পুজোর আগেই তা শেষ হবে বলে মনে করা হচ্ছিল।

আরও পড়ুন: ছোট মেয়েকে হারিয়ে মনমরা মা শীলা ও মুখ্যমন্ত্রী মমতা 

এ বছরের ২৭ নভেম্বর পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ার কথা ছিল বেতন কমিশনের রিপোর্ট। তারপরই বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সবকিছু ঠিকঠাক চললে নতুন বছরের প্রথম ভাগেই বর্ধিত হারে বেতন পেতেন রাজ্য সরকারি কর্মীরা।

Image Source: Google

এই নিয়ে বারবার, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র দাবি এবং ষষ্ঠ বেতন কমিশন দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য কো-অর্ডিনেশন কমিটি৷ এমনকি চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেসের সংগঠনগুলিও। তবে সেই সব দাবি ও ষষ্ঠ বেতন কমিশন এখন বিশ বাও জলে বলেই মনে করছে সরকারি কর্মীরা ও রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলিও।

আরও পড়ুন: কলকাতা পুলিশে প্রচুর পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

গত বছরেই ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও এক বছর বাড়ায় রাজ্য সরকার। ২০১৭ তে বাড়ানোর এই বছরের ২৭ নভেম্বর পর্যন্ত এই সময়সীমা ছিল। গত বছরেও অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ২০১৮ সালের ২৭ শে নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর কথা বলা হয়।

Image Source: Google

২০১৮ এর শেষে এসেও আবার ৬ মাসের জন্য কমিশনের সময়সীমা বাড়াল মমতা ব্যানার্জী সরকার। ফলে ষষ্ঠ বেতন কমিশন লাগু হতে আরও সময় লাগবে।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জনবহুল স্টেশনেও কি লুকিয়ে আছে বিপদ

সরকারি কর্মীদের বেতন, পদের সংখ্যা বাড়ানো–সহ অন্যান্য বিষয়ে সংস্কার আনার জন্য ২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশন তৈরি হয়। ৮ সদস্যের এই কমিশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ অভিরূপ সরকার।

রাজ্য সরকারের বিভিন্ন কর্মী সংগঠন ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মী, আধিকারিকদের নিয়ে শুনানি শেষ করেছে কমিশন। এখন বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। তারপরেই রিপোর্ট তৈরির কাজ শুরু হবে।

Image Source: Google

আশা করা গিয়েছিল, এই বছরের নভেম্বরের মধ্যেই বেতন সংক্রান্ত সুপারিশ রাজ্য সরকারকে জমা দিতে পারবে এই কমিশন।‌ কিন্তু সেটা হল না।

নবান্নের এই নির্দেশকে খুব দুঃখজনক বলেছে সমস্ত সরকারি কর্মী সংগঠন। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মীরা এই নির্দেশকে ‘কালীপুজো ও নতুন বছরের বোনাস’ বলে ব্যঙ্গ করেছেন।

]]>