Pay Channels – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 08 Mar 2019 10:35:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Pay Channels – The News বাংলা https://thenewsbangla.com 32 32 টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা https://thenewsbangla.com/cable-operators-giving-wrong-information-to-viewers-about-cable-tv-cost/ Fri, 08 Mar 2019 10:12:52 +0000 https://www.thenewsbangla.com/?p=7818 টিভিতে কেবল চ্যানেল দেখা নিয়ে সমস্যায়? বুঝতে পারছেন না কি করবেন? কেবল অপারেটররা বোঝাতে পারছেন না? বা আপনার মনে হচ্ছে ভুল বোঝাচ্ছে তারা? তাহলে জেনে নিন সব তথ্য। তারপর ধরুন কেবল অপারেটরদের।

আপনি আপনার পছন্দ মত চ্যানেল দেখবেন। আপনার বিল কত হল তা আপনি ঠিক করতে পারবেন। খুব সহজেই। ফ্রি চ্যানেল, পে চ্যানেল জিএসটি নিয়ে ঘেঁটে থাকার কোন দরকার নেই। কেবল অপারেটররা আপনাকে যেমন বোঝাচ্ছে আদৌ কেবল টিভি দেখাটা খুব জটিল নয়। আপনি নিজেই এখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। জানতে পারবেন আপনার চ্যানেল ও খরচার সব কিছু।

সিটি নেটওয়ার্কের ওয়েবসাইটঃ https://www.sitinetworks.com

টিভিতে চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা/The News  বাংলা
টিভিতে চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা/The News বাংলা

কিছু কেবল অপারেটররা (হয়তো তারা নিজেরাও জানে না) আপনাদের ভুল বোঝাচ্ছে। ১৩০ টাকায় রয়েছে ২৫টি ফ্রি চ্যানেল। সঙ্গে রয়েছে জিএসটি। এই টাকাতেই আপনি মোট ১০০টি ফ্রি চ্যানেল দেখতে পাবেন। কিন্তু অতিরিক্ত পে চ্যানেল নিলে কোনো ২০ টাকা লাগবে না। কেবল মাত্র ১০০টির বেশি চ্যানেল নিলে তবেই NETWORK capacity fee বা এনসিএফ বাবদ ২০ টাকা বেশি দিতে হবে।

আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি

আপনি ১৩০ টাকায় মোট ১০০টি চ্যানেল দেখতে পাবেন। ফ্রি ও পে চ্যানেল নিয়ে মোট ১০০টা। তার জন্য লাগবে ১৩০ টাকা ও পে চ্যানেল এর যা দাম তার টাকা। এরপর ১৮ শতাংশ জিএসটি দিয়ে আপনার কেবল টিভি দেখার ফি ঠিক হবে। ১৩০ টাকা ও পে চ্যানেলের টাকা যোগ করে যা হবে তার উপর ১৮ শতাংশ জিএসটি যোগ করে আপনার কেবল খরচা হিসাব হবে। প্রতিটি চ্যানেলের জন্য আলাদা আলাদা জিএসটি দিতে হবে না যেটা নেওয়া হচ্ছে।

এখানে মজার বিষয় হলো অপারেটররা বেশি বেশি ফ্রী চ্যানেল যোগ করে আপনার চ্যানেল সংখ্যা বাড়িয়ে রাখতে পারে। ফলে যখনই আপনি পে চ্যানেল যোগ করবেন তা যদি ১০১ নম্বর চ্যানেল হয় তবে ২০ টাকা বেড়ে যাবে। তাই siti website এ নিজের vc নম্বর দিয়ে register করে দেখে নিন কোন কোন চ্যানেল আপনার set top বক্সে add হয়ে আছে।

আরও পড়ুনঃ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল মোদীর ১০০ কোটির বাংলো

টিভিতে চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা/The News  বাংলা
টিভিতে চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা/The News বাংলা

ওয়েবসাইট খুলুন। আর ছবি দেখেই বুঝতে পারবেন জিএসটি আর নেটওয়ার্ক ক্যাপাসিটি কিভাবে টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে ২৫ টি ফ্রি চ্যানেল যোগ করা আছে। আপনার ইচ্ছেমত ফ্রি ও পে চ্যানেল যোগ করে সংখ্যাটি ১০০ পর্যন্ত রাখতে পারবেন। শুধু পে চ্যানেলের খরচা দিতে হবে। পে চ্যানেল যোগ করে দেখুন মোট চ্যানেল সংখ্যা কত। এবার ১৩০ টাকা, পে চ্যানেলের টাকা যোগ করে যা হবে তার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যোগ করে দাঁড়াবে আপনার খরচ। SITI কিছু ফ্রি চ্যানেলের PACKAGE বানিয়ে রেখেছে যার জন্য শুধু চ্যানেল সংখ্যা বাড়বে টাকা নয়।

আরও পড়ুনঃ পুলওয়ামা হামলা মোদী ইমরানের ম্যাচ ফিক্সিংয়ের ফল, বললেন কংগ্রেস নেতা

তাই পে আর ফ্রি চ্যানেল মিলিয়ে ৯৯টি চ্যানেলের প্যাকেজ বানিয়ে টিভি দেখুন। আর আপনি যত টাকারই চ্যানেল নিন না কেন জিএসটি হবে টোটাল টাকার ওপর ১৮%। ১০০র পর প্রতি অতিরিক্ত ২৫টি চ্যানেলের ওপর ২০ টাকা করে বাড়বে। যেমন ১০০টা পর্যন্ত ১৩০টাকা। ১২৫ টি চ্যানেল পর্যন্ত ১৫০টাকা। ১৫০ টি চ্যানেল পর্যন্ত ১৭০টাকা ইত্যাদি। যদিও এত চ্যানেল আপনি দেখেন না।

আরও পড়ুনঃবৈশাখীর হাত ধরে বিজেপিতে শোভন, জল্পনা তুঙ্গে

আবার একই চ্যানেল দুবার সিলেক্ট হলেও তা একবারই গোনা হবে। যেমন zee package এ ২৪ঘন্টা আছে, আবার siti free package ও ২৪ঘন্টা আছে, কিন্তু ১বারই count হবে। তাই বোকা হবেন না। নিচের লিঙ্কে আপনার সব কিছু দেখে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করে রাখুন সিটি নেটওয়ার্কের ওয়েবসাইটে।

আপনার কেবল টিভি দেখার খরচা আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইটে। এখানে গিয়েই আপনি আপনার ভিসি নাম্বার দিয়ে দেখতে পাবেন আপনার টিভিতে যাবতীয় চ্যানেলের ডিটেলসঃ
সিটি নেটওয়ার্কের ওয়েবসাইটঃ https://www.sitinetworks.com

ব্যাস। সব নিজেই জেনে নিন। বেশি টাকা কেন দেবেন কেবল অপারেটরদের। আপনার পছন্দ মত চ্যানেল দেখা আপনার নৈতিক অধিকার। জানুন আর নিজের অধিকার বুঝে নিন।

আরও পড়ুনঃ মরে গিয়েও তৃণমূল বিজেপির হাত থেকে রেহাই পেলেন না বড়মা
আরও পড়ুনঃ এই প্রথম মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের অ্যাসিড আক্রান্তরা
আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান যোজনায় দারিদ্র্যের পরিমান কমবে ২০ শতাংশ
আরও পড়ুনঃ রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/kolkata-high-court-gave-relief-to-bengal-people-for-watching-cable-tv-upto-february/ Wed, 30 Jan 2019 04:53:26 +0000 https://www.thenewsbangla.com/?p=6200 টিভির দর্শকদের জন্য আপাতত সুখবর। পয়লা ফ্রেবরুয়ারি থেকেই পে চ্যানলের জন্য টাকা দিতে হবে না দর্শকদের। ট্রাই এর নোটিফিকেশন এর উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৮ ফ্রেবরুয়ারি পর্যন্ত আগের টাকা দিয়েই দেখতে পাবেন সব চ্যানেল। নির্দেশ উচ্চ আদালতের।

আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

রাজ্যের ৮০টি কেবল অপারেটরদের আবেদনে সাড়া দিল হাইকোর্টের। এই নিয়ে হলফনামা দেবে ট্রাই। পে চ্যানেলের মুনাফায় তাদের সবচেয়ে বেশি অধিকার আছে, তাই পে চ্যানেলের মুনাফার ৮০% শেয়ারের দাবি জানিয়ে ট্রাই এর দারস্থ হয়েছিল চ্যানেল মালিকরা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই আবেদনে সাড়া দিয়ে ২০১৭ সালের মার্চ মাসে ট্রাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় লাভের ৮০ শতাংশ পাবে চ্যানেলে মালিকরা। বাকি টাকার ৫৫% পাবে মাল্টি সার্ভিস অপারেটর অর্থাৎ যাদের মাধ্যমে চ্যানেল দেখা যায়। বাকি ৪৫% ছিল লোকাল কেবল অপারেটরদের হাতে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

এর বিরোধতা করে লোকাল কেবল অপারেটররা। ২০১৭ এর আগে ট্রাই এর কাছে একাধিক অভিযোগ আসে। যেখানে দর্শকদের অভিযোগ ছিল তাদের পছন্দের চ্যানেল তারা দেখতেই পান না অনেক সময়। এমনকি যে চ্যানেল তাদের পছন্দের তালিকায় নেই তা দেখতে বাধ্য হন তারা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই সংগে এমএসও কে দর্শক সংখার উপর টাকা দিত লোকাল কেবল অপারেটররা। দর্শকদের পছন্দ ও সুবিধার্থে নতুন বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা করে শেয়ার ঠিক করে দেয় ট্রাই। ২০১৭ তে জারি হলেও এক্সটেনশন দিয়ে একবছর পরে লাগু করার কথা জানায় ট্রাই। পয়লা ফ্রেব্রুয়ারিতে সেই বিজ্ঞপ্তি লাগু হবার কথা ছিল।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেন রাজ্যের ৮০ জন কেবল অপারেটর। তাদের যুক্তি, আসলে গ্রাহক স্বার্থই এখানে দেখা হচ্ছে না। বিশ্ববাংলা কেবল অপারেটর প্রেসিডেন্ট শংকর মন্ডল জানান, “বিজ্ঞাপনে চ্যানেলগুলি তাদের টাকার কথা বলছে। অথচ জিএসটি, সার্ভিস চার্জের কথা বলছেই না। চ্যানেলগুলো আসল কথা না বলায় গ্রাহকদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে তাদের”।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

ফলে মোটের উপর কেবল অপারেটররাই তাদের গ্রাহকদের হারাবেন। বহু অপারেটররা আত্মহত্যা করতে বাধ্য হবেন। প্রসংগত এই রাজ্যেই প্রথম নয় এই বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা রয়েছে কেরালাতেও। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে কতদিন আটকে রাখা যাবে সেই নিয়েই আশঙ্কায় কেবল অপারেটররা।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই ফয়সালা হবে বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত আরও তিন সপ্তাহ ঝামেলার হাত থেকে রেহাই পেলেন সাধারণ গ্রাহক, বলছেন কেবল অপারেটররা। কিন্তু তারপর কি হবে? এটাই এখন প্রশ্ন কেবল অপারেটরদের। ১৯ তারিখ ফের এই মামলা উঠবে কলকাতা হাইকোর্টে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>