Patriotism – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 May 2019 16:46:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Patriotism – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সমালোচকদের কটাক্ষ করে সাভারকরের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর https://thenewsbangla.com/lata-mangeshkar-praises-veer-savarkar-tweets-his-patriotism-on-birthday/ Tue, 28 May 2019 16:46:02 +0000 https://www.thenewsbangla.com/?p=13448 সমালোচকদের কটাক্ষ করে সাভারকরের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর। গোটা ভারতে যখন আরএসএস ও সাভারকর এর সমালোচনা চলছে; সেই সময় স্রোতের উল্টো দিকে হেঁটে; সাভারকরের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর।

হিন্দু মহাসভার নেতা তথা স্বাধীনতা সংগ্রামী সাভারকরের; স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নিয়ে দড়ি টানাটানির মধ্যেই; মঙ্গলবার সাভারকরকে দেশপ্রেমী আখ্যা দিয়ে; প্রশংসায় পঞ্চমুখ হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

আরও পড়ুনঃ চাপে পড়ে সৌজন্যের বার্তা নিয়ে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে মমতা

ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান স্মরণ করে; মঙ্গলবার ট্যুইটারে সাভারকরের সমালোচকদের কটাক্ষ করে উত্তর দেন লতা মঙ্গেশকর। সম্প্রতি কংগ্রেস নেতা তথা ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিনায়ক; দামোদর সাভারকরের সমালোচনা করে বলেছিলেন, তিনিই প্রথম দ্বিজাতি তত্ত্বের জন্ম দিয়েছিলেন এবং তার বাস্তবায়ন করেছিলেন আলী জিন্নাহ।

এর প্রত্যুত্তরে বিজেপি নেতা তথা ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বলেছেন; ভূপেশ বাঘেল ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। সাভারকর সম্পর্কে তার ধারনা খুবই ক্ষুদ্র; এবং ঐতিহাসিক সত্যকে কংগ্রেস বিকৃত করছে বলে কটাক্ষ করেন তিনি। আমৃত্যু সাভারকর দেশের স্বাধীনতার জন্য জীবনপাত করে গেছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ বড়সড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের একধাক্কায় বাংলার ৪ পুরসভা বিজেপির দখলে

সমালোচকদের জবাব দিয়ে লতা মঙ্গেশকর ট্যুইটে লেখেন; আজ সাভারকরজীর জন্মবার্ষিকীতে তিনি সাভারকরের ব্যক্তিত্ব ও দেশপ্রেমকে সম্মান জানান। আজকাল যারা সাভারকরকে নিয়ে সমালোচনা করছেন; তাদের সাভারকরের দেশপ্রেম নিয়ে কোনও ধারণাই নেই; বলে মন্তব্য করেন তিনি।

নিজের প্রোফাইলে সাভারকরের কবিতার চিত্র ছত্রও তুলে ধরেন লতা মঙ্গেশকর। মঙ্গলবার ২৮শে মে অনুষ্ঠিত হয়; সাভারকরের ১৩৬ তম জন্মবার্ষিকী। সুরের জাদুকর লতার এই টুইট শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে।

আরও পড়ুনঃ পে কমিশনের বদলে রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস

লন্ডনে থাকাকালীন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে; যুক্ত হয়ে পড়েন বিনায়ক দামোদর সাভারকর। এরপর জ্যাকসন হত্যায় জড়িত থাকার অভিযোগ ও লর্ড কার্জন হত্যায় জড়িত থাকার অভিযোগ। ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগ।

তাঁর চক্রান্ত ইংরেজদের হাতে ধরা পড়ে এবং ১৯১১ সালে তাকে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলে পাঠানো হয়। সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়।

]]>
সনিয়া গান্ধীর থেকে মোদীকে দেশপ্রেম শিখতে বললেন সিধু https://thenewsbangla.com/narendra-modi-should-learn-patriotism-from-sonia-gandhi-says-navjot-singh-sidhu/ Tue, 30 Apr 2019 04:15:23 +0000 https://www.thenewsbangla.com/?p=11987 সনিয়া গান্ধীর থেকে মোদীকে দেশপ্রেম শিখতে বললেন সিধু। আর এই নিয়েই সরগরম গোটা দেশ। তরজা শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। দেশপ্রেম? তাও আবার সনীয়ার কাছ থেকে? উড়িয়ে দিয়েছে বিজেপি। সিধুর সমর্থনে এগিয়ে এসেছে কংগ্রেস।

আগামী ৬ই মে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। তার আগে সোমবার উত্তরপ্রদেশে সনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতে জনসভা করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। জনসভায় সনিয়ার হয়ে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, সনিয়া গান্ধীর থেকে নরেন্দ্র মোদীর দেশপ্রেম শেখা উচিৎ।

আরও পড়ুনঃ তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন, বললেন মোদী

সিধু বলেন, নরেন্দ্র মোদীর মুখে দেশপ্রেমের কথা মানায় না। মোদীর দেশপ্রেম লোক দেখানো এবং মিথ্যা ভনিতা ছাড়া কিছুই নয়। মোদীর আসল প্রেম শিল্পপতিদের জন্য বলে মন্তব্য করেন তিনি। গত ৫ বছরে নরেন্দ্র মোদী শিল্পপতিদের হাতের পুতুলে পরিনত হয়েছে বলে মন্তব্য করেন সিধু।

সত্যিকারের দেশপ্রেমী হলে তার সনিয়া গান্ধীর থেকে অনেক কিছু শেখা উচিৎ বলে জানান তিনি। সনিয়ার উন্নয়ন দেখে মোদী লজ্জা পাবে তাই মোদী মুখ খুলতে পারছেন না বলে জানান তিনি।

আরও পড়ুনঃ বীরভূমের নানুরে তৃণমূলের গুন্ডাবাহিনীকে লাঠি হাতে পাল্টা দিলেন গ্রামের মহিলারাই

এদিন নির্বাচনী জনসভায় তিনি রাহুল গান্ধীর পক্ষেও বলেন, নিশ্চিতভাবেই আমেঠীর আসনে রাহুল গান্ধী জয়লাভ করবেন। সারা দেশের মানুষের আশীর্বাদ রাহুলজী, প্রিয়াঙ্কাজী ও সনিয়াজীর সাথে রয়েছে বলে তিনি আশাপ্রকাশ করেন।

রাহুল গান্ধীর আসনে কংগ্রেসের জয় এতটাই নিশ্চিত যে, রাহুল গান্ধী হেরে গেলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন বলে সিধু এদিনের জনসভায় প্রতিজ্ঞা করেন। বিজেপি এই শুনে বলেছে, যাক আশা করি সিধু এবার কথা রেখে রাজনীতি ছাড়বেন, কারণ রাহুলের আমেঠিতে হার নিশ্চিত।

উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচন চলছে মোট ৭ দফায়। ৮০ আসন বিশিষ্ট লোকসভা আসনে বিজেপি বিরোধী জোটে সামিল হয়েছে সপা, বসপা এবং আরএলডি। কংগ্রেস সমস্ত আসনেই আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির বিরুদ্ধে।

]]>