Parliament – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 12:19:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Parliament – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-attack-congress-opposition-at-parliament-about-evm/ Wed, 26 Jun 2019 10:10:21 +0000 https://www.thenewsbangla.com/?p=14465 বুধবার ইভিএম অপপ্রচারের বিরুদ্ধে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন কংগ্রেস নিজেদের পরাজয়ের আত্মসমীক্ষা না করে; ইভিএম এর অপপ্রচার করছে।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন দেশের প্রতি প্রান্ত থেকে বিজেপি এনডিএ জিতেছে; এই জয়ের পিছনে মানুষের বিশ্বাস আছে। পরাজয়ের পরে ইভিএম অপপ্রচার করে দেশের মানুষের রায়কে অপমান করছে বিরোধীরা।

আরও পড়ুনঃ শহীদ সুনিল কালিতায় স্ত্রীকে অশ্লীল মন্তব্যে গ্রেফতার সাহিদ আব্বাস

এ প্রসঙ্গে তিনি আরও বলেন ইভিএম কংগ্রেস জমানাতেই স্বীকৃত। এখন কংগ্রেস পরাজিত হয়ে ইভিএম নিয়ে শোরগোল করছে। এর থেকে স্পষ্ট যে কংগ্রেস নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না।

প্রধানমন্ত্রী এও বলেন যে ইভিএম নিয়ে অপপ্রচারের জেরে বিভ্রান্ত হচ্ছে সাধারন জনগন। শুধু ইভিএম নয়; ভিভিপ্যাট নিয়েও মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে বিরোধীরা।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

বিরোধীদের পরাজয় স্বীকার করার ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। কেন বারবার ‘গণতন্ত্র পরাজিত’ বলা হচ্ছে; এটা দেশের বিশাল জন-গণ-তন্ত্র কে অপমান করা।

বুধবার রাজ্যসভায় মোদী বলেন; এক সময় বিজেপিও হেরেছে; কিন্তু সেই পরাজয়কে স্বীকার করে নিয়েছে তারা। বর্তমান বিরোধীদের মত;
কখন বাহানা খোঁজেনি বিজেপি।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন ‘ অহংকারের সীমা থাকা উচিত’; পরাজিত হবার পরে বিরোধীরা কোনরকম সৌজন্যবোধ দেখায়নি; এমনকি অভিবাদন জানাননি মানুষের রায়কে।

ইভিএম এর বদলে আবার ব্যালটে ফিরে যাবার প্রস্তাব খুবই হাস্যকর। আবার ব্যালটে ফিরে যাওয়া মানে দেশকে পিছনদিকে ঠেলে দেওয়া; যা কোনমতে হতে দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

দেশবাসীর প্রত্যাশা বিজেপি সরকার পূরণ করতে সক্ষম হয়েছে বলেই দেশের মানুষ এই দল্কে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছে। সারা দেশে একছত্র ভাবে ক্ষমতায় এসেছে বিজেপি।

]]>
বাম আমলে ইভিএম, রাম আমলে ব্যালটের দাবিতে সংসদে ধর্নায় তৃণমূল https://thenewsbangla.com/tmc-protest-at-parliament-against-evm-want-ballot-paper-in-assembly-election/ Mon, 24 Jun 2019 07:47:59 +0000 https://www.thenewsbangla.com/?p=14322 বাম আমলে; তিনি ছিলেন ব্যালটের বিপক্ষে। ব্যালটে বামেরা ছাপ্পা ভোট দিয়ে জেতে; এমন অভিযোগ প্রায়ই শোনা গেছে তাঁর গলায়। আজ সপ্তাহের শুরুতেই সেই ব্যালট ফিরিয়ে আনার দাবিতে তাঁর দলের সাংসদরা ধর্নায় বসলেন দিল্লিতে।

সোমবার সকাল থেকেই; সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাদের নতুন স্লোগান ‘ইভিএম হঠাও; ব্যালট ফেরাও’। লোকসভা ভোটে; পশ্চিমবঙ্গে বিজেপির আসন বাড়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন ইভিএম বাতিলের দাবিতে।

আরও পড়ুন বাংলার বাঘের ছেলে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৈরির ভূমিকার কথা জানুন

বিজেপি; ইভিএম মেসিনে কারচুপি করে জিতেছে বলেও দাবি করেন তিনি। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপির উঠে আসাকে তিনি বলেন; ইভিএম প্রোগ্রামিংয়ের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে জিতেছে বিজেপি।

লোকসভা ভোটে বিজেপির জয় যে বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত জয় নয় একথাও শোনা গেছে তাঁর মুখ থেকে। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ব্যালট ফিরিয়ে আনার দাবি করেন।

আরও পড়ুন আপনার বাচ্চার মন বুঝতে, তার হাতের লেখা দেখান হস্তরেখাবিদকে

সোমবার দিল্লির গান্ধী মূর্তির সামনে তৃণমূল সাংসদদের ধর্নায়ও উঠে সেই একই দাবি। বিরোধীদের দাবি; লোকসভা ভোটের আগে কমিটি তৈরি করে; ইভিএম এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস।

ব্যালট ফেরানোর দাবিতে নতুন করে শুরু এই আন্দোলনকে আরও বৃহৎ আকারে নিয়ে যাবার কথা শোনা যায় সাংসদদের মুখে। ব্যালটের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করার কথাও শোনা যায়।

আরও পড়ুন তিন নাবালক সহ মোট ছয়জন মিলে লাগাতার গণধর্ষণ নাবালিকাকে

তৃণমূল এর তরফ থেকে জানা গেছে; ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। তারা এই আন্দোলনের মাধ্যমে ব্যালটে ভোট ফিরিয়েই ছাড়বেন বলেই এই আন্দোলন শুরু হল রাজধানীতে।

]]>
লোকসভা শুরু, আশঙ্কা সত্যি করে গরহাজির মিমি ও নুসরাত https://thenewsbangla.com/parliament-starts-mimi-nusrat-absent-from-first-day-of-lok-sabha-session/ Tue, 18 Jun 2019 05:52:32 +0000 https://www.thenewsbangla.com/?p=14005 সেই মানুষের আশঙ্কাই সত্যি হল। লোকসভা শুরু; অথচ প্রথম দিনেই গরহাজির অভিনেত্রী মিমি ও নুসরাত। জানা গেছে, মিমি ব্যস্ত সিনেমার শুটিং এ। আর নুসরাত তো বিয়ে করতে তুরস্কে। মুনমুন সেন, সন্ধ্যা রায় বা দেবের মত; আবার কি একই ভুল করল বাংলার মানুষ? লোকসভার প্রথম দিনেই; উঠে গেল প্রশ্ন।

যা আশঙ্কা করা হয়েছিল; ঠিক তাই হল। লোকসভার প্রথম দিনেই ২২ জন তৃণমূল সাংসদের মধ্যে; শপথ নিলেন ২০ জন সাংসদ। কোন দুজন নিলেন না? ঠিক ধরেছেন মিমি ও নুসরত। মিমি জানিয়েছেন; তাঁর শরীর খারাপ। আর নুসরত তো সুদূর তুরস্কে উড়ে গিয়েছেন; বিয়ে-সাদি করতে।

আশঙ্কা সেই সত্যি হল! মানুষ তাঁদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন ঠিকই; কিন্তু সংসদে যাওয়ার সময় কোথায়? বাদল অধিবেশনের প্রথম দিনেই; তাই লোকসভায় অনুপস্থিতই রইলেন বাংলার দুই সেলেব প্রার্থী; মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। যা নিয়ে ফের একবার সমালোচনার মুখর হয়েছেন নেটিজেনরা।

সপ্তদশ লোকসভার অধিবেশনের প্রথম দিনে; শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং; ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে দেশের তাবড় রাজনীতিকরা। শপথ নিলেন তৃণমূলের বাকি ২০ জন সাংসদ।

অথচ, জীবনে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে; শপথ নিতে এলেন না দুই অভিনেত্রী সাংসদ নুসরাত ও মিমি। বয়ফ্রেন্ড নিখিল জৈনকে বিয়ে করতে; শনিবার রাতেই তুরস্কে উড়ে গিয়েছেন নুসরাত। আর ওইদিনই মিমি জানিয়েছিলেন, “তাঁর ১০৩ জ্বর”।

আবার টলিউডে পরিচিত মহলে মিমি জানিয়েছেন; নুসরাতের বিয়েতে যোগ দিতে তিনি তুরস্কে যাবেন। তৃণমূল সূত্রে খবর; এই দুই গ্ল্যামারাস অভিনেত্রীর জন্য ২৫ জুন শপথ গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মিমি-নুসরাতেরও তুরস্ক থেকে; দিল্লির মাটি ছোঁয়ার কথা ওই ২৫ জুনই।

মিমি-নুসরাতকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন ছিল; যাদবপুর ও বসিরহাটে এই দুই নায়িকা জিতে গেলেও; সাংসদ হিসেবে নিজেদের কাজে কতটা মনোযোগী হবেন?

আর সংসদের প্রথম দিনেই তাঁদের অনুপস্থিতি; সেই প্রশ্নকেই আরও জোরদার করল। আবার কি সেই ২০১৪ র মুনমুন সেন, সন্ধ্যা রায় ও দেব এপিসোডের পুনরাবৃত্তি? আশঙ্কা প্রথম দিনেই সত্যি।

]]>
সংসদে ক্যাগ রিপোর্ট, কংগ্রেসের চেয়ে সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার https://thenewsbangla.com/modi-govts-rafale-deal-cheaper-than-congress-govts-deal-cag-report/ Wed, 13 Feb 2019 08:02:54 +0000 https://www.thenewsbangla.com/?p=6765 সংসদে অবিশ্বাস্য রিপোর্ট। লোকসভা সূত্রে জানা যাচ্ছে, রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার। এমন রিপোর্টই দিয়েছে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। এই রিপোর্ট লোকসভা ভোটের আগে বিজেপির হাতে বড় অস্ত্র তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার

লোকসভায় পেশ করা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ রিপোর্ট থেকে ‘The News বাংলা’ জানতে পেরেছে, যে রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার, উঠে এল ক্যাগ রিপোর্টে। এই তথ্য উল্লেখ করেই আজকের রিপোর্ট জমা পড়ে রাজ্যসভায়।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ

লোকসভা ভোটের আগে ৫৯,০০০ কোটি টাকার রাফায়েল চুক্তি ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। এর মধ্যেই সোমবার এই চুক্তি সংক্রান্ত অডিট রিপোর্ট সংসদে পেশ করে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ। প্রথমে সরকারের কাছে পেশ করার পরেই সেটি সংসদে পেশ করা হয়। আজ বুধবারই শেষ হচ্ছে সংসদের চলতি বাজেট অধিবেশন। এটাই বর্তমান মোদী সরকারের শেষ সংসদ আধিবেশন।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

এদিকে প্রথমে রাফায়েল ছাড়াই পেশ হয় এই ক্যাগ রিপোর্ট। ফলে ফের নতুন করে মোদী সরকারকে আক্রমণের হাতিয়ার পেয়ে যান বিরোধীরা। লোকসভা নির্বাচনের আগে শেষ সংসদ অধিবেশন শেষ হচ্ছে বুধবার। তার আগে ক্যাগ রিপোর্টের তথ্যে রাফায়েল প্রসঙ্গে মোদীর বিজেপি যে অনেকটাই স্বস্তি পেল তা বলাই যায়।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

বুধবার ফের একবার রাফায়েল তদন্তে জয়েন্ট পার্লামেন্টরি কমিটি বা জেপিসির দাবি তুলে সংসদে হট্টোগোল করেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। শেষ পর্যন্ত আরও একবার সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় সংসদ ত্যাগ করেন তাঁরা। কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সম্মতিতেই ভবন থেকে ওয়াকআউট করেন সাংসদরা। তবে তুমুল গণ্ডগোল চললেও কাজ চালিয়ে যান স্পিকার। জানা যাচ্ছে, বিমানের দাম ছাড়াই রাফালের রিপোর্ট তৈরি করে ফেলে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। মূলত এই প্রসঙ্গ নিয়েই আরও উত্তপ্ত হয় লোকসভা।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

অন্যদিকে এই রিপোর্টকে ‘চৌকিদারের রিপোর্ট’ বলে কটাক্ষ করেছেন রাহুল। তেমনই পাল্টা অস্ত্র হাতে ময়দানে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কংগ্রেসের উপর পরিবারতন্ত্রের তোপ দাগেন তিনি। জেটলি অভিযোগ করেন, “নিজেদের সাম্রাজ্য রক্ষা করতেই একের পর এক মিথ্যা বলে চলেছে কংগ্রেস”।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

উল্লেখ্য, রাহুল এদিন সকালেই অভিযোগ করেন, রাফায়েল চুক্তি হওয়ার ১০ দিন আগে থেকেই এর বিষয়ে জানতেন অনিল আম্বানি। সেই সংক্রান্ত একটি ই-মেলও ফাঁস করেন রাহুল। কংগ্রেস সভাপতিকে পাল্টা দিতে বোফর্সকে হাতিয়ার করেন জেটলি।

আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

সংসদে পেশের পরে ক্যাগের এই রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র কাছে পাঠানো হবে। এই কমিটির চেয়ারম্যান থাকেন বিরোধী দলনেতা বা বিরোধী দলের সাংসদ। বর্তমানে এই কমিটির মাথায় আছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। প্রয়োজন মনে করলে রিপোর্ট মূল্যায়নের জন্য আরও তথ্য চেয়ে পাঠাতে পারে পিএসি।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কেনা নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল ভারত ও ফ্রান্স। ৫৯,০০০ কোটি টাকার এই চুক্তি ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। যদিও কেন্দ্র সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।

আর রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার। এমনই রিপোর্ট তৈরি করেছে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। এমনই রিপোর্ট পাবার পর বিজেপির আক্রমণ যে আরও ধারালো হবে সেটা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস https://thenewsbangla.com/congress-will-abolish-triple-talaq-law-if-voted-to-power-in-parliament-election/ Thu, 07 Feb 2019 14:09:31 +0000 https://www.thenewsbangla.com/?p=6592 সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ধরে রাখতে এবার অলআউট খেললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক টানতে সব থেকে বড় ঘোষণাটা করে ফেলল কংগ্রেস। আগামী লোকসভা ভোটে জয়লাভ করে কংগ্রেস ক্ষমতায় এলে বর্তমান বিজেপি সরকারের তরফে আনা তিন তালাক আইন বাতিল করে দেবেন বলে ঘোষণা করল কংগ্রেস। সংখ্যালঘু সেলের এক সম্মেলনে এই ঘোষণা করে দিল কংগ্রেস।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

বহু বিতর্কের পর তিন তালাক আইন তৈরি করেছে কেন্দ্র। অবশ্য তা লোকসভায় পাস হলেও রাজ্যসভায় আটকে গিয়েছে। লোকসভা ভোটের মুখে এবার সেই তিন তালাক আইন নিয়েই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব। আর তাই নিয়েই দেশ জুড়ে শুরু হয়েছে চর্চা। তবে কংগ্রেসের তরফ থেকে এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

ভারতের সর্বোচ্চ আদালত এক রায়ে মুসলমানদের তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা করে দিয়েছে। যেভাবে পরপর তিনবার তালাক উচ্চারণ করে অথবা চিঠি লিখে, সামাজিক মাধ্যম বা ফোনে তিনবার তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে ৫জন মুসলিম নারী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন। তারপরই তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তারপরেই বিল নিয়ে এসে আইন তৈরি করতে উদ্যোগী হয় কেন্দ্র।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত সংখ্যালঘু সেলের এক সম্মেলনে দলে তরফে শিলচরের সাংসদ ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব এই বড় ঘোষণা করে দিলেন। সংখ্যালঘু সমাজের সঙ্গে কংগ্রেসের পুরনো সম্পর্ক আরও মজবুত করতেই রাজধানীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নেত্রী জানিয়ে দেন, “ক্ষমতায় এলে এই তিন তালাক আইন বাতিল করে দেবে কংগ্রেস”।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

ইতিমধ্যেই তিন তালাক বিল পাশ হয়ে গেছে লোকসভায়। ২৪৫-‌১১ ভোটে। ওয়াকআউট করে কংগ্রেস ও সরকারের বন্ধুদল এআইডিএমকে। ভোটদানে বিরত থাকে তৃণমূল, সপা, আরজেডি, ডিএমকে, আপ এবং টিআরএস। তৃণমূলের সুদীপ ব্যানার্জি বলেন, “মুসলিম মহিলাদের অধিকারের প্রশ্নে তাদের পাশে রয়েছে তৃণমূল। কিন্তু, প্রস্তাবিত আইনে যেভাবে স্বামীকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, দল তার বিরোধী। সরকারের উচিত সব দিক বিবেচনা করে বিরোধীদের সন্তুষ্ট করে, এমন বিল আনা”।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড

তবে লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় আটকে গেছে এই বিল। এখন কংগ্রেসের এই ঘোষণা তিন তালাক বিতর্কে নতুন মাত্রা যোগ করল। বিজেপি এর তরফ থেকে এই ঘোষণার তীব্র সমালোচনা করা হয়েছে। বলে হয়েছে ক্ষমতায় আসার জন্য দেশকে আবার পিছনে নিয়ে যাচ্ছে কংগ্রেস।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

এখন কংগ্রেসের এই ঘোষণা লোকসভা ভোটে দলকে কতটা সুবিধা দেয় বা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের ভোট থেকে কংগ্রেস কতটা বঞ্চিত হয়, সেটাই এখন দেখার। তবে রাজনৈতিক মহল এই ঘোষণাকে খুব একটা বুদ্ধিমানের বলছে না। কারণ এই বিল নিয়ে এসেই উত্তরপ্রদেশে ৮০টি সংখ্যালঘু অধ্যুষিত আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেসের এই ঘোষণা যে বুমেরাং হবে, সেটাই বলছে রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি
আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>