Parliament Eleltion – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 11 Dec 2018 08:06:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Parliament Eleltion – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকসভার আগে রাহুলের কাছে মোদীর হার, পড়ল টাকার দাম https://thenewsbangla.com/before-parliament-election-rahul-wins-against-modi-the-rate-of-the-money-falls/ Tue, 11 Dec 2018 04:26:11 +0000 https://www.thenewsbangla.com/?p=3932 The news বাংলাঃ সেমিফাইনালে জিততে চলেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি হয়ে প্রথম যুদ্ধেই মোদীকে হারালেন রাহুল। রাজস্থান ও ছত্তিসগড়ে জিততে চলেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মিজোরাম ও তেলেঙ্গনাতেও জিতছে না বিজেপি। লোকসভা ভোটের আগে কড়া হার বিজেপির। এদিকে ভোটের ফল বেরোনোর আগেই দারুন ভাবে পড়ল টাকার দাম। ডলারের তুলনায় ১ টাকা ৫৩ পয়সা পড়ে গেল টাকার দাম। সেনসেক্স পড়ে গেল ৫০০ পয়েন্ট।

লোকসভার আগে রাহুলের কাছে মোদীর হার, পড়ল টাকার দাম/The News বাংলা
লোকসভার আগে রাহুলের কাছে মোদীর হার, পড়ল টাকার দাম/The News বাংলা

এদিন বাজার খুলতেই সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি পড়ে ৩৪৪৫৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়। সেনসেক্স আরও পতনের ইঙ্গিত রয়েছে। এদিকে নিফটিও ২০৫.২৫ পয়েন্ট পড়ে ১০,৫০০ পয়েন্টে নেমে গিয়েছে।

একদিকে যেমন বিশ্বজনীন বাণিজ্য যুদ্ধ, অপরিশোধিত তেলের দামে অনিশ্চয়তার বিষয়গুলি রয়েছে, তেমনই আরবিআই গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের সরে যাওয়াও টাকার দামে পতনের অনুঘটকের কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

৫ রাজ্যে কেন্দ্রীয় সরকারের দল বিজেপির হারকেও অনেকে শেয়ার বাজারের পতনের কারন বলে মনে করছেন। এদিকে টাকার দাম ডলারের তুলনায় ১ টাকা ৫৩ পয়সা পড়ে গেল টাকার দাম।

]]>