Paresh Adhikari – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 23 Jun 2022 03:52:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Paresh Adhikari – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা https://thenewsbangla.com/state-education-minister-paresh-adhikari-must-beating-with-shoes-bjp-leader-dadhiram-ray-remarks/ Thu, 23 Jun 2022 03:51:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15667 শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে; ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ও বর্তমানে মেয়েকে দুর্নীতি করে চাকরি দেওয়া বিতর্কিত বাবা; পরেশ অধিকারীকে জুতো মা’রার দা’ওয়াই দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায়। কোচবিহারের মেখলিগঞ্জের এক সভায় তিনি বলেন; “পরেশ অধিকারীকে যেখানেই দেখবেন; জুতো দিয়ে মা’রবেন”। এরপরেই জেলা ছাড়িয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

পরেশকে জুতো মা;রার নিদান দিয়ে বিতর্কে; বিজেপি নেতা দধিরাম রায়। “এটাই বিজেপির রুচির পরিচয়”; সমালোচনা করেছেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। জলপাইগুড়ির মেখলিগঞ্জে সভা করতে এসেছিলেন; বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের, আট বছর পূর্তি উপলক্ষ্যে; মেখলিগঞ্জ বাজারে সেন্ট্রাল ব্যাঙ্ক সংলগ্ন এলাকায়, বিজেপির তরফে একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত রায়; বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী; বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায় সহ প্রমুখ।

আরও পড়ুনঃ সিবিআই হেফাজতে স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম, ভয়ে কাঁপছে বড় ঘুষখোররা

এদিনের সভা থেকে মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে; তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। এদিন দিলীপবাবু বলেন, “পরেশবাবু যখন বামফ্রন্টের মন্ত্রী ছিলেন; তখন রেশন নিয়ে আন্দোলন হয়েছিল। পরেশবাবু নিজের পরিবার, আত্মীয়-স্বজনদের চাকরি দিয়েছেন। সিবিআই তদন্ত না হলে; আমরা জানতেই পারতাম না। পুলিশ এখন ঠুটো জগন্নাথ হয়ে গিয়েছে; তৃণমূল কংগ্রেসের নেতাদের ছাড়া কথা শুনতে পায়না। তৃণমূল কংগ্রেস মানুষকে লুট করে ছেড়ে দিয়েছে”।

আরও পড়ুনঃ কলকাতা জানতেই পারেনি, তার ‘পাগল প্রেমিক’ ছেড়ে চলে গেল চিরবিদায়ে

এরপরেই পরেশ অধিকারীকে জুতো-পে’টা করার নি’দান দিয়ে; বিতর্কে জড়ান বিজেপি নেতা দধিরাম রায়। বিজেপির এই সভায় সব বক্তারই আ’ক্রমণের লক্ষ্য ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। তবে সবার মধ্যে, দধিরামই বক্তব্যে মাত্রা ছাড়ান। পরে তিনি বলেন; “চোরদের দেখলে জুতোর মালা পড়াতে হয়; তাই একথা বলেছি”। মেখলিগঞ্জ আইএনটিটিইউসির শহর সভাপতি, তৃণমূল নেতা অমিতাভ বর্ধন চৌধুরী বলেন; “দধিরামের রাজনৈতিক জীবন, পরেশবাবুর ছত্রছায়াতেই বেড়েছিল”। ভবিষ্যতে দধিরাম রায়কে এই মন্তব্যের জন্য জবাব দিতে হবে”।

]]>
“লাখখানেকের মধ্যে ৫০-১০০টা ভুল হতেই পারে”, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর https://thenewsbangla.com/teacher-recruitment-scam-50-100-cases-out-of-lakhs-jobs-wrong-said-mamata-banerjee/ Mon, 20 Jun 2022 14:04:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15562 “লাখ খানেকের মধ্যে ৫০-১০০টা ভুল হতেই পারে”; শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে এবার সাফাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে; একের পর এক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই তার জেরে রীতিমতো বিপাকে পড়েছে; রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের বহু নেতার নামেই; নিয়োগ সম্পর্কিত দুর্নীতির অভিযোগ উঠেছে। জেরা চলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়; ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এবার সেই দুর্নীতি মামলা নিয়ে; বি’ষ্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে; গিয়েছে মমতার মন্ত্রী-কন্যার চাকরি। আড়াইশোর উপরে প্রাথমিকে চাকরি যাওয়ার তালিকা। বিরোধীরা হইচই করলেও মুখ খোলেননি; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়; “লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে”। এর পাশাপাশি ঘাসফুল শিবিরের নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা প্রসঙ্গ টেনে এনে; মুখ্যমন্ত্রী মমতা কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নাম না করেই নন্দীগ্রামের বিধায়কের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ; “এই ছেলেগুলোর চাকরি চলে গেলে; যাঁদের চাকরি দাদামণি দিয়েছেন, তাঁদের কী হবে”?

আরও পড়ুনঃ গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা পশ্চিমবঙ্গের আজ জন্মদিন

শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে, এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বলেন; “এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পারে; তা শুধরে নিতে হবে, এবং সময় দিতে হবে। বেকারদের আমরা চাকরি দেব; তাতে যদি কোনও সমস্যা হয়, তা মিটিয়ে নিতে হবে”।

শুভেন্দুর নাম না করে মুখ্যমন্ত্রী আরও বলেন; “আর যে দাদামণি চাকরি দিয়েছেন; তাঁর হিসেব কে নেবে? সিবিআই তাঁদের ধরবে না? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর; সেই সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন। পুরুলিয়া জেলায় চাকরি দেননি; বঞ্চিত করেছিলেন ওঁদের। আমার বাড়িতে এসেছিলেন; চাকরি দিয়েছিলাম”।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে; একহাত নিয়েছেন গেরুয়া শিবিরকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে যারা লাফাচ্ছে; সেই বিজেপির এমপি এমএলএ-রাও ছাড় পাবেন না। বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন। এটা ত্রিপুরা নয় যে; ১০ হাজার চাকরি খেয়ে নিয়েছে”।

]]>
স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী https://thenewsbangla.com/paresh-adhikari-daughter-ankita-adhikari-is-going-to-be-a-college-teacher-even-after-dismissed-from-school-teacher/ Thu, 26 May 2022 14:15:19 +0000 https://www.thenewsbangla.com/?p=15247 স্কুলের চাকরি গেলেও এবার, কলেজ শিক্ষক হতে চলেছেন; পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। অঙ্কিতা অধিকারী বলে একজন কলেজ শিক্ষক নিয়োগের; ইন্টারভিউ-তে ডাক পেয়েছিলেন। ডাক পেয়েছিলেন সেই; পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক হিসাবে। রোল নাম্বার ২০১০৩৩১০; অঙ্কিতা অধিকারী বলে একজন ইন্টারভিউ-তে ডাক পেয়েছিলেন। তবে এই অঙ্কিতা অধিকারী যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে; সেটা নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। গত ২৬ এপ্রিল তারিখ; তাঁকে ডাকা হয়েছিল ইন্টারভিউ-তে। কদিন পরে হয়ত অঙ্কিতা; কলেজ শিক্ষক হিসাবে চাকরিও পেয়ে যাবে।

যাকে দুর্নীতির জন্য স্কুলের চাকরি থেকে ছাঁটাই করা হল; তাঁকে আবার কি করে কলেজের চাকরির পরীক্ষায় ইন্টারভিউ-তে ডাকা হল? এটাই এখন বড় প্রশ্ন। অবশ্য দেখা যাচ্ছে; সেই ইন্টারভিউ হয়েছে গত ২৬ এপ্রিল তারিখে। যদি সত্যি এই রোল নাম্বার ২০১০৩৩১০ থাকা অঙ্কিতা অধিকারী; পরেশ অধিকারীর মেয়ে হন; তাহলে রাজ্য সরকার যে আবার বিতর্কের মধ্যে পরতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী
স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী

আরও পড়ুনঃ রাজ্যপাল আর নয়, বাংলার বিশ্ববিদ্যালগুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী

কম নম্বর পেয়েও, সবাইকে সরিয়ে; শিক্ষক নিয়োগ তালিকায় একেবারে উপরে উঠে এসে বাড়ির কাছে স্কুলে চাকরি পান; রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশে, তাঁর চাকরি যায়; বেতন ফেরত দেবার নির্দেশ দেয় আদালত। এবার কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে গেলেন; অঙ্কিতা অধিকারী। ডাকও পেয়ে গেলেন ইন্টারভিউ-তে। তবে এই অঙ্কিতা অধিকারী যে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে; সেটা এখনও পরিস্কার নয়।

তবে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক পদে ইন্টারভিউ-তে ডাকা হয়েছিল; আর নাম অঙ্কিতা অধিকারী; তাই অনেকেই মনে করছেন এই অঙ্কিতা আধিকারি, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েই। আগামিকালের মধ্যেই; এই নিয়ে বিতর্ক পরিস্কার হয়ে যাবে।

]]>
“দল পাশেই আছে”, ঘরে ফিরেই পরেশ অধিকারীকে সংবর্ধনা তৃণমূলের https://thenewsbangla.com/tmc-welcome-felicitates-paresh-adhikari-back-home-after-ssc-controversy/ Tue, 24 May 2022 14:49:08 +0000 https://www.thenewsbangla.com/?p=15197 “দল পাশেই আছে”; ঘরে ফিরেই পরেশ অধিকারীকে সংবর্ধনা তৃণমূলের। দলের নেতাকে স্বাগত জানাতে; মেখলিগঞ্জে পুষ্পবৃষ্টি তৃণমূলের। মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা হয়ে; মেখলিগঞ্জে নিজের বাড়ি ফেরেন পরেশ। মেখলিগঞ্জে পা রাখার পরই; স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে সংবর্ধনা দেন। মেখলিগঞ্জের নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হলে, তৃণমূল কর্মীদের নিয়ে; একটি বৈঠক করেন তিনি। সেখানেই তিনি ঘোষণা করেন; “তৃণমূল আমার পাশেই আছে”।

এসএসসি দুর্নীতি নিয়ে, তাঁর আইনি লড়াই চলবে; বলেও জানিয়েছেন পরেশ অধিকারী। পাশাপাশি তিনি আরও বলেন, “এই কয়েক দিনে দেখা গেল; কে দলের আসল লোক আর কে নকল লোক। প্রতি মুহূর্তে মেখলিগঞ্জ থেকে; আমাকে ফোন করা হচ্ছিল। উপরে ভগবান আছেন; এখন আর কলকাতা যাওয়ার দরকার নেই আমার। কলকাতার তৃণমূল নেতারা; আমার সঙ্গে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের সঙ্গে আছেন; প্রতিটা বিষয় খোঁজখবর নিচ্ছেন ওঁরা”।

আরও পড়ুনঃ ম্যাজিক, তেলের দাম কমল অথচ মানুষ তা দেখতে পাচ্ছে না

এসএসসি কেলেঙ্কারিতে সিবিআইয়ের জেরা ও মেয়ের চাকরি যাওয়া; একের পর এক ঘটনায় জেরবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল নেতা পরেশ অধিকারী অবশেষে বাড়ি ফিরলেন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে; সোজা নিজ নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত কোচবিহারের হলদিবাড়িতে চলে আসেন তিনি। স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরে; পুজো দেন। মেয়ের চাকরিতে নিয়োগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে; “বিষয়টি আদালতে বিচারাধীন”, বলে তা এড়িয়ে যান তৃণমূল নেতা ও মন্ত্রী।

এদিকে, পরেশ অধিকারী ঘরে ফেরার আগের দিনেই; অঙ্কিতা অধিকারীকে বরখাস্তের চিঠি সোমবার পৌঁছে গিয়েছে স্কুলে। বাড়ির পাশের ইন্দিরা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনারায় বসুনিয়া জানিয়েছেন; “আদালতের লিখিত নির্দেশ পেয়েছেন; স্কুল পরিচালন কমিটি বসে শীঘ্রই আলোচনা করবে এব্যাপারে”।

আরও পড়ুনঃ বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন মন্ত্রী কন্যা অঙ্কিতা। বাবার প্রভাব খাটিয়ে মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও; চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল অঙ্কিতার বিরুদ্ধে। অঙ্কিতা যোগ দিয়েছিলেন, মেখলিগঞ্জে বাড়ির কাছেই; ইন্দিরা বালিকা বিদ্যালয়ে। এরপর আদালত নির্দেশ দিয়েছে তাঁকে চাকরি থেকে বরখাস্ত; ও নিয়োগের পর থেকে প্রাপ্য বেতন ফেরত দিতে। সেই চিঠিই সোমবার পৌঁছে গিয়েছে স্কুলে; শীঘ্রই সিদ্ধান্ত নেবে স্কুল।

]]>
বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই https://thenewsbangla.com/partha-paresh-anubrata-in-problem-cbi-looked-into-the-assets-of-three-tmc-leaders/ Tue, 24 May 2022 06:51:18 +0000 https://www.thenewsbangla.com/?p=15169 বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে; এবার নজর দিল সিবিআই। শিক্ষামন্ত্রী থাকাকালিন এসএসসি নিয়োগে; বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। বেআইনি পথে শিক্ষক নিয়োগ হয়েছিল; অভিযোগ নিয়ে মামলা চলছে হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট এই বিষয়টি নিয়ে; সিবিআই তদন্ত-র নির্দেশ দিয়েছে। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায়; অনুব্রত মণ্ডলকে বারবার দাকছে সিবিআই। আর মেয়েকে অন্যায় ভাবে শিক্ষকতার চাকরিতে ঢুকিয়ে; হাইকোর্টের নির্দেশে এখন সিবিআই জালে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আর এবার তিন নেতার সম্পত্তি কত; তা জানতেই আয়কর বিভাগকে চিঠি দিল সিবিআই।

একেই কি প্রবাদে বলে; ‘গোদের উপর বিষফোঁড়া’? পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডল; প্রত্যেককেই ভিন্ন ইস্যুতে আলাদা আলাদা জেরা করেছে সিবিআই। এবার এই তিনজন তৃণমূল কংগ্রেস নেতার সম্পত্তির পরিমান; খতিয়ে দেখতে চায় সিবিআই। তদন্তের মধ্যেই এই তিন নেতার সম্পত্তি কত?‌ জানতে চেয়ে আয়কর দফতরকে চিঠি দিল সিবিআই।

এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে; তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে; পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি। শুধু এদের নয়, চাওয়া হয়েছে ওই তিন নেতা-মন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত নথিও। সূত্রের খবর, গত কয়েকবছরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডল; যে আয়কর জমা দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও চেয়েছে সিবিআই।

আরও পড়ুনঃ ঠিকাদার থেকে ‘শাহজাহান‘, দুই বউয়ের জন্য ‘জোড়া তাজমহল’ তৃণমূলের ’শেখ‘ নেতার

এসএসসি দুর্নীতি মামলায়, হাইকোর্টের নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী এখন; সিবিআই তদন্তর কেন্দ্রে। গরু-পাচার মামলা এবং ভোট পরবর্তী হিং’সা মামলায়; অনুব্রত মণ্ডলকে একবার সিবিআই জেরা করেছে। পার্থ চট্টোপাধ্যায়–পরেশ অধিকারীও; জেরার মুখে পড়েছেন। এই দুর্নীতি এবং কর্মকাণ্ডে এনারা কেউ আর্থিক লাভবান হযেছেন কিনা; তা খতিয়ে দেখতেই সিবিআই চিঠি পাঠিয়েছে আয়কর দফতরকে। আয়কর দফতর এদের; সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখে রিপোর্ট দেবে।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে; প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর; কুকুর-দের ফ্ল্য়াট নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার সেইসব খতিয়ে দেখে; সিবিআই-কে রিপোর্ট দেবে আয়কর বিভাগ। সঙ্গে পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসাবও দেবে তারা।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়, চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-historic-verdict-paresh-daughter-ankita-sacked/ Fri, 20 May 2022 07:15:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15151 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়; চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার। পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী; স্কুলের চাকরি থেকে বরখাস্ত। আর সে নিজেকে শিক্ষিকা হিসাবে পরিচয় দিতে পারবে না। এমনকি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে; এতদিনের সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে; চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ; তাঁকে এ যাবৎ দেওয়া সমস্ত বেতনও ফেরত দিতে হবে। দুটি কিস্তিতে ওই টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে।

ঐতিহাসিক সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মন্ত্রীকন্যা অঙ্কিতাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত; বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের। দুটি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা; নির্দেশ হাইকোর্টের। বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা; ফেরত দিতে বলা হয়েছে। দুটি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের সমস্ত টাকা; নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে

অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে; অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ করেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। ২০১৭ সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকায়; অঙ্কিতার নাম ওঠে। অভিযোগ, প্রথম মেধাতালিকায় প্রথম ২০তে নাম না থাকা অঙ্কিতাকে; দ্বিতীয় তালিকার একেবারে প্রথমে নিয়ে আসা হয় অবৈধ ভাবে। রাজ্য সরকারের নির্দেশে।

ওই মেধাতালিকার ২০ নম্বরে যে এসএসসি পরীক্ষার্থীর নাম ছিল; তাঁর থেকেও ১৬ নম্বর কম পেয়েছিলেন অঙ্কিতা। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬১। যেখানে ২০ নম্বরে থাকা পরীক্ষার্থী ববিতার নম্বর ছিল ৭৭। অঙ্কিতার নাম মেধাতালিকায় ঢোকানোয়; ববিতা চাকরির সুযোগ হারান। এরপরেই তিনি চাকরির দাবিতে মামলা করেন; কলকাতা হাইকোর্টে।

অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেণ; নিজেকে শিক্ষক হিসাবেও পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা। আদালতের নির্দেশ, তিনি আর ওই স্কুলে ঢুকতেই পারবেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে; প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন; দ্বিতীয় কিস্তির তারিখ ৭ জুলাই। লজ্জার অন্ধকারে ডুবল মা মাটি মানুষের সরকার; রায় শোনার পরে বলছে বিরোধীরা।

]]>
মমতার মন্ত্রীর দাপট, আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ https://thenewsbangla.com/mamata-minister-power-state-minister-for-education-paresh-adhikari-disobeyed-court-order/ Thu, 19 May 2022 06:08:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15130 মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর দাপট; আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিবিআই দফতরে গেলেন না মন্ত্রী পরেশ অধিকারী; জারি হতে পারে আদালত অবমাননার নোটিস। সিবিআই দফতরে হাজিরার নির্দিষ্ট সময়ের, প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও; নিজাম প্যালেসে যাননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন; স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি-কাণ্ডে মামলাকারীর আইনজীবী।

রাজ্য জুড়ে তোলপাড় চলছে; এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। এই মামলায় পরেশ অধিকারীকে; সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা না দিয়ে; আচমকাই উধাও হয়ে গেলেন মেখলিগঞ্জ এর তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী সঙ্গে মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ে। আর তাতেই বেড়েছে চাঞ্চল্য। তবে এবার মনে করা হচ্ছে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বিরুদ্ধে; আদালত অবমাননার নোটিশ জারি করা হতে পারে। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে; মামলাকারীর আইনজীবীরা।

আরও পড়ুনঃ লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী

প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে। এই মামলায় মঙ্গলবার সন্ধ্যা ৮টায়, পরেশকে সিবিআইয়ের দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল; হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। তবে মঙ্গলবার জলপাইগুড়ি স্টেশন রোড থেকে পদাতিক এক্সপ্রেসে চ়ড়ে; কলকাতায় রওনা দিয়েছিলেন সকন্যা পরেশ।

তবে কলকাতায় আসেননি তিনি। তার বদলে বুধবার ভোরে মেয়েকে নিয়ে এক নিরাপত্তারক্ষী-সহ; বর্ধমান স্টেশনে নেমে যেতে দেখা যায় পরেশকে। সূত্রের খবর, বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বর্ধমানের সার্কিট হাউস থেকে, গাড়িতে করে বেরিয়ে যান পরেশ; এবং তাঁর মেয়ে। তারপর থেকেই পরেশের মোবাইল বন্ধ; আর তিনি মেয়ে-সহ উধাও।

সিবিআই দফতরে হাজিরার নির্দিষ্ট সময়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও; নিজাম প্যালেসে যাননি পরেশ। উল্টে বুধবার মেয়ে অঙ্কিতা অধিকারীর সঙ্গে কলকাতায় আসার আগেই; সিবিআই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও আদালতের নির্দেশ ছিল, মঙ্গলবার রাত ৮টায় তাঁকে; সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তবে তাতে কান দেননি পরেশ অধিকারী। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরেশ যে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেননি; তা জানিয়েছেন সিবিআই আধিকারিকেরা।

]]>
লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী https://thenewsbangla.com/school-service-commission-taken-over-by-central-forces-on-calcutta-high-court-order-bengal-in-shame/ Thu, 19 May 2022 03:15:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15121 লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে; স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী। যুগান্তকারী নির্দেশ, রাতেও আদালতে শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকালই রাত সাড়ে বারোটার পর থেকে স্কুল সার্ভিস কমিশন(SSC) দফতরের দখল নেওয়ার নির্দেশ CRPF কে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাল দুপুর ১টা পর্যন্ত কেউ SSC দফতরে ঢুকতে পারবেন না। যাতে কোন তথ্য, নথি নষ্ট না হয়; তার জন্যেও কিছু সুনির্দিষ্ট নির্দেশ দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় এর সিঙ্গেল বেঞ্চ। সারাদিনের পর রাতেও নজিরবিহীন নির্দেশ বিচারপতির।

রাতারাতি পরিবর্তন হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সিবিআই-তে হাজিরার দিনেই, আচমকা ইস্তফা দেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। মাত্র চারমাস হল, তাঁকে এই পদে আনা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এসএসসির চেয়ারম্যানের; পদত্যাগের কারণ নিয়ে জল্পনা শুরু হয়। এই পদত্যাগের পরেই আইএএস শুভ্র চক্রবর্তীকে; এসএসসির নতুন চেয়ারম্যান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, দুর্নীতির জালে জর্জরিত রাজ্য প্রশাসন

আর এরপরেই এসএসসি মামলায় নাটকীয় মোড়; মাঝরাতেই খোলে কলকাতা হাইকোর্ট। চাকরি দুর্নীতির নিয়োগ নথি নষ্টের আশঙ্কায়; হাইকোর্টে মামলা করেন মামলাকারী চাকরিপ্রার্থী-দের আইনজীবীরা। অবিলম্বে সিআরপিএফ বসিয়ে; চাকরির সমস্ত নথি সংরক্ষণের দাবি তোলে মামলাকারিরা। মামলাকারী-দের দাবি ছিল; অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কেন্দ্রীয়-বাহিনী মোতায়েন করা হোক; না হলে সব নথি উধাও হয়ে যাবে। যে মামলার আর্জি গৃহীতও হয়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাতেই শুরু হয় শুনানি; কলকাতা হাইকোর্টে নজিরবিহীন-ভাবে রাতেই খোলে কোর্ট। জরুরি ভিত্তিতে রাত সাড়ে দশটা নাগাদ; শুরু হয়েছে শুনানি। নির্দেশের অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা; আর সেই নির্দেশই দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। SSC অফিস সেই মুহূর্ত থেকেই; কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে।

গতকাল রাত থেকেই এসএসসি দফতরকে; সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন। দফতরের সিসিটিভি ফুটেজও; আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। কলকাতা হাইকোর্টের ইতিহাসে, এই ঘটনা নজিরবিহীন বলেই দাবি সবার। হাইকোর্টের নির্দেশ, বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত; কোনও আধিকারিক বা কর্মী, কমিশনের অফিসে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দেশের পর বিচারপতির চেম্বার থেকেই; সিআরপিএফের অফিসে ফোন করা হয়।

]]>
শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, দুর্নীতির জালে জর্জরিত রাজ্য প্রশাসন https://thenewsbangla.com/education-minister-education-minister-of-state-minister-daughter-state-administration-plagued-by-corruptions/ Wed, 18 May 2022 13:33:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15112 শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, দুর্নীতির জালে জর্জরিত রাজ্য প্রশাসন। রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, সব দুর্নীতির তদন্ত সিবিআইয়ের হাতে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়; জড়িত শিক্ষামন্ত্রী-রাই। অভিযোগ, একসময়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমানের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী; দুজনেই যুক্ত নিয়োগ দুর্নীতিতে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে; দুজনকেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

সিবিআই হাজিরার নির্দেশের পরই; হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে; মামলা করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে; চ্যালেঞ্জ করে মামলা হয়। তবে তাতেও কোন লাভ হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের করা মামলায় নির্দেশ দিতে; অস্বীকার করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এরপরই পরিস্কার হয় ‌যে, সন্ধ্যে ৬টার মধ্যে আদালত অবমাননার মামলা এড়াতে; সিবিআই দফতরে ‌যেতেই হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে; সিবিআই অফিসে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ।

এদিনই অন্য একটি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা; সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই হাজিরার নির্দেশ দিল আদালত। এরপরই পালটা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। তবে তাতেও কোন লাভ হয়নি।

এদিকে এসএসসির গ্রুপ সি নিয়োগে, দুর্নীতি সংক্রান্ত সন্দীপ প্রসাদের করা মামলায়ও; পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে এফআইআর করার নির্দেশও দিয়েছেন; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘দুর্নীতিবাজদের কলার ধরে নিয়ে যাওয়া উচিত সিবিআইয়ের’; মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে; ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কিন্তু ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেলেন মন্ত্রী। পরেশ অধিকারীর মামলা শুনবে না; বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। মামলা থেকে অব্যাহতি চাইল; বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।

এদিকে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ পেয়ে; মন্ত্রীকে ফোন করেন সিবিআই আধিকারিকরা। তিনবার ফোন করে সুইচড অফ পাওয়ায়; যোগাযোগ করতে পারেননি তাঁরা। মন্ত্রীকে ই-মেলে নির্দেশ দেওয়া হয় যে; রাত আটটার মধ্যে হাজির হতে হবে তাঁকে। যদিও মন্ত্রী পরেশ অধিকারীর তরফে, ফোনে বা ই-মেলে কোনওরকম উত্তর আসেনি।

]]>
“ম্যাডাম, আপনি কি চুরি করে চাকরি পেয়েছেন”……… https://thenewsbangla.com/paresh-adhikari-ankita-adhikari-ssc-scam-madam-did-you-get-the-job-by-stealing/ Wed, 18 May 2022 04:52:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15107 ম্যাডাম, আপনি কি চুরি করে চাকরি পেয়েছেন? এরপরেও কেউ প্রশ্ন করবে না? আসলে দুর্নীতিটা ঠিক করে করতে পারেননি। না হলে ভেবেছেন; যা খুশি করব। তোরা কেউ কিছুই করতে পারবি না। কিন্তু অন্যায় থামাতে কিছু ‘কাজপাগল’ সবসময়ই সামনে আসেন। ঠিক যেমন এবার সামনে এসেছেন; কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিখাদ বাঙালি সন্তান; শিরদাঁড়া-হীন বাঙালির রাজ্যে একজন ব্যতিক্রমী বিচারপতি। যার এজলাসে; ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না’।

বাম ফরওয়ার্ড ব্লক থেকে ঘাসফুলে বাবা; তারপরেই মেধা তালিকায় নাম না থাকলেও মেয়ের চাকরি। ঠিক কী ঘটেছিল? ১৭ অগাস্ট, ২০১৮, তৃণমূলে যোগ দেন ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী; আর তারপরেই ২০১৮-তে স্কুলে চাকরি পান পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী। মেধা তালিকায় নাম না থেকেও, চাকরি হয় পরেশের মেয়ে অঙ্কিতা! এমনকি তাঁকে কোন ইন্টারভিউ দিতে হয়নি; স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

প্রকাশিত প্রথম মেধা তালিকাটিতে; প্রথম স্থানে নাম ছিল ববিতা বর্মনের। নতুন তালিকায় তাঁর নাম দ্বিতীয় স্থানে চলে যায়। আবার তালিকায় ৬০ নম্বর স্থানে ছিল; রূপালি রায়ের নাম। অঙ্কিতার নাম তালিকায় ঢুকে পড়ায় রূপালি-র নাম; ৬১ তম স্থানে চলে গিয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানতেনই না, এসএসসি-র তালিকা চাকুরী প্রার্থীদের মোবাইলে মোবাইলে ঘুরছে; যেখানে পরেশ পালের মেয়ের নাম নেই। ‘পরেশের মেয়ের নাম লিস্টে ছিল না; প্রমাণ আছে কি?’ জিজ্ঞাসা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রশ্ন করা হয়েছিল কমিশনের তৎকালীন চেয়ারম্যান শর্মিলা মৈত্রকেও। কিন্তু তিনিও ‘ব্যস্ত আছি, পরে কথা বলব’ বলে; জবাব এড়িয়ে যান।

মামলাকারী যেখানে নিয়োগ পরীক্ষায় ৭৭ নম্বর পেয়েছেন; সেখানে মন্ত্রীর মেয়ে ৬১ নম্বর পেয়েই চাকরি পেয়েছেন। রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতির; আরও একটা জ্বলন্ত উদাহরণ। পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে ডেকে; জেরা করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে। পাশাপাশি তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্যও; সুপারিশ করা হয়েছে রাজ্য সরকারের কাছে। যা এককথায় নজিরবিহীন। হ্যাঁ এমন সিদ্ধান্তই নেন; ব্যতিক্রমী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বাম আমলে খাদ্যমন্ত্রী, আদর্শ নীতি চুলোয় পাঠিয়ে; তৃণমূল জমানায় রাজ্যের শিক্ষা-প্রতিমন্ত্রী। সেই পরেশ অধিকারীর কন্যার, শিক্ষক পদে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে; কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। একেবারে হাইজাম্প ফর্মুলায় যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে; মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি, মেধা তালিকায় নাম না থাকলেও মন্ত্রীর মেয়ের চাকরি

অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের তালিকায় তাঁর নামই ছিল না। কিন্তু তাঁর বাবা পরেশচন্দ্র অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দিতেই; পিসি সরকারের ম্যাজিকের মত তালিকায় এক নম্বরে পৌঁছে যান অঙ্কিতা অধিকারী। কোচবিহারে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য; এসএসসি তালিকা প্রকাশ হয়েছিল। SC জাতিভুক্তদের জন্য মেধা তালিকার ওয়েট-লিস্টে; প্রথমে নাম ছিল ববিতা বর্মনের। অথচ পরে এসএসসি-র ওয়েবসাইটে রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের ওয়েট-লিস্টে; দেখা যায় ববিতার নাম চলে গিয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। পিসির সরকারের চরম ম্যাজিকে।

চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের সময়েও; অঙ্কিতাকে দেখা যায়নি বলেই অভিযোগ। হঠাৎ করে মেধাতালিকায় নাম ওঠা অঙ্কিতাকে; মেখলিগঞ্জে তাঁর বাড়ির পাশের স্কুলে যোগ দিতে দেখে অবাক রাজ্যের হবু শিক্ষকরা। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে ঘুরপথে, বেআইনীভাবে; স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন বলেই অভিযোগ। পরেশ অধিকারীকে এবার সিবিআই জেরার নির্দেশ দিল হাইকোর্ট।

পরেশের মেয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র ছাত্রী ছিলেন। খসড়া গবেষণাপত্র জমা দেওয়ার সময়; পরেশ অধিকারী সারাক্ষণ হাজির ছিলেন মেয়ের সঙ্গে। ফলে সেখানেও প্রভাব খাটানোর অভিযোগ ওঠে পরেশের বিরুদ্ধে।

এরপরেও স্কুলে শিক্ষকতা করতে পারবেন; পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী? প্রশ্ন কিন্তু উঠছে। তবে আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত বাপ-বেটি নিরপরাধ। তাই ছাত্র ছাত্রীদের মুখে না থাকলেও, চোখে তো প্রশ্ন থাকবেই; “ম্যাডাম, আপনি কি চুরি করে চাকরি পেয়েছেন”……???

সম্পাদকীয় লিখেছেন মানব গুহ

]]>