Panchla – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 11 Jun 2022 10:12:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Panchla – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি https://thenewsbangla.com/howrah-panchla-incidents-selective-fire-in-the-house-shops-by-bengal-minority/ Sat, 11 Jun 2022 10:09:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15409 সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্ব’লছে পাঁচলা; বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি। বৃহস্পতিবার শুক্রবারের পর শনিবারও; অ’শান্ত হাওড়া। শনিবার সকাল থেকেই; জ্ব’লছে হাওড়ার পাঁচলা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ; বেছে বেছে হি’ন্দুদের একাধিক বাড়ি, দোকানে আ’গুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাঙ’চুর চালানো হয়েছে; তা’ণ্ডব চালানো হয়েছে। ঘরছাড়া বহু মানুষ।

ভ’য়ে সকাল থেকেই; এলাকা ছাড়া পাঁচলার বাসিন্দারা। যারা এখনও রয়েছেন তাঁদের অভিযোগ; পুলিশের সামনেই হা’মলা চালানো হয়েছে। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে; রাজ্য পুলিশ। নির্বিচারে লুঠ’পাট, ভাঙ’চুর, আ’গুন লাগানো হয়েছে; অভিযোগ বেছে বেছে হি’ন্দুদের বাড়িতেই এই হা’মলা হয়েছে।

আরও পড়ুনঃ দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী

শুক্রবারও ঠিক একইভাবে; এইভাবেই উ’ত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার পাঁচলা। কোনওরকম প্ররো’চনা ছাড়াই; তা’ণ্ডব চালানোর অভিযোগ উঠেছে সংখ্যা’লঘু-দের একাংশের বিরুদ্ধে। ভী’ত স’ন্ত্রস্ত স্ত’স্ত্র পাঁচলার বাসিন্দারা। এরই মধ্যে শনিবার সকালে ফের একটা সংখ্যা’লঘু দলের বিরুদ্ধে; এই এলাকায় হা’মলা চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের বাসিন্দাদের দাবি, হঠাৎ করে হা’মলা চালায় সংখ্যা’লঘু-দের একটা অংশের লোকজন। কার্যত শ্ম’শানে পরিণত করা হয় এলাকাকে; বেছে বেছে একাধিক বাড়ি, দোকানে আ’গুন লাগিয়ে দেওয়া হয়। কোনও কারণ ছাড়াই ভাঙ’চুর করা হয়; বো’মাবাজিরও অভিযোগ উঠেছে। দলে দলে বাসিন্দারা; ভয়ে এলাকা ছেড়ে পালান।

আরও পড়ুনঃ সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ঘটনার পর বারবার ফোন করলেও; ঘণ্টাখানেক পর এলাকায় এসে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ততক্ষণে ভস্মী’ভূত হয়ে গিয়েছে; হি’ন্দুদের বহু বাড়ি। বিক্ষো’ভকারীদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে; ইট ছোঁড়ারও অভিযোগ উঠেছে। অনেক পরে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে; পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

আগেই সোমবার পর্যন্ত হাওড়ায়; ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই জেলায়; ১২ জন শীর্ষ পুলিশ কর্তাকে পাঠিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। তাতেও আটকান গেল না; পাঁচলার হি’ন্দুদের উপর অত্যা’চার। বাড়ি ঘর দোকানপাট ভে’ঙে পু’ড়িয়ে দেওয়া হয়েছে; চলেছে অবাধ লুট’পাট। রাজ্য় প্রশাসনের তরফ থেকে; পাঁচলার ঘটনা নিয়ে এখনও কিছুই বলা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে, হাওড়ার এইসব ঘটনার জন্য; বিজেপি-কেই দায়ী করেছেন।

]]>
মমতার আবেদনেও কাজ হল না, হাওড়ায় ‘মুস’লিম অধ্যু’ষিত’ এলাকায় ফের তা’ণ্ডব https://thenewsbangla.com/mamata-banerjee-request-did-not-work-national-high-way-in-howrah-blockade-again-today/ Fri, 10 Jun 2022 13:49:42 +0000 https://www.thenewsbangla.com/?p=15370 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আবেদনেও কোন কাজই হল না; হাওড়ায় মুসলিম অধ্যুষিত এলাকায় গতকালের মত আজ শুক্রবারও ফের তা’ণ্ডব চলছে। ধুলাগড়, পাঁচলা, উলুবেড়িয়া, ডোমজুরে তাণ্ডব চালাচ্ছেন; সংখ্যা’লঘু সম্প্র’দায়ের লোকজন। ৬ নম্বর জাতীয় সড়ক ফের অবরোধ। জ্বা’লিয়ে দেওয়া হচ্ছে একের পর এক গাড়ি। ধুলাগড়ে পুলিশের দিকে ইট বৃষ্টি করে; মুস’লিম সম্প্র’দায়ের মানুষ। জাতীয় সড়কে, অনেক গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। নবান্ন থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেও; তাতে কান দিলেন না সংখ্যা’লঘু সম্প্র’দায়ের লোকজন।

হাওড়ার বিভিন্ন দোকানে লুট’পাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। অনেক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণে বিজেপির একটি পার্টি অফিস ও দাঁড়িয়ে থাকা গাড়িতে; আগুন লাগিয়ে সম্পূর্ণ পু’ড়িয়ে দেওয়া হয়। জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি, হাওড়ার বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ করেছেন; মুস’লিম সম্প্র’দায়ের মানুষ।

আরও পড়ুনঃ বাংলার সামান্য পুলিশ কনস্টেবলের ফ্লাটে কেজি কেজি সোনা, চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের

হাওড়া থেকে ইতিমধ্যেই অনেক ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়ার বিভিন্ন এলাকায়; মানুষ আত’ঙ্কে কাঁপ’ছেন। আজও জাতীয় সড়কে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে; আটকে পড়েছেন অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার ডোমজুড়ে প্রায় ১১ ঘণ্টা; জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। এতে ব্যাপক ভো’গান্তি হয়েছিল; সাধারণ মানুষের। ফের এদিন হাওড়ার বিভিন্ন এলাকায়; ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু হয়েছে। পয়’গম্বর হজ’রত মহ’ম্মদের বিরুদ্ধে, বিজেপি নেত্রী নূপুর শর্মার আপত্তিকর ‘সত্য’ মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে; এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অ’শান্তি দানা বেঁধেছে।

আরও পড়ুনঃ একই স্কুলের ২২ জন উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায়, হোম সেন্টারের ফসল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অনুরোধ; কানেই তুলল না সংখ্যা’লঘু সম্প্র’দায়ের মানুষজন। যার জেরে গতকালের পর; আজও রাস্তায় ভুগ’ছেন হাজার হাজার মানুষ।

এদিকে আজই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে; রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে; গতকাল থেকে রাজ্যের উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতি; তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ১০টার মধ্যে মুখ্যসচিবের কাছ থেকে; সশরীরে উপস্থিত থেকে রিপোর্ট চাওয়া হচ্ছে। শান্তি স্থাপনের জন্য সবরকম উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে; রাজ্যপালের তরফ থেকে।

]]>