Panchayat – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 21 Aug 2022 04:29:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Panchayat – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িতদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে”, মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/mamata-banerjee-ordered-money-must-be-recovered-from-those-involved-in-panchayat-scam/ Sun, 21 Aug 2022 04:28:34 +0000 https://thenewsbangla.com/?p=16275 “পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িতদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে”, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে, কড়া ব্যবস্থা নিতে হবে। গ্রামোন্নয়ন প্রকল্পে টাকার গরমিল ধরা পড়লেই, এফআইআর করতে হবে”, রাজ্যের সব জেলার জেলাশাসক-দের এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনেই, ফের সমালোচনা বাম ও বিজেপি নেতাদের। “তাহলে পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে, স্বীকার করে নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী”।

রাজ্যের একাধিক জেলায় ঘুরে-ঘুরে, কেন্দ্রের ১৫ সদস্যের পর্যবেক্ষক দল রিপোর্ট তৈরি করেছে। এই ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির রিপোর্টে আশঙ্কা, রাজ্যে গ্রামনোন্নয়ন প্রকল্পের টাকায় বিস্তর দুর্নীতি হয়েছে। ১০০ দিনের কাজ, বাংলা আবাস যোজনা সহ, গ্রামে-গ্রামে সুবিধা পৌঁছে দেওয়ার একাধিক প্রকল্পে গ্রাম পঞ্চায়েত স্তরে ব্যপক দুর্নীতি হয়েছে বলেই ইঙ্গিত কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের। পাশাপাশি রিপোর্টে সরাসরি হুঁ’শিয়ারি ছিল, কেন্দ্রের তরফে রাজ্যের জন্য যে টাকা বরাদ্দ হয়, তা ঠিকমতো কাজে লাগানো না হলে বিভিন্ন গ্রামনোন্নয়ন প্রকল্পের টাকা আর দেওয়া হবে না কেন্দ্রের তরফে।

আরও পড়ুন; প্রচুর টাকা নিয়ে ‘সরকারি গাড়িতে’ ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান আয়কর দফতরের

এরপরেই একশো দিনের কাজ-সহ একাধিক সরকারি প্রকল্পে ‘অনিয়মের’ অভিযোগগুলির, দ্রুত নিষ্পত্তিতে সব জেলাপ্রশাসন-কে কড়া নির্দেশ পাঠাল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকদের নির্দেশ দিলেন, “পঞ্চায়েতের কাজকর্মে বেনিয়মের জন্য দায়ী ব্যক্তি-দের চিহ্নিত করতে হবে, তছরুপ হয়ে থাকলে সেই টাকা উদ্ধার করতে হবে, থানায় এফআইআর করতে হবে”।

]]>
“গরু ছাগলে খেয়েছে ২২ লাখ টাকার গাছ”, তৃণমূল পঞ্চায়েতের দাবি শুনে হাসছে জনগণ https://thenewsbangla.com/cows-goats-eaten-22-lakhs-cost-trees-people-laughing-hear-the-demand-of-tmc-panchayat/ Tue, 21 Jun 2022 15:51:42 +0000 https://www.thenewsbangla.com/?p=15618 “গরু ছাগলে খেয়েছে ২২ লাখ টাকার গাছ”; তৃণমূল পঞ্চায়েতের দাবি শুনে হাসছে জনগণ লাইন দিয়ে নাকি লাগানো হয়েছে, হাজার হাজার গাছ; সবই হচ্ছে সরকারি প্রকল্পের আওতায়। এর জন্য প্রায় ২২ লাখ টাকা খরচ হয়েছে বলে; সরকারি রেজিস্টারে দাবি করা হয়েছে। কিন্তু গাছ গেল কোথায়? না, একটাও গাছ নেই এলাকায়। ২২ লক্ষ টাকার গাছ কোথায় গেল; প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তৃণমূলের পঞ্চায়েত দাবি করেছে, “২২ লাখ টাকার গাছ লাগানো হয়েছিল; কিন্তু সেই গাছ খেয়ে গেছে গরু-ছাগলে”।

উত্তর দিনাজপুরের শীতগ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা; শুধু সবাইকে চমকেই দেয়নি, হাসিয়েছে সবাইকেই। “গরু-ছাগলে খেয়েছে ২২ লাখ টাকার গাছ”; এটা শুনেই হাসছে মানুষ। তৃণমূল পঞ্চায়েতের দাবি শুনে হাসছে; ছোট বড় সবাই। “বৃক্ষরোপণ প্রকল্পর নামে লক্ষ লক্ষ টাকা পকেটে পুরেছে তৃণমূল নেতারা”; এখন তারা ছাগলের ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছে। এমনটাই দাবি বিরোধী-দের।

আরও পড়ুনঃ ‘কয়লাপা’চার কাণ্ডে জেরার নামে হু’মকি’, সিবিআই তদন্তকারী অফিসারের বিরুদ্ধেই এফআইআর পুলিশের

পঞ্চায়েত সূত্র জানিয়েছে যে, ২০২০-২১ অর্থবছরে উত্তর দিনাজপুরের শীতগ্রাম পঞ্চায়েতের; বিভিন্ন এলাকায় গাছ লাগানো হয়েছিল। কিন্তু একটাও গাছ নেই কোথাও। এই নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। উত্তরে শীতগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকান্ত বর্মন দাবি করেছেন; “বেশিরভাগ গাছই নষ্ট হয়ে গেছে; তবে কয়েকটি গাছ আছে। সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারিনি; শক্ত বেড়া না থাকায় ছাগল-গরুতে খেয়ে ফেলেছে বলে মনে হচ্ছে”।

আরও পড়ুনঃ নতুন ‘উপদ্রব’ রোদ্দুর রায়, জেলের ‘দাগি কয়েদী’রাও ভয়ে কাঁপছে

বিরোধীদের দাবি, “একাধিক জায়গায় গাছ না লাগিয়েই; খাতায়-কলমে দেখানো হয়েছে”। বিজেপি নেতৃত্বের দাবি, “গাছ লাগানোর নামে পুকুর চুরি করেছে তৃণমূল; কাটমানি খেয়েছে তৃণমূলের পঞ্চায়েত কর্তারা। আর এখন সব দায় চাপানো হচ্ছে; গরু-ছাগলের ওপর”। বিরোধীদের দাবি, “কিছু গাছ লাগিয়ে সরকারী টাকা পকেটস্থ করেছে তৃণমূল; এখন গরু ছাগলের কথা বলছে। গাছ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না কেন? আর ২২ লাখ টাকার গাছ; গরু ছাগলে খেয়ে গেল; একথা কোন সুস্থ মানুষ বিশ্বাস করবে”?

জানা গেছে, উত্তর দিনাজপুরের শীতগ্রাম পঞ্চায়েতের এই গাছ বিতর্কে; বেজায় ক্ষুব্ধ তৃণমূলের জেলা নেতারা। “ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে; জানিয়েছেন তৃণমূল জেলা নেতারা।

]]>