Pakistani Militants attack – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 17 Feb 2019 12:51:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Pakistani Militants attack – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা https://thenewsbangla.com/the-army-wants-permission-to-attack-the-militant-bases-at-pakistani-soil/ Sun, 17 Feb 2019 12:43:54 +0000 https://www.thenewsbangla.com/?p=6929 ভারতের পর ইরান। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনে, এর মারাত্মক খেসারত দিতে হবে বলে পাকিস্তানকে হুমকি দিয়েছে ইরান। গত বুধবার সীমান্তের কাছে সিস্তান-বালুচিস্তান প্রদেশের কাছে জঙ্গি গোষ্ঠী ‘জইশ আল আদল’-এর হামলায় ইরানের ‘ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কর্পস’ সেনার ২৭জন জওয়ান নিহত হয়। এবার পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল ইরানের সেনা।

আরও পড়ুনঃ পরিবার সহ খুন করে আরডিএক্স দিয়ে বাড়ি উড়িয়ে দেবার হুমকি সাংসদকে

কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার কয়েকঘন্টা আগেই ঠিক একইরকমভাবে ইরানের সিস্তানে বিপ্লবী গার্ড বাহিনীর নিরাপত্তা কনভয়ে আত্মঘাতী হামলা হয়। ‘ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কর্পস’-এর উপরে জঙ্গি হামলায় নিহত হয় ২৭জন সেনা। ইরান-পাক সীমান্তে রুটিন টহলদারি শেষে বাড়ি ফিরছিলেন সেনারা৷ সেই সময়ই অতর্কিতে হামলা চালায় জঙ্গিবাহিনী। পাক মদতপুষ্ট ‘জইশ আল আদল’ এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা
পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা

এই জঙ্গি হামলার ঘটনায় ‘ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কর্পস’ এর প্রধান মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি পাকিস্তান ও সৌদি আরবের দিকে আঙুল তুলেছেন। দেশ দুটি পাল্টা ইরানি সেনার অভিযানের শিকার হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। তবে ভারতের মতই এখানেও বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান। তবে এই ঘটনায় পাকিস্তানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইরান।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে

ইরানের রিভোলিউশনারি গার্ডসের কমান্ডার মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি জানান, জঙ্গিরা ইসলামের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে। এটা জানা সত্ত্বেও তাদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান। আর এর জন্য অনেক মূল্য দিতে হবে পাকিস্তানকে। মহম্মদ আলি জাফারির হুঁশিয়ারি, পাকিস্তান যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ফল ভুগতে হবে পাকিস্তানকে। আর এবার পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা
পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা/The News বাংলা

নয়াদিল্লির মতোই তেহরানের নিশানাতেও আরেক ‘জৈশ’। পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তানে ইরান সেনার ‘ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কর্পস’ এর কনভয়ে পুলওয়ামার ধাঁচেই আত্মঘাতী হামলা চালিয়ে গত বুধবার ২৭জন সেনাকে হত্যা করেছিল বালুচিস্তানের সুন্নি জঙ্গিগোষ্ঠী ‘জইশ আল আদল’। রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি সরাসরি এই ঘটনার জন্য ইসলামাবাদকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, পাকিস্তানে ঘাঁটি গেড়েই জঙ্গি গোষ্ঠীগুলি ইরানে হামলা চালাচ্ছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব ইরানের পাক সীমান্ত লাগোয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় সুন্নি বালুচ জঙ্গি গোষ্ঠীগুলি। ২০১২ সালে প্রতিষ্ঠিত ‘জইশ আল আদল’ এদের মধ্যে সবচেয়ে সক্রিয়। পাকিস্তানের সুন্নিপ্রধান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি থেকে তারা প্রশিক্ষণ এবং অস্ত্র পায় বলে ইরান সরকারের বহুদিনের অভিযোগ। জাফারি বলেন, “প্রেসিডেন্ট হাসান রৌহানির কাছে আমাদের আর্জি, সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর জন্য ছাড়পত্র দিন”।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

গতকাল শনিবারই জঙ্গি হামলায় নিহত ২৭ জন ইরানি সেনার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরই জেনারেল মহম্মদ আলি জাফারি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “পাকিস্তানে নিশ্চিন্তে রয়েছে জঙ্গিরা৷ কেন পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে? কেন পাক নিরাপত্তা বাহিনী এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না”? পাশাপাশি তিনি বলেন, “সন্ত্রাসদমনে পাকিস্তান কড়া পদক্ষেপ গ্রহণ করছে না আর এর জন্য চরম মূল্য চোকাতে হবে পাকিস্তানকে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব
আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের প্রজাতন্ত্র দিবসেও পাক জঙ্গি হামলা, চলছে গুলি গ্রেনেডের লড়াই https://thenewsbangla.com/pakistani-militants-attack-police-and-crpf-camp-in-jk-on-republic-day/ Sat, 26 Jan 2019 06:50:41 +0000 https://www.thenewsbangla.com/?p=6044 প্রজাতন্ত্র দিবসের পতাকাটাও উত্তোলন করতে পারেন নি ওঁরা। তার আগে রাত থেকেই পাক জঙ্গিদের সঙ্গে চলছে গুলি গ্রেনেডের লড়াই। প্রজাতন্ত্র দিবসের সকালেও উত্তপ্ত ভূস্বর্গ। কড়া নিরাপত্তার মধ্যেই শ্রীনগরে ঢুকে পড়েছে একাধিক জঙ্গি। চলছে প্রবল লড়াই। সেনার গুলিতে ইতিমধ্যেই ২ জঙ্গি নিহত হয়েছে বলে খবর। শ্রীনগরের কোলমোহ গ্রামে একটি বাড়িতে লুকিয়ে জঙ্গিরা। এলাকা ঘিরে ফেলেছে সেনা।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বা বলা যায় ইংরেজি ক্যালেন্ডারে শনিবার দিন শুরুর সময়ই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপুরা এলাকায় পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় জঙ্গিরা। এর আগে টহল দেবার সময় শুক্রবারই এক পুলিশ কর্মী গ্রেনেড হামলায় জখম হন। জখম পুলিশকর্মীর নাম ফিরদৌস আহমেদ। জঙ্গিদের খোঁজে সমগ্র এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। স্থানিয় এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়েছে জঙ্গিরা, এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়

রাষ্ট্রীয় রাইফেলস এর জওয়ান, সিআরপিএফ, কাশ্মীর পুলিশের মিলিত অভিযান চলছে গোটা শ্রীনগর জুড়েই। উপত্যকায় জঙ্গিদের হামলা গত দুদিন ধরেই ক্রমাগত চলছে। উদ্দেশ্য প্রজাতন্ত্র দিবস ভেস্তে দিয়ে সেনার মনোবল কমানো। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৫ জায়গায় হামলা চালান হয়েছে। এর মধ্যে অনন্তনাগ বাস স্ট্যান্ডে পুলিশের উপর ও সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড হামলা চালান হয়।

আরও পড়ুনঃ প্রণব মুখোপাধ্যায়ের আগে কোন কোন বাঙালি ভারতরত্ন হয়েছেন

শুক্রবার অনন্তনাগে পুলিশের এক টহলদার বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। এক পুলিশ কনস্টেবল আহত হন। জখম পুলিশকর্মী ফিরদৌস আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একটি ঘটনায় পুলওয়ামাতে সিআরপিএফের ক্যাম্পে গ্রেনেড ছোঁড়া হয়। উত্তর কাশ্মীরের সোপোর শহরে সিআরপিএফের বাঙ্কারের কাছেও আরও একটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

আরও পড়ুনঃ কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

সেনা সূত্রে খবর, গতকাল যে জঙ্গিরা কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটায়, তারাই শনিবার দিনের আলো ফোটার আগেই শ্রীনগরের খোনমোহে লুকিয়ে পড়ে। এলাকার এক মানুষের বাড়িতে ঢুকে পরেছে জঙ্গিরা। বাড়িটি ঘিরে চলছে গুলির লড়াই।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

গভীর রাতেই গ্রামে ঢোকে জঙ্গিরা। পরপর জঙ্গি হামলার জেরে, প্রজাতন্ত্র দিবসের আগে কাল রাত থেকে আরও কড়া হয়েছে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বলয়। বিভিন্ন সেনা সেক্টর সহ কাশ্মীরের প্রত্যন্ত এলাকাগুলিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার মধ্যেই ঘটে চলেছে একের পর এক সন্ত্রাসবাদী হামলা।

আরও পড়ুনঃ জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

প্রজাতন্ত্র দিবসের আগেই বিভিন্ন এলাকায় ঘন ঘন জারি ছিল সেনা টহলদারি। শনিবার ভোরে সেই টহলদারি চলার সময়ই সেনাদের উপর গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। আপাতত খোনমোহ গ্রামটি খালি করেছে সেনা। গ্রামবাসীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যে বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে আছে সেটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে সেনা। মুহুর্মুহু গুলির লড়াই চলছে।

আরও পড়ুনঃ মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান

প্রজাতন্ত্র দিবসে জম্মু-কাশ্মীরে জঙ্গি নাশকতার ছক কষার আভাস আগেই দিয়েছিল গোয়েন্দারা। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের আগে পাক জঙ্গিদের হামলা এখন খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাই এবার আগে থেকেই সজাগ থাকতে উপত্যকার বেশ কয়েকটি সেনা ক্যাম্প প্রজাতন্ত্র দিবস উদযাপনে বিরত থাকে। মূলত শ্রীনগেরই আছে মূল কর্মসূচি। এবার সেই শ্রীনগরেই হামলা চালাল জঙ্গিরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি। জঙ্গিদের লুকিয়ে থাকা বাড়িটি ঘিরে চলছে গুলির লড়াই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>