Pakistan PM Imran Khan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 20 Jun 2019 06:15:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Pakistan PM Imran Khan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, খলিল জিব্রান বানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান https://thenewsbangla.com/pak-pm-imran-khan-trolled-tweet-rabindranath-tagore-quote-to-khalil-gibran/ Thu, 20 Jun 2019 06:15:59 +0000 https://www.thenewsbangla.com/?p=14140 আবারও সোশ্যাল মিডিয়ায় ভুল টুইটের জেরে; বিশ্ব জুড়ে সমালোচনার মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একটি ভুল কোটেশনের জেরে বিশ্ববাসীর ব্যঙ্গ-বিদ্রুপ ও কড়া সমালোচনার মুখে পড়তে হল ইমরান খানকে।

বুধবার দুপুরে একটি টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই টুইটে তিনি লেখেন; “আই স্লেপ্ট অ্যান্ড আই ড্রিমড দ্যাট লাইফ ইজ অল জয়। আই ওয়েক অ্যান্ড আই শ্য দ্যাট লাইফ ইজ অল সার্ভিস। আই সার্ভড অ্যান্ড আই শ্য দ্যাট সার্ভিস ইজ জয়”; এই লেখাটি লেবানিজ মার্কিন কবি; সাহিত্যিক খলিল জিব্রানের লেখা।

আরও পড়ুনঃ পার্ক সার্কাস খিদিরপুরে বিনা হেলমেটের বাইক বাহিনী ঘিরে পুলিশের উপর ক্ষোভ বাড়ছে মানুষের

আর এরপর থেকেই এই টুইট ঘিরে সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপ ঝড় উঠেছে টুইটারে। কারন লেখাটি আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কিন্তু পাক প্রধানমন্ত্রীর টুইটে এই লেখাটির স্রষ্টা হিসাবে লেখেন মার্কিন কবি; সাহিত্যিক খলিল জিব্রানের নাম।

পাক প্রধানমন্ত্রীর এই টুইটের প্রথম জবাব দেন পাকিস্তানেরই এক সাংবাদিক। আজহার আব্বাস নামের ওই সাংবাদিক লেখেন; “প্রধানমন্ত্রী; আমার মনে হয় এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা”। তারপর পাকিস্থান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইমরান খানের ভুল টুইটের জবাব আসতে থাকে।

আরও পড়ুনঃ ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

অনেকেই ভুল শুধরে নিতে পরামর্শ দেওয়া ছাড়াও অনেকেরই কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ইমরানকে। একজন লিখেছেন; “ভারত থেকে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকেও চুরি করে নিতে চান আপনি”; কেউ লিখেছেন; “ইমরানের খানের নতুন মণিমুক্তো”।

এক পাকিস্থানি নাগরিক টুইট করেছেন; “মাননীয় প্রধানমন্ত্রী; জানি আপনার নির্বাচিত হওয়ার পিছনে হোয়াটসঅ্যাপের বড় ভূমিকা ছিল। কিন্তু অনলাইনে যা পাবেন; তা ফরোয়ার্ড করে বসবেন না”।

আরও পড়ুনঃধর্ষণের অভিযোগে সিপিআইএম নেতার ছেলের বিরুদ্ধে এফআইআর

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে খলিল জিব্রানকে গুলিয়ে ফেলে টুইটের জেরে চরম অস্বস্তিতে পাক প্রধানমন্ত্রী। ইমরানের ওই টুইটের ৩০-৩২ ঘণ্টা অতিক্রমের পরেও এখনও ওই টুইটে একেরপর এক মন্তব্য পড়েই চলেছে। দেশের প্রধানমন্ত্রীর এই অজ্ঞতার জেরে দুনিয়ার কাছে চরম অস্বস্তিতে পুরো পাকিস্থান।

]]>
আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী https://thenewsbangla.com/imran-khan-not-interested-in-nobel-peace-prize-wants-indo-pak-peace/ Mon, 04 Mar 2019 10:21:13 +0000 https://www.thenewsbangla.com/?p=7436 কাশ্মীর ইস্যুতে ‘শান্তির বার্তা’ পৌঁছে দেওয়ার মাধ্যমে ভারত-পাকিস্তানের যুদ্ধকে তিনি নাকি ‘থামিয়ে’ দিতে সক্ষম হয়েছেন। পাকিস্তান সরকার ও দলিয় রাজনীতিবিদরা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন। তবে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। আজ সোমবার এক টুইট বার্তায় তিনি এমন প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি তুলেছিল পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় টুইটারে হ্যাশট্যাগ ঝড় তুলেছিল পাক জনতা। শুক্রবার ও শনিবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছিল ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য নই। এর জন্য সেই যোগ্য ব্যক্তি যে বিতর্কিত কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে এবং এই উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

এর আগে ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জোরালো করতে গতকাল রবিবার দেশটির সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব জমা দেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

তিনি মনে করেন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ফেরত দেওয়ার মাধ্যমে ‘উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার’ স্বীকৃতি স্বরূপ ইমরান খানকে এই পুরস্কার দেওয়া উচিত। তাছাড়া যুক্তরাষ্ট্র-আফগান তালেবান শান্তি আলোচনায় পাকিস্তানের ভূমিকা রাখার কথাও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামাতে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারায় আধা-সামরিক বাহিনীর ৪৯ জন সেনা। এর দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। জঙ্গি দমনে ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। তাদের দাবি জইশ ই মহম্মদের ঘাঁটিতে চালান এই হামলায় বহু জঙ্গি মারা গেছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এর জবাবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বিমান পাঠায় কাশ্মীর সীমান্তে। সেখানে দুই পক্ষের বিমানযুদ্ধের পর পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক’ হিসেবে তাকে মুক্তি দেন গত ১ মার্চ। এরপরেই তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি ওঠে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু https://thenewsbangla.com/imran-khan-wants-peace-but-woman-with-her-2-children-killed-in-pak-shelling/ Sat, 02 Mar 2019 08:48:15 +0000 https://www.thenewsbangla.com/?p=7338 মুখে শান্তির বাণী। কিন্তু অন্যদিকে ভারতীয় গ্রাম লক্ষ্য করে ছুটে আসছে মুহুর্মুহু গুলি, মর্টার, বোমা। শুক্রবার রাত থেকেই ভারত পাক সীমান্তে ভারতের গ্রাম লক্ষ্য করে একের পর এক মর্টার শেল ছুঁড়ে চলেছে পাকিস্তানি সেনা। পুঞ্চ সীমান্তে পাক গোলায় ৯ মাস ও ৫ বছরের দুই শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। ভেঙে গেছে অনেক বাড়ি ঘর।

আরও পড়ুনঃ জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি

একদিকে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়ে শান্তির বার্তা দিচ্ছে পাকিস্তান। অন্যদিকে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষের বাড়িতে গোলাবর্ষণ করছে পাক সেনা। শুক্রবার রাতেও পাক গোলায় পুঞ্চের সালোতরী গ্রামে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা এবং তাঁর পাঁচ বছরের ছেলে ও নমাসের কন্যা রয়েছে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম রুবানা কোসার (২৪‌)। ওই দুই শিশুর নাম ফাজান এবং শবনম। এ ছাড়া পাক গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন সাধারণ নাগরিক।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় দুই শিশু সহ ৫ জনের মৃত্যু/The News বাংলা
মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় দুই শিশু সহ ৫ জনের মৃত্যু/The News বাংলা

গুরুতর আহত রুবানার স্বামী মহম্মদ ইউনূস। কৃষ্ণাঘাঁটি, দেগওয়ার অঞ্চল থেকেও মানুষের বসতবাড়ি লক্ষ্য করে টানা গোলাবর্ষণের খবর আসছে। কামালকোটে সীমান্ত-ঘেঁষা এলাকায় পাক-গোলায় জখম হন বছর তিরিশের রিয়াজ আহমেদ খান। ওই অঞ্চলে পাক গোলায় বহু বাড়িরও ক্ষতি হয়েছে। উরি সেক্টরের আরও পাঁচ জায়গায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মাঝেমধ্যেই গোলা এসে পড়ছে বলে সরকারি সূত্রে দাবি।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

কাশ্মীরে জনবসতি লক্ষ্য করে মূলত ১০৫ এমএম হাউৎজার কামান এবং মর্টার হামলা চালিয়ে গিয়েছে পাক সেনা। যদিও পাল্টা হামলা চালিয়েছে ভারতও। পাকিস্তানি বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চের সালোতরী গ্রামের একাধিক বাড়িও। তবে শুধু পুঞ্চের সালোতরী গ্রামে নয়, মানকোট এলাকায় গুলি বিনিময়ের মাঝে পড়ে আহত হয়েছেন আরও এক মহিলা। এছাড়া কৃষ্ণাঘাঁটি, বালাকোট সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করেছে পাক সেনা।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

পরিস্থিতি সামাল দিতে পুঞ্চ ও রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বেরতে নিষেধ করেছে প্রশাসন। কামালকোট অঞ্চলে জখম হন এক মেষপালক। সূত্রের খবর, নাকিয়াল সেক্টর ভারতীয় সেনার গোলায় মৃত্যু হয়েছে তিন পাক জওয়ানের।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

ফের অশান্ত কাশ্মীর উপত্যকাও। হান্দওয়াড়ায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলেছে দিনভর। রাতে দুই জৈশ জঙ্গি নিকেশ হলেও, সিআরপিএফের দুজন, জম্মু-কাশ্মীর পুলিশের দুজন ও এক নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত সিআরপিএফের প্যারামিলিটারি ইনস্পেক্টর পিন্টো দিনকয়েক আগেই কাশ্মীরি ছাত্রদের নিয়ে বিশেষ একটি প্রকল্পে কলকাতায় এসেছিলেন। তার পর শ্রীনগরে ফেরেন সিআরপিএফের ৯২ ব্যাটেলিয়নের এই অফিসার।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

অভিনন্দন পাকিস্তানে ধরা পড়ার পর থেকেই শান্তির বার্তা দিয়ে এসেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সীমান্তে পাক আগ্রাসন কমেনি। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর গোলা বর্ষণ চালিয়ে গিয়েছে পাক সেনা। অস্ত্রবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। জম্মুর পুঞ্চে সীমান্ত পারের গোলার আঘাতে বৃহস্পতিবার রাতেও নিহত হয়েছেন আমিনা আখতার নামে বছর বত্রিশের এক মহিলা। ছুটিতে বাড়িতে আসা এক সেনা জওয়ান জাকির হোসেনও আহত হন। শুক্রবার রাতেও গোলাগুলি থামেনি, বরং তা ক্রমবর্ধমান।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

পুঞ্চ, শিলিকোট, শৌরা, চুরুন্ডা, তিলাওয়াড়ি, চাকারা, বুদনা, আলাওয়াদির মতো গ্রামগুলোতে এখনও কনকনে ঠান্ডা। তার মধ্যেও মানুষজনকে বিনিদ্র রাত কাটাতে হচ্ছে। অনেককে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে। রাজৌরি সেক্টরেও সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পাকিস্তানে ইমরান খানকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেবার দাবি উঠেছে। আর ভারতে পাক গোলায় মারা যাচ্ছেন সাধারণ মানুষ, শিশুরা।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি https://thenewsbangla.com/pakistanis-are-signing-demanding-nobel-peace-prize-for-imran-khan/ Sat, 02 Mar 2019 07:31:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7333 অনেকে বলছেন, ‘জোক অফ দা সেঞ্চুরি’। ভারত জুড়ে হাসির ঝড়। সোশ্যাল মিডিয়ায় ট্রল এর ঝড়। জঙ্গিদের মদতদাতা দেশ পাকিস্তান। আর সেই পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি উঠল পাকিস্তান জুড়ে। ইমরানকে শান্তির নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড়।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি তুলেছেন পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় টুইটারে হ্যাশট্যাগ ঝড় তুলেছে পাক জনতা। শুক্রবার ও শনিবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছে ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

অনেকেই ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে টুইটে লিখেছেন, ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার (#NobelPeacePrizeForImranKhan)। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত দেওয়ার ঘোষণা করে দেন। তিনি বলেন, “শান্তির বার্তা হিসেবে পাক সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেওয়া হবে”।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

একই সঙ্গে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় পাইলটের মুক্তি দুর্বলতা হিসেবে না ভাবতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ির কনভয়ে জঙ্গি হামলায় ৪৯জন জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

পাকিস্তান দাবি করে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং দুজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে। পরে ভারত জানায় পাক সেনার হাতেই আটক ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান। আর এরপরেই ইমরান খানকে নোবেল দেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

তবে পাকিস্তানিদের এই দাবিতে হাসির ঝড় আন্তর্জাতিক মহলে। জঙ্গিদের মদতদাতা পাকিস্তান প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি তোলায় ব্যঙ্গের ঝড় বিশ্ব জুড়ে। অবশ্য এর আগেও অনেক এরকম রাজনৈতিক ব্যাক্তিদের শান্তি পুরস্কার দিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে নোবেল কমিটি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>