Pakistan Air Force – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Apr 2019 17:13:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Pakistan Air Force – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার https://thenewsbangla.com/iaf-says-radar-image-proof-of-downed-f-16-jet-of-pakistan-air-force/ Mon, 08 Apr 2019 17:00:45 +0000 https://www.thenewsbangla.com/?p=10310 মিগ ২১-র হামলায় পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার প্রমাণ হিসেবে ব়্যাডার ইমেজ প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান হামলার সত্যতা অস্বীকার করলেও, ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর এক সাংবাদিক বৈঠকে তা মিথ্যা বলেই দাবি করেছেন। এও বলেছেন, এফ ১৬ ধ্বংস হওয়ার নির্ভরযোগ্য তথ্য ভারতীয় বায়ুসেনার কাছে থাকলেও নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে, তা প্রকাশ্যে আনা সম্ভব নয়।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি, ভারতের মিগ ২১ বিমানের হামলায় তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার বিষয়টি ইতিমধ্যেই অস্বীকার করেছে পাকিস্তান। দাবি করেছে, এফ ১৬ ধ্বংস করার কোনো প্রমাণই ভারতের কাছে নেই। এর জবাবে ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ এনেছেন। ভারতীয় বায়ুসেনার তরফে ওই দুই যুদ্ধবিমানের ইলেক্ট্রনিক সিগনেচার ও রেডিও ট্রান্সক্রিপশন সমেত রেডার ইমেজ প্রকাশ করেছেন আরজিকে কাপুর।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট

আরজিকে কাপুরের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ভূখণ্ড বালাকোটে ঢুকে, সফল এয়ার স্ট্রাইকের মাধ্যমে সেখানকার জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপরেই পাকিস্তানের বায়ুসেনা সীমান্ত লাগোয়া ভারতের সেনা ক্যাম্পগুলিকে টার্গেট করলেও সেই হামলা ব্যর্থ হয় বলেই দাবি ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শালের।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে মার্কিন নয় চিনা যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান

পাকিস্তান প্রথম থেকেই তাদের এফ-১৬ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে ধ্বংসের দাবি অস্বীকার করে এসেছে। সম্প্রতি মার্কিন পত্রিকা ‘ফরেন পলিসি’ পাকিস্তানের সুরে সুর মেলায়। মার্কিন প্রতিরক্ষা দফতরের আধিকারিকের উদ্ধৃতি দিয়ে ওই পত্রিকার এক রিপোর্টে দাবি করা হয়, ভারতের দাবি সম্পূর্ণ মিথ্যে। পাকিস্তানের কাছে থাকা এফ-১৬ যুদ্ধবিমান গুনে দেখা হয়েছে। কোনও এফ-১৬ বিমান নিখোঁজ নয়। অর্থাত্‍‌, ভারতীয় বায়ুসেনা সেদিন কোনও এফ-১৬ ধ্বংস করেনি।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

মার্কিন পত্রিকা ‘ফরেন পলিসি’র ওই রিপোর্টে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সাফল্য সম্পর্কে প্রশ্ন তোলা হয়। গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানি বায়ুসেনার এফ-১৬ ফাইটার জেট তাড়া করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর আক্রমণে পর্যুদস্ত হয়ে মাটিতে ভেঙে পড়ে পাক যুদ্ধবিমান, এমনই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই দাবি নস্যাৎ করে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করে আমেরিকার ওই পত্রিকা।

আরও পড়ুনঃ প্রচারে এলে লাশ ফিরবে, বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকে খুনের হুমকির অভিযোগ

এদিকে মার্কিন প্রতিরক্ষা আধিকারিকের বিবৃতি দিয়ে একটি মার্কিন পত্রিকা দাবি করে, পাকিস্তানের এফ-১৬ ধ্বংস করার যে দাবি ভারত করেছে, তা ঠিক নয়। আমরা গুনে দেখেছি, পাকিস্তানের কাছে সবক’টি এফ-১৬ যুদ্ধবিমানই অক্ষত রয়েছে। একটিও ‘মিসিং’ নয়। ভারতের বায়ুসেনা মুখপাত্রের বক্তব্য, যে দুটি জায়গায় ইজেকশান হয়েছে, তার দূরত্ব ৮ থেকে ১০ কিলোমিটার। ইলেকট্রনিক সিগনেচার ইঙ্গিত দেয় এর একটি ছিল মিগ-২১, অন্যটি এফ-১৬।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস নিয়ে আমেরিকার দাবি নস্যাত্‍‌ করল ভারতীয় বায়ুসেনা। মার্কিন পত্রিকার দাবি খারিজ করে বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

মার্কিন ওই রিপোর্টকে আগেই খারিজ করেছিল ভারতীয় বায়ুসেনা। সোমবার মৌখিক দাবি বা বাদানুবাদে আটকে না-থেকে, রেডার ইমেজ পেশ করা হয়। তাতে স্পষ্ট ২৭ ফেব্রুয়ারি দু’টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একটি মিগ ২১, অন্যটি এফ ১৬। এদিন সাংবাদিক বৈঠক করে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর বলেন, ২৭ ফেব্রুয়ারি যে দুটি বিমান ধ্বংস হয়েছে, এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

একটি ভারতীয় বায়ুসেনার বাইসন, অন্যটি পাকিস্তান বায়ুসেনার এফ-১৬। তিনি জানান, রেডিয়ো ট্রান্সস্ক্রিপ্ট ও ইলেকট্রনিক সিগনেচার থেকে যুদ্ধবিমান দুটিকে শনাক্ত করা হয়েছে। মিগ-২১ বাইসন যে মাঝআকাশে পাক এফ-১৬ বিমানটিকে ধ্বংস করেছে, দাবির সপক্ষে সাংবাদিকদের রেডার ইমেজও এদিন দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানি চায়ের বিজ্ঞাপনের ভাইরাল ছবিতেও ভারতীয় পাইলট অভিনন্দন https://thenewsbangla.com/iaf-wing-commander-abhinandan-features-in-fake-pakistani-tea-advertisement/ Thu, 07 Mar 2019 07:40:11 +0000 https://www.thenewsbangla.com/?p=7746 পাকিস্তানের চায়ের বিজ্ঞাপনে সেই ভারতীয় পাইলট! পাকিস্তানে সোশ্যাল মিডিয়াতে একটি চা কোম্পানির বিজ্ঞাপনের ছবি এডিট করে তাতে ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের চা খাবার ছবি বসান হয়েছে। আর তাতেই এই বিজ্ঞাপনের ছবি ভাইরাল। পাকিস্তানের মহিলাদের আকর্ষণের কেন্দ্রেও এখন ‘সাহসী বীর যোদ্ধা’ ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে

বিজ্ঞাপনটা ছিল এরকম। স্বামী চা খাচ্ছেন। কিন্তু স্ত্রী দূরবীন দিয়ে উঁকি দিচ্ছেন পাশের বাড়িতে। স্ত্রী বলছেন, ‘আমি তো তাঁর(দূরবীন দিয়ে যাকে দেখছেন) প্রেমে মগ্ন’। পরে দেখানো হল যে স্ত্রী দূরবীন দিয়ে দেখছেন, তাঁর প্রিয় চা খাচ্ছেন পাশের বাড়ির একজন। আর এই ছবিতেই অভিনন্দন বর্তমান এর ছবি এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই ভাইরাল ছবি গোটা পাকিস্তান জুড়ে।

আরও পড়ুনঃ অনেকে লুট করে দেশ ছাড়লেও আমি দেশেই আছি সাফাই রবার্ট বঢরার

হ্যাঁ, নামটি ভুল পড়েননি। পাকিস্তানে আটকে পড়া ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমান। পাকিস্তানে আটক থাকার সময় কাপে চা খাওয়ার দৃশ্য ছিল সেটি! পাক যুদ্ধবিমানের পিছু নিয়ে যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে প্রবেশ করা, সেখানে বিধ্বস্ত হয়ে বেঁচে যাওয়া, পাকিস্তানে ধরা পড়া, আবার মাত্র দুদিনের মাথায় ভারতের কূটনৈতিক চাপে মুক্তি পাওয়া, এইসব বিষয় নিয়েই অভিনন্দন বর্তমান এখন ভারত পাকিস্তান ছাড়িয়ে সারা বিশ্বে পরিচিত।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

তাই বলে চায়ের বিজ্ঞাপনে অভিনন্দন। বিজ্ঞাপনটি পাকিস্তানের ‘টাপাল টি’-এর। পাকিস্তানে এই চা পাওয়া যায়। বিজ্ঞাপনটিও পাকিস্তানের। সব ঠিক আছে, কিন্তু দূরবীন দিয়ে ওই নারী আসলে অভিনন্দনকে দেখছিলেন না। সম্পাদনা করে অভিনন্দনের চা খাওয়ার দৃশ্যটি বসিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট

তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে। এখন তা ভাইরাল। বিজ্ঞাপনের শেষদিকে দেখা যায়, ওই ব্র্যান্ডের চায়ের প্রশংসা হচ্ছে। পরেই জুড়ে দেওয়া হয় অন্য ভিডিওর অংশ। সেখানে দেখা যায়, অভিনন্দন বলছেন, ‘চা-টা ছিল ফ্যান্টাস্টিক’।

আরও পড়ুনঃ বুলডোজার দিয়ে উর্দু গেট উড়িয়ে দিল যোগী সরকার

টাপাল টি-এর সত্যিকারের বিজ্ঞাপনটিতে দেখা যায়, মাঝবয়সী ওই নারী তাঁর বাসার উল্টোদিকে থাকা তরুণ যুগলকে দেখছিলেন। ওই তরুণ যুগলও বারান্দায় দাঁড়িয়ে চা পান করছিলেন। তাঁদেরই প্রশংসা করছিলেন ওই নারী। ওই ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দুই দেশ। বোঝাই যাচ্ছে, পাক মহিলাদের আকর্ষণের কেন্দ্রে এখন ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই ঘটনায় অভিনন্দন আটক হন। গত ২৮ ফেব্রুয়ারি পার্লামেন্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন। ১ মার্চ নিজ দেশে ফিরে আসেন অভিনন্দন। কিন্তু পাকিস্তানে যে তিনি তাঁর সাহসের ভাল ছাপ রেখে আসতে পেরেছেন সেটা একদম পরিষ্কার।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান
আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের https://thenewsbangla.com/pakistani-f16-pilot-dies-due-to-false-claims-by-pakistan-air-force/ Sat, 02 Mar 2019 11:42:14 +0000 https://www.thenewsbangla.com/?p=7349 অদৃষ্টের কি নির্মম পরিহাস। দেশের মিথ্যা দাবিতে প্রাণ গেল এক পাক যুদ্ধবিমান পাইলটের। দেশের মাটিতে নিজের দেশের মানুষের হাতে গণ ধোলাই খেয়ে প্রাণ হারালেন এক পাক এফ-১৬ যুদ্ধবিমান পাইলট। ভারতকে হেয় করতে গিয়ে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল ওই পাক পাইলটের।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

ভারতীয় ভেবে নিজের দেশেই পাকিস্তানিদের গনপিটুনির শিকার, মৃত্যু এক এফ-১৬ পাইলটের। গণরোষের শিকার হয়ে অবশেষে মৃত্যু হল পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমানের পাইলটের। সৌজন্যে পাক অধিকৃত কাশ্মীরের উন্মত্ত জনতা।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

গত ২৮শে ফেব্রুয়ারি ভারত পাক সীমান্তে অঘোষিত যুদ্ধ জারির সঙ্গে সঙ্গেই সীমান্তের আবহাওয়া উত্তপ্ত হতে শুরু করে। ভারতের বিমান বাহিনীর পাক ভূখণ্ডে জঙ্গি ডেরায় হামলার জবাব দিতে ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে তিনটি পাক এফ ১৬ যুদ্ধবিমান। ভারতের তরফে মিগ ২১ ও সুখোই যুদ্ধবিমান নিয়ে পাক যুদ্ধবিমান গুলিকে ভারতের সীমানার বাইরে বের করে দেয়। এর মধ্যেই লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে নিজের মিগ ২১ যুদ্ধবিমান নিয়ে পাক সীমান্তের ভিতর ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি

এদিকে ভারতের আকাশ সীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। আকাশসীমা লঙ্ঘন করা মাত্রই ভারতীয় বায়ুসেনার তরফে মিগ ২১ বাইসন থেকে বিমান বিধ্বংসী মিসাইল ছুঁড়ে পাকিস্তানি এফ ১৬কে নামানো হয়। অন্যদিকে অভিনন্দন বর্তমান এর মিগ ২১ যুদ্ধবিমানকেও আকাশেই ধ্বংস করে দেয় একটি পাক এফ-১৬ যুদ্ধবিমান।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

আত্মরক্ষার জন্য যুদ্ধবিমানে আঘাত লাগা মাত্রই পাক এফ ১৬ এর পাইলট ও ভারতের মিগ ২১ এর পাইলট অভিনন্দন বর্তমান দুজনেই প্যারাশ্যুট নিয়ে বিমান থেকে নেমে যান। দুটি যুদ্ধবিমানের ধবংসাবশেষই পাক ভুখন্ডে পড়ে। এমনকি পাক পাইলট ও ভারতের পাইলট দুজনেই প্যারাশ্যুট নিয়ে পাক অধিকৃত কাশ্মীরেই নামেন।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

কিন্তু তাতেও পাইলটদের শেষ রক্ষা হয়নি। ভারতের পাইলট অভিনন্দন বর্তমান পাক জনতার হিংসার শিকার হন। মেরে তাঁর মুখ নাক ফাটিয়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে উদ্ধার করে নিজেদের ছাউনিতে নিয়ে যায় পাক সেনা। কিন্তু ভাগ্য ভাল ছিল না পাক পাইলট এর। স্থানিয় পাক জনতা তাকে ভারতীয় পাইলট মনে করে সম্মিলিত আক্রমন চালায়। গণরোষের শিকার হয়ে তাকে আশংকাজনক অবস্থায় তাকে পাক সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অবস্থার অবনতি হয়ে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

আসলে ২৮ শে ফেব্রুয়ারি ভারতের যুদ্ধবিমান মিগ ২১ এর পাইলট অভিনন্দন পাক সেনার হাতে পাকড়াও হবার পরে পাকিস্তানের তরফে দুইজন ভারতীয় পাইলটের আটক হবার কথা জানানো হয়। পরে যদিও পাকিস্তান ভোল বদল করে ১ জন পাইলটের আটকে রাখার কথাই স্বীকার করে। সম্ভবত, পাকিস্তানি সেনাবাহিনীও নিজেদেরই পাইলটকে ভারতীয় পাইলট ভেবে ভুল করে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

ভারতকে হেয় করার চেষ্টার ফল হাতে নাতে পেল পাকিস্তান। দুইজন ভারতীয় পাইলটের আটক হবার মিথ্যা ঘোষণা প্রচার করার জন্যই পাক জনতা পাক পাইলটকেও ভারতের পাইলট হিসাবে ভুল করে। আর তার ফলেই নিজেদের পাইলটকেই গণধোলাই করে মেরে ফেলল পাকিস্তান। অদৃষ্টের কি নির্মম পরিহাস।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>