Pak Terrorists – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 01 Apr 2019 09:07:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Pak Terrorists – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুলওয়ামায় ৪ লস্কর ই তৈবা জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা https://thenewsbangla.com/jammu-and-kashmir-news-4-terrorists-killed-in-encounter-at-pulwama/ Mon, 01 Apr 2019 09:07:53 +0000 https://www.thenewsbangla.com/?p=9623 ঘটনাস্থল আবার সেই পুলওয়ামা। এবার পুলওয়ামায় ৪ লস্কর ই তৈবা জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। রতভর লড়াইয়ের পর সোমবার সকালে জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষে পুলওয়ামা জেলার লসিপোরায় ৪ জঙ্গিকেই গুলি করে মারে সেনা। তাদের কাছ থেকে ২টি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে এখনও ওই এলাকায় তল্লাশি চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা।

জম্মু-কাশ্মীরের অবন্তীপোরা থেকে ৫১ কিলোমিটার দূরে পুলওয়ামার লসিপোরায় রাতভর গুলির লড়াইয়ের পর সোমবার সকালে চার লস্কর জঙ্গিকে খতম করল সেনা। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জওয়ানও। গত ১৪ ফেব্রুয়ারি এই পুলওয়ামার জেলারই অবন্তীপোরায় সেনা কনভয়ে জইশ জঙ্গি হামলায় ৪৯ জওয়ান শহিদ হয়েছিলেন।

সেনা সূত্রে খবর, পুলওয়ামা হামলার পর থেকেই ওই জেলার বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে সেনা। রবিবার রাতেই গোপন সূত্রে খবর আসে লসিপোরায় বেশ কিছু লস্কর জঙ্গি আত্মগোপন করে আছে। রাতেই অভিযানে নামে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

রাতভর দুপক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে। সেই সংঘর্ষেই ৪ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগরের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। তিনি জানান, “লসিপোরায় কয়েকজন লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে খবর ছিল সেনার কাছে”। সেই মতো সোমবার ভোরেই আগেই হানা দেয় তারা। সেনাকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই।

সোমবার সকালে দেখা যায়, ৪ লস্কর ই তৈবা জঙ্গিই মারা পরেছে। কাশ্মীরের কোন সেনা ক্যাম্পে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করছিল এই জঙ্গিরা এমনটাই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। গোটা এলাকায় এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা।

সেনা সূত্রে জানানো হয়েছে, নিহত জঙ্গিদের কাছে থেকে চারটি রাইফেল এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার হয়েছে। দুদিন আগে পুলওয়ামাতেই জঙ্গিদের গ্রেনেড হামলায় এক জওয়ান আহত হন। পুলওয়ামা হামলার পর থেকেই গোটা উপত্যকা জুড়ে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে সেনা। সোপিয়ান, কুপওয়ারা, বদগাম, জম্মু-কাশ্মীরে একের পর এক জায়গায় অভিযান চালিয়ে গত কয়েকদিনে দুই জইশ-সহ ৬ জঙ্গিকে নিকেশ করেছে সেনা।

]]>
জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-is-taking-terrorists-and-militants-directly-into-the-pakistan-army/ Mon, 04 Mar 2019 16:31:41 +0000 https://www.thenewsbangla.com/?p=7487 আর কোন লুকোছাপা নয়। এবার জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে পাকিস্তান। ইমরান খান সরকারে আসার পরেই ২০১৮ সালের ডিসেম্বরে এই ঘোষণা হয়। তবে সরকারি কোষাগারে টাকা না থাকায় সেই সময় কার্যকর করা যায়নি। তবে এবার সব জঙ্গিদের প্রথমে আধাসেনা, এমনকি পরে সেনাতেও ভর্তি করবে পাকিস্তান।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

অচিরেই পাক সেনায় দেখা যাবে জইশ ই মহম্মদ, লস্কর ই তৈবা প্রভৃতি জঙ্গি গোষ্ঠীর জঙ্গিদের দেখা যাবে পাকিস্তান সেনায়। আর কোন লুকোছাপা নয়। এতদিন সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ত জঙ্গিরা। এবার সরাসরি সেনাদের উর্দিতেই লড়বে জঙ্গিরা। ইমরান খান সরকার পরের বাজেটেই এর জন্য টাকা দেবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

তবে এইভাবে সরাসরি জঙ্গিদের আধাসেনা ও পরবর্তীতে পাক সেনায় অন্তর্ভুক্ত করে ফের একবার তাদের জঙ্গি প্রীতির পরিচয় দিল পাক সরকার, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

বিশ্বজোড়া সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন গোটা পৃথিবী। এমন পরিস্থিতিতে গত বছরেই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপ। সেই রিপোর্টে দাবি করা হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরিখে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার থেকেও বিপদজনক পাকিস্তান।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

‘গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিক্যান্ট’ নামে এই রিপোর্টে বলা হয়েছে মানবতার জন্য সব থেকে বিপদজনক দেশ পাকিস্তান। দীর্ঘ বিগত প্রায় তিন দশক ধরে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের নিন্দায় বারবার মুখর হয়েছে ভারত ও বিশ্বের অন্যান্য দেশ। জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ বহুবার পাকিস্তানের বিরুদ্ধে তুলেছে ভারত।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন বায়ুসেনা প্রধান

রিপোর্টে আরও দাবি করা হয় যে, জঙ্গির মদতের জন্যই বিশ্বজুড়ে সন্ত্রাস চালান বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠিগুলি পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে রয়েছে। পাকিস্তানের সমর্থনেই তারা বিশ্বজুড়ে সন্ত্রাস চালাচ্ছে। জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা সবথেকে বিপদজনক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান যেমন একদিক থেকে আর্থিক সাহায্য করে তেমনি নিরাপদ আশ্রয়ের ক্ষেত্র দিয়ে দুহাত বাড়িয়ে সাহায্য করে জঙ্গি গোষ্ঠীগুলোকে।

আরও পড়ুনঃ আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী

এরপর সেই জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা ও বন্ধ মাদ্রাসার জঙ্গি শিক্ষাগুরুদের সরাসরি আধাসেনায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়ে সরাসরি বিশ্বের কাছে জঙ্গিদের নিয়ে নিজেদের অবস্থান বুঝিয়ে দিল পাকিস্তান। জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান, খবর ছড়িয়ে পরার পরেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে নিন্দা। এইভাবেই জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, সাফ জানিয়েছে পাকিস্তান।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি https://thenewsbangla.com/pakistanis-are-signing-demanding-nobel-peace-prize-for-imran-khan/ Sat, 02 Mar 2019 07:31:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7333 অনেকে বলছেন, ‘জোক অফ দা সেঞ্চুরি’। ভারত জুড়ে হাসির ঝড়। সোশ্যাল মিডিয়ায় ট্রল এর ঝড়। জঙ্গিদের মদতদাতা দেশ পাকিস্তান। আর সেই পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি উঠল পাকিস্তান জুড়ে। ইমরানকে শান্তির নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড়।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি তুলেছেন পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় টুইটারে হ্যাশট্যাগ ঝড় তুলেছে পাক জনতা। শুক্রবার ও শনিবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছে ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

অনেকেই ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে টুইটে লিখেছেন, ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার (#NobelPeacePrizeForImranKhan)। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত দেওয়ার ঘোষণা করে দেন। তিনি বলেন, “শান্তির বার্তা হিসেবে পাক সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেওয়া হবে”।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

একই সঙ্গে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় পাইলটের মুক্তি দুর্বলতা হিসেবে না ভাবতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ির কনভয়ে জঙ্গি হামলায় ৪৯জন জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

পাকিস্তান দাবি করে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং দুজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে। পরে ভারত জানায় পাক সেনার হাতেই আটক ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান। আর এরপরেই ইমরান খানকে নোবেল দেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

তবে পাকিস্তানিদের এই দাবিতে হাসির ঝড় আন্তর্জাতিক মহলে। জঙ্গিদের মদতদাতা পাকিস্তান প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি তোলায় ব্যঙ্গের ঝড় বিশ্ব জুড়ে। অবশ্য এর আগেও অনেক এরকম রাজনৈতিক ব্যাক্তিদের শান্তি পুরস্কার দিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে নোবেল কমিটি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি https://thenewsbangla.com/indian-army-shot-pak-jaish-terrorists-at-an-encounter-in-jk-shopian/ Wed, 27 Feb 2019 04:59:16 +0000 https://www.thenewsbangla.com/?p=7209 বড় সাফল্য ভারতীয় সেনার, গুলির লড়াইয়ে কাশ্মীরের সোপিয়ানে খতম দুই পাক জঙ্গি। দুজনেই জইশ ই মহম্মদ জঙ্গি বলে জানা গেছে। পুলওয়ামার হামলার পরেই দুই মাস্টার মাইন্ড জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। এরপর বুধবার সকালে ফের দুই জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করল সেনা।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

সোপিয়ানে মঙ্গলবার রাত থেকেই জঙ্গিরা গুলি বৃষ্টি শুরু করেছিল। একটি বাড়িতে লুকিয়ে গুলি চালাচ্ছিল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। এই জঙ্গিরা জইশ ই মহম্মদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত

জঙ্গি দমনে ভারতীয় সেনার আবার সাফল্য, বলাই যায়। সেনার হাতে নিকেশ দুই জঙ্গিই৷ জানা গিয়েছে নিহত দুই জঙ্গিই জইশ ই মহম্মদের সদস্য। সোপিয়ানে মঙ্গলবার রাত থেকেই সেনা জঙ্গি গুলির লড়াই চলছিল৷ রাতভর চলে গুলির লড়াই। সেই অভিযানেই বড় সাফল্য পায় ভারতীয় সেনাবাহিনী।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান
আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয় দুই জইশ ই মহম্মদ জঙ্গি। আরও এক জইশ জঙ্গি অস্ত্র ছাড়াই পালিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। জইশ জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে, মঙ্গলবার রাতেই সোপিয়ানের মিমান্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় তারা। অভিযানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। মারা পড়ে দুই জঙ্গি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার
আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

নিয়ন্ত্রণরেখা ঘেঁষা সোপিয়ানের মিমান্দার এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। খবর পেয়েই সেখানে অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ ও স্পেশাল অপরেশন গ্রুপের (এসওজি) বাহিনী। অভিযানের অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের দিকে ধেয়ে আসে গুলি৷ পালটা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও৷ অপারেশন শেষ হবার পর দেখা যায় দুই জইশ ই মহম্মদ জঙ্গির মৃতদেহ। একজন জঙ্গি বিনা অস্ত্রেই পালিয়েছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান
আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন
আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব https://thenewsbangla.com/baba-ramdev-says-better-to-fight-war-against-pakistan-than-terrorist-daily/ Wed, 20 Feb 2019 15:05:39 +0000 https://www.thenewsbangla.com/?p=7058 রোজ রোজ মার না খেয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চান রামদেব। চোরাগোপ্তা নয়, চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক মুখোমুখি লড়াই চান বাবা রামদেব। বিখ্যাত এই যোগগুরু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সামনা সামনি লড়াই একমাত্র রাস্তা যেটা পরে আছে। শুধু তাই নয়, পাকিস্তান যেমন ভারতের বিরুদ্ধে জঙ্গিদের মদত দিচ্ছে, ভারতেরও উচিত পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়ছে তাদের মদত দেওয়া, বলেছেন রামদেব।

আরও পড়ুনঃ পুলওয়ামা হামলার জেরে পাক বন্দিকে পিটিয়ে মারল ভারতীয়রা

রোজ মার না খেয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিখ্যাত যোগা গুরু বাবা রামদেব। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেছেন। আর শান্তি ছেড়ে যুদ্ধের কথা বলে গোটা পৃথিবী জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন বাবা রামদেব।

আরও পড়ুনঃ ইমরানের সুরেই পাকিস্তানের পক্ষে মুখ খুললেন কাশ্মীরের এই নেত্রী

বাবা রামদেব বলেন, “পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারতের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের মুখের ওপর জবাব দিতে হবে। সবার আগে পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে”।

আরও পড়ুনঃ ভারতের সব মন্দির গুঁড়িয়ে দেবার হুমকি পাকিস্তানের মন্ত্রীর

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ৪৯জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। মাসুদ আজাহার পাকিস্তানে বসেই ভারতের বিরুদ্ধে এই জঙ্গি সংগঠনটি চালায়।

আরও পড়ুনঃ ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

রামদেব বলেছেন, “পাকিস্তানের জঘন্য কার্যকলাপে ভারতের প্রায় ৫০ হাজার সেনা ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এখন আমাদের পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। রোজ রোজ মার খাওয়ার চেয়ে বরং যুদ্ধে মুখোমুখি লড়াই করা দরকার এবং পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা আগামী ৫০ বছর উঠে দাঁড়াতে না পারে”।

আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির

পতঞ্জলির একটি বিপণির উদ্বোধনের পর সাংবাদিকদের অবাক করে রামদেব বলেন, “বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়াই করছে, তাদের আর্থিক ও রাজনৈতিকভাবে সাহায্য করা উচিত ভারতের। তাদেরকে অস্ত্র দিয়েও সাহায্য করাও উচিত ভারতের। বালুচিস্তানকে স্বাধীন করতে সব ধরনের সহায়তা করা উচিত। তবেই শিক্ষা দেওয়া যাবে পাকিস্তানকে”।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

তিনি আরও বলেন, “পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। পাক অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো ধ্বংস করে দিতে হবে”। তিনি আরও বলেন, “পাকিস্তান যাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, সে জন্য দেশটির বিদ্রোহীদের সমর্থন দেওয়া উচিত ভারতের। পাকিস্তান তাদের জঘন্য কার্যকলাপ বন্ধ না করা পর্যন্ত এটা করতে হবে ভারতকে”। একজন যোগীর মুখে এই কথা শুনে অবাক হয়ে যান সাংবাদিকরা। শুধু ভারত নয়, বাবা রামদেবের কথায় শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে।

আরও পড়ুনঃ সবাইকে টেক্কা দিয়ে এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক https://thenewsbangla.com/dgp-of-jk-police-told-about-terrorist-attacks-after-usa-army-withdraw-from-afghanistan/ Sun, 17 Feb 2019 06:49:55 +0000 https://www.thenewsbangla.com/?p=6915 ৮ই ফেব্রুয়ারী ভারতীয় গোয়েন্দারা চিঠি দিয়ে সবাইকে সতর্ক করেছিলেন কাশ্মীরে হামলার সম্ভাবনার কথা। তারও অনেক আগেই গত বছরের ২৫শে ডিসেম্বর কাশ্মীরে ভয়ঙ্কর পাক জঙ্গি হামলার কথা জানিয়েছিলেন, কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি কে রাজেন্দ্র কুমার। কিন্তু কেন বলেছিলেন তিনি এই আশঙ্কার কথা? কেন দায়ি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে

‘আইএস ধ্বংস করেছি’, এই বলে সিরিয়া থেকে সেনাবাহিনী প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাবাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আফগানিস্তান থেকেও। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ বড়সড় প্রভাব ফেলতে পারে জম্মু-কাশ্মীরে! গত বছরের ২৫শে ডিসেম্বর এমনই জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি কে রাজেন্দ্র কুমার। আর তাঁর আশঙ্কা সত্যি করেই, তারপর থেকেই লাগাতার হামলা চলছে জম্মু কাশ্মীরে।

ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা

জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি কে রাজেন্দ্র কুমার বলেছিলেন, “আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করা এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এই পদক্ষেপের ফল ভোগ করতে হবে ভারতের জম্মু-কাশ্মীরকে”। তাঁর মতে, এইভাবে হঠকারি সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প সব সেনা তুলে নেওয়ায়, জঙ্গিদের মনোবল আরও চাঙ্গা হবে।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকেই আফগানিস্তান থেকে প্রায় ৭০০০ সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। দীর্ঘ সময় ধরেই তারা আফগানিস্তানে পাক মদতপুষ্ট জঙ্গি ও আইএস-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই প্রায় অর্ধেক মার্কিন সেনা ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নেয়।

ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা

প্রাক্তন ডিজিপি, কে রাজেন্দ্র কুমার আরও বলেছিলেন, “এর ফলে সন্ত্রাসবাদীরা আরও বল পাবে, সন্ত্রাসে আরও বেশি করে মদত পাবে। জঙ্গি সংগঠনগুলির মনে হবে, আমেরিকা এইভাবে সেনা তুলে নিয়েছে ভয় পেয়ে। এটি মার্কিন বাহিনীর হার। আর এইভাবে যদি মার্কিন বাহিনী হেরে যেতে পারে তবে নিউ দিল্লিও হারবে। আর এই সুযোগে ভারতে সন্ত্রাস আরও বাড়াতে চাইবে পাকিস্তানও”।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

প্রাক্তন ডিজিপি আরও জানিয়েছিলেন, “মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ফলে জঙ্গিদের কাছে কাশ্মীরকে আরও সহজলভ্য করে তুলবে। তারা ভাববে এইভাবে কাশ্মীরও দখল করা যেতে পারে। মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারকে তারা নিজেদের জয় হিসেবেই দেখবে। পাক মদতপুষ্ট জঙ্গিরাও বুকে জোর পাবে”।

ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা
ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক/The News বাংলা

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে আরও খারাপ হতে পারে, তার ইঙ্গিত তিনি দিয়েছিলেন গতবছরেই। ইমরান খান সরকার পাকিস্তানে ক্ষমতায় আসার আগেই তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, “পাকিস্তানে যে সরকারই আসুক না কেন তারা জঙ্গিদের মদত দেবেই”। আর মার্কিন সেনা তুলে নেওয়ার পর তিনি বলেছিলেন, “জঙ্গিদের পুরো দৃষ্টিটা এবার পরবে কাশ্মিরের দিকে আর এটাকেই আরও সাহায্য করবে পাকিস্তান সরকার”।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

কাশ্মীর পুলিশের প্রাক্তন ডিজিপি কে রাজেন্দ্র কুমার এর এই আশঙ্কা যে এইভাবে মিলে যেতে পারে, তা ভাবতে পারেননি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও। আর কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার পর, ফের একবার স্মরণে এসেছে এই প্রাক্তন পুলিশ কর্তার ভবিষ্যতবাণী। প্রবাদেই আছে, ‘অভিজ্ঞতা কথা বলে’।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি
আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব
আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>