Pak Militants – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Jul 2022 13:08:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Pak Militants – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘নুপূর শর্মা’ নামের আড়ালে পা’ক জ’ঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা, খুঁজে বের করবে এনআইএ https://thenewsbangla.com/nupur-sharma-protest-indulgence-of-pak-militants-sleeper-cell-in-india-nia-report/ Sat, 02 Jul 2022 12:58:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15770 ‘নুপূর শর্মা’ নামের আড়ালে; পা’ক জ’ঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা; খুঁজে বের করবে এনআইএ। রাজস্থানের উদয়পুর শহরে হিন্দু দর্জি কানহাইয়ালাল সাহু-কে; নি’র্ম’মভাবে গলা কে’টে হ’ত্যা করা হয়। যার জেরে গোটা রাজস্থানে উত্তে’জনা ছড়িয়ে পড়ে। নূপুর শর্মাকে সমর্থন করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করায়; গলা কে’টে ফেলা হয় ওই হি’ন্দু ব্যক্তির। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে খু’নি’রা বলেছিল; “ইস’লামের অবমাননার প্রতি’শোধ নিচ্ছে তারা”। এই ঘটনায় এনআইএ-কে তদন্তের ভার দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কানহাইয়ালাল সাহুকে হ’ত্যার ঘটনায়; এবার সামনে এল আরেক চাঞ্চ’ল্যকর তথ্য। হত্যাকারীদের সঙ্গে সরাসরি পা’ক-যোগ পেলেন তদ’ন্তকারীরা। একই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেওয়া হল; “সা’ম্প্রদা’য়িক হিং’সা নয়; উদয়পুর হ’ত্যাকা’ণ্ডের পেছনে রয়েছে জ’ঙ্গি’যোগ”। এই ঘটনায় দুই আত’তায়ীকে; গ্রেফতার করেছে পুলিশ। ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর বা মহম্মদ রিয়াজ আখতারি নামের দুই খু’নিকে; ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

দুই আ’সামির মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল। রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব জানিয়েছেন; “অভিযুক্ত ঘাউস মহম্মদ ২০১৪-১৫ সালে, ৪৫ দিন টানা পা’কিস্তানে জ’ঙ্গি প্রশিক্ষণ নিয়েছে; এরপর কয়েকদিন আরব এবং নেপালেও প্রশিক্ষণ নিয়েছে সে। দুজনেই জ’ঙ্গিদের স্লি’পার সে’ল হিসাবে; কাজ করত বলেই তদন্তের রিপোর্ট।

আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের

২৬/১১, মুম্বই হা’মলার ভয়’ঙ্কর স্মৃতি; সবাইকে মনে করাতে; কানহাইয়ালালের খু’নিদের বাইকের নম্বর প্লেটেও লেখা ২৬-১১। অভি’যুক্ত মহম্মদ রিয়াজের বাইকের নাম্বার প্লেটের নাম্বারই; চমকে দিল সবাইকে। খু’নির বাইকে নাম্বার প্লেটে লেখা নাম্বারটি হল ২৬-১১; যা দেখলেই টাটকা হয়ে ওঠে মুম্বই হা’মলার ভয়া’বহ স্মৃতি। আরটিও অফিস-কে ৫ হাজার টাকা ঘু’ষ দিয়ে; এই স্পেশাল নাম্বার নিয়েছিল সে। মুম্বইয়ে না’রকী’য় হা’মলার স্মৃতি উ’স্কে দিতেই, এই নম্বর ব্যবহার করেছিল; অভিযুক্ত মহম্মদ রিয়াজ আখতারি ও মহম্মদ ঘাউস।

তদন্তে প্রমাণ হয়েছে, মহম্মদ রিয়াজ আখতারি ও মহম্মদ ঘাউস; দুজনেই প্রতিবেশী দেশটির স্লি’পার সে’ল। ঘাউস মহম্মদ সরাসরি পা’কিস্তানে গিয়ে; ট্রেনিং নিয়ে এসেছে। ঘুমিয়ে থাকা জ’ঙ্গিদের, নির্দিষ্ট সময়ে বড় অ্যাক’শনের জন্য জাগিয়ে তোলা হয়। কিন্তু নুপূর শর্মা এপিসোডের পর; এই রিয়াজ আর ঘাউস আর চুপ করে ভিড়ে মিশে থাকতে পারেনি।

]]>
শহিদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ‘নায়ক’ https://thenewsbangla.com/shaheed-jawans-are-not-respected-militants-supporters-are-hero-in-india/ Thu, 07 Mar 2019 10:40:56 +0000 https://www.thenewsbangla.com/?p=4361 পুলওয়ামা জঙ্গি হামলার পরে কাশ্মীরে সেনা-জঙ্গি লড়াই আরও বেড়েছে। পাক জঙ্গিদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে কাশ্মীরে প্রতিদিনই শহিদ হচ্ছেন ভারতীয় জওয়ানরা। না, বাংলা সংবাদমাধ্যমে কোথাও তাঁদের নাম বা ছবি নেই। ছবি আছে তাদের ও তাদের পরিবারের, যারা পাক জঙ্গীদের বাঁচাতে ও পালাতে সাহায্য করতে সেনার দিকে পাথর ছুঁড়ে ‘দেশদ্রোহীতা’র দৃষ্টান্ত স্থাপন করছে। এখনও প্রতিদিন কাশ্মীরে সেনার সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে আর জঙ্গিদের বাঁচাতে সেনাকে বিভিন্ন ভাবে আটকাচ্ছে বিপথে যাওয়া যুবকরা।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

কাগজ টিভি খুললেই সেনার দিকে পাথর ছোঁড়ার সময় সেনার গুলিতে মারা যাওয়া যুবকদের ছবি। তাদের পরিবারের ছবি। কোথাও নেই শহিদ সেনার ছবি বা সেনার পরিবারের ছবি। সেনার সমালোচনা আছে, সেনার দিকে পাথর ছোঁড়ার বিরুদ্ধে এক লাইনও নেই। ধন্য ভারতের সংবাদজগত। একটি রাজনৈতিক দলের সমালোচনা করতে গিয়ে দেশ ও সেনার সমালোচনা করতেও পিছপা নয় তারা।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

পুলওয়ামা জঙ্গি হামলা, ভারতের বিমান হানা, এফ ১৬ ও মিগ ২১ এর লড়াইয়ের পরও প্রতিদিন জঙ্গি হামলাকে কেন্দ্র করে ফের রক্তাক্ত কাশ্মীর। মাসখানেক আগেই পুলওয়ামার খারপোরা সিরনু এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী।

সঙ্গে সঙ্গে ওই এলাকায় ছোটেন সেনা জওয়ানরা। এলাকায় জওয়ানদের দেখে আচমকা গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। তাতে তিন জঙ্গি নিহত হয়। সংঘর্ষে এক জওয়ানেরও মৃত্যু হয়। আহত হন আরও দুজন সেনা।

আরও পড়ুনঃ মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

এরপর, জওয়ানদের গুলিতে তিন জঙ্গি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তা বাহিনীর উপর চড়াও হয় কিছু স্থানীয় যুবক। জওয়ানদের লক্ষ্য করে তাঁরা পাথর ছুড়তে শুরু করে। বিক্ষোভকারীদের হঠাতে প্রথমে ছর্‌রা বন্দুক ব্যবহার করা হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। তাতেও কাজ না হওয়ায় গুলি ছোড়েন জওয়ানরা। তাতেই ৭ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

৭ জন স্থানীয় বাসিন্দার মৃত্যুতে ফের উত্তাল হয়ে যায় কাশ্মীর। সেনার দিকে পাথর বৃষ্টিকারীদের উপর এই ভাবে গুলি চালানোয় নতুন করে উত্তাল হয়ে ওঠে উপত্যকা। যা উস্কে দেয় ২০১৬-র ভয়াবহ স্মৃতি, যখন হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে প্রায় দুমাসব্যাপী প্রতিবাদ আন্দোলন চলেছিল উপত্যকায়।

আরও পড়ুনঃ ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সেই সময় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ১০০০ মানুষ। ছররা বন্দুকের গুলিতে দৃষ্টিশক্তিও হারিয়েছিলেন অনেকে। সেই সময়ও জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু নিয়ে ভারতীয় সেনার বিরুদ্ধেই লিখেছিল বাংলা ও ভারতীয় সংবাদমাধ্যম এর একাংশ।

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

এদিকে গত কয়েকমাসে কাশ্মীরের হান্ডওয়ারা, বন্দীপোর ও কুলগামে, সোপিয়ানে আলাদা আলাদা এনকাউন্টারে জঙ্গিদের পিছু ধাওয়া করতে গিয়ে অন্তত ছজন ভারতীয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিরা পালানোর সময় স্থানীয় যুবকদের সাহায্য পেয়েছে বলেই অভিযোগ।

পাথর ছুঁড়ে ভারতীয় সেনাদের বাধা দিয়ে জঙ্গিদের সুবিধা করে দিয়েছে তারা। এরকমই একটি ঘটনায় জঙ্গি গুলিতে নিহত এক মেজরকে শেষ বিদায় জানানোর সময় ভারতীয় সেনাধ্যক্ষ বিপিন রাওয়াত জানিয়ে দিয়েছিলেন, ‘তাদের ধৈর্যের বাঁধ কিন্তু এখন ভেঙে গেছে’।

আরও পড়ুনঃ দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

কাশ্মীরে যে সব বেসামরিক লোক সেনাবাহিনীর জঙ্গি-দমন অভিযানে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ‘কাশ্মীরে যারা জঙ্গিদের পালাতে সাহায্য করছে, কিংবা পাকিস্তান ও আইএস-এর পতাকা প্রদর্শন করছে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে ভারতীয় সেনারা এখন থেকে আর দুবার ভাববে না’, পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান। ভারতীয় সেনার নিরাপত্তা দৃষ্টিকোণে তাঁর কথায় কোনও ভুল নেই, বলেই অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞর অভিমত।

আরও পড়ুনঃ সরকারি ২৫টি দরকারি অ্যাপস

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

যে স্থানীয় যুবকরা জঙ্গিদের সাহায্য করবে কিংবা যাদের পাকিস্তানি ও আইএস পতাকা নিয়ে দেখা যাবে, সেনাবাহিনী তাদের দেশবিরোধী শক্তি বলেও চিহ্নিত করবে বলে জেনারেল রাওয়াত জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন, ‘২০১৫ থেকেই দেখা যাচ্ছে বিশেষ করে দক্ষিণ কাশ্মীরে, যখনই কোনও জঙ্গিদের গোপন আস্তানায় সেনারা হানা দিচ্ছে, স্থানীয় মানুষজন মসজিদ থেকে মাইক জোগাড় করে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে তাদের ঘিরে ফেলছে। পাথর ছুঁড়ে তাদের বাধা দিচ্ছে। এতে তাঁদের স্বাভাবিক অভিযান ব্যাহত হচ্ছে, অন্য দিকে তাঁদের মনোযোগ ঘুরিয়ে দেওয়া হচ্ছে’।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

তবে জঙ্গি হামলার পর সেনার বিরুদ্ধে এই পাথর ছোঁড়া আর বরদাস্থ করা হবে না বলেই জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা। আদালতও সেনার হয়েই রায় দিয়েছে। আর বরদাস্থ করা হবে না জানিয়ে দিয়েছেন সেনা প্রধান।

আর সেনার বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধেই লিখছে সংবাদমাধ্যম। কারণ কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকার জন্য, যেনতেন প্রকারেন বিজেপির সমালোচনা করাই তাদের লক্ষ্য। দল আর দেশ যে আলাদা সেটা বোঝার ক্ষমতা অনেকের নেই বলেই আক্ষেপ সেনা আধিকারিকদের। সরকার যে দলেরই হোক, ভারতীয় সেনার বিরূদ্ধে গিয়ে জঙ্গিদের সাহায্য করাটা কি দেশদ্রোহ নয়? জঙ্গিদের সমর্থন করাটা বা তাদের হিরো করে দেখানোর চেষ্টা কি দেশদ্রোহীতা নয়? বাংলা সংবাদমাধ্যম কেন্দ্রীয় সরকার বা বিজেপির বিরুদ্ধে লিখতে গিয়ে দেশের বিরুদ্ধে লিখছে না তো? ভেবে দেখার সময় এসেছে।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ
আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান
আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-is-taking-terrorists-and-militants-directly-into-the-pakistan-army/ Mon, 04 Mar 2019 16:31:41 +0000 https://www.thenewsbangla.com/?p=7487 আর কোন লুকোছাপা নয়। এবার জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে পাকিস্তান। ইমরান খান সরকারে আসার পরেই ২০১৮ সালের ডিসেম্বরে এই ঘোষণা হয়। তবে সরকারি কোষাগারে টাকা না থাকায় সেই সময় কার্যকর করা যায়নি। তবে এবার সব জঙ্গিদের প্রথমে আধাসেনা, এমনকি পরে সেনাতেও ভর্তি করবে পাকিস্তান।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

অচিরেই পাক সেনায় দেখা যাবে জইশ ই মহম্মদ, লস্কর ই তৈবা প্রভৃতি জঙ্গি গোষ্ঠীর জঙ্গিদের দেখা যাবে পাকিস্তান সেনায়। আর কোন লুকোছাপা নয়। এতদিন সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ত জঙ্গিরা। এবার সরাসরি সেনাদের উর্দিতেই লড়বে জঙ্গিরা। ইমরান খান সরকার পরের বাজেটেই এর জন্য টাকা দেবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

তবে এইভাবে সরাসরি জঙ্গিদের আধাসেনা ও পরবর্তীতে পাক সেনায় অন্তর্ভুক্ত করে ফের একবার তাদের জঙ্গি প্রীতির পরিচয় দিল পাক সরকার, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

বিশ্বজোড়া সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন গোটা পৃথিবী। এমন পরিস্থিতিতে গত বছরেই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপ। সেই রিপোর্টে দাবি করা হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরিখে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার থেকেও বিপদজনক পাকিস্তান।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

‘গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিক্যান্ট’ নামে এই রিপোর্টে বলা হয়েছে মানবতার জন্য সব থেকে বিপদজনক দেশ পাকিস্তান। দীর্ঘ বিগত প্রায় তিন দশক ধরে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের নিন্দায় বারবার মুখর হয়েছে ভারত ও বিশ্বের অন্যান্য দেশ। জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ বহুবার পাকিস্তানের বিরুদ্ধে তুলেছে ভারত।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন বায়ুসেনা প্রধান

রিপোর্টে আরও দাবি করা হয় যে, জঙ্গির মদতের জন্যই বিশ্বজুড়ে সন্ত্রাস চালান বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠিগুলি পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে রয়েছে। পাকিস্তানের সমর্থনেই তারা বিশ্বজুড়ে সন্ত্রাস চালাচ্ছে। জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা সবথেকে বিপদজনক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান যেমন একদিক থেকে আর্থিক সাহায্য করে তেমনি নিরাপদ আশ্রয়ের ক্ষেত্র দিয়ে দুহাত বাড়িয়ে সাহায্য করে জঙ্গি গোষ্ঠীগুলোকে।

আরও পড়ুনঃ আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী

এরপর সেই জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা ও বন্ধ মাদ্রাসার জঙ্গি শিক্ষাগুরুদের সরাসরি আধাসেনায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়ে সরাসরি বিশ্বের কাছে জঙ্গিদের নিয়ে নিজেদের অবস্থান বুঝিয়ে দিল পাকিস্তান। জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান, খবর ছড়িয়ে পরার পরেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে নিন্দা। এইভাবেই জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, সাফ জানিয়েছে পাকিস্তান।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সেনা শিবিরে পাক জঙ্গি হানা https://thenewsbangla.com/imran-khan-wants-peace-but-pak-militants-try-to-attack-in-india-army-camp/ Sat, 02 Mar 2019 15:27:16 +0000 https://www.thenewsbangla.com/?p=7353 মুখে শান্তির বাণী। আর কাজে ভারতীয় সেনার উপর হামলা। ইমরান খানের শান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ভারতীয় সেনা শিবিরে পাক জঙ্গি হানার চেষ্টা হল। কাশ্মীরের সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে গুলি চালায় পাক জঙ্গিরা। সেনার তরফ থেকেও উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। সোপিয়ানে ওই সেনা শিবিরের কাছে বেশ কিছু জঙ্গি লুকিয়ে আছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

মুখে শান্তির বাণী। কিন্তু অন্যদিকে সারাদিনে ভারতীয় গ্রাম লক্ষ্য করে ছুটে আসছে মুহুর্মুহু গুলি, মর্টার, বোমা। শুক্রবার রাত থেকেই ভারত পাক সীমান্তে ভারতের গ্রাম লক্ষ্য করে একের পর এক মর্টার শেল ছুঁড়ে চলেছে পাকিস্তানি সেনা। পুঞ্চ সীমান্তে পাক গোলায় ৯ মাস ও ৫ বছরের দুই শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। ভেঙে গেছে অনেক বাড়ি ঘর।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

এবার সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে জঙ্গি হামলার ঘটনা ঘটল। সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবির লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, এমনটাই জানা যাচ্ছে। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জঙ্গিদের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে জঙ্গিদের ঢুকে পরার উদ্দেশ্য ছিল বলেই জানা যাচ্ছে। গত বছরের ৪ মার্চ ও এই বছরের ২৭ শে জানুয়ারী এখানেই জঙ্গি হামলা হয়।

আরও পড়ুনঃ মুখে শান্তির বাণী, কাশ্মীর সীমান্তে পাক গোলায় মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু

একদিকে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়ে শান্তির বার্তা দিচ্ছে পাকিস্তান। আর ভারতীয় সেনার উপর প্রতিদিন হামলা চালাচ্ছে পাক জঙ্গিরা। অন্যদিকে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষের বাড়িতে গোলাবর্ষণ করছে পাক সেনা। ফের ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর শিবিরে পাক জঙ্গিরা হামলার চেষ্টা করছে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি

শুক্রবার রাতেও পাক গোলায় পুঞ্চের সালোতরী গ্রামে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা এবং তাঁর পাঁচ বছরের ছেলে ও নমাসের কন্যা রয়েছে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম রুবানা কোসার (২৪‌)। ওই দুই শিশুর নাম ফাজান এবং শবনম। এ ছাড়া পাক গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন সাধারণ নাগরিক।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

অন্যদিকে, সোপিয়ানে সেনা শিবিরের হামলা ঠেকাতে বিশাল নিরাপত্তা বাহিনী রয়েছে শিবিরের কাছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। সেনা শিবিরে কি ঢুকে পরার পরিকল্পনা ছিল? সেটাই দেখছে সেনা। এর আগেও সোপিয়ানে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এর এই সেনা শিবিরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তবে সেনা সতর্ক থাকায় কিছুই করতে পারেনি জঙ্গিরা।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন
আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>