Orphan Cow – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 31 Jan 2019 08:54:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Orphan Cow – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা https://thenewsbangla.com/india-opens-cows-ashram-orphan-cow-will-be-given-cattle-allowance/ Thu, 31 Jan 2019 08:51:30 +0000 https://www.thenewsbangla.com/?p=6244 মধ্যপ্রদেশে নির্মাণ করা হবে ‘গরু আশ্রম’। রাজ্যজুড়ে প্রাথমিকভাবে এক হাজার ‘গরু আশ্রম’ করা হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। ওই আশ্রমগুলোতে প্রায় এক লাখের মতো গরুর থাকার ব্যবস্থা করা হবে।

আগামী ছয় মাসের মধ্যে ওই সব গরু আশ্রম তৈরির কাজ শেষ করা হবে বলে জানা গেছে। লোকসভা ভোটের আগে অদ্ভুত ঘোষণা কংগ্রেস সরকারের। বিজেপির মতই এবার গরু রাজনীতি শুরু করল কংগ্রেস, বলছে রাজনৈতিক মহল।

ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা
ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা/The News বাংলা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের বিশেষ সহযোগী ভুপেন্দ্র গুপ্ত জানিয়েছেন, মধ্যপ্রদেশ জুড়ে রাস্তায় রাস্তায় বেওয়ারিশ ঘুরে বেড়ানো গরুদের আশ্রয় দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। যে প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ব্যয় হবে আনুমানিক ৪৫০ কোটি টাকা। তবে পরে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ আরো বাড়ানো হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

সরকারি হিসাবে, মধ্যপ্রদেশে আনুমানিক সাড়ে ছয় লাখেরও বেশি বেওয়ারিশ গরু রয়েছে। যাদের সঠিক মালিকানা খুঁজে পাওয়া মুশকিল। এসব বেওয়ারিশ গরুর স্থান দেওয়া হবে অভিনব এই সব গরু আশ্রমে। থাকবে থাকা খাওয়ার সুবন্দোবস্ত।

ভুপেন্দ্র গুপ্ত জানিয়েছেন, ওই আশ্রমে গরুদের খাওয়ার জন্য একটি বাজেট বরাদ্দ করেও প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিটি গরু পিছু প্রতিদান প্রায় ২০ টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে। ওই ভাতার মধ্যেই প্রতিটি গরুকে খাওয়া দাওয়া ও চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা
ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা/The News বাংলা

সারা ভারতের মধ্যে গরুদের আশ্রম তৈরির এমন ভাবনা মধ্যপ্রদেশেই প্রথম নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। জানা যায়, গরু আশ্রমগুলিতে প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৬০ হাজার গরুর আশ্রয় দেওয়া হবে। পরবর্তী সময়ে তা আরো বাড়ানো হতে পারে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়
আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

সরকারি সহযোগিতায় মধ্যপ্রদেশ জুড়ে এক হাজার গরু আশ্রম নির্মানের পাশাপাশি বেসরকারি ব্যক্তিগত উদ্যোগেও ৬১৪ টির মতো আশ্রমের নির্মান কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানা গেছে। যেসব আশ্রমগুলিতে আগামী ছয় মাসের মধ্যে মধ্যপ্রদেশের বেওয়ারিশ ঘুরে বেড়ানো গরুর দল আশ্রয় পেয়ে যাবে।

লোকসভা ভোটের দিকে তাকিয়েই এই ঘোষণা, বলছে রাজনৈতিক মহল। তবে নিজেদের হাত থেকে গরুর রাজনীতি যে এভাবে ছিনতাই হয়ে যাবে তা ভাবতেই পারে নি বিজেপি। তারা এই নিয়ে সমালোচনাও করতে পারছে না সামনের ভোটের জন্যই। ভোট যে বড় বালাই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>