Oil Prices – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 24 May 2022 12:56:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Oil Prices – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ম্যাজিক, তেলের দাম কমল অথচ মানুষ তা দেখতে পাচ্ছে না https://thenewsbangla.com/magic-oil-prices-are-low-but-people-can-not-see-it/ Tue, 24 May 2022 12:56:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15191 ম্যাজিক, তেলের দাম কমল; অথচ মানুষ তা দেখতে পাচ্ছে না! কেন্দ্রের পর রাজ্য সরকারও পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে; নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পেট্রোল পাম্পে নাকি, কেন্দ্রের কমানোর পরে; একটা টাকাও কমেনি দাম। তাহলে রাজ্য সরকার কি তেলের দাম কমায়নি? কেসটা কি? মুখ্যমন্ত্রী বলার পরেও; পেট্রোল-ডিজেলের দাম কমল না?

গত শনিবার কেন্দ্রীয় সরকার, পেট্রোল উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক ৮ টাকা; এবং ডিজেলের উপর শুল্ক ৬ টাকা কমিয়েছে। এর ফলে, পেট্রোলের দাম লিটার প্রতি ৯.৫ টাকা; এবং ডিজেলের দাম ৭ টাকা কমেছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী নবান্নে বসে, সাংবাদিক বৈঠক করে; পেট্রোলের ওপর ২.৮০ টাকা এবং ডিজেলের ওপর ২.০৩ টাকা কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন্দ্র কর ছাড় দেওয়ার পর; গত ২২ তারিখ রাজ্যে পেট্রোলের দাম ছিল, ১০৬.৩০ টাকা। রাজ্য ২.৮০ টাকা ছাড়ের কথা ঘোষণা করে ২৩ তারিখ। তাহলে ২৪ তারিখ পেট্রোলের দাম হবার কথা; (১০৬.০৩ – ২.৮০)= ১০৩.২৩ টাকা। কিন্তু বাস্তবে তা হয় নি; ২২ তারিখ আর ২৪ তারিখের তেলের দাম একই আছে।

আরও পড়ুনঃ “পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

রাজ্য কর ছাড় দেওয়ার পরেও; কেন কমল না পেট্রোল ডিজেলের দাম? পরে জানা গেল, আসল রহস্য। আরে বাবা, কেন্দ্রের ছাড়েই তো লুকিয়ে আছে রাজ্যের ছাড়। সেটা কিরকম?

আসলে কেন্দ্র পেট্রোল-ডিজেল থেকে যা টাকা আয় করে; সেখান থেকে একটা অংশ রাজ্যকে ফেরত দেয়। মুখ্যমন্ত্রীর অঙ্কের ভাষায় কেন্দ্রের ছাড় দেওয়া; পেট্রোলের ৮ টাকা থেকে রাজ্য ফেরত পেত ১.৮০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ৬ টাকা থেকে রাজ্য ফেরত পেত ১.০৩ টাকা। তো কেন্দ্র ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে; তার থেকে রাজ্যর পাওনাও কমল। তাহলে কেন্দ্রের ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে; রাজ্যেরও ছাড় দেওয়া হল কিনা?

পরিস্কার হিসাব দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “কেন্দ্র সেস ওঠায়নি, কর কমিয়েছে; ফলে তেলের দাম কমলেও, লোকসানের মুখে পড়েছে রাজ্য”। পেট্রোল-ডিজেলে মানুষকে ছাড় দিতে গিয়ে; কেন্দ্র রাজ্যের কত টাকার ক্ষতি করল, তাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “পেট্রোলে কেন্দ্র শুল্ক ছাড় দেওয়ায়; প্রতি লিটার পেট্রোল থেকে ১ টাকা ৮০ পয়সা আয় কমেছে রাজ্য সরকারের। একইভাবে ডিজেলে রাজ্যের আয় কমেছে ১ টাকা ৩ পয়সা। এর আগে আমরা সেসে; ১ টাকা ছাড় দিয়েছি। ফলে সবমিলিয়ে পেট্রোলে লিটার পিছু আমরা ২ টাকা ৮০ পয়সা; ও ডিজেলে ২ টাকা ৩ পয়সা কম নিচ্ছি”।

আরও পড়ুনঃ সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার টোপ, বর্ধমানে যুবতীকে লাগাতার ধ’র্ষ’ণ তৃণমূল নেতার

২০২১ সালের ২১শে ফেব্রুয়ারি রাজ্য সরকার, পেট্রোল-ডিজেলের ওপর; ১ টাকা কর ছাড়ের কথা ঘোষণা করেছিল। ২০২১ সালের ১ টাকা ছাড় এবং এখন কেন্দ্রের বর্তমান ৮ টাকা ছাড়ের মধ্যে; রাজ্যের ফেরত পাওয়া ১.৮০ টাকা যোগ করে পেট্রোলে ২.৮০ টাকা, ডিজেলে ২ টাকা ৩ পয়সা রাজ্যের ছাড় হল কিনা?

মানুষের উপকার করতে গিয়ে; রাজ্যের ইনকাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। সেটাই তো পেট্রোল ডিজেলে রাজ্যের ছাড়; তাই নয় কি? আপনারা যারা রাজ্যেরও ছাড় শুনেই; পেট্রোল পাম্পে গিয়ে ঝামেলা করছেন, আসল তথ্য জেনে যাবেন তো! কি মুশকিল, না জেনেই চেঁচালে হবে।

লিখলেন, মানব গুহ

]]>
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে https://thenewsbangla.com/petrol-diesel-prices-may-fall-further-before-the-lok-sabha-election/ Sun, 30 Dec 2018 16:03:02 +0000 https://www.thenewsbangla.com/?p=4975 The News বাংলা, দিল্লি: ২২ পয়সা কমে রবিবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৬৯.০৪ টাকা। ডিজেলের দাম ২৩ পয়সা কমে দিল্লিতে দাম দাঁড়িয়েছে ৬৩.০৯ টাকা। লোকসভা ভোটের আগেই পেট্রোল ডিজেলের দাম আরও কমতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ২০১৮-২০১৯ আর্থিক বছরে এটাই তেলের সবচেয়ে কম দাম।

আরও পড়ুনঃ বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

২০১৮-২০১৯ এ রবিবারই সবচেয়ে কম দাম পেট্রোল ডিজেলের। এবছরের মার্চ এপ্রিলের পর থেকে এখন তেলের দাম সবচেয়ে কম। কলকাতায় রবিবার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭১.১৫ টাকা। মুম্বাইয়ে ৭৪.৬৭ টাকা। চেন্নাইয়ে ৭১.৬২ টাকা। দিল্লিতে ২০১৮ তেই প্রথমবার ৭০ এর নিচে এল পেট্রোলের দাম। পেট্রোলের দাম নতুন বছরে আরও কমবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও

ডিজেলের ক্ষেত্রে কলকাতায় দাম ৬৪.৮৪ টাকা। দিল্লিতে ৬৩.০৯ টাকা। মুম্বাইয়ে ৬৬.০১ টাকা ও চেন্নাইয়ে ৬৬.৫৯ টাকা। ডিজেলের দামও নতুন বছরে আরও কমবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা

আরও পড়ুনঃ ১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা

পেট্রোল ও ডিজেলের দাম নতুন বছরে বা লোকসভা ভোটের আগে আরও বেশ খানিকটা কমবে বলেই জানিয়েছে তেল কোম্পানীর আধিকারিকরা। সেটাই আরও আশার কথা সাধারণ মানুষের কাছে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হচ্ছে ভারতের দীর্ঘতম দোতলা সেতু

বিগত দুই মাস ধরে কমেই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। আর সেই দামই এবার নতুন বছরে বেশ কিছুটা স্বস্তি দিতে চলেছে দেশবাসীকে। বিশেষজ্ঞদের মতে নতুন বছরে প্রথম দুমাসে প্রায় ৫-৬ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। এর ফলে এই রাজ্যে পেট্রোল ৬৪-৬৫ টাকা এবং ডিজেল ৫৯-৬০ টাকা হতে পারে।

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

এই দাম কমার পেছনে বিশেষজ্ঞরা দুটো কারণ বলছেন। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমা এবং ডলারের তুলনায় টাকার দাম বৃদ্ধি হওয়া। আর এই ট্রেন্ড নতুন বছরেও একই ভাবে জারি থাকবে বলে দাবী বিশেষজ্ঞদের।

নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

অক্টোবর ১৮র পর থেকেই তেলের দাম কমেছে। শেষ আড়াই মাসে পেট্রোলের দাম কমেছে প্রায় ১৩.৭৯ টাকা ও ডিজেলের দাম কমেছে প্রায় ১২.০৬ টাকা। অক্টোবরেই দিল্লিতে পেট্রোলের দাম উঠেছিল রেকর্ড ৮৪ টাকা ও মুম্বাইয়ে দাম উঠেছিল ৯১.৩৪ টাকা। ডিজেলের দাম উঠেছিল দিল্লিতে ৭৫.৪৫ টাকা ও মুম্বাইয়ে ৮০.১০ টাকা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

আগস্ট ১৬ তারিখের পর থেকেই পেট্রোল ডিজেলের দাম বাড়তে থাকে। কংগ্রেস সহ বিরোধীরা অবশ্য এটাকে ভোটের চমক বলে অভিহিত করেছে। ভোটের আগে থেকেই বাড়িয়ে রাখা দাম এবার কমাচ্ছে মোদী সরকার, অভিযোগ কংগ্রেসের।

নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা

বিজেপির তরফ থেকে এখন থেকেই এই নিয়ে প্রচার শুরু হয়েছে। তাদের দাবি, তেলের দাম বাড়লে দেশের সমস্ত বিরোধী দল এবং মিডিয়ার এক অংশ মোদীকে দায়ী করত, তাই এখন দাম কমার কৃতিত্ব কেন মোদী পাবে না?

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

তবে তর্ক বিতর্ক যাই হোক, নতুন বছরে তেলের দাম আরও কমবে বলেই জানিয়েছে তেল বিশেষজ্ঞরা। আর এটাই নতুন বছরের সাধারণ মানুষের কাছে উপহার বলেই মনে করা হচ্ছে।

]]>