Nusrat Jahan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 17 May 2022 06:26:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nusrat Jahan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায় https://thenewsbangla.com/wanted-tmc-mp-nusrat-jahan-missing-poster-in-basirhat-parliament-area/ Tue, 17 May 2022 06:25:04 +0000 https://www.thenewsbangla.com/?p=15090 ‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান নাকি ‘নিখোঁজ’! হ্যাঁ, এমন পোস্টারেই ছয়লাপ হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়; কিন্তু আসল ব্যাপারটা কী? কেন এমন পোস্টার পড়ল এলাকায়? তাও আবার হাড়োয়া বিধানসভা এলাকায়?

সোমবার পড়েছে, নুসরাত জাহান নিখোঁজ পোস্টার। সাংসদ নাকি নিখোঁজ! শাসক দলের গো’ষ্ঠীদ্ব’ন্দ্বের জেরেই এই ধরনের পোস্টার পড়েছে বলে; দাবি বিরোধী শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন; স্থানীয় তৃণমূল নেতারা। দেগঙ্গা ব্লকের হাড়োয়া বিধানসভার চাঁপাতলা পঞ্চায়েতটি; বসিরহাট লোকসভার অন্তর্গত। সোমবার এই পঞ্চায়েতের কেয়াডাঙা এবং চাপাতলা এলাকায়; অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের নামে ‘নিখোঁজ’ এবং ‘সন্ধান চাই’ পোস্টার দেখা যায়। কোনও পোস্টারের নিচে লেখা; ‘সাধারণ জনগন’, আবার কোনওটায় লেখা ‘প্রতারিত জনগন’।

'সন্ধান চাই', ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়
‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়

ঘটনাটি জানাজানি হতেই; এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। অবশ্য বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরতের নামে নিখোঁজ পোস্টার মারার ঘটনাটি, ‘সাংসদের উপর এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ’; এমনটাই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন; “গত ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত; বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম। এলাকার উন্নয়ন-সহ সব কাজে; সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীরা তাঁকে পাশে পেয়েছেন। কিন্তু বর্তমানে তৃণমূল সাংসদকে; এলাকায় পাওয়াই যায় না। সম্ভবত সেই কারণেই এলাকার মানুষ; এই ধরনের পোস্টার দিয়েছে”। বিষয়টি জানার পরেই দলের কর্মীদের দিয়ে; সব পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয় বলেও জানান তিনি।

যদিও, সাংসদ নুসরাত জাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বের দাবি; “এটা বিরোধীদের কাজ। কোনও ইস্যু না থাকার কারণেই; বিরোধীরা এই ধরনের কুৎসা রটাচ্ছে। এলাকার উন্নয়নে সাংসদের ভূমিকা রয়েছে; স্থানীয় নেতৃত্বের সঙ্গেও সাংসদ নিয়মিত যোগাযোগ রাখেন”। অন্যদিকে, নিজেদের সাংসদের ভূমিকায় ক্ষুব্ধ; বসিরহাটের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট উত্তর ও দক্ষিণ বিধানসভার তৃণমূলের একাংশও। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ; তিনি শুধু ভোটের সময়; বসিরহাটে প্রচার করতে আসেন। করোনা-কালে বসিরহাটের সাংসদকে দেখা যায়নি; গতবছর আমফানের সময়ও মানুষ তাঁকে পাশে পায়নি”। এই নিয়ে সাংসদ-অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

]]>
তৃণমূলের নুসরতের পাশে বিজেপির দেবশ্রী https://thenewsbangla.com/bjp-mp-minister-debashree-chowdhury-defends-tmc-mp-nusrat-jahan/ Sat, 29 Jun 2019 15:28:57 +0000 https://www.thenewsbangla.com/?p=14733 তৃণমূল সাংসদ নুসরত জাহান। সংসদে শপথ বাক্য পাঠ করার সময় তিনি নিজের নাম বলেছিলেন নুসরত জাহান রুবি জৈন। আর এরপর থেকেই কট্টর সমালোচনার মুখে পড়েন তিনি।

২৩ জুন বৃহস্পতিবার অধিবেশন শুরুর প্রায় এক সপ্তাহ পর; শপথগ্রহণ করেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সম্প্রতি শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর; শাখা-সিঁদুর পরে সংসদে পা রাখেন নিখিল ঘরণী নুসরত।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন বিচারক

শপথ নেওয়ার পর নুসরত জাহান ‘জয় হিন্দ; বন্দে মাতরম; জয় বাংলা’ বলে শপথ শেষ করেন। তারপর তিনি নবনির্বাচিত স্পীকারের চেয়ারে গিয়ে ওম বিড়লার পায়ে প্রনাম করে আশীর্বাদ নেন।

আর এই শপথ গ্রহনের পর থেকেই একেরপর এক মৌলবাদী সংগঠনের তোপের মুখে পড়েন নুসরত। ধর্ম ও সংস্কৃতিকে অবমাননা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করে বেশ কিছুমৌলবাদী সংগঠন।

আরও পড়ুনঃ শীতের শুরুতেই কলকাতায় অ্যানাকোন্ডা

এই বিষয়ে শনিবার তাঁর পাশে দাঁড়ালেন; রায়গঞ্জের বিজেপি সাংসদ। নুসরত জাহান প্রসঙ্গে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন; নিজের ধর্ম নিয়ে নিজের পরিচয় দেওয়া সাংবিধানিক অধিকার।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন; এটা পাকিস্থান নয়; ভারতবর্ষ। এখানে মানুষের অধিকার নিয়ে ফতোয়া দেওয়া চলে না। নুসরতের নিজের পরিচয় দেবার অধিকার আছে; এবং সেই বিষয়ে কারুর কোনও মন্তব্য দেওয়ার অধিকার নেই।

আরও পড়ুনঃ ক্রিকেট টিমের জার্সির রঙে নীল ও গেরুয়া, রাজনৈতিক তরজা তুঙ্গে

তিনি আরও বলেন নুসরতের শপথগ্রহণ নিয়ে ফতোয়ার বিষয়ে সংবিধানের রক্ষাকর্তারা রয়েছেন। তাঁরা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বলে জানান বিজেপি সাংসদ। এই ভারতবর্ষে কারুর সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

রায়গঞ্জে সার্কিট হাউসে; এক সাংবাদিক বৈঠকে; কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী শনিবার স্পষ্ট বুঝিয়ে দেন নিজের অবস্থান। ভারতের সংবিধানের উপরে তাঁর বিশ্বাস একথা বুঝিয়ে দেন তিনি।

]]>
জমজমাট অভিনেত্রী সাংসদ নুসরাতের বিয়ে, বাড়িতে চাঁদের হাট https://thenewsbangla.com/tmc-mp-nusrat-jahan-tie-the-knot-tollywood-political-celebrities-present/ Sat, 15 Jun 2019 06:29:28 +0000 https://www.thenewsbangla.com/?p=13861 টলিউডের জনপ্রিয় নায়িকা; বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিয়ে নিয়ে; মেতে উঠেছে টলিউড। ঘোষণা অনুযায়ী; টলিপাড়ায় তিনিই প্রথম বলিউড কায়দায় ডেস্টিনেশন ওয়েডিং করবেন। নুসরাত জাহানের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

বিয়ের সব অনুষ্ঠান হবে তুরস্কের বোদরুম শহরে; পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে। তিন দিন ধরে হবে; বৈবাহিক অনুষ্ঠানের আয়োজন। ১৯ জুন বিয়ে করছেন নুসরাত। তার আগে; ১৫ জুন নুসরাত তার পরিবারের সাথে পাড়ি দেবেন তুরস্কে। ১৭ জুন পুল পার্টির আয়োজন; ১৮ জুন হবে মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং ফরমাল’।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতাকে এসেই ক্ষমা চাইতে হবে, সাফ জানিয়ে দিল জুনিয়ার ডাক্তাররা

এর মধ্যেই অনেকের কাছেই পৌঁছে গেছে; নুসরাতের বিয়ের নিমন্ত্রণপত্র। কলকাতায় নায়িকার পার্ক সার্কাসের বাড়ি জুড়ে এখন ব্যস্ততা। নুসরাতের বিয়েতে সবসময়, সব আয়োজনেই উপস্থিত থাকছেন তার ঘনিষ্ঠ বন্ধু; যাদপুরের সাংসদ মিমি চক্রবর্তী। থাকছেন অভিনেত্রীর স্কুলের বেশকিছু বন্ধু-বান্ধবী। আমন্ত্রণ পাঠানো হয়েছে টালিগঞ্জের বেশ কিছু তারকাকেও।

নুসরাত জাহানের হবু স্বামী নিখিল জৈন। কলকাতার ছেলে তিনি। পেশায় কাপড় ব্যবসায়ী। নিখিলের সঙ্গে নুসরাতের আলাপ গত বছর। নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছিলেন নুসরাত জাহান। কাজের সূত্রেই তাদের পরিচয়। অল্প দিনেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এর পর তারা দুজনে; বিয়ের সিদ্ধান্ত নেন। আমেরিকায় তারা বাগদান পর্ব সেরে ফেলেন।

আরও পড়ুনঃ হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে তলব রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

বিয়ের পর ইউরোপের কোনো একটি জায়গায়; মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি। নুসরাত জাহান ও নিখিল কলকাতায় ফিরবেন ২৫ জুনের আগেই। কারণ ২৫ জুন দিল্লিতে সংসদ সদস্য হিসেবে; লোকসভার প্রথম অধিবেশনে যোগ দেবেন তৃণমূলের এই নেত্রী।

৪ জুলাই কলকাতার একটি অভিজাত হোটেলে; রিসেপসন অনুষ্ঠান আয়োজন করছেন জৈন দম্পতি। সেখানে বলিউড, টালিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন অরুপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতারা।

কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে; সাংসদ নির্বাচিত হন নুসরাত। মাত্র ২৮ বছর বয়সেই এমপি হয়ে সংসদে যাচ্ছেন তিনি। প্রথমে ভোটে জয়; তারপর নিকাহ; সবমিলিয়ে নুসরাতের জীবনে এখন মধুচন্দ্রিমা।

]]>
জ্বলছে বসিরহাট, বিয়েতে ব্যস্ত ভোটের আগে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া নুসরাত জাহান https://thenewsbangla.com/basirhat-burning-nusrat-jahan-promised-people-on-vote-busy-in-marriage/ Tue, 11 Jun 2019 08:24:53 +0000 https://www.thenewsbangla.com/?p=13648 “একটা ফোন করলে সাহায্যের জন্য পৌঁছে যাব”; ভোটের অন্যতম প্রতিশ্রুতি ছিল এটাই। ভোট শেষ; প্রতিশ্রুতিও শেষ। সেই ফোনটাই এখন বন্ধ। মানুষের সাহায্যের আবেদনে এলাকায় যাওয়া তো অনেক দূরের ব্যপার; সংবাদমাধ্যমে ২ লাইনের বক্তব্য জানিয়েই দায় সেরেছেন বসিরহাটের সাংসদ। তৃণমূল নেতা কর্মী থেকে; সাধারণ মানুষের অভিযোগ এমনটাই।

সাংসদ হতে পারলে মানুষের পাশে থাকবেন; বলে কথা দিয়েছিলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। ভোট মিটে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি; বেমালুম ভুলে গেছেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। জ্বলছে বসিরহাট, আর সেই সময়ই নিজের বিয়ে নিয়ে ব্যস্ত; ভোটের আগে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া সাংসদ।

ভোটের পর ইদের আগে; এলাকায় গিয়ে দরিদ্র মানুষদের হাতে তুলে দিয়েছিলেন জামাকাপড়। নিজের কেন্দ্রের সাংসদের হাত থেকে শাড়ি নিয়ে; বেজায় খুশি ছিলেন স্থানীয়রাও। মনে করা হয়েছিল প্রাক্তন সাংসদ মুনমুন সেন বা সন্ধ্যা রায়ের মত; হবেন না নুসরাত। কিন্তু বিপদ শুরু হতেই উধাও সাংসদ। হবারই কথা; দুদিন বাদেই যে তাঁর বিয়ে।

কথা দিয়েছিলেন, একটা ফোন করলেই; পৌঁছে যাবেন বসিরহাটে। কিন্তু ৫টি তাজা প্রাণহানিও তাঁকে আনতে পারেনি; শোকস্তব্ধ সন্দেশখালিতে। বসিরহাটের সদ্য জয়ী সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান; ব্যস্ত নিজের বিয়ে নিয়ে। কোথাও স্বজন হারানোর বুকফাটা আর্তনাদ; কোথাও বা চাপা উদ্বেগ। ঘটনার পর থেকে যেন থমথমে গোটা বসিরহাট।

ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে কেবলমাত্র একটি ছোট্ট মেসেজ; সংবাদমাধ্যমে ছেড়ে দিয়ে নিজের সাংসদ হওয়ার দায় সেরেছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। আগামী ১৯ জুন ইস্তানবুলে বসছে নুসরাত জাহান ও নিখিল জৈনের সাদীর আসর। ভাবি স্বামীর সাথে এখন প্রেমে মশগুল তিনি।

তাই বসিরহাটের জনতাকে দেওয়া কথা; পাক্কা রাজনীতিকের মতো ভুলে গিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ। এমন সংকটপূর্ণ মুহূর্তে; ‘টিকটক’ ভিডিও শেয়ার করেছেন তৃণমূল সাংসদ। সেই ভিডিওতে নুসরতের হবু বর নিখিলকে বলতে শোনা গিয়েছে; “দিল কা দরওয়াজা খোল দিয়া; মেরে লাভস্টোরি মে লিডওয়ালা রোল দিয়া”।

অভিনেত্রীর পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িতে; এখন সাজ সাজ রব। আগামী ১৩ তারিখ গায়ে হ্লুদ। ১৭ই জুন বিলাসবহুল ইয়টে পার্টি। ১৮ই জুন মেহেন্দি। ১৯ই জুন নিকাহ। সেখানে সন্দেশখালিতে মৃত গরীব মানুষগুলোর জায়গা না থাকারই কথা; থাকেওনি।

অথচ বসিরহাটে সাড়ে তিন লক্ষ ভোটে হেরেও; বিজেপির ৫ জন সাংসদ এসেছিলেন ঘটনার পর; এমনটাই আলোচনা সন্দেশখালি জুড়ে। নুসরতের যে নম্বর বসিরহাটের তৃণমূল নেতাদের কাছে রয়েছে; তা সবসময় বন্ধ থাকছে বলেই অভিযোগ। সংবাদমাধ্যম থেকেও এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বসিরহাটের তৃণমূল কংগ্রেস কর্মী মহলে আলোচনা; ভোট চাইতে এসে অনেক বড় বড় কথা বলেছিলেন নুসরাত। তার মধ্যেই ছিল; “একটা ফোন করবেন চলে আসব”। দলনেত্রী মমতাও বলেছিলেন, “বাচ্চা মেয়ে ভালোভাবে কাজ করবে”।

তৃণমূল নেতারা বলছেন, এতো দেখছি জেতার ১৫ দিনের মধ্যেই বেপাত্তা হয়ে গিয়েছে। এখনও পাঁচ বছর বাকি রয়েছে! আর এটাই মত বসিরহাটের সাধারণ মানুষেরও। কোথায় সাংসদ; কোথায় তাঁর প্রতিশ্রুতি! সব সমান।

]]>
মঞ্চ ভেঙে আহত নুসরত জাহান, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ https://thenewsbangla.com/nusrat-jahan-tmc-candidate-injured-after-vote-campaign-stage-was-broken/ Wed, 08 May 2019 08:37:04 +0000 https://www.thenewsbangla.com/?p=12587 ভেঙে গেল মঞ্চ। আর সেই ভাঙা মঞ্চ থেকে পড়ে; আহত হলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোরের; জোবারডাঙ্গা হাইস্কুল মাঠে তৃণমূলের সভা ছিল। তৃণমূল প্রার্থী বীরবাহ সোরেনের সমর্থনে মঞ্চে ছিলেন; বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। আচমকাই ভেঙে পড়ে মঞ্চটি। অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ; এমনটাই জানা গেছে।

মঞ্চ ভেঙে গেলে; মঞ্চ থেকে পড়ে যান অনেকেই। পড়ে যান নুসরতও। জানা গেছে ২০-২৫ জনের মঞ্চে উঠে পড়েন প্রায় ১০০ জন তৃণমূল কর্মী সমর্থক। তার জেরেই ভেঙে পড়ে মঞ্চ। আচমকাই তৃণমূলের সভামঞ্চ ভেঙে পড়লে; পড়ে যান অভিনেত্রী। তবে মঞ্চ খুব উঁচু না হওয়ায় খুব একটা চোট লাগেনি নুসরতের। অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ; এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, ভাল রেজাল্ট করায় বাবার বসের চেয়ারে একদিন

এদিন শুরু থেকেই নুসরত এর সঙ্গে সেলফি তোলার জন্য; হুড়োহুড়ি পড়ে যায়। তৃণমূল নেতা কর্মীরা সবাই; অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে রীতিমত লড়াই শুরু করে দেন। কে আগে সেলফি তুলতে পারে; তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর এই ঠেলাঠেলির মাঝেই মঞ্চটি মাঝখান থেকে ভেঙে যায়। ২০-২৫ জনের মঞ্চে ১০০ জন উঠে পড়াতেই বিপদ; বলছে তৃণমূলের স্থানিয় নেতৃত্বই।

আরও পড়ুনঃ চৌকিদার চোর, ক্ষমা চাওয়ার হ্যাটট্রিক করলেন রাহুল, ভোটের মধ্যেই চরম লজ্জায় কংগ্রেস

তারকা প্রার্থীকে দেখতেই; তৃণমূল সমর্থকদের ভিড় জমে সভামঞ্চে; জানিয়েছে পুলিশ। সভামঞ্চে একসঙ্গে উঠে পড়েন; শতাধিক কর্মী সমর্থক। ভারের চোটে দুর্বল সভামঞ্চ ভেঙে পড়ে যান সকলেই। পড়ে যান তারকা প্রার্থী নুসরতও। তবে সভা মঞ্চের উচ্চতা বেশি না হবার কারনে; সেভাবে কেউ আহত হননি।

আরও পড়ুনঃ ৫০ কোটি টাকা পেলেই খুন করতে পারি মোদীকে, বিষ্ফোরক মন্তব্য

এই ঘটনার পর নুসরত জাহানের; নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কি ভাবে অভিনেত্রী ও প্রার্থীর; গায়ের উপর এত মানুষ উঠে পড়ছেন এত মানুষ? উঠে গেছে প্রশ্ন। বুধবার বেঁচে গেলেও; যে কোনদিন বড়সড় দুর্ঘটনার মুখে; পড়তে পারেন অভিনেত্রী ও বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন; স্থানিয় তৃণমূল নেতারা। নেতারা নিজেদের কর্মী সমর্থদের কন্ট্রোল করতে পারেন না; পাল্টা জানিয়ে দিয়েছে পুলিশ। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

]]>
তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির https://thenewsbangla.com/tmc-candidates-mimi-chakraborty-nusrat-jahan-gets-hit-by-rsp-leader/ Sun, 17 Mar 2019 03:34:54 +0000 https://www.thenewsbangla.com/?p=8621 মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে প্রার্থী করার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্ক কিছুতেই কমছে না। চলচ্চিত্র জগতের লোক কিভাবে রাজনীতির জগত সামলাবেন, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এবার এক ধাপ এগিয়ে তারকা প্রার্থীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন আরএসপির সাধারণ সম্পাদক ক্ষিতি গোস্বামীও।

শনিবার আলিপুরদুয়ারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজনীতিতে যারা জনগনের হয়ে প্রতিনিধিত্ব করে, তাদের রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হতে হয়। সংসদে বিভিন্ন রকম বিষয় থাকে। সেগুলো সঠিক ভাবে মানুষের চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে হয়, তার জন্য বিশেষ মানসিকতার প্রয়োজন। যা অনেকের থাকে না।

এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন ক্ষিতি গোস্বামী। তিনি বলেন, সুন্দরী প্রার্থীরা ইয়ং জেনারেশনের মাথা ঘুরিয়ে দেওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাদের দেখে ইয়ং জেনারেশন উত্তেজিত ও আবেগপ্রবন হয়ে পড়ে। তারা এই সকল প্রার্থীদের একটু ছুঁয়ে দেখতে চায়। শতাব্দী রায় সাংসদ হবার পরেও তাঁকে ছুঁয়ে দেখতে অনেকে ভিড় জমাত বলে তিনি মন্তব্য করেন৷

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

উল্লেখযোগ্য, লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনার পরেই ১০ই মার্চ রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় উল্লেখযোগ্য ভাবে নতুন করে নাম রয়েছে চলচ্চিত্র অভিনেত্রী নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর।

তৃণমূলের প্রার্থী হিসেবে চলচ্চিত্র তারকাদের দাঁড় করানো নতুন কিছু নয়। এর আগেও মুনমুন সেন, শতাব্দী রায় থেকে দেব তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে সাংসদ হয়েছেন। যদিও তাদের বিরুদ্ধে তাদের লোকসভা অঞ্চলের এলাকাবাসীর বিস্তর ক্ষোভও রয়েছে।

কিন্তু এবার মিমি নুসরত দাঁড়ানোর পর যেন সব সমালোচনা শালীনতার সীমা ছাড়িয়েছে। অশ্লীল মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। জবাব দিয়েছেন মিমি নুসরতও। তবে বামেদের তরফ থেকে এই ধরনের মন্তব্য করা হবে তা ভাবা যায় নি। দিলীপ ঘোষের সঙ্গে এবার পা মেলালেন ক্ষিতি গোস্বামীও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ https://thenewsbangla.com/dilip-ghosh-use-slang-against-mimi-chakraborty-and-nusrat-jahan/ Fri, 15 Mar 2019 15:08:50 +0000 https://www.thenewsbangla.com/?p=8561 লোকসভা নিবার্চনে প্রার্থীতালিকা প্রকাশ হতে না হতেই কটাক্ষ ও সোশ্যাল মিডিয়ায় নোংরামির মুখে পরেছেন দুই তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। এবার দুই নায়িকাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও।

যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবারে তৃণমূলের থেকে টিকিট পেয়েছেন মিমি চক্রবর্তী। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হচ্ছেন নুসরত জাহান। সব সমালোচনার মাঝেই এবার তাদের সামাজিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে প্রার্থী করা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। শুক্রবার রাজ্য বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের লোকেরাই চমকে গিয়েছেন। কোথায় সুগত বসু, আর কোথায় মিমি! কোথায় ইদ্রিস আলি, আর কোথায় নুসরত জাহান! খুবই চিন্তার বিষয়”। এরপরেই মিমি চক্রবর্তী ও নুসরত জাহান এর চরিত্র নিয়েও কটাক্ষ করেন দিলিপ ঘোষ।

দিলীপ ঘোষ আরও বলেন, “ভগবান না করুক, ওঁরা যদি জিতে যান, ওঁরা বাংলার হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন! কী অভিজ্ঞতা রয়েছেন ওঁদের? কী দিয়েছেন ওঁরা?’’ এরপরই মমতাকে বিঁধে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘মমতার আত্মবিশ্বাস এতটা নষ্ট হয়ে গিয়েছে যে, দলের পুরনো সাথী, সৈনিকদের বিশ্বাস করতে পারছেন না? এটাই তৃণমূলের বর্তমান অবস্থা’’।

এরপরেই দিলীপবাবু ছুঁড়ে দিলেন সেই মারাত্মক প্রশ্ন, “সমাজের কি জানে মিমি ও নুসরত”? আর দিলীপের মন্তব্যের পর ফের একবার দুই নায়িকার দিকে সোশ্যাল মিডিয়ায় তীর ছুঁড়তে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। অপরদিকে দিলীপ ঘোষ এর এই মন্তব্যের জেরে প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন মহলে।

তৃণমূল সূত্রে খবর, ইদ্রিশ আলির জনপ্রিয়তা ও জেতার বিষয় নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেকারণেই পারফরম্যান্স এর কারণ দেখিয়ে তাঁকে বাদ দেন মমতা, এমনটাই জানা গেছে। সেখানে তারকা চমক দিতে নুসরত জাহানকে প্রার্থী করলেন দলনেত্রী।

এছাড়াও যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম জিতেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রে গতবারের প্রার্থী ছিলেন সুগত বসু। পেশাগত ব্যস্ততার কারণেই তিনি এবার দাঁড়াতে পারছেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই প্রার্থী হলেন মিমি।

এবারের লোকসভা নির্বাচনে টলিউডের দুই তরুণ মুখ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে প্রার্থী করে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত, যাদবপুরের মতো রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রে মিমির মতো রাজনীতিতে একেবারে নতুন ও অনভিজ্ঞ মুখকে প্রার্থী করা নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

মিমি-নুসরতকে প্রার্থী করা নিয়ে নেট দুনিয়াও সরগরম। ইতিমধ্যে টলিউডের দুই নায়িকাকে নিয়ে মিম ছড়িয়েছে সোশ্যাল দুনিয়ায়। অনেক সময়ই সেটা শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে।

দুই নায়িকার অশ্লীল ছবি নিয়ে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশনও। কড়া শাস্তির কথা জানিয়েছে কমিশন। এবার সেই সমালোচনায় এবার নেমে পরলেন দিলীপ ঘোষও।

]]>
মিমি নুসরতের পাশে এবার কবীর সুমন https://thenewsbangla.com/kabir-suman-stand-with-mimi-chakraborty-and-nusrat-jahan-against-troll/ Fri, 15 Mar 2019 07:47:16 +0000 https://www.thenewsbangla.com/?p=8477 মিমি নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা চলছে তার উপরে এবার কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ কবীর সুমন দাঁড়ালেন অভিনেত্রী মিমির পাশে।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে মিমি ও নুসরত জাহানকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল প্রার্থী মিমি ও নুসরত জাহানের অনেক ফেক অশ্লীল ছবি। যা ইতিমধ্যেই নজরে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের। এ বিষয়ে স্বতপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার পথে কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এবার সেই নিয়েই মুখ খুললেন কবীর সুমন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

এদিন নিজের ফেসবুকে কবীর সুমন নিজের প্রতিবাদ জানিয়ে পরপর পোস্ট করেন। সেখানে তিনি এও জানান, তিনি ২০০৯ সালে যখন যাদবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন কি ভাবে ব্যাক্তিগত আক্রমনের শিকার হতে হয়েছিল তাকে। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন।

এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তাঁর আবির্ভাব ঘটে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কবীর সুমন।

আরও পড়ুনঃ ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা

ভোটে জিতে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যাদবপুর কেন্দ্রে ক্ষমতায় ছিলেন কবীর সুমন। কিন্তু শুরু থেকেই দলীয় কর্মীদের সাথে উন্নয়ন ক্ষেত্রে টাকা খরচের বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পরেন তিনি। দলে থেকেও কার্যত নামেই দলে থেকে যান তিনি। পরে আবার মমতার সঙ্গে সম্পর্ক ভাল হয়ে যায়।

এবারে লোকসভা ভোট প্রচারে কড়া নজর থাকবে সোশ্যাল মিডিয়াতেও। কার্যালয়ে তৈরি করা হয়েছে একটি পৃথক মনিটরিং সেল। যারা প্রতি মুহূর্তে নজর রাখছে মিডিয়া এবং সোশ্যাল মাধ্যমে। সূত্রের খবর অনুসারে, তৃণমূল প্রার্থী মিমি ও নুসরত জাহানের যে ফেক অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি নজরে পড়েছে মনিটরিং সেলের। আর এই নিয়েই প্রতিবাদে মুখ খুললেন সুমন।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড যাদবপুরের মিমি চক্রবর্তী এবং বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। মিমির একটি সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছে। ট্রোলড হয়েছে নুসরাত জাহানের একটি ফেক ছবি। এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “ সোশ্যাল মিডিয়ায় ফেক ছবি সংক্রান্ত সেরকম বিষয় নজরে এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। অভিযোগ না এলেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হতে পারে”।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মিমি নুসরত দুজনের ক্ষেত্রেই ট্রোলড এর বিষয় সীমা ছাড়িয়েছে। এই নোংরামির প্রতিবাদ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় সীমা ছাড়লেই দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অনেকের মতই এবার দুই অভিনেত্রীর হয়ে গলা ফাটালেন কবীর সুমন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মিমি নুসরতকে নিয়ে সীমা ছাড়াল সোশ্যাল মিডিয়া, পদক্ষেপ নির্বাচন কমিশনের https://thenewsbangla.com/election-commission-to-look-after-nusrat-jahan-and-mimi-chakrabortys-trolls-in-social-media/ Fri, 15 Mar 2019 06:58:41 +0000 https://www.thenewsbangla.com/?p=8474 গত রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ২০১৯ লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীদের নাম। এদের মধ্যে বাংলা ফিল্মের দুই নায়িকার নাম পাওয়া যায়। একজন নুসরত জাহান ও অন্যজন মিমি চক্রবর্তী। তারপর থেকেই বিভিন্ন ট্রোলের শিকার হয় দুই নায়িকা। মিমি নুসরতকে নিয়ে যা চলছে সোশ্যাল মিডিয়ায় তাতে এবার কড়া নজর দিল নির্বাচন কমিশন। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড যাদবপুরের মিমি চক্রবর্তী এবং বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। মিমির একটি সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছে। ট্রোলড হয়েছে নুসরাত জাহানের একটি ফেক ছবি। এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “ সোশ্যাল মিডিয়ায় ফেক ছবি সংক্রান্ত সেরকম বিষয় নজরে এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। অভিযোগ না এলেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হতে পারে”।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল প্রার্থী নুসরত জাহানের একটি ফেক অশ্লীল ছবি। যা ইতিমধ্যেই নজরে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের। এ বিষয়ে স্বতপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার পথে কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা

ভোট প্রচারে এবার নজর থাকবে সোশ্যাল মিডিয়াতেও। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার দিন জানিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। সেই কাজ শুরু করে দিয়েছে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। কার্যালয়ে তৈরি করা হয়েছে একটি পৃথক মনিটরিং সেল। যারা প্রতি মুহূর্তে নজর রাখছে মিডিয়া এবং সোশ্যাল মাধ্যমে।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

সূত্রের খবর, তৃণমূল প্রার্থী নুসরত জাহানের যে ফেক অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি নজরে পড়েছে মনিটরিং সেলের। শুধু নুসরত নয়, মিমির ছবি নিয়েও চলছে নোংরামি। আর সেদিকেও কড়া নজর দিয়েছে কমিশন।

বাংলা ফিল্মের প্রযোজক শ্রীকান্ত মোহতা ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দুজনেই নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর নাম প্রস্তাব করেন বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছিল। আর মমতা নিজেও এই দুই নায়িকাকে বেশ পছন্দই করেন। ফলে এই দুই নায়িকাকেই ভোট যুদ্ধে নামিয়ে রীতিমত চমকে দিয়েছিলেন মমতা।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মিমি নুসরত দুজনের ক্ষেত্রেই ট্রোলড এর বিষয় সীমা ছাড়িয়েছে। এই নোংরামির প্রতিবাদ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় সীমা ছাড়লেই দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক https://thenewsbangla.com/mamata-banerjee-select-mimi-chakraborty-nusrat-jahan-as-tmc-candidate/ Tue, 12 Mar 2019 13:53:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8228 মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন ২০১৯ লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীদের নাম। বাদ গেছেন বেশ কিছু পুরনো মুখ। এসেছেন বেশ কয়েকজন নতুন মুখও। এদের মধ্যে বাংলা ফিল্মের দুই নায়িকা আলো করে আছেন মমতার প্রার্থী লিস্টে। একজন নুসরত জাহান ও অন্যজন মিমি চক্রবর্তী। নুসরত জাহান দাঁড়াচ্ছেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আর মিমি চক্রবর্তী দাঁড়াচ্ছেন যাদবপুর কেন্দ্র থেকে।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

দেব, শতাব্দী রায় ও মুনমুন সেনের সঙ্গে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন নাম নুসরত জাহান ও অন্যজন মিমি চক্রবর্তী। মমতার লিস্টে এই দুজনাই এবার চমক। দেবের মতই কেরিয়ারের একেবারে মধ্যগগনে ভোটের ময়দানে নুসরত ও মিমি। তবে যাদবপুরের মত আসনে মিমিকে দাঁড় করিয়ে রাজনৈতিক মহলকেই চমকে দিয়েছেন মমতা। চলুন জেনে নি, নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর কিছু তথ্য।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

বাংলা ফিল্মের প্রযোজক শ্রীকান্ত মোহতা ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দুজনেই নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর নাম প্রস্তাব করেন বলেই তৃণমূল সূত্রে জানা গেছে। আর মমতা নিজেও এই দুই নায়িকাকে বেশ পছন্দই করেন। ফলে এই দুই নায়িকাকেই ভোট যুদ্ধে নামিয়ে রীতিমত চমকে দিলেন মমতা।

লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক/The News বাংলা
লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক/The News বাংলা

নুসরত জাহান একজন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। ৮ জানুয়ারি ১৯৯০ সালে একটি মুসুলমান পরিবারে জন্ম নুসরাতের। বর্তমানে দক্ষিণ কলকাতায় তাঁর পরিবার সহ বাস করেন বাংলা ছবির এই লাস্যময়ী নায়িকা। ভবানীপুর কলেজ থেকে বি কম পাশ করে তিনি সোজা আসেন মডেলিং জগতে। ২০১০ একটি সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে নুসরত চলে আসেন প্রচারের আলোয়।

আরও পড়ুনঃ রায়গঞ্জে বিজেপির হয়ে কি লড়বেন দীপা দাশমুন্সি

নুসরত এর অভিনীত প্রথম বাংলা সিনেমা রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’। এই সিনেমাতে তিনি জীতের বিপরীতে অভিনয় করেন। এরপর তিনি ‘খোকা 8২০’, ‘খিলাড়ি’, ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, এর মত বিখ্যাত সিনেমাতে অভিনয় সিনেমাতে অভিনয় করেছেন। রাজীব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়।

আরও পড়ুনঃ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল

লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক/The News বাংলা
লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক/The News বাংলা

মিমি চক্রবর্তী উত্তর বাংলার জলপাইগুড়িতে ১১ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে জন্মান। অরুণাচল প্রদেশে কাটে মিমি চক্রবর্তীর ছোটবেলা। বিন্নাগুড়ি সেন্ট জেমস স্কুলে পড়াশোনা শেষ করে তিনি কলকাতার আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে স্নাতক হন। বাংলা সিনেমার ও টেলিভিশন অভিনেত্রী। মিমি অভিনয় জগতে আসার আগে একজন মডেল হিসাবে কাজ শুরু করেন। তিনি ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে অংশগ্রহন করেন।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

তার অভিনয়ের শুরু ‘চ্যাম্পিয়ন’ সিনেমাতে। যদিও মিমি পরিচিতি পান ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে ‘ ধারাবাহিক এ ‘পুপে’ এর চরিত্রে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ধারাবাহিক নির্মিত হয়। এই ধারাবাহিকে আরো অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন। ২০১১ তে মিমি টেলি সম্মান পুরস্কার পেয়েছিলেন।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাপি বাড়ি যা’র মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘গ্যাংস্টার’, ‘কি করে তোকে বলবো’, ‘খাদ’, ‘পোস্ট’ এর মত একের পর এক হিট সিনেমাতে অভিনয় করেন মিমি।

এখন দেখার এটাই যে ভোটের ময়দান কতটা ‘হিট’ করতে পারেন নুসরত ও মিমি। তবে এদের পিছনে যে টলিগঞ্জের নায়ক নায়িকা ও অভিনেতা অভিনেত্রীদের সমর্থন থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর প্রচারে থাকবেন মন্ত্রী অরুপ বিশ্বাস।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>