Nupur Sharma – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Jul 2022 13:08:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nupur Sharma – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘নুপূর শর্মা’ নামের আড়ালে পা’ক জ’ঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা, খুঁজে বের করবে এনআইএ https://thenewsbangla.com/nupur-sharma-protest-indulgence-of-pak-militants-sleeper-cell-in-india-nia-report/ Sat, 02 Jul 2022 12:58:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15770 ‘নুপূর শর্মা’ নামের আড়ালে; পা’ক জ’ঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা; খুঁজে বের করবে এনআইএ। রাজস্থানের উদয়পুর শহরে হিন্দু দর্জি কানহাইয়ালাল সাহু-কে; নি’র্ম’মভাবে গলা কে’টে হ’ত্যা করা হয়। যার জেরে গোটা রাজস্থানে উত্তে’জনা ছড়িয়ে পড়ে। নূপুর শর্মাকে সমর্থন করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করায়; গলা কে’টে ফেলা হয় ওই হি’ন্দু ব্যক্তির। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে খু’নি’রা বলেছিল; “ইস’লামের অবমাননার প্রতি’শোধ নিচ্ছে তারা”। এই ঘটনায় এনআইএ-কে তদন্তের ভার দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কানহাইয়ালাল সাহুকে হ’ত্যার ঘটনায়; এবার সামনে এল আরেক চাঞ্চ’ল্যকর তথ্য। হত্যাকারীদের সঙ্গে সরাসরি পা’ক-যোগ পেলেন তদ’ন্তকারীরা। একই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেওয়া হল; “সা’ম্প্রদা’য়িক হিং’সা নয়; উদয়পুর হ’ত্যাকা’ণ্ডের পেছনে রয়েছে জ’ঙ্গি’যোগ”। এই ঘটনায় দুই আত’তায়ীকে; গ্রেফতার করেছে পুলিশ। ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর বা মহম্মদ রিয়াজ আখতারি নামের দুই খু’নিকে; ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

দুই আ’সামির মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল। রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব জানিয়েছেন; “অভিযুক্ত ঘাউস মহম্মদ ২০১৪-১৫ সালে, ৪৫ দিন টানা পা’কিস্তানে জ’ঙ্গি প্রশিক্ষণ নিয়েছে; এরপর কয়েকদিন আরব এবং নেপালেও প্রশিক্ষণ নিয়েছে সে। দুজনেই জ’ঙ্গিদের স্লি’পার সে’ল হিসাবে; কাজ করত বলেই তদন্তের রিপোর্ট।

আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের

২৬/১১, মুম্বই হা’মলার ভয়’ঙ্কর স্মৃতি; সবাইকে মনে করাতে; কানহাইয়ালালের খু’নিদের বাইকের নম্বর প্লেটেও লেখা ২৬-১১। অভি’যুক্ত মহম্মদ রিয়াজের বাইকের নাম্বার প্লেটের নাম্বারই; চমকে দিল সবাইকে। খু’নির বাইকে নাম্বার প্লেটে লেখা নাম্বারটি হল ২৬-১১; যা দেখলেই টাটকা হয়ে ওঠে মুম্বই হা’মলার ভয়া’বহ স্মৃতি। আরটিও অফিস-কে ৫ হাজার টাকা ঘু’ষ দিয়ে; এই স্পেশাল নাম্বার নিয়েছিল সে। মুম্বইয়ে না’রকী’য় হা’মলার স্মৃতি উ’স্কে দিতেই, এই নম্বর ব্যবহার করেছিল; অভিযুক্ত মহম্মদ রিয়াজ আখতারি ও মহম্মদ ঘাউস।

তদন্তে প্রমাণ হয়েছে, মহম্মদ রিয়াজ আখতারি ও মহম্মদ ঘাউস; দুজনেই প্রতিবেশী দেশটির স্লি’পার সে’ল। ঘাউস মহম্মদ সরাসরি পা’কিস্তানে গিয়ে; ট্রেনিং নিয়ে এসেছে। ঘুমিয়ে থাকা জ’ঙ্গিদের, নির্দিষ্ট সময়ে বড় অ্যাক’শনের জন্য জাগিয়ে তোলা হয়। কিন্তু নুপূর শর্মা এপিসোডের পর; এই রিয়াজ আর ঘাউস আর চুপ করে ভিড়ে মিশে থাকতে পারেনি।

]]>
বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের https://thenewsbangla.com/kolkata-police-issue-lookout-notice-against-bjp-nupur-sharma/ Sat, 02 Jul 2022 12:25:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15769 বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে; ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের। বাংলাতেও বিপদ বাড়ছে নূপুর শর্মার। নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের; কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। তারপরেই আরও বিপাকে পড়লেন; বিজেপি থেকে বহিষ্কৃত এই নেত্রী।
শনিবার তাঁর বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’; জারি করল কলকাতা পুলিশ।

নূপুর শর্মাকে কলকাতা পুলিশ একাধিকবার ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি নানা অজুহাত দেখিয়ে; একবারও কলকাতা পুলিশের মুখোমুখি হননি। তাই সুপ্রিম কোর্টের মন্তব্যের পরই; লুকআউট সার্কুলার জারি করা হল কলকাতা পুলিশের তরফে। তবে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা, কলকাতা পুলিশের ডাকে হাজিরা দিতে; আরও সময় চেয়েছেন, বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের

বিতর্কসভায় নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য; গোটা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর তার জেরে গোটা দেশজুড়ে দেখা দিয়েছিল; বিভিন্ন ধর্মীয় গণ্ডগোল। সেই অশান্তি থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। শুক্রবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নূপুরকে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়; দেশে সাম্প্রতিক যে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরি হয়ছে; তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা। এই জন্য প্রকাশ্যে সমস্ত দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। তারপরেই শনিবার বিজেপির এই সাসপেন্ড নেত্রীর বিরুদ্ধে; লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে; পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। হাওড়া-সহ বেশ কয়েকটি এলাকায়; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। কলকাতার আমহার্স্ট স্ট্রিট; বড়তলা ও নারকেলডাঙা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিসের তরফে; একাধিকবার সমন পাঠিয়ে ডাকা হয় নূপুরকে ৷ কিন্তু প্রতিবারেই তিনি সময় চেয়ে জেরা এড়িয়ে গেছেন।

সুপ্রিম কোর্টের মন্তব্যের পরেই; নুপুরকে গ্রেফতারের দাবি উঠেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের তরফে। আর তারপরই; শনিবার কলকাতা পুলিশ জারি করেছে লুকআউট সার্কুলার। কলকাতা পুলিসের এই পদক্ষেপে; ঘোর বিপাকে বিজেপির বহিষ্কৃত দলীয় মুখপাত্র নূপুর শর্মা। বারবার ডাকা সত্ত্বেও, হাজিরা না দেওয়াতেই এই ‘লুকআউট নোটিশ’ জারি; কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

]]>
চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা, বিজেপি ‘নেত্রী উধাও’ দাবি মহারাষ্ট্র সরকারের https://thenewsbangla.com/nupur-sharma-missing-for-four-days-bjp-leader-disappear-claim-maharashtra-govt/ Fri, 17 Jun 2022 12:15:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15540 চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা; বিজেপি ‘নেত্রী উধাও’ দাবি মহারাষ্ট্র সরকারের। টানা চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা; মহারাষ্ট্র সরকারের দাবিতে দেশ জুড়ে চাঞ্চল্য। তাঁর বিতর্কিত মন্তব্যে; কয়েক সপ্তাহ ধরেই উত্তাল গোটা দেশ। “দিল্লিতে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার খোঁজ মিলছে না”; বলে দাবি করলেন মুম্বই পুলিশের আধিকারিকরা। দিল্লিতে গিয়ে বিজেপি নেত্রীর হদিশ পেল না; মুম্বই পুলিশের দল। সূত্রের খবর, মুম্বই পুলিশের আধিকারিকদের দাবি; নূপুরের খোঁজ পাওয়া যাচ্ছে না।

খোঁজ মিলছে না নূপুর শর্মার। হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জেরে; মহারাষ্ট্রের বেশ কয়েকটি থানায় তাঁর নামে মামলা রুজু করা হয়েছিল। সেগুলির ভিত্তিতেই নূপুরকে সমন পাঠানো হয়েছিল; সমনের কাগজ নূপুরের হাতে তুলে দিতে গিয়েই যত বিপত্তি। মুম্বই পুলিশের একটি দল গত চারদিন ধরে; বহিষ্কৃত বিজেপি নেত্রীর খোঁজ করছে বলে জানা গিয়েছে। কিন্তু তাঁকে কোথাও পাওয়া যাচ্ছে না। “দিল্লি পুলিশের সহায়তাতেই লুকিয়ে রয়েছেন নূপুর”; এমনও দাবি করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।

মহারাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বিজেপি নেত্রীকে গ্রেফতারের জন্য; পুলিশের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। নূপুরের খোঁজে গত পাঁচদিন ধরে; রাজধানীতে ঘাঁটি গেড়েছে মুম্বই পুলিশের দল। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে; সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে। ২৫ জুন সকাল ১১টায় মুম্বই পুলিশের কাছে; নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায়; নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ।

আরও পড়ুনঃ দেশবাসি ও বিরোধীদের চমকে দিয়ে, রাষ্ট্রপতির নাম ঠিক করছে বিজেপি

পাইধোনি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে; সমন জারি করা হয় নূপুরের বিরুদ্ধে। প্রথমে ই-মেলে সমনের কপি পাঠানো হয়; কিন্তু সেই সমনের উত্তর দিয়ে হাজিরা দেননি তিনি। তারপরে নিয়মমাফিক সমনের কাগজ হাতে তুলে দিতে; দিল্লি পৌঁছয় মুম্বই পুলিশের দল। সেখানে চার-পাঁচদিন কাটিয়ে ফেলার পরেও, কাজ হয়নি তাঁদের; সন্ধান পাননি নূপুর শর্মার।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিলকে জিজ্ঞাসা করা হয়; “নূপুরকে সমন দিতে কি বাধা দিচ্ছে দিল্লি পুলিশ”? উত্তরে তিনি বলেছেন; “দিল্লি পুলিশের অসহযোগিতার কথা সত্যি। মহারাষ্ট্র পুলিশ একটা কাজ করতে চেষ্টা করছে; সেখানে দিল্লি পুলিশের সাহায্য করা উচিত”।

]]>
দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী https://thenewsbangla.com/no-one-punished-even-after-two-days-howrah-incidents-girl-arrested-for-innocent-post/ Sat, 11 Jun 2022 07:18:29 +0000 https://www.thenewsbangla.com/?p=15396 দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না; আর নিরীহ একটি পোস্ট করে গারদে ঢুকে গেল ঐশ্বানী নামে এক যুবতী। শুক্রবার সন্ধ্যায় ঐশ্বানী নামে ঐ তরুণীর একটি ফেসবুক পোস্ট-কে কেন্দ্র; উ’ত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকা। এলাকা সূত্রে জানা গেছে, অঙ্কুরহাটির জাতীয় সড়ক অবরোধ ও হাওড়ার বিভিন্ন স্থানে, অ’শান্তির খবর দেখে; একটি ভিডিও শেয়ার করে ঐশ্বানী। তারপরেই সংখ্যা’লঘু সম্প্র’দায়ের লোকজন; বেলডাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ও থানায় ভাং’চুর করে।

শেষ পর্যন্ত ঐশ্বানী-কে, গ্রেফতার করতে বাধ্য হয়; বেলডাঙা থানার পুলিশ। কিন্তু একটি আসল ভিডিও শেয়ার করে; কি লিখেছিল ঐশ্বানী? অঙ্কুরহাটির ঘটনার প্রেক্ষিতে সে লেখে যে; “ওরা রাগের মাথায় ভাঙ’চুর না করে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তো পারে”। আর সেই পোস্টের পর ওই তরুণীর শাস্তির দাবিতে; সরব হয় সংখ্যা’লঘু সম্প্র’দায়ের লোকজন। বেলডাঙা থানা ঘিরে, পুলিশকে লক্ষ্য করে; তারা ইট’বৃষ্টি করে। থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়; বিশেষ একটি ধর্মা’বলম্বী মানুষজন।

দুদিন 'তা'ণ্ডব' করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী
দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী

আরও পড়ুনঃ সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি

বেলডাঙায় পুলিশকে ঘিরে ইট-বৃষ্টির ঘটনা, সামাল দেবার জন্য; পুলিশ জমায়েত ভ’ঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায়। শুক্রবার সন্ধ্যায় র’ণক্ষেত্রের চেহারা নেয়; বেলডাঙা থানা চত্বর। বেলডাঙা থানায় মুর্শিদাবাদ পুলিশ জেলার, একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে; ওই বিশেষ ধর্মা’বলম্বী মানুষদের সঙ্গে বৈঠক করে জমায়েত ভ’ঙ্গ করা হয়। এবং সংখ্যা’লঘু সম্প্র’দায়ের দাবি মতন; ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

পোস্টটা খুবই সামান্য ছিল; পুলিশ প্রথমে কোন গুরুত্বই দেয়নি। স্থানীয় মুস’লিমরা মেয়েটার পোস্ট দেখে; শ-দেড়েক ছেলে নিয়ে থানা ঘেরাও করলে; পুলিশ বাধ্য হয়ে মেয়েটাকে গ্রেফতার করে। এখানেই উঠেছে পুলিশ-প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন।

দুদিন ধরে তা’ণ্ডব দেখিয়েও, একটি সম্প্রদায়ের কোন শাস্তি হল না; কিন্তু একটি নিরীহ পোস্ট করে, গারদে চলে গেল একটি অন্য সম্প্রদায়ের এক যুবতী। এই নিয়ে মুখ খোলেনি; বেলডাঙা থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার কোন পুলিশ আধিকারিকও; কোন মন্তব্য করতে চাননি।

]]>
ভারতের পতাকা থেকে অশোক চক্র সরিয়ে লেখা হল ইস’লামিক কলমা https://thenewsbangla.com/indian-national-flag-ashok-chakra-replaced-with-kalma-insulting-national-flag/ Sat, 11 Jun 2022 06:18:36 +0000 https://www.thenewsbangla.com/?p=15391 ভারতের পতাকা থেকে অশোক চক্র সরিয়ে; লেখা হল ইস’লামিক কলমা। এর আগেও CAA-NRC আন্দোলনের সময় এটা হয়েছিল; এবার ফের বিজেপি নেত্রী নূপুর শর্মার শাস্তির দাবিতে; দেশ বিরোধী কাজ করল একদল সংখ্যা’লঘু সম্প্রদায়ের লোকজন। ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গনার মেহবুবনগরের মস’জিদ-ই-রহমতের ঠিক বাইরে। ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পরে গেছে; গোটা দেশ জুড়ে।

গতকাল অর্থাৎ শুক্রবারও নবী মহম্মদ সম্পর্কে, বিজেপি থেকে বরখাস্ত হওয়া নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে; দেশজুড়ে হিং’সাত্মক বিক্ষোভ দেখা যায়। এমন পরিস্থিতিতে এবার, তেলেঙ্গানায় উ’গ্র ইস’লামপন্থীরা দেশের গর্বের প্রতীক; ভারতীয় তেরঙ্গা পতাকার বি’কৃতি ঘটিয়েছে। ওই রাজ্যের দা’ঙ্গাবা’জরা তেরঙ্গার মাঝখানে; অশোক চক্র সরিয়ে ইস’লামিক কলমা লিখেছে। দেশ বিরোধী এই কাজের সমালোচনা করেছে; ইমামদের কয়েকটি সংগঠনও।

আরও পড়ুন; সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি

তেলেঙ্গনার মেহবুবনগরের মস’জিদ-ই-রহমতের সাম্তনে; শত ইস’লাম ধর্মা’বলম্বী নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। ক্ষি’প্ত জনতা নূপুর শর্মা এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলে। প্রাক্তন বিজেপির মুখপাত্রের, কঠোর শাস্তির দাবিতে; জেলাশাসকের কাছে তারা একটি স্মারকলিপিও জমা দেন।

আরও পড়ুন; জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এরপরেই ইস’লামী মৌ’লবাদীরা; ভারতীয় জাতীয় পতাকার বিকৃতি ঘটান। সেখানে অশোক চক্র সরিয়ে, তার জায়গায় ইস’লামিক কলমা আঁকার মাধ্যমে; তেরঙ্গাকে অসম্মান জানানো হয়। যখন ইসলাম ধর্ম কবুল করা হয়; তখন কলমা পাঠ করা হয়। এটি একটি ঘোষণা বা বিশ্বাসের বিবৃতি। যার আক্ষরিক অর্থ ‘শব্দ’। শাহদাহ বা কলমা ‘শপথ/সাক্ষ্য’ পাঠ করা; মুসল’মানদের জন্য ইস’লামের পাঁচটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর এই কাজের অর্থ হল, ভারতীয় জাতীয় পতাকা-কে; ইস’লামে পরিবর্তিত করা। আর এটা সম্পূর্ণ দেশ বিরোধী কাজ। অপরাধীদের খুঁজে বের করে; উপযুক্ত শাস্তি দেবার দাবি উঠেছে। ইমাম-দের কয়েকটি সংগঠনের তরফ থেকে অবশ্য; এই ঘটনার নিন্দা করা হয়েছে। এর আগেও CAA-NRC আন্দোলনের সময়; ঠিক এভাবেই ভারতীয় জাতীয় পতাকা অবমাননা করা হয়েছিল।

]]>
জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা https://thenewsbangla.com/administration-silent-on-national-road-blockade-public-interest-litigation-case-filed-in-calcutta-high-court/ Fri, 10 Jun 2022 15:49:14 +0000 https://www.thenewsbangla.com/?p=15379 জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ; কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। পয়গম্বর ইস্যুতে পরপর দুদিন জাতীয় সড়ক অবরোধে প্ররোচনার অভিযোগে; কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপি নেতার। মামলাকারী দেবদত্ত মাজির অভিযোগ; এই ঘটনায় প্ররো’চনা দেওয়া হচ্ছে। আর কারা কারা এর সঙ্গে জড়িত, তা জানতেই; কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্ত দাবি করে; এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা গ্রহন করেছে; কলকাতা হাইকোর্ট।

হজরত মহ’ম্মদকে অপমান ইস্যুতে, পরপর দুদিন জাতীয় সড়ক অব’রোধ করার ঘটনায়; কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হল। বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত প্ররো’চনা দেওয়া এবং পরিস্থিতিকে উত্ত’প্ত করার অভিযোগেই; এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কারা এই ইস্যুতে প্ররো’চনা দিচ্ছেন? তা বলতে চাননি; সিংহবাহিনীর সম্পাদক দেবদত্ত মাজি। তা খুঁজে বের করতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে; মামলাকারীদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ধূলাগড়ে শুক্রবার নমাজের পরই, জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু

আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে; এমনটাই জানা যাচ্ছে। এদিন মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান; পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত। সেই রাজ্যে গুরুত্বপূর্ণ দুটি জাতীয় সড়ক; টানা ১১ ঘণ্টা অব’রোধ করে রাখা হয়েছিল। সেখানে টায়ার পোড়া’নো এবং ইট ছোড়া হয়েছে; বলেও অভিযোগ করেছেন মামলাকারী দেবদত্ত মাজি।

আরও পড়ুনঃ মমতার আবেদনেও কাজ হল না, হাওড়ায় ‘মুস’লিম অধ্যু’ষিত’ এলাকায় ফের তা’ণ্ডব

রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধে কারা যুক্ত, তাঁদের খুঁজে বের করতেই; জনস্বার্থ মামলা বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এই ঘটনার এনআইএ তদন্তও; দাবি করেছেন দেবদত্ত। প্রধান বিচারপতি এই মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী সোমবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

এদিনও পয়গম্বর ইস্যুতে পার্কসার্কাস, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচে বিক্ষোভ দেখান হয়। জোরদার বিক্ষোভ দেখানো হয়; হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে। কয়েকদিন আগেই পয়’গম্বর হজরত মহ’ম্মদকে নিয়ে; বিজেপি নেত্রী নূপুর শর্মা অবমা’ননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। যা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে সামিল হন; সংখ্যা’লঘু সংম্প্র’দায়ের লোকজন। পরিস্থিতি সামাল দিতে; ওই বিজেপি নেত্রীকে দল থেকে সাসপেন্ড করে বিজেপি। গতকাল থেকে বাংলায়; প্রতিবাদে সরব হয়েছে সংখ্যা’লঘু মুস’লিম সম্প্র’দায়।

]]>
‘ভারতকে বয়কট’, কোন দেশের হিম্মত নেই, গবেটদের গল্পের গরু গাছে উঠেছে https://thenewsbangla.com/boycott-india-no-country-has-the-courage-prophet-muhammad-controversy/ Wed, 08 Jun 2022 13:51:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15311 ‘ভারতকে বয়কট’, কোন দেশের হিম্মত নেই; গবেটদের গল্পের গরু গাছে উঠেছে। ভারতীয় পণ্য নাকি বয়কটের ডাক দিয়েছে; আরব দেশগুলো আর মুসলিম দেশগুলো। তাই নাকি ভয় পেয়েছে ভারত; সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই সব পোস্টে। আসলে পোস্টগুলো করছে; বাংলাদেশী মুসলিমরা। সবচেয়ে অবাক লাগছে, দেশের কিছু অন্ধ ভক্তও; এই সুরে তাল মিলিয়েছে। আরব দেশগুলো থেকে নাকি, কোটি কোটি ভারতীয়দের ছাঁটাই করা হবে; হাসব না কাঁদব বুঝে উঠতে পারিনা, এইসব সবজান্তা’দের দেখে।

কয়েকটা তথ্য পরিষ্কার করে দেওয়া যাক;
১. যারা ভারতীয় পণ্য বয়কটের কথা বলছে; তাদের নিজেদের দেশের সামর্থ্য সম্পর্কে কোন ধারনাই নাই। আর দু একটা দেশের, দু একটি ডিপার্টমেন্টাল স্টোরের মাথামোটা ধার্মিক কি করল; তাতে ভারতের কিস্যু যায় আসে না।
২. ফেসবুকে আরবের দেশগুলোতে ভারতীয় পণ্য বয়কটের যে গালগপ্পো শোনা যাচ্ছে; তার ৯০ ভাগই গুজব। হ্যাঁ, অল্প কিছু সুপার মার্কেট, ভারতীয় পণ্য তাদের দোকানগুলো থেকে সরিয়ে নিয়েছে। গুগল করলেই দেখতে পারবেন; সেটাই হাতেগোনা কয়েকটা কোম্পানি; সেই দেশেই তাদের কোন ভূমিকা নেই।

আরও পড়ুন; নতুন ভারতে আপোষ নয়, ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ‘পাল্টা’ দিলেন ভারতীয়রা

৩. দুদিন ভারত থেকে গম না পেলে; ইউরোপ, বাংলাদেশ আর আরব দেশগুলো কান্নাকাটি শুরু করে। ইতিমধ্যেই কাতার ভারতের পায়ে পরে গেছে; খাদ্যদ্রব্য পাওয়া নিয়ে। ভারতের পণ্য বয়কট করতে হবে না, ভারত দুদিন গম আটা ময়দা না পাঠালে; আরব সহ বিশ্বের বহু দেশ ভাতে মারা যাবে। তাই এসব নিয়ে যেসব হ্যাজ দেখতে পাচ্ছেন; তার কমেন্ট সেকশনে ‘গর্দভ’ লিখে আসুন।
৪. কোন আরব দেশ থেকে, ভারতের শ্রমিক ফিরিয়ে দেওয়ার কোন হুমকি; ভারতকে কেউ দেয় নাই। দেবেও না, দিতে পারবেও না। কারণ ডাক্তার, নার্স থেকে শুরু করে; সিভিল ইন্জিনিয়ার, সফটওয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার স্পেশালিস্ট, সবকিছুতেই মাথায় আছে ভারতীয়রা। যাদের ছাড়া দেশ অচল।

৫. রাজমিস্ত্রি থেকে অ্যাকাউন্টেন্ট; ব্যাঙ্ক কর্মী থেকে কোম্পানি অ্যাসিস্টেন্ট, সব ভারতীয়। কতজনকে সরাবে, দেশ বসে যাবে; ভারতীয়রা ছেড়ে এলে। ভারত একবার বলে দিক, ইরাক ইরান কাতার কুয়েত সৌদিতে স্কিলড লেবার পাঠাবে না; তারপরে দেখুন আরব দেশগুলোর কি অবস্থা হয়।
৬. সবক্ষেত্রেই এসব হাই-স্কিলড প্রফেশনাল-দের রিপ্লেস করার মতন ম্যান পাওয়ার; এই দুনিয়াতেই নাই। চিনে আছে, কিন্তু চিনে উইঘুর মুসলিমদের কি অবস্থা; তা দুনিয়া জানে। আর চিন একবার কোন দেশে ঢুকলে; তার অবস্থা ওই শ্রীলঙ্কার মতই হবে।
৭. শ্রমিক আছে, বাংলাদেশ আর পাকিস্তানে। কিন্তু ভারত তো আর বাংলাদেশ পাকিস্তানের মতন; শুধুই ‘ধার্মিক’ অদক্ষ কাজ না জানা শ্রমিক পাঠায় না। ভারত কাজ জানা স্কিলড শ্রমিক পাঠায়।

আরও পড়ুন; হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা

৮. প্রতি বছর ভারত থেকে যে পরিমানে ছাত্র-ছাত্রী ডাক্তারী ইন্জিনিয়ারিং পাশ করে বের হয়; বিশ্বের সব মুসলিম দেশগুলো থেকেও কয়েক দশকে এত ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোয় না।
৯. এদের অনেকেই আরব দেশগুলোতে চাকরি করতেও যায়; এদের ছাঁটাই করে আরবরা কি নিজের পায়েই কুড়ুল মারবে বলে কারোর মনে হয়।
১০. আরব দেশগুলো শুধু তেলের টাকাই আছে; সেই টাকায় তারা কোনদিন ছড়ি ঘোরাতে পারেনি, পারবেও না। দর্জি থেকে দারোয়ান, কর্মী থেকে করণিক, ডাক্তার ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট সব ভারতীয়।

ফলে বেফালতু হ্যাজে নজর দেবেন না। আরব দেশগুলো তেল বেচেও; আর বেশিদিন রাজত্ব করতে পারবে না। ইউরোপ আমেরিকায় ইতিমধ্যেই, তেলের উপর ভরসা ছেড়ে; রিনিউবল এনার্জি প্রযুক্তির দিকে ঝোঁকা শুরু হয়ে গেছে। ২০-২৫ বছর পরে, বহু আরব দেশের; তেল-গ্যাস মাটির নিচেই পঁচবে। তাই ভারতকে বয়কট; গবেটদের গুজব ছাড়া আর কিছুই নয়।

]]>
নতুন ভারতে আপোষ নয়, ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ‘পাল্টা’ দিলেন ভারতীয়রা https://thenewsbangla.com/boycottqatarairways-trending-on-social-media-after-nupur-sharma-controversy-indian-products-banned/ Wed, 08 Jun 2022 06:35:06 +0000 https://www.thenewsbangla.com/?p=15303 নতুন ভারতে আপোষ নয়; এবার ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ‘পাল্টা’ দিলেন ভারতীয়রা। পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য; আরব দেশগুলি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। এবার পাল্টা ‘কাতার এয়ারওয়েজ বয়কটে’র ডাক দেওয়া হল; ভারতীয় নেটিজেন-দের তরফ থেকে। জোর ট্রেন্ড এই সংক্রান্ত হ্যাশট্যাগ টুইটার। টুইটারে লেখা হয়েছে, যে দেশ মকবুল ফিদা হুসেনকে নাগরিকত্ব দিয়েছে; যে দেশটি হিন্দু দেবতাদের নগ্ন এবং অশ্লীল ছবি দেখিয়ে ছবি তৈরি করেছে; সেই দেশটির নূপুর শর্মার বিবৃতি নিয়ে প্রতিবাদ করার কোনও অধিকার নেই।

কাতার এয়ারওয়েজকে বয়কট করার ডাক দিয়ে; ভিডিয়ো বানান ‘বাসুদেব’ নামে এক টুইটার ব্যবহারকারী। বাসুদেবের সেই প্রতিবাদী ভিডিয়ো নিয়েই শুরু হয়; একপ্রস্থ হাসি-ঠাট্টা। সেই থেকেই আহাদ নামের এক টুইটার ব্যবহারকারী; তাঁকে নিয়ে একটি স্পুফ ভিডিয়ো বানান। ধর্মীয় বিতর্ক। আর তার মাঝে পড়লেন; কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকর। তাঁকে নিয়ে বানানো একটি মজার স্পুফ ভিডিয়ো; ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে জোরদার বিতর্ক।

আরও পড়ুন; হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা

এখানে থেমে থাকেনি অনেকেই। কেউ কেউ আবার টুইটে জানিয়েছেন; কাতার এয়ারওয়েজ-কে নিষিদ্ধ করা উচিত ভারতে। আরেক টুইটার ব্যবহারকারি লিখেছেন, “কাতার, আরব, ইরানের কোম্পানিগুলির নাম প্রকাশ করা হোক; যারা ভারতীয় পণ্য নিষিদ্ধ করেছে। আমরাও আমাদের দেশে; তাদের দ্রব্য নিষিদ্ধ করতে পারব”। বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই; নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে বিজেপি। কিন্তু সাধারণ মানুষের একাংশের মধ্যে, বিজেপি নেত্রীর প্রতি সমর্থন যে রয়েছে; তা স্পষ্ট প্রমাণ মিলল একাধিক ব্যক্তির টুইটে। কেননা, তাঁরই সমর্থনে কাতার এয়ারলাইন্স বয়কটের ডাক দেওয়া হয়েছে।

নূপুরের মন্তব্য ইসলামের পরিপন্থি বলে; মার্কেট-সংস্থাগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভারত থেকে পাঠানো প্যাকেটবন্দি চা, চাল, লঙ্কার গুঁড়ো, মশলাপাতি, প্লাস্টিকে মুড়িয়ে ফেলা হয়। সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য যে সরিয়ে ফেলা হচ্ছে; তা আরবি-ভাষায় লেখা রয়েছে মুড়িয়ে ফেলা পণ্যগুলির উপর। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার চিন্তাভাবনার কথাও; সুপার-মার্কেটগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই, পাল্টা চাপ হিসেবে ভারতে; কাতার এয়ালাইন্সের উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে; টুইটারে সরব হয়েছেন নেটিজেনরা।

]]>
হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা https://thenewsbangla.com/hazrat-muhammad-controversial-remarks-al-qaeda-threatens-to-attack-india/ Wed, 08 Jun 2022 05:49:02 +0000 https://www.thenewsbangla.com/?p=15300 হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য; ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা। বিজেপি নেত্রী নূপুর শর্মার, হজরত মহম্মদ-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের; দিল্লি সহ চার রাজ্যে ভয়াবহ আ’ত্মঘা’তী বি’স্ফোরণের হুমকি দিল আল কায়দা। একটি হু’মকি চিঠি দিয়ে, এই হামলার কথা সরাসরি জানিয়েছে; আল কায়দা জ’ঙ্গি সংগঠনটি। রাজধানী দিল্লির পাশাপাশি এই আ’ত্মঘা’তী হা’মলা হতে পারে; গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বইয়ে। চিঠিতে এই ‘মিশন’কে; ‘প্রফেটের সম্মান রক্ষার্থে লড়াই’ বলেও অ্যাখ্যা দিয়েছে আল কায়দা। আর এই চিঠি পাওয়ার পরেই; নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা-গুলি।

গত ৬ই জুন তারিখ এই জ’ঙ্গি সংগঠনের তরফে, প্রকাশ করা বিবৃতিতে; এই আ’ক্রমণকে ‘নবীর মর্যাদা রক্ষার লড়াই’ বলে উল্লেখ করা হয়েছে। হু’মকি বার্তায় ‘আল কায়দা ফর সাব কন্টিনেন্ট’ লিখেছে; “দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ ও মুম্বইতে যে ‘হিন্দু স’ন্ত্রাসবা’দী’রা রয়েছে তারা এখন মৃত্যুর প্রতীক্ষা করুক। বাড়িতে বা সেনাঘাঁটিতে লুকিয়ে তারা পার পাবে না। আল কায়দার যোদ্ধারা নিজেদের এবং শিশুদের শরীরে; বি’স্ফোরক বেঁধে হা’মলা চালাবে”। আল কায়দার এই হুমকি নিয়ে অবশ্য; কেন্দ্রীয় সরকার এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই বিবৃতিকে আদৌ কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে কি না; তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ১৩৩টি সোনার মোহর, নগদ ২ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার

মুসলিমদের পয়গম্বরকে জড়িয়ে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যে বিতর্ক তৈরির পর; আন্তর্জাতিক ময়দানে খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারত। আপত্তি জানিয়ে সোচ্চার হয়েছে; কাতার বাহরিন সহ বিভিন্ন আরব দেশ। আরবের বেশ কয়েকটি দেশ; নূপুর শর্মার পয়গম্বর সম্পর্কে বিতর্কিত বক্তব্যের জোর প্রতিবাদ করেছে। দেশগুলির মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ওমান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ। তবে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই, নুপুর শর্মা ও নবীন জিন্দাল; এই ইস্যুতে মন্তব্য করা উভয় নেতাকেই সাসপেন্ড করেছে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস

ইতিমধ্যেই ৫৭টি মুসলিম দেশের সংগঠন, ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’; এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে। বেশ কয়েকটি আরব দেশে; ভারতীয় পণ্য বয়কট শুরু হয়ে গিয়েছে। ভারতের বিরোধিতা শুরু করেছে; ছোট-ছোট মুসলিম দেশগুলোও।

]]>