Nupur Sharma Missing – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Jul 2022 12:36:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nupur Sharma Missing – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের https://thenewsbangla.com/kolkata-police-issue-lookout-notice-against-bjp-nupur-sharma/ Sat, 02 Jul 2022 12:25:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15769 বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে; ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের। বাংলাতেও বিপদ বাড়ছে নূপুর শর্মার। নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের; কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। তারপরেই আরও বিপাকে পড়লেন; বিজেপি থেকে বহিষ্কৃত এই নেত্রী।
শনিবার তাঁর বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’; জারি করল কলকাতা পুলিশ।

নূপুর শর্মাকে কলকাতা পুলিশ একাধিকবার ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি নানা অজুহাত দেখিয়ে; একবারও কলকাতা পুলিশের মুখোমুখি হননি। তাই সুপ্রিম কোর্টের মন্তব্যের পরই; লুকআউট সার্কুলার জারি করা হল কলকাতা পুলিশের তরফে। তবে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা, কলকাতা পুলিশের ডাকে হাজিরা দিতে; আরও সময় চেয়েছেন, বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের

বিতর্কসভায় নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য; গোটা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর তার জেরে গোটা দেশজুড়ে দেখা দিয়েছিল; বিভিন্ন ধর্মীয় গণ্ডগোল। সেই অশান্তি থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। শুক্রবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নূপুরকে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়; দেশে সাম্প্রতিক যে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরি হয়ছে; তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা। এই জন্য প্রকাশ্যে সমস্ত দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। তারপরেই শনিবার বিজেপির এই সাসপেন্ড নেত্রীর বিরুদ্ধে; লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে; পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। হাওড়া-সহ বেশ কয়েকটি এলাকায়; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। কলকাতার আমহার্স্ট স্ট্রিট; বড়তলা ও নারকেলডাঙা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিসের তরফে; একাধিকবার সমন পাঠিয়ে ডাকা হয় নূপুরকে ৷ কিন্তু প্রতিবারেই তিনি সময় চেয়ে জেরা এড়িয়ে গেছেন।

সুপ্রিম কোর্টের মন্তব্যের পরেই; নুপুরকে গ্রেফতারের দাবি উঠেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের তরফে। আর তারপরই; শনিবার কলকাতা পুলিশ জারি করেছে লুকআউট সার্কুলার। কলকাতা পুলিসের এই পদক্ষেপে; ঘোর বিপাকে বিজেপির বহিষ্কৃত দলীয় মুখপাত্র নূপুর শর্মা। বারবার ডাকা সত্ত্বেও, হাজিরা না দেওয়াতেই এই ‘লুকআউট নোটিশ’ জারি; কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

]]>
চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা, বিজেপি ‘নেত্রী উধাও’ দাবি মহারাষ্ট্র সরকারের https://thenewsbangla.com/nupur-sharma-missing-for-four-days-bjp-leader-disappear-claim-maharashtra-govt/ Fri, 17 Jun 2022 12:15:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15540 চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা; বিজেপি ‘নেত্রী উধাও’ দাবি মহারাষ্ট্র সরকারের। টানা চারদিন ধরে ‘নিখোঁজ’ নূপুর শর্মা; মহারাষ্ট্র সরকারের দাবিতে দেশ জুড়ে চাঞ্চল্য। তাঁর বিতর্কিত মন্তব্যে; কয়েক সপ্তাহ ধরেই উত্তাল গোটা দেশ। “দিল্লিতে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার খোঁজ মিলছে না”; বলে দাবি করলেন মুম্বই পুলিশের আধিকারিকরা। দিল্লিতে গিয়ে বিজেপি নেত্রীর হদিশ পেল না; মুম্বই পুলিশের দল। সূত্রের খবর, মুম্বই পুলিশের আধিকারিকদের দাবি; নূপুরের খোঁজ পাওয়া যাচ্ছে না।

খোঁজ মিলছে না নূপুর শর্মার। হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জেরে; মহারাষ্ট্রের বেশ কয়েকটি থানায় তাঁর নামে মামলা রুজু করা হয়েছিল। সেগুলির ভিত্তিতেই নূপুরকে সমন পাঠানো হয়েছিল; সমনের কাগজ নূপুরের হাতে তুলে দিতে গিয়েই যত বিপত্তি। মুম্বই পুলিশের একটি দল গত চারদিন ধরে; বহিষ্কৃত বিজেপি নেত্রীর খোঁজ করছে বলে জানা গিয়েছে। কিন্তু তাঁকে কোথাও পাওয়া যাচ্ছে না। “দিল্লি পুলিশের সহায়তাতেই লুকিয়ে রয়েছেন নূপুর”; এমনও দাবি করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।

মহারাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বিজেপি নেত্রীকে গ্রেফতারের জন্য; পুলিশের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। নূপুরের খোঁজে গত পাঁচদিন ধরে; রাজধানীতে ঘাঁটি গেড়েছে মুম্বই পুলিশের দল। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে; সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে। ২৫ জুন সকাল ১১টায় মুম্বই পুলিশের কাছে; নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায়; নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ।

আরও পড়ুনঃ দেশবাসি ও বিরোধীদের চমকে দিয়ে, রাষ্ট্রপতির নাম ঠিক করছে বিজেপি

পাইধোনি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে; সমন জারি করা হয় নূপুরের বিরুদ্ধে। প্রথমে ই-মেলে সমনের কপি পাঠানো হয়; কিন্তু সেই সমনের উত্তর দিয়ে হাজিরা দেননি তিনি। তারপরে নিয়মমাফিক সমনের কাগজ হাতে তুলে দিতে; দিল্লি পৌঁছয় মুম্বই পুলিশের দল। সেখানে চার-পাঁচদিন কাটিয়ে ফেলার পরেও, কাজ হয়নি তাঁদের; সন্ধান পাননি নূপুর শর্মার।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিলকে জিজ্ঞাসা করা হয়; “নূপুরকে সমন দিতে কি বাধা দিচ্ছে দিল্লি পুলিশ”? উত্তরে তিনি বলেছেন; “দিল্লি পুলিশের অসহযোগিতার কথা সত্যি। মহারাষ্ট্র পুলিশ একটা কাজ করতে চেষ্টা করছে; সেখানে দিল্লি পুলিশের সাহায্য করা উচিত”।

]]>