nupur sharma controversy – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Jul 2022 12:36:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg nupur sharma controversy – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের https://thenewsbangla.com/kolkata-police-issue-lookout-notice-against-bjp-nupur-sharma/ Sat, 02 Jul 2022 12:25:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15769 বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে; ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের। বাংলাতেও বিপদ বাড়ছে নূপুর শর্মার। নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের; কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। তারপরেই আরও বিপাকে পড়লেন; বিজেপি থেকে বহিষ্কৃত এই নেত্রী।
শনিবার তাঁর বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’; জারি করল কলকাতা পুলিশ।

নূপুর শর্মাকে কলকাতা পুলিশ একাধিকবার ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি নানা অজুহাত দেখিয়ে; একবারও কলকাতা পুলিশের মুখোমুখি হননি। তাই সুপ্রিম কোর্টের মন্তব্যের পরই; লুকআউট সার্কুলার জারি করা হল কলকাতা পুলিশের তরফে। তবে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা, কলকাতা পুলিশের ডাকে হাজিরা দিতে; আরও সময় চেয়েছেন, বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের

বিতর্কসভায় নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য; গোটা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর তার জেরে গোটা দেশজুড়ে দেখা দিয়েছিল; বিভিন্ন ধর্মীয় গণ্ডগোল। সেই অশান্তি থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। শুক্রবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নূপুরকে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়; দেশে সাম্প্রতিক যে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরি হয়ছে; তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা। এই জন্য প্রকাশ্যে সমস্ত দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। তারপরেই শনিবার বিজেপির এই সাসপেন্ড নেত্রীর বিরুদ্ধে; লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে; পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। হাওড়া-সহ বেশ কয়েকটি এলাকায়; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। কলকাতার আমহার্স্ট স্ট্রিট; বড়তলা ও নারকেলডাঙা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিসের তরফে; একাধিকবার সমন পাঠিয়ে ডাকা হয় নূপুরকে ৷ কিন্তু প্রতিবারেই তিনি সময় চেয়ে জেরা এড়িয়ে গেছেন।

সুপ্রিম কোর্টের মন্তব্যের পরেই; নুপুরকে গ্রেফতারের দাবি উঠেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের তরফে। আর তারপরই; শনিবার কলকাতা পুলিশ জারি করেছে লুকআউট সার্কুলার। কলকাতা পুলিসের এই পদক্ষেপে; ঘোর বিপাকে বিজেপির বহিষ্কৃত দলীয় মুখপাত্র নূপুর শর্মা। বারবার ডাকা সত্ত্বেও, হাজিরা না দেওয়াতেই এই ‘লুকআউট নোটিশ’ জারি; কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

]]>
দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী https://thenewsbangla.com/no-one-punished-even-after-two-days-howrah-incidents-girl-arrested-for-innocent-post/ Sat, 11 Jun 2022 07:18:29 +0000 https://www.thenewsbangla.com/?p=15396 দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না; আর নিরীহ একটি পোস্ট করে গারদে ঢুকে গেল ঐশ্বানী নামে এক যুবতী। শুক্রবার সন্ধ্যায় ঐশ্বানী নামে ঐ তরুণীর একটি ফেসবুক পোস্ট-কে কেন্দ্র; উ’ত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকা। এলাকা সূত্রে জানা গেছে, অঙ্কুরহাটির জাতীয় সড়ক অবরোধ ও হাওড়ার বিভিন্ন স্থানে, অ’শান্তির খবর দেখে; একটি ভিডিও শেয়ার করে ঐশ্বানী। তারপরেই সংখ্যা’লঘু সম্প্র’দায়ের লোকজন; বেলডাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ও থানায় ভাং’চুর করে।

শেষ পর্যন্ত ঐশ্বানী-কে, গ্রেফতার করতে বাধ্য হয়; বেলডাঙা থানার পুলিশ। কিন্তু একটি আসল ভিডিও শেয়ার করে; কি লিখেছিল ঐশ্বানী? অঙ্কুরহাটির ঘটনার প্রেক্ষিতে সে লেখে যে; “ওরা রাগের মাথায় ভাঙ’চুর না করে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তো পারে”। আর সেই পোস্টের পর ওই তরুণীর শাস্তির দাবিতে; সরব হয় সংখ্যা’লঘু সম্প্র’দায়ের লোকজন। বেলডাঙা থানা ঘিরে, পুলিশকে লক্ষ্য করে; তারা ইট’বৃষ্টি করে। থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়; বিশেষ একটি ধর্মা’বলম্বী মানুষজন।

দুদিন 'তা'ণ্ডব' করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী
দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী

আরও পড়ুনঃ সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি

বেলডাঙায় পুলিশকে ঘিরে ইট-বৃষ্টির ঘটনা, সামাল দেবার জন্য; পুলিশ জমায়েত ভ’ঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায়। শুক্রবার সন্ধ্যায় র’ণক্ষেত্রের চেহারা নেয়; বেলডাঙা থানা চত্বর। বেলডাঙা থানায় মুর্শিদাবাদ পুলিশ জেলার, একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে; ওই বিশেষ ধর্মা’বলম্বী মানুষদের সঙ্গে বৈঠক করে জমায়েত ভ’ঙ্গ করা হয়। এবং সংখ্যা’লঘু সম্প্র’দায়ের দাবি মতন; ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

পোস্টটা খুবই সামান্য ছিল; পুলিশ প্রথমে কোন গুরুত্বই দেয়নি। স্থানীয় মুস’লিমরা মেয়েটার পোস্ট দেখে; শ-দেড়েক ছেলে নিয়ে থানা ঘেরাও করলে; পুলিশ বাধ্য হয়ে মেয়েটাকে গ্রেফতার করে। এখানেই উঠেছে পুলিশ-প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন।

দুদিন ধরে তা’ণ্ডব দেখিয়েও, একটি সম্প্রদায়ের কোন শাস্তি হল না; কিন্তু একটি নিরীহ পোস্ট করে, গারদে চলে গেল একটি অন্য সম্প্রদায়ের এক যুবতী। এই নিয়ে মুখ খোলেনি; বেলডাঙা থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার কোন পুলিশ আধিকারিকও; কোন মন্তব্য করতে চাননি।

]]>
নতুন ভারতে আপোষ নয়, ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ‘পাল্টা’ দিলেন ভারতীয়রা https://thenewsbangla.com/boycottqatarairways-trending-on-social-media-after-nupur-sharma-controversy-indian-products-banned/ Wed, 08 Jun 2022 06:35:06 +0000 https://www.thenewsbangla.com/?p=15303 নতুন ভারতে আপোষ নয়; এবার ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ‘পাল্টা’ দিলেন ভারতীয়রা। পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য; আরব দেশগুলি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। এবার পাল্টা ‘কাতার এয়ারওয়েজ বয়কটে’র ডাক দেওয়া হল; ভারতীয় নেটিজেন-দের তরফ থেকে। জোর ট্রেন্ড এই সংক্রান্ত হ্যাশট্যাগ টুইটার। টুইটারে লেখা হয়েছে, যে দেশ মকবুল ফিদা হুসেনকে নাগরিকত্ব দিয়েছে; যে দেশটি হিন্দু দেবতাদের নগ্ন এবং অশ্লীল ছবি দেখিয়ে ছবি তৈরি করেছে; সেই দেশটির নূপুর শর্মার বিবৃতি নিয়ে প্রতিবাদ করার কোনও অধিকার নেই।

কাতার এয়ারওয়েজকে বয়কট করার ডাক দিয়ে; ভিডিয়ো বানান ‘বাসুদেব’ নামে এক টুইটার ব্যবহারকারী। বাসুদেবের সেই প্রতিবাদী ভিডিয়ো নিয়েই শুরু হয়; একপ্রস্থ হাসি-ঠাট্টা। সেই থেকেই আহাদ নামের এক টুইটার ব্যবহারকারী; তাঁকে নিয়ে একটি স্পুফ ভিডিয়ো বানান। ধর্মীয় বিতর্ক। আর তার মাঝে পড়লেন; কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকর। তাঁকে নিয়ে বানানো একটি মজার স্পুফ ভিডিয়ো; ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে জোরদার বিতর্ক।

আরও পড়ুন; হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা

এখানে থেমে থাকেনি অনেকেই। কেউ কেউ আবার টুইটে জানিয়েছেন; কাতার এয়ারওয়েজ-কে নিষিদ্ধ করা উচিত ভারতে। আরেক টুইটার ব্যবহারকারি লিখেছেন, “কাতার, আরব, ইরানের কোম্পানিগুলির নাম প্রকাশ করা হোক; যারা ভারতীয় পণ্য নিষিদ্ধ করেছে। আমরাও আমাদের দেশে; তাদের দ্রব্য নিষিদ্ধ করতে পারব”। বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই; নূপুর শর্মাকে সাসপেন্ড করেছে বিজেপি। কিন্তু সাধারণ মানুষের একাংশের মধ্যে, বিজেপি নেত্রীর প্রতি সমর্থন যে রয়েছে; তা স্পষ্ট প্রমাণ মিলল একাধিক ব্যক্তির টুইটে। কেননা, তাঁরই সমর্থনে কাতার এয়ারলাইন্স বয়কটের ডাক দেওয়া হয়েছে।

নূপুরের মন্তব্য ইসলামের পরিপন্থি বলে; মার্কেট-সংস্থাগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভারত থেকে পাঠানো প্যাকেটবন্দি চা, চাল, লঙ্কার গুঁড়ো, মশলাপাতি, প্লাস্টিকে মুড়িয়ে ফেলা হয়। সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য যে সরিয়ে ফেলা হচ্ছে; তা আরবি-ভাষায় লেখা রয়েছে মুড়িয়ে ফেলা পণ্যগুলির উপর। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার চিন্তাভাবনার কথাও; সুপার-মার্কেটগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই, পাল্টা চাপ হিসেবে ভারতে; কাতার এয়ালাইন্সের উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে; টুইটারে সরব হয়েছেন নেটিজেনরা।

]]>