NRS – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 26 May 2022 07:35:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NRS – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ট্যাংরার ট্রাক ভর্তি লোকের শাস্তি হয়নি, বেঁচে ফিরে নতুন জন্ম দিচ্ছেন পরিবহ মুখোপাধ্যায় https://thenewsbangla.com/nrs-doctor-paribaha-mukherjee-case-miscreants-were-not-punished/ Thu, 26 May 2022 07:33:37 +0000 https://www.thenewsbangla.com/?p=15231 ট্যাংরার ট্রাক ভর্তি লোকের আজও শাস্তি হয়নি, অন্যদিকে অল্পের জন্য বেঁচে ফিরে; প্রতিদিন নতুন নতুন নবজাতকের জন্ম দিচ্ছেন ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। ২০১৯ সালের জুন মাসে, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে; র’ণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল। ট্যাংরার বাসিন্দা বছর পঁচাত্তরের মহম্মদ শহিদ গুরুতর অসুস্থ হয়ে পড়ায়; তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পরেই ওই রোগীর মৃত্যু হয়। অভিযোগ, এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে; ডাক্তারদের উপর চড়াও হন ৫০-৬০ জনের একটি দল। ট্যাংরা থেকে ২টো ট্রাক ভর্তি লোক এসে; ক্ষমতা দেখায় বিশেষ একটি ধর্মের দুষ্কৃতীরা।

হেলমেটে মুখ ঢেকে, হাতে লাঠিসোটা নিয়ে; এনআরএস হাসপাতালে ঢুকে আ’ক্রমণ করে ওই দু’ষ্কৃতী দল। সেইসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন; ডাক্তার পরিবহ। তাঁর মাথা লক্ষ্য করে ইট ছুড়ে মারে দুষ্কৃতীরা; সেই আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পরেন পরিবহ। এনআরএস-এই প্রাথমিক চিকিৎসা হয়; কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে; রাতেই মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস-এ নিয়ে যাওয়া হয় তাঁকে”। মাথায় এমন ভাবে চোট পান যে; করোটি ভেঙে ব্রেনের দিকে ঢুকে যায়।

আরও পড়ুনঃ ঘটা করে শিল্প সম্মেলনই সার, শিল্পে দেশের মধ্যে ‘পিছিয়ে বাংলা’

ডাক্তারদের মারধরের ঘটনায় আহত দুই জুনিয়র ডাক্তারকে; গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি করতে হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন; পরিবহ মুখোপাধ্যায় ও যশ টেকওয়ানি। জুনিয়র চিকিৎসকদের নিগ্রহের প্রতিবাদে; ১২ ঘণ্টা আউটডোর পরিষেবা বন্ধ রাখে রাজ্যের ডক্টর্স ফোরাম।

দুই ট্রাক ভর্তি লোকের, এনআরএস হাসপাতালে ঢুকে ডাক্তার পেটানোর ঘটনায়; প্রবল চাপের মুখে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আজও এতজন অভিযুক্তদের কোন শাস্তি হয়নি। এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু যারা এই ঘটনা ঘটাচ্ছে; তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়য় না। এনআরএস থেকে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে; কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, এসএসকেএম হাসপাতালেও। সব হাসপাতালগুলিতে; একদিন আউটডোর পরিষেবা বন্ধ ছিল।

ইনি সেই ডাঃ পরিবহ মুখোপাধ্যায়; যাঁকে ট্যাংরার গুন্ডারা মেরে মাথার খুলি ফুটো করে দিয়েছিল। ডাক্তাররা অসাধ্যসাধন করে ওঁকে বাঁচিয়েছিলেন। এখন তিনি প্রতিদিন নতুন নতুন নবজাতককে; পৃথিবীতে আনছেন, পৃথিবীর আলো দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হল, সেই জানোয়ার-গুলোর কোন সাজা হয়েছে কি?

]]>
মুখ্যমন্ত্রী মমতার কাছে রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ https://thenewsbangla.com/home-minister-amit-shah-want-report-to-cm-mamata-banerjee-about-nrs/ Sat, 15 Jun 2019 10:20:13 +0000 https://www.thenewsbangla.com/?p=13894 হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে; রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি আসে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে। চিঠিতে হাসপাতাল জট নিয়ে; সব রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে। ইতিমধ্যেই এই অচলাবস্থা কাটাতে; রাজ্যপালের ডাকে এখনও সাড়া দেননি মুখ্যমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে; এবার রিপোর্ট চেয়ে পাঠান হল; রাজ্য সরকারের কাছ থেকে। রাজ্যে চিকিৎসা অরাজকতা ও অচলাবস্থা নিয়েই রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে। রাজ্যের চিকিৎসা অব্যবস্থায় রীতিমত চিন্তায় মোদী সরকার। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠান হল।

শুক্রবার সন্ধ্যেয় নবান্নে; কয়েকজন সিনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পর; মুখ্যমন্ত্রী মমতা নবান্নে ডেকে পাঠান; আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তাঁর বার্তা নিয়ে সন্ধ্যার পর নবান্ন থেকে এন আর এস হাসপাতালে যান; রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্র। কিন্তু তাঁর মুখের উপর পরিষ্কার না বলে দেন এন আর এস হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা।

মুখ্যমন্ত্রী মমতাকেই এসে ক্ষমা চাইতে হবে; সাফ জানিয়ে দিয়েছে জুনিয়ার ডাক্তাররা। জুনিয়ারদের রাজি করতে না পেরে; শুন্য হাতেই ফিরে যান রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র।

শনিবার সকালেও কয়েক ঘণ্টা ধরে এনআরএস হাসপাতালে; আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন; ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সদস্যরা। IMA এর হয়ে ছিলেন তৃণমূল নেতা ও কাউন্সিলর শান্তনু সেন। কিন্তু তারপরেও জুনিয়ার ডাক্তারদের; নবান্নে যাওয়া নিয়ে রাজি করাতে পারেন নি তিনি। ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেন; মমতাকেই আসতে হবে হাসপাতালে।

শুক্রবার ডাক্তারদের মহামিছিল হবার পরে; এনআরএস হাসপাতালে আন্দোলনকারী; জুনিয়র ডাক্তারদের তরফে ছ-দফা দাবি পেশ করা হয়। তারা জানান; “মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতালে এসেই; ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন; আমরা পদবী দেখে চিকিত্সা করি। মুখ্যমন্ত্রীকে সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। তারপর আলোচনা”।

এদিকে এনআরএস কাণ্ডের জেরে; রাজ্য জুড়ে ডাক্তারদের গণহারে গণ ইস্তফা চলছে। শয়ে শয়ে ডাক্তার পদত্যাগ করছেন; রাজ্যের সরকারি হাসপাতালগুলো থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্ধত মন্তব্যের জেরেই; ডাক্তারদের এই গণ ইস্তফা বলে মনে করছে চিকিৎসক মহল। নবান্নের তরফ থেকে ডাক্তারদের দশ দফা দাবি মেনে নেওয়া হয়েছে; কিন্তু এখনও চিকিৎসার অচলাবস্থা কাটেনি।

]]>