NRS Hospital – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 19 Jun 2019 09:59:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NRS Hospital – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তিন ওসিকে সরিয়ে এনআরএস ও জাদুকর কাণ্ডে দায় ঝাড়ল মমতা সরকার ও লালবাজার https://thenewsbangla.com/mamata-govt-transfer-three-ocs-in-nrs-hospital-magician-death-case/ Wed, 19 Jun 2019 09:59:49 +0000 https://www.thenewsbangla.com/?p=14092 যত দোষ নন্দ ঘোষ। প্রবাদটা এখন সার্থক বাংলার পুলিশ প্রশাসনে। কিছু হলেই থানার ওসিকে; শাস্তিমূলক বদলি করে দায় ঝাড়ার চেষ্টা। ঠিক তাই হল; এনআরএস ও জাদুকর মৃত্যু কাণ্ডে। দুই থানার তিন ওসিকে সরিয়ে; দায় সারল রাজ্য সরকার ও লালবাজার।

এনআরএস হাসপাতাল কাণ্ডে; এন্টালি থানার অ্যাডিশ্যনাল ওসিকে অপসারণ করল রাজ্য সরকার। এন্টালি থানার অ্যাডিশ্যনাল ওসি দিলীপ পালকে; শাস্তিমূলক বদলি হিসেবে এসবিতে পাঠানো হয়েছে। এনআরএস হাসপাতালের; পুলিশ ফাঁড়ির ওসিকেও বদলি করা হয়েছে; কর্তব্যে গাফিলতির জেরে।

লালবাজারের মতে; ঘটনার রাতে বাড়তি ফোর্স না চাওয়ায়; ঘটনা এত বড় আকার ধারণ করে। তাই কর্তব্যে গাফিলতির অভিযোগ দুই ওসির বিরুদ্ধে। কেন তাঁরা বাড়তি ফোর্স চাইলেন না; তাহলে এতবড় ঘটনা এড়ানো যেত; বলেই মত লালবাজারের। প্রাথমিক তদন্তে সেই গাফিলতি পাওয়া গিয়েছে; জানা গেছে লালবাজার সূত্রে।

আরও পড়ুন: থানার সামনেই হেনস্থা; নিষ্ক্রিয় পুলিসের উপরে ভরসা নেই মিস ইন্ডিয়ার

অন্যদিকে জাদুকর ডুবে যাবার জন্যেও; রিভার ট্রাফিক পুলিশের ওসি রাজীব সরকারকে সরানো হয়েছে। যেখানে জাদুকর নিজে অনুমতি নিয়েছিলেন; লালবাজার থেকেই। তাহলে রিভার ট্রাফিক পুলিশের ওসি রাজীব সরকারকে; সরানো হল কেন? ওসিকে শাস্তি দিয়ে; লালবাজার এর বড় কর্তারা কি দায় এড়ালেন? উঠছে প্রশ্ন।

অনুমতি দিয়েছিল লালবাজার। কিন্তু সময়ের আগেই জাদুকর গঙ্গায় নামেন। ক্রেন ব্যবহারের অনুমতি ছিলো না। তাও ব্যবহার করা হয়েছিল। সেই দায় কি শুধু ওসি রাজীবের? জাদুকরের সব দিক খতিয়ে দেখেই কি; অনুমতি দিয়েছিলেন লালবাজারের বড় কর্তারা? প্রশ্ন পুলিশ মহলের।

আরও পড়ুন: ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এন্টালি থানার নতুন এডিশনাল ওসি হলেন স্নেহশিস করণ। প্রশ্ন হল, এই বদলি করে লালবাজার বা সরকার নিজেদের দায় ঝাড়ল কি? কারণ বদলি করা তো সমাধান না। পুলিশ কমিশনার পদ থেকে রাজীব কুমার; সরে যেতেই কি বদলির রীতি শুরু হল?

রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন; যত বড় ঘটনাই হোক, অফিসারদের পদ থেকে সরিয়ে শাস্তি দেন নি। যে কোন ঘটনায় এইভাবে ওসিদের দায়ি করে; শাস্তি দিলে পুলিশে অফিসারদের মধ্যেই মনোবল আরও তলানিতে চলে যাবে; বলেই মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তারাও।

]]>
এনআরএস না নবান্ন, চলছে মমতা ও জুনিয়ার ডাক্তারদের ইগোর লড়াই https://thenewsbangla.com/nrs-hospital-or-nabanna-ima-searching-mamata-banerjee-junior-doctor-meeting-spot/ Sat, 15 Jun 2019 07:35:23 +0000 https://www.thenewsbangla.com/?p=13868 ইগোর লড়াই চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়ার ডাক্তারদের মধ্যে। শুক্রবার সন্ধ্যার পর নবান্ন থেকে এনআরএস হাসপাতালের; আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর ডাক; পত্রপাঠ ফিরিয়ে দেন ডাক্তাররা। তাঁদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে; এনআরএস হাসপাতালে এসেই ক্ষমা চাইতে হবে।

শুক্রবার সন্ধ্যেয় নবান্নে; কয়েকজন সিনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পর; মুখ্যমন্ত্রী মমতা নবান্নে ডেকে পাঠান; আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তাঁর বার্তা নিয়ে সন্ধ্যার পর নবান্ন থেকে এন আর এস হাসপাতালে যান; রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্র। কিন্তু তাঁর মুখের উপর পরিষ্কার না বলে দেন এন আর এস হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা।

আরও পড়ুন ইস্তফার জেরে ডাক্তার শূন্য রাজ্যের সব সরকারি হাসপাতাল

মুখ্যমন্ত্রী মমতাকেই এসে ক্ষমা চাইতে হবে; সাফ জানিয়ে দিয়েছে জুনিয়ার ডাক্তাররা। জুনিয়ারদের রাজি করতে না পেরে; শুন্য হাতেই ফিরে যান রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। তবে সেখানে গিয়ে; প্রথমেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। জুনিয়র ডাক্তাররা এখনও মমতাকেই এনআরএসে আসতে হবে, এই দাবিতে অটল। ইগোর লড়াইয়ে কে যেতে তার উপর নির্ভর করছে আন্দোলন উঠবে কি উঠবে না, এই সিদ্ধান্ত।

শনিবার সকালে কয়েক ঘণ্টা ধরে এনআরএস হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সদস্যরা। IMA এর হয়ে আছেন তৃণমূল নেতা ও কাউন্সিলর শান্তনু সেন। তিনি কি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিটিং সম্ভব করে মমতার মান বাঁচাতে পারবেন? কিন্তু তার পরেও জুনিয়ার ডাক্তারদের নবান্নে যাওয়া রাজি করাতে পারেন নি তিনি।

আরও পড়ুন হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে তলব রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

শুক্রবার ডাক্তারদের মহামিছিল হবার পরে; এনআরএস হাসপাতালে আন্দোলনকারী; জুনিয়র ডাক্তারদের তরফে ছ-দফা দাবি পেশ করা হয়। তারা জানান; “মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতালে এসেই; ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন; আমরা পদবী দেখে চিকিত্সা করি। মুখ্যমন্ত্রীকে সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। তারপর আলোচনা”।

এদিকে এনআরএস কাণ্ডের জেরে রাজ্য জুড়ে ডাক্তারদের গণ ইস্তফা চলছে। শয়ে শয়ে ডাক্তার পদত্যাগ করছেন; রাজ্যের সরকারি হাসপাতালগুলো থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্ধত মন্তব্যের জেরেই; ডাক্তারদের এই গণ ইস্তফা বলে মনে করছে চিকিৎসক মহল।

]]>
মুখ পুড়ল বাংলার, হাসপাতাল কাণ্ডে নিন্দায় সরব দেশ ও বিশ্বের চিকিৎসক মহল https://thenewsbangla.com/world-medical-association-condemns-attack-on-junior-doctors-at-nrs-hospital/ Fri, 14 Jun 2019 05:20:21 +0000 https://www.thenewsbangla.com/?p=13791 মুখ পুড়ল বাংলার; এনআরএস হাসপাতাল কাণ্ডে নিন্দায় সরব বিশ্বের চিকিৎসা মহল। জুনিয়র ডাক্তারদের সমর্থনে পাকিস্তানেও ডাক্তারদের মিছিল। দিল্লির এমসের ডাক্তাররাও প্রতিবাদে সামিল। নিন্দায় সরব; World Medical Association বা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

গণ ইস্তফা দিতে শুরু করলেন এনআরএস হাসপাতালের ডাক্তাররাও

কলকাতার নীলরতন হাসপাতালে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপরে হামলার ঘটনার; নিন্দায় সরব হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গের ঘটনার রেশ; এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপরে হামলার নিন্দায় সরব হল; World Medical Association বা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত ডাক্তারদের

জাপানের টোকিওয় বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভা থেকে; পশ্চিমবঙ্গের এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপর; হামলার ঘটনার নিন্দা করলেন প্রেসিডেন্ট ইলেক্ট ও সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ মমতার হুশিয়ারির পরে, পুলিশের সামনেই আন্দোলনকারী ডাক্তারদের উপর ফের বহিরাগত হামলা

সাধারণ সম্পাদকের কথায়,”স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে হিংসা প্রত্যাশিত নয়। এতে সুচিকিত্সা মেলে না। হাসপাতালকে হিংসামুক্ত করতে হবে। সবরকম নিরাপত্তা নিশ্চিত করা দরকার। হাসপাতালে কোনওরকম হিংসা কাম্য নয়”।

আরও পড়ুনঃ এসএসকেএমে মেজাজ হারালেন মমতা, বিজেপির উত্থানেই কি বিপর্যস্ত

বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশন সভাপতিও বলেন; “স্বাস্থ্য ক্ষেত্রে হিংসার প্রবণতা রয়েছে বিশ্বজুড়ে। এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। ভারতে সম্প্রতি যা ঘটেছে, তা কাম্য নয়। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে সমর্থন করছি”।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারির প্রতিবাদে এবার গণ ইস্তফা ডাক্তারদের

জুনিয়র ডাক্তারদের সমর্থনে পাকিস্তানেও ডাক্তারদের মিছিল হয়। সেখানেও উই ওয়ান্ট জাস্টিস; আওয়াজ তোলা হয়। ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে; বাংলার জুনিয়র ডাক্তারদের সমর্থনে ডাক্তারদের মিছিল বের করা হয়। সবমিলিয়ে ভারত ও বিশ্বের দরবারে মাথা হেঁট বাংলার চিকিৎসা পরিষেবার।

ডাক্তারদের উপর হামলা ও তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের; আর একটি হাসপাতালে গিয়ে ডাক্তারদের হুঁশিয়ারি দেওয়া নিয়ে সরব হয়েছেন গোটা দেশের চিকিৎসক মহল। দিল্লির এইমস হাসপাতালের ডাক্তাররাও; শুক্রবার এই ঘটনার প্রতিবাদে একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন।

সবমিলিয়ে দেশ ও বিশ্বের দরবারে মুখ পুড়ল বাংলার চিকিৎসা পরিষেবা ও রাজ্য সরকারের চূড়ান্ত অদক্ষতার; এমনটাই মনে করছে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

]]>
গণ ইস্তফা দিতে শুরু করলেন এনআরএস হাসপাতালের ডাক্তাররাও https://thenewsbangla.com/nrs-hospital-doctors-send-resignation-after-cm-mamata-banerjee-warning/ Thu, 13 Jun 2019 17:50:29 +0000 https://www.thenewsbangla.com/?p=13784 মমতার বিরোধিতা করে, গণ ইস্তফা দিতে শুরু করলেন; এনআরএস হাসপাতালের ডাক্তাররাও। এনআরএস হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর শৈবাল মুখোপাধ্যায় ও সুপার ভাইস প্রিন্সিপাল প্রফেসর সৌরভ চট্টোপাধ্যায়; ইতিমধ্যেই নিজেদের ইস্তফাপত্র জমা দিয়েছেন রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে।

পতদ্যাগ করলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের; অধ্যক্ষ ও উপাধ্যক্ষ তথা মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট। নিজেদের পদত্যাগপত্র মেল করে; স্বাস্থ্যভবনে পাঠান তাঁরা। সকালেই এনআরএস কর্তৃপক্ষের বিরুদ্ধেই; অসহযোগিতার অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারির প্রতিবাদে এবার গণ ইস্তফা ডাক্তারদের

এনআরএস হাসপাতালের প্রিন্সিপাল শৈবাল মুখোপাধ্যায় ও সুপার ভাইস প্রিন্সিপাল সৌরভ চট্টোপাধ্যায়; ইস্তফাপত্র জমা দেওয়ার পর ডাক্তারদের চাকরি ছাড়ার ধূম পরে গেছে। ইতিমধ্যেই ফরেনসিক মেডিসিন বিভাগের সব ডাক্তারই; ইস্তফা দেবেন বলে জানা গেছে। অন্যান্য বিভাগের ডাক্তাররাও ইস্তফা দিচ্ছেন; বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত ডাক্তারদের

পদত্যাগপত্রে অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় লিখেছেন; এনআরএসে অচলাবস্থা মোকাবিলায় ব্যর্থ তিনি। সবরকম দায়িত্ব থেকে; তাঁকে মুক্তি দেওয়া হোক। একই কারণ দেখিয়ে পদত্যাগ করলেন; সহঅধ্যক্ষ সৌরভ চট্টোপাধ্যায়ও। ইস্তফাপত্রে তিনিও লিখেছেন; ১০ জুন থেকে চলা অচলাবস্থার সমাধানে ব্যর্থ তিনি।

এদিকে আগেই মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির প্রতিবাদে; গণ ইস্তফা দিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ১১ জন চিকিৎসক। এঁদের মধ্যে তিন চিকিৎসক মেডিসিন বিভাগের। নামপ্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান; তাঁরা ইস্তফা দিলেও, ইস্তফা গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।

আরও পড়ুনঃ মমতার হুশিয়ারির পরে, পুলিশের সামনেই আন্দোলনকারী ডাক্তারদের উপর ফের বহিরাগত হামলা

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে; এবার চিকিৎসকদের গণ ইস্তফার ঘটনা ঘটল। নিরাপত্তার দাবিতে পদত্যাগ করলেন; উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসক। তাঁদের অভিযোগ; কাজের পরিবেশ নেই হাসপাতালে। তাঁরাও নিরাপত্তার অভাব বোধ করছেন। মেডিসিন বিভাগের পর সার্জারি বিভাগের ডাক্তাররাও; গণ ইস্তফা দেবেন বলেই জানা যাচ্ছে।

সব মিলিয়ে রাজ্য জুড়ে ডাক্তারদের যেন; ইস্তফা দেবার ধূম পরে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হুঁশিয়ারি ও ডাক্তারদের প্রতি অসম্মানজনক মন্তব্যের পরিপেক্ষিতেই; এই সমস্ত ইস্তফা বলেই মনে করছে চিকিৎসক মহল। এই ইস্যুতে ব্যপক সমস্যায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
এনআরএস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন অধীর চৌধুরী https://thenewsbangla.com/adhir-chowdhury-sought-narendra-modi-intervention-in-nrs-hospital-case/ Wed, 12 Jun 2019 05:31:48 +0000 https://www.thenewsbangla.com/?p=13674 এনআরএস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর; হস্তক্ষেপ চাইলেন অধীর চৌধুরী। এনআরএস কাণ্ডে দৃষ্টি আকর্ষণ করে; প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে; কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষবর্ধনের কাছে।

রাজ্যের চিকিৎসক এবং রোগী উভয়ের স্বার্থে; এই পরিস্থিতিতে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি অধীর চৌধুরীর। এনআরএস কাণ্ড নিয়ে উত্তাল সমগ্র রাজ্য। ভোগান্তির শিকার হতে হচ্ছে বহু মানুষকে। এই সমস্যার সমাধানের জন্যই; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

এনআরএস ইস্যুতে রাজ্য সরকারের উপর ভরসা না করে; সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন তিনি। এই মুহূ্র্তে পশ্চিমবঙ্গে ‘চরম নৈরাজ্য’ দেখা দিয়েছে; বলে ওই চিঠিতে অভিযোগ করেছেন মুর্শিদাবাদের বহরমপুরের এই সাংসদ।

আরও পড়ুনঃ লালবাজার অভিযান দিয়ে ২০২১ বিধানসভা ভোটের লড়াই শুরু করছে বিজেপি

কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে; আক্রান্ত হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়ার ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক। যার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে; ওই মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সেই ধারা বজায় রেখে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও একই রাস্তা নিয়েছেন।

এই প্রতিবাদের কারণে রাজ্য জুড়ে; প্রবল প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অনেক রোগী বঞ্চিত হচ্ছেন স্বাভাবিক চিকিৎসা পরিষেবা থেকে। এই সমস্যার সমাধানের জন্যই; প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখছেন বহরমপুরের সাংসদ। সমগ্র বিষয়টি দ্রুত সমাধানের জন্য; প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন অধীরবাবু।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর ভরসা না করে; কংগ্রেস নেতা চিঠিতে লিখেছেন; “এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপরে মারাত্মক হামলা হয়েছে। যার জেরে রাজ্যের মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা প্রতিবাদে সামিল হয়েছেন। এর ফলে সধারণ রোগীরা সমস্যায় পড়েছেন।”

এই অবস্থায় বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য; প্রধানমন্ত্রী মোদীর কাছে বিশেষ অনুরোধ করেছেন তিনি। সবমিলিয়ে বাংলায় এক চরম ‘অরাজকতা’র সৃষ্টি হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বহরমপুরের সাংসদ। প্রধানমন্ত্রীকে চিঠি লেখা ছাড়াও এই সঙ্কটের বিরুদ্ধে; সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

অধীর চৌধুরী লিখেছেন, “সারা বাংলার সাধারণ মানুষ ডাক্তারদের সঙ্গে থাকবে। ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে, রাজ্য জ্বলছে আর ‘নিরো’ মুখ্যমন্ত্রী নির্বিকার”।

]]>
এনআরএস কাণ্ডের জের, বুধবার রাজ্যের সব হাসপাতালে আউটডোর বন্ধ https://thenewsbangla.com/nrs-hospital-incident-non-govt-government-hospital-outdoor-close/ Tue, 11 Jun 2019 14:26:53 +0000 https://www.thenewsbangla.com/?p=13665 এনআরএস কাণ্ডে রাজ্যজুড়ে চিকিত্সা পরিষেবা; বয়কটের ডাক দিলেন ডাক্তাররা। জুনিয়র ডাক্তারকে মারধরের ঘটনার প্রতিবাদে; বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে; আউটডোর পরিষেবা বন্ধের ডাক দেওয়া হল। বুধবার ১২ ঘণ্টা আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে; চিকিৎসকদের সংগঠন ডক্টর্স ফোরাম।

একটা উস্কানি, একটা ফেসবুক পোস্ট; আর তাতেই মৃত্যুর মুখে এক জুনিয়ার ডাক্তার। ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়; মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় যাবার মুখে। কারণ, একটা ফেসবুক লাইভ ও একটা পোস্ট। আর তাতেই ৮৫ বছরের এক সংখ্যালঘু রোগীর মৃত্যুর দায়ে; এনআরএস হাসপাতালে জুনিয়ার ডাক্তাদের; ব্যপক মারধর করল সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।

আরও পড়ুনঃ পাকিস্তান প্রেমী যুবক আসিফের উস্কানিতে মৃত্যুর মুখে বাঙালি ডাক্তার

রবিবার রাতে ট্যাঙরার বিবি বাগানের বাসিন্দা মহম্মদ সাহিদকে (৮৫) এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ; সোমবার বিকেলের পর থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের গাফিলতিতেই মহম্মদ সাহিদের মৃত্যু হয়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে; এরপরই উত্তাল হয়ে ওঠে এনআরএস।

আরও পড়ুনঃ এন আর এস কাণ্ডে রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে অচলাবস্থা

প্রায় দুশোজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক লরি করে এসে; ইমারজেন্সিতে ঢুকে কর্তব‍্যরত ও যারা কর্ত‍ব‍্যরত ছিলেন না; তাদের উপর আক্রমণ করে। এর ফলে দুজন জুনিয়ার ডাক্তার গুরুতর আহত হন।

ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের মাথার ফ্রন্টাল বোনে; ডিপ্রেসড ফ্র‍্যাকচার হয়েছে এবং তার অবস্থা বেশ সঙ্কটজনক। এই ঘটনায় কলকাতা সহ সারা রাজ্যে সমস্ত মেডিক্যাল কলেজে; কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়ার ডাক্তার সংগঠনগুলি।

আরও পড়ুনঃ প্রয়োজন হলে পশ্চিমবঙ্গে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন, জানালেন রাজ্যপাল

ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার কর্মবিরতি পালন করা হয়; কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, শম্ভুনাথ পণ্ডিত, সাগরদত্ত মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, চিত্তরঞ্জন হাসপাতাল, কল্যাণী মেডিক্যাল কলেজ ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।

শুধুমাত্র আউটডোর খোলা রাখা হয়। জরুরি বিভাগ ও অন্যান্য বিভাগ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বুধবার রাজ্যের সরকারি, বেসরকারি সব হাসপাতালে আউটডোর বন্ধ রেখে আরও বড় আন্দোলনের পথে হাঁটল চিকিত্সক ফোরাম। বুধবার চরম দুর্ভোগের মুখে পরতে চলেছেন রোগী ও রোগীর আত্মীয়রা।

]]>