NRS Hospital case – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 15 Jun 2019 07:49:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NRS Hospital case – The News বাংলা https://thenewsbangla.com 32 32 এনআরএস না নবান্ন, চলছে মমতা ও জুনিয়ার ডাক্তারদের ইগোর লড়াই https://thenewsbangla.com/nrs-hospital-or-nabanna-ima-searching-mamata-banerjee-junior-doctor-meeting-spot/ Sat, 15 Jun 2019 07:35:23 +0000 https://www.thenewsbangla.com/?p=13868 ইগোর লড়াই চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়ার ডাক্তারদের মধ্যে। শুক্রবার সন্ধ্যার পর নবান্ন থেকে এনআরএস হাসপাতালের; আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর ডাক; পত্রপাঠ ফিরিয়ে দেন ডাক্তাররা। তাঁদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে; এনআরএস হাসপাতালে এসেই ক্ষমা চাইতে হবে।

শুক্রবার সন্ধ্যেয় নবান্নে; কয়েকজন সিনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পর; মুখ্যমন্ত্রী মমতা নবান্নে ডেকে পাঠান; আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তাঁর বার্তা নিয়ে সন্ধ্যার পর নবান্ন থেকে এন আর এস হাসপাতালে যান; রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্র। কিন্তু তাঁর মুখের উপর পরিষ্কার না বলে দেন এন আর এস হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা।

আরও পড়ুন ইস্তফার জেরে ডাক্তার শূন্য রাজ্যের সব সরকারি হাসপাতাল

মুখ্যমন্ত্রী মমতাকেই এসে ক্ষমা চাইতে হবে; সাফ জানিয়ে দিয়েছে জুনিয়ার ডাক্তাররা। জুনিয়ারদের রাজি করতে না পেরে; শুন্য হাতেই ফিরে যান রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। তবে সেখানে গিয়ে; প্রথমেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। জুনিয়র ডাক্তাররা এখনও মমতাকেই এনআরএসে আসতে হবে, এই দাবিতে অটল। ইগোর লড়াইয়ে কে যেতে তার উপর নির্ভর করছে আন্দোলন উঠবে কি উঠবে না, এই সিদ্ধান্ত।

শনিবার সকালে কয়েক ঘণ্টা ধরে এনআরএস হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের সদস্যরা। IMA এর হয়ে আছেন তৃণমূল নেতা ও কাউন্সিলর শান্তনু সেন। তিনি কি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিটিং সম্ভব করে মমতার মান বাঁচাতে পারবেন? কিন্তু তার পরেও জুনিয়ার ডাক্তারদের নবান্নে যাওয়া রাজি করাতে পারেন নি তিনি।

আরও পড়ুন হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে তলব রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

শুক্রবার ডাক্তারদের মহামিছিল হবার পরে; এনআরএস হাসপাতালে আন্দোলনকারী; জুনিয়র ডাক্তারদের তরফে ছ-দফা দাবি পেশ করা হয়। তারা জানান; “মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতালে এসেই; ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন; আমরা পদবী দেখে চিকিত্সা করি। মুখ্যমন্ত্রীকে সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। তারপর আলোচনা”।

এদিকে এনআরএস কাণ্ডের জেরে রাজ্য জুড়ে ডাক্তারদের গণ ইস্তফা চলছে। শয়ে শয়ে ডাক্তার পদত্যাগ করছেন; রাজ্যের সরকারি হাসপাতালগুলো থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্ধত মন্তব্যের জেরেই; ডাক্তারদের এই গণ ইস্তফা বলে মনে করছে চিকিৎসক মহল।

]]>
এনআরএস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন অধীর চৌধুরী https://thenewsbangla.com/adhir-chowdhury-sought-narendra-modi-intervention-in-nrs-hospital-case/ Wed, 12 Jun 2019 05:31:48 +0000 https://www.thenewsbangla.com/?p=13674 এনআরএস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর; হস্তক্ষেপ চাইলেন অধীর চৌধুরী। এনআরএস কাণ্ডে দৃষ্টি আকর্ষণ করে; প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে; কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষবর্ধনের কাছে।

রাজ্যের চিকিৎসক এবং রোগী উভয়ের স্বার্থে; এই পরিস্থিতিতে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি অধীর চৌধুরীর। এনআরএস কাণ্ড নিয়ে উত্তাল সমগ্র রাজ্য। ভোগান্তির শিকার হতে হচ্ছে বহু মানুষকে। এই সমস্যার সমাধানের জন্যই; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

এনআরএস ইস্যুতে রাজ্য সরকারের উপর ভরসা না করে; সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন তিনি। এই মুহূ্র্তে পশ্চিমবঙ্গে ‘চরম নৈরাজ্য’ দেখা দিয়েছে; বলে ওই চিঠিতে অভিযোগ করেছেন মুর্শিদাবাদের বহরমপুরের এই সাংসদ।

আরও পড়ুনঃ লালবাজার অভিযান দিয়ে ২০২১ বিধানসভা ভোটের লড়াই শুরু করছে বিজেপি

কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে; আক্রান্ত হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়ার ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক। যার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে; ওই মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সেই ধারা বজায় রেখে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও একই রাস্তা নিয়েছেন।

এই প্রতিবাদের কারণে রাজ্য জুড়ে; প্রবল প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অনেক রোগী বঞ্চিত হচ্ছেন স্বাভাবিক চিকিৎসা পরিষেবা থেকে। এই সমস্যার সমাধানের জন্যই; প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখছেন বহরমপুরের সাংসদ। সমগ্র বিষয়টি দ্রুত সমাধানের জন্য; প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন অধীরবাবু।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর ভরসা না করে; কংগ্রেস নেতা চিঠিতে লিখেছেন; “এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপরে মারাত্মক হামলা হয়েছে। যার জেরে রাজ্যের মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা প্রতিবাদে সামিল হয়েছেন। এর ফলে সধারণ রোগীরা সমস্যায় পড়েছেন।”

এই অবস্থায় বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য; প্রধানমন্ত্রী মোদীর কাছে বিশেষ অনুরোধ করেছেন তিনি। সবমিলিয়ে বাংলায় এক চরম ‘অরাজকতা’র সৃষ্টি হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বহরমপুরের সাংসদ। প্রধানমন্ত্রীকে চিঠি লেখা ছাড়াও এই সঙ্কটের বিরুদ্ধে; সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

অধীর চৌধুরী লিখেছেন, “সারা বাংলার সাধারণ মানুষ ডাক্তারদের সঙ্গে থাকবে। ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে, রাজ্য জ্বলছে আর ‘নিরো’ মুখ্যমন্ত্রী নির্বিকার”।

]]>
এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায় https://thenewsbangla.com/five-dogs-were-beaten-to-death-in-bengal-again-after-nrs-dogs-death-incident/ Sat, 19 Jan 2019 06:16:58 +0000 https://www.thenewsbangla.com/?p=5791 এত প্রতিবাদ, এত হইচই, এত আন্দোলন, এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল এই বাংলায়। এনআরএস কাণ্ডের ছায়া এবার কোচবিহারে। দক্ষিনের পাশাপাশি এবার তীব্র প্রতিবাদ শুরু উত্তরবঙ্গেও।

নৃশংসভাবে কুকুর বাচ্চা খুনে দুই নার্সিং ছাত্রী গ্রেফতার, নজরে আরও কয়েকজন

এনআরএস কাণ্ডের ছায়া এবার কোচবিহারেও। এখানেও অভিযোগ উঠল কুকুর নিধনের। একটি নয়, পাঁচ-পাঁচটি কুকুর ছানার মৃতদেহ উদ্ধার করল কোচবিহার পুলিশ। সঙ্গে ছিল ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন। খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয়ে যায় প্রতিবাদ আন্দোলন।

আরও পড়ুনঃ ভয়াবহ নৃশংসতার নজির, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে

এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়/The News বাংলা
এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়/The News বাংলা

শুক্রবার রাতে পাঁচটি কুকুরছানার মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর আসে ব্লাড ডোনার্স এর সদস্যদের কাছে। তারাই কোচবিহারের শান্তি কুটির ক্লাবের কাছে গিয়ে দেখেন পাঁচটি কুকুরছানার মৃতদেহ পড়ে রয়েছে। পাশেই আরও দুটি কুকুরছানা পড়ে রয়েছে গুরুতর জখম অবস্থায়।

সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ

এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের গাড়িতে করেই কুকুরছানার দেহগুলি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাশেই পশু হাসপাতাল সেখানে চিকিৎসা করা হয় আহতদের। জখমদের রাখা হয়েছে অ্যানিমাল রেসকিউ সেন্টারে। তাদের পরীক্ষা করছেন ডাক্তাররা। পিটিয়েই মারা হয়েছে কুকুরগুলিকে, জানিয়েছেন চিকিৎসকরা।

এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়/The News বাংলা
এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়/The News বাংলা

এদিকে এনআরএস হাসপাতালে ১৭টি কুকুরকে পিটিয়ে মারার ঘটনায় রাজ্য তোলপাড়। তারই মাঝে কোচবিহারে এভাবে পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে কে বা কারা মেরেছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়তে পারেনঃ মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

দেখুন পিটিয়ে মারার সেই ভয়ংকর ভিডিওঃ

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

এনআরএস কাণ্ডে ময়নাতদন্তে জানা যায়, হাসপাতালে পিটিয়ে পিটিয়ে নৃশংস ভাবে মারা হয়েছে ১৭টি কুকুরকে। এদের মধ্যে ১৬টি বাচ্চা কুকুরের মৃতদেহ উদ্ধার হয় হাসপাতালের কয়েকটি কালো ব্যাগে। অভিযোগ ওঠে এনআরএস হাসপাতালের ছাত্রী নার্সদের দিকেই। ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে ধরা পরে যায় তাদের দুই জন।

এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়/The News বাংলা
এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়/The News বাংলা

চাপে পরে শেষ পর্যন্ত এনআরএস হাসপাতালের দুই নার্সিং ছাত্রীকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। আটক করে দীর্ঘ জেরার পর মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণ নামে ওই দুই নার্সিং ছাত্রীকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়। অপরাধীদের শাস্তির দাবীতে তুমুল বিক্ষোভ দেখায় পশুপ্রেমী সংগঠনগুলি।

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

এনআরএস এর মতই কোচবিহারেও সেই একই ঘটনার দেখা মেলায় প্রতিবাদ জানিয়েছেন ব্লাড ডোনার্স এর পাশাপাশি কোচবিহারের নাগরিকরা। শনিবার তদন্ত চেয়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে পশুপ্রেমীদের। প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে কোচবিহার ছাড়িয়ে গোটা উত্তরবঙ্গে।

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

এনআরএস কাণ্ডে গোটা রাজ্যের মানুষ হতবাক নার্সদের এই কীর্তি দেখে। তারপরেই ওঠে প্রতিবাদের ঢেউ। দিল্লি থেকে প্রতিবাদ শুরু করেন মন্ত্রী ও পশুপ্রেমী মানেকা গান্ধীও। কিন্তু তাতেও যে মানুষের বিন্দুমাত্র চেতনা হয়নি বা হুঁশ ফেরেনি, কোচবিহারে সেই একই ঘটনার পুনরাবৃত্তি এটাই প্রমাণ করে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের

আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

আরও পড়তে পারেনঃ অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

আরও পড়তে পারেনঃ দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

আরও পড়তে পারেনঃ আবার প্রথম থেকে শুরু, সুপ্রিম নির্দেশে রথ চালাতে ফের নবান্নে বিজেপি

আরও পড়তে পারেনঃ সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি

আরও পড়তে পারেনঃ বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

আরও পড়তে পারেনঃ শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>