Nrendra Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 01 Feb 2019 10:16:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nrendra Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 Budget LIVE: বিশাল ট্যাক্স ছাড়, মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা মোদী সরকারের https://thenewsbangla.com/modi-government-magic-budget-no-income-tax-up-to-rs-5-lakh-income/ Fri, 01 Feb 2019 07:16:46 +0000 https://www.thenewsbangla.com/?p=6303 মুখে চওড়া হাসি চাকুরিজীবিদের। ৫ লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্স ছাড়, বড় ঘোষণা মোদী সরকারের। ৫ লাখ টাকা আয় পর্যন্ত কোন ইনকাম ট্যাক্স দিতে হবে না। এলআইসি, সেভিংস সার্টিফিকেট জাতীয় কোন কিছু বিনিয়োগ থাকলে আরও দেড় লাখ টাকা মানে ৬.৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিতে হবে না। ভোটের আগে বড় ঘোষণা মোদী সরকারের।

আরও পড়ুনঃ LIVE: ৫ লাখ টাকা আয় পর্যন্ত ট্যাক্স ছাড়, বড় ঘোষণা মোদী সরকারের

ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের বাজেট ঘোষণায় ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে সম্পূর্ণ কর ছাড়ের প্রস্তাব। এককথায় এক ধাক্কায় দ্বিগুণ হল কর ছাড়ের উর্ধ্বসীমা। এর আগে এই সীমা ছিল আড়াই লাখ টাকা। প্রভিডেন্ট ফান্ড, এলআইসি ও অন্যান্য সেভিংস এর দৌলতে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন মধ্যবিত্তরা। এরপর ষ্ট্যাণ্ডার্ড ডিডাকশন আরও ৫০ হাজার টাকা ধরলে মোট ৭ লাখ টাকা অব্দি আয়ে ইনকাম ট্যাক্স ছাড় পাবেন সাধারণ মানুষ।

LIVE: সংসদে নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট পেশ হচ্ছে/The News বাংলা
LIVE: সংসদে নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট পেশ হচ্ছে/The News বাংলা

৫ লাখ টাকা আয় পর্যন্ত একবারে সম্পূর্ণ কর ছাড়। এছাড়াও ৮০সি তে বিনিয়োগে আরও দেড় লাখ ছাড় পাবেন আমজনতা। ফলে মোট সাড়ে ৬ লক্ষ্য টাকা পর্যন্ত আয়করে ছাড় পাছছেন। এরপর ষ্ট্যাণ্ডার্ড ডিডাকশন আরও ৫০ হাজার টাকা ধরলে মোট ৭ লাখ টাকা অব্দি আয়ে ইনকাম ট্যাক্স ছাড় পাবেন সাধারণ মানুষ।

এছাড়াও ২ কোটি টাকা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কর ছাড়। ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ২০২০ পর্যন্ত নতুন বাড়ি কেনা বা তৈরি করলে, আয়করে ছাড় পাওয়া যাবে। বাড়ি বিক্রির মাধ্যমে হওয়া আয়ের ক্ষেত্রে ২ বছর পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে।

বিরোধীদের অভিযোগ ভোটের দিকে তাকিয়েই এই ট্যাক্স ছাড় ঘোষণা করা হয়েছে। তবে এই ট্যাক্স ছাড়ে দারুণ খুশি সাধারণ মধ্যবিত্ত ও বিশেষ করে চাকুরিজীবিরা। প্রায় ৩ কোটি মানুষ এই ট্যাক্স ছাড়ে উপকৃত হবেন বলেই জানিয়েছেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তবে ভোটের আগে এই ঘোষণায় ছক্কা মারল মোদী সরকার, বলছে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও https://thenewsbangla.com/bjp-minister-wants-to-see-mamata-as-the-indias-next-prime-minister/ Sun, 09 Dec 2018 18:21:20 +0000 https://www.thenewsbangla.com/?p=3826 The News বাংলা, কলকাতা: এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চাইলেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। প্রধানমন্ত্রী হবার সবরকম যোগ্যতা আছে মমতার, কলকাতায় এসে বললেন বিজেপির এই প্রাক্তন নেতা।

আরও পড়ুন: ‘দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়’

দিল্লিতে বিরোধী জোটের বৈঠক নিয়ে সরগরম গোটা দেশ। সেই জোটের মধ্যমণি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। রবিবার বিকালেই তিনি দিল্লী পৌঁছেছেন। তাঁর আগে আরও একবার মমতাকে প্রধানমন্ত্রী করার জোরাল দাবি তুললেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।

মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা

আরও পড়ুন: আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

রবিবার কলকাতায় তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল আয়োজিত ‘আইডিয়া অব বেঙ্গল’ শীর্ষক আলোচনা চক্রে এসে বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য বললেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার সবরকম গুণ রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার সবরকম যোগ্যতা মমতার আছে এবং মমতার নেতৃত্বে সরকার কেন্দ্রের দায়িত্ব নিতে পারবে বলেই জানান যশবন্ত সিনহা।

মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা

রবিবার, বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল সমালোচনা করেন বিজেপির এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘদিন ধরেই মোদী সরকারের সমালোচনা করে আসছেন বিজেপির একসময়ের দাপুটে নেতা। এর আগে একাধিকবার তৃণমূলনেত্রীর প্রশংসাও শোনা গিয়েছে যশবন্ত সিনহার মুখে। কিন্তু মমতার প্রধানমন্ত্রিত্ব নিয়ে এই প্রথম মুখ খুললেন।

আরও পড়ুন: পাহাড়ে নিজের বাড়ি থেকে বিমলকে ধরল মমতার পুলিশ

শুধু যশবন্ত সিনহাই নন, ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাম জেঠমালানিও। একসময়ের বিক্ষুব্ধ বিজেপি নেতা যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা ও অরুণ শৌরিকে লেখা এক চিঠিতে তিনি এ কথা জানিয়েছিলেন।

মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা

আরও পড়ুন: ভারতে সন্ত্রাস চালানো পাকিস্তানকে ‘গান্ধী’গিরি শেখাচ্ছে বাংলার আমজনতা

এদিকে আগামী ১১ তারিখে, পাঁচ রাজ্যের ফল ঘোষণার আগেই সোমবার দিল্লিতে বিরোধীদের মেগা-শো। চন্দ্রবাবু নাইডুর ডাকা বিরোধী দলগুলির বৈঠকে হাজির হতে চলেছেন বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ই বৈঠকের মধ্যমণি। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরও থাকার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।

মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা

মমতার আলাদা করে সোনিয়া ও রাহুলের সঙ্গে বৈঠক করারও সম্ভাবনা আছে। মূলত লোকসভা ভোটের রণকৌশল এবং সংসদের শীতকালীন অধিবেশন নিয়েও আলোচনা হবে। তবে, সবার নজর আপাতত পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে। বিরোধীদের রণকৌশলও এই ফলাফলের উপরেই নির্ভর করবে খানিকটা।

আরও পড়ুন: পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় মোদীর চেয়ে এগিয়ে রাহুল

প্রায় সব এক্সিট পোলই বিজেপির হার দেখিয়েছে। সেই ভরসাতেই লোকসভা ভোটের আগেই মহাজোট নিয়ে সিদ্ধান্ত নিতে চান বিরোধীরা। তবে তৃণমূল নেতাদের মতই যেভাবে প্রাক্তন বিজেপি নেতারাও মমতার প্রধানমন্ত্রী হওয়ার কথা বলছেন, তাতে জোটের প্রধানমন্ত্রী মুখ কিন্তু মমতাই হতে পারেন।

]]>