North Bengal TMC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 09 Dec 2018 13:32:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg North Bengal TMC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল https://thenewsbangla.com/its-very-bad-to-bring-leaders-and-ministers-as-guests-in-all-the-events/ Sun, 09 Dec 2018 13:27:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3807 The News বাংলা, শিলিগুড়িঃ বিব্রত আয়োজকরা। বিরক্ত বাকি বক্তারাও। ক্ষুব্ধ দর্শক ও শ্রোতারা। তাতে কি? আয়োজকদের বিব্রত করে জিএসটি জনসচেতনতার অনুষ্ঠানে এসে তারই তুমুল সমালোচনা রাজ্যের মন্ত্রীর। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার ফল ভোগ করল আয়োজকরা।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

জিএসটি ও ট্যাক্স সংক্রান্ত আলোচনা নিয়ে সেমিনারে এসে জিএসটির বিরোধিতায় সমালোচনা করে জনসচেতনতার অনুষ্ঠানকেও রাজনীতিতেই নামিয়ে আনলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ধোঁয়াশাকে ফের একবার উস্কে দিয়ে একপ্রকার বিরোধিতায় মুখর হয়ে উঠলেন তিনি। একটি অরাজনৈতিক সেমিনারে পর্যটন মন্ত্রীর এহেন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের কার্যকর্তাদের।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

‘এক দেশ এক ট্যাক্স’ লাগু করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার ‘জিএসটি’ চালু করে। কিন্তু সেই জিএসটি মানুষের কাছে এখনও পরিষ্কার নয়। সেই কারনেই জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে সমাজের মানুষকে ওয়াকিবহাল করাতে ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের উদ্যোগে শিলিগুড়িতে একটি সেমিনারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

‘দীগন্ত-২০১৮’ শীর্ষক সেই সেমিনারটি রবিবার শিলিগুড়ির একটি বেসরকারী হোটেলে আয়োজন করা হয়। মুলত জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে মানুষের জানা কতটা প্রয়োজন ও ঠিক কি কি উপায়ে এই ট্যাক্স প্রয়োগ করা যায়, এ সমস্ত বিষয়ে সকলকে জানাতেই এই সেমিনারের আয়োজন করা হয়৷

সেই সেমিনারে জিএসটি ও ইনকাম ট্যাক্স নিয়ে বক্তব্য রাখেন মুম্বাইয়ের প্রখ্যাত আইনজীবী শৈলেশ শেঠ, দিল্লীর আইনজীবি কপিল গোয়েল। এছাড়াও বক্তব্য রাখেন নন্দিনী ঘোষ সহ অন্যান্যরা। কিন্তু সেমিনারের তাল কেটে যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্যের সময়।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

সেমিনারে মুখ্য অতিথি হিসেবে এসে গৌতম দেব তার বক্তব্যের গোটাটাতেই রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি ‘জিএসটি’র বিষয়টি নিয়ে মানুষের মনে কার্যত ভীতির সঞ্চার করে গেলেন। এদিন তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, মধ্যরাতে জিএসটি ঘোষনা করে কেন্দ্র সরকার ওয়ান নেশান ওয়ান ট্যাক্স ঘোষনা করে। মানুষ এখনও সে বিষয়ে পরিস্কার নয়।

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

তিনি কটাক্ষ করে বলেন, জিএসটি কাউন্সিল প্রায় প্রতিদিনই নিয়মের পরিবর্তন করে চলেছে। কেন্দ্র সরকার বলেছিল, জিএসটি চালু হলে মানুষের ভোগান্তি কম হবে। কিন্তু মানুষের ভোগান্তি একটুও কমে নি।

জিএসটির সচেতনতা শিবিরে এসে জিএসটি নিয়ে এমন মন্তব্যে বিব্রত বোধ করেন উদ্যোক্তারা। জিএসটি নিয়ে জনসচেতনতা সেমিনারকে রাজনৈতিক সমালোচনার মঞ্চে পরিনত করলেন গৌতম দেব। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল ভোগ করলেন আয়োজকরা।

]]>
নিহত কর্মীদের ইস্যু করেই তৃণমূলে ফাটল ধরাতে চায় কংগ্রেস https://thenewsbangla.com/congress-wants-to-crack-in-the-tmc-by-issuing-the-murder-of-the-congress-workers/ Fri, 16 Nov 2018 15:18:36 +0000 https://www.thenewsbangla.com/?p=2534 The News বাংলা, শিলিগুড়িঃ তৃণমূলের শক্ত দেওয়ালে ফাটল ধরাতে চোপড়ায় ধাক্কা দেওয়া শুরু করছে প্রদেশ কংগ্রেস। শুক্রবার চোপড়ার নিহত কংগ্রেস পরিবারদের পাশে দাঁড়াতে চোপড়া অভিযান প্রদেশ কংগ্রেসের। কংগ্রেস যে কতটা ঐক্যবদ্ধ তা বোঝাতে শনিবার রাজ্যের প্রথম সারির নেতারা মিলে চোপড়ার দাসপাড়া হাইস্কুলের মাঠে এক সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশ থেকে তৃণমূল হটাও দেশ বাঁচাওয়ের ডাক দেওয়া হয়েছে।

Image source: Google

‘আমাদের দুধ ভাত খেয়ে মোটা হয়ে আজকে তারা বলছেন কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করবে। অথচ গত সাড়ে সাত বছর ধরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের কোথাও পঞ্চায়েত, বিধায়ক কিংবা কাউন্সিলারদের যেন তেন প্রকারেন মিথ্যে মামলার ভয় দেখিয়ে,পুলিশ দেখিয়ে দলে নিয়ে অট্টহাসি ও উল্লাসের সাথে কংগ্রেসকে সাইনবোর্ড করার কথা বলছে’। শুক্রবার দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে বিধায়ক তথা দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার কথাগুলি বলেন।

আরও পড়ুনঃ মোদী অমিতের রথযাত্রার পর বাংলার শুদ্ধিকরণে মমতার পবিত্র যাত্রা

সম্প্রতি দুজন কংগ্রেস কর্মী চোপড়ায় খুন হন। পাশাপাশি বহু কংগ্রেস কর্মী আক্রান্ত হন এমনকি তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। চোপড়ার কংগ্রেস কর্মী সখিরুদ্দীন সহ আরও একজন কংগ্রেস কর্মী খুনের ঘটনার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি দেয়। পাশাপাশি রাজ্যপালকে অনুরোধ করা হয় নিহত দুই কংগ্রেস কর্মীর পরিবারের সাথে দেখা করে পুরো বিষয়টির সত্যতা জানাতে।

Image: The News বাংলা

শংকর মালাকার জানান ১৮ নভেম্বর আবার, আব্দুল মান্নান, দীপা দাসমুন্সি ও শংকর মালাকার নিহত দুই কংগ্রেস কর্মীর পরিবারদের নিয়ে রাজ্যপালের সাথে দেখা করতে যাবেন। এদিকে অভিযোগ, নিহত পরিবারগুলির পাশে রাজ্য সরকার দাঁড়ায় নি। অথচ পাশের রাজ্য অসামের খুন হওয়া বাঙালী পরিবারদের ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষনা করে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ হুমকি মুকুলকে, ভোট আসতেই ফের উত্তপ্ত বাংলার পাহাড়

শংকর মালাকার কটাক্ষ করে বলেন, ‘এ রাজ্যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীদের খুন করছেন আর পাশের রাজ্যে বাঙালী খুন হলে মমতা বন্দোপাধ্যায় সেই পরিবারগুলিকে ২ লক্ষ টাকা, সহানুভূতি ও কুমিরের কান্না কাঁদছেন’। তবে চোপড়ায় দুজন কংগ্রেস কর্মী খুনের ঘটনার প্রতিবাদে শনিবার চোপড়ার দাসপাড়া স্কুল মাঠে চোপড়া অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে ফের গুরুংকে নিয়ে লড়াই বিজেপি- তৃণমূলে

এদিন, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, প্রাক্তন সভাপতি অধীর চৌধূরী, আব্দুল মান্নান, এইচ খান চৌধুরী, অভিজিৎ মুখার্জী, ভি পি সিং সহ দার্জিলিং জেলা সভাপতি শংকর মালাকার ও দলীয় কর্মীরা মিলে একটি জন সমাবেশ করবেন বলে জানান শংকর মালাকার। তিনি বলেন, ‘এখান থেকেই শুরু হবে তাদের তৃণমূল হটাও দেশ বাঁচাও আন্দোলন।

আরও পড়ুনঃ রয়েল বেঙ্গলের মৃত্যুর পর মমতার বেঙ্গল সাফারিতে ফের ‘অসুখ’

পাশাপাশি এখান থেকেই কংগ্রেস তার ঐক্যবদ্ধ রূপ দেখাতে চায় তৃণমূল কংগ্রেসকে। শংকর মালাকার এদিন বলেন,’তৃণমূল একটি শক্ত দেওয়াল। সেই দেওয়ালে বারবার ধাক্কা দিয়ে ফাটল ধরাতে হবে’। তাই প্রথম ধাক্কাটা চোপড়া থেকেই শুরু করতে চায় কংগ্রেস দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
তৃণমূলের জেলা কার্যালয়ে তৃণমূল নেতাদেরই শাস্তির দাবীতে পোস্টার https://thenewsbangla.com/poster-in-trinomool-district-office-for-demanding-the-punishment-for-trinomool-leaders/ Thu, 01 Nov 2018 13:09:53 +0000 https://www.thenewsbangla.com/?p=1822 দার্জিলিংঃ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে দার্জিলিং জেলা তৃণমূলের। তোলাবাজিকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার গোষ্ঠীদ্বন্দ্ব। শুধু তাই নয়, এবার তৃণমূলের জেলা কার্যালয়েই তৃণমূল নেতাদের শাস্তির দাবীতে পড়ল পোস্টার।

The News বাংলা

অভিযোগ, সম্প্রতি শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের এক দোকানির কাছ থেকে টাকা চেয়ে হুমকি দেয় তৃণমূল ছাত্র সভাপতি নির্ণয় রায়। অন্যদিকে, নির্ণয় রায় এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন যে, দলের নবাগতরাই তার বিরুদ্ধে প্ররোচনামূলক কাজ করছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতিতে কার্যত অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস।

আরো পড়ুন: মেয়াদ বৃদ্ধি রাজ্য পে কমিশনের হতাশ রাজ্য সরকারি কর্মীরা

জানা গেছে, জগন্নাথ যাদব নামে রেগুলেটেড মার্কেটের এক ব্যবসায়ি অভিযোগ করেন যে, সম্প্রতি নির্ণয় রায় সহ আরও চার যুবক তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চেয়ে হুমকি দিয়েছিল। সেই হুমকির পর তিনি ভয় পেয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্রপরিষদের জেলা সভাপতি নির্ণয় রায়।

The News বাংলা

উলটে তাঁর বক্তব্য, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁকে ছোটো করতেই দলের নবাগতদের প্ররোচনায় এই অভিযোগ তোলা হয়েছে। এদিকে জগন্নাথ বাবু জানিয়েছেন, শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে আমার নামে ১৫০ স্কয়্যার ফুটের একটি দোকানঘরে তিনি ব্যবসা শুরু করেন। কিন্তু, ওই দোকানঘর বাবদ নির্ধারিত অর্থ মিটিয়ে দেবার পরেও বছরের পর বছর ধরে দোকানের কোন চুক্তিপত্র তৈরি করা হয় না।

আরো পড়ুন: উত্তরবঙ্গের জনবহুল স্টেশনেও কি লুকিয়ে আছে বিপদ

গত দুমাস আগে হঠাৎই তার দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর মার্কেট কমিটির কাছে তালা ঝোলানোর কারন জানতে চাইলে জগন্নাথ বাবুর অভিযোগ, সেই সময় কমিটি তাকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সহ দু’জনের সঙ্গে যোগাযোগ করতে বলে। সেইমত তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তারা দোকানের তালা খুলে দিয়ে ও চুক্তি পত্র তৈরি করার জন্য পাঁচ লক্ষ টাকা দাবি করে।

The News বাংলা

বৃহস্পতিবার জগন্নাথ যাদব গোটা বিষয়টি নিয়ে প্রধান নগর থানায় নির্ণয় রায়, সঞ্জয় পাল, গণেশ সিং সহ চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর গোটা ঘটনার বিরোধিতা করে তৃণমূলের জেলা কার্যালয়েই অপরাধিদের শাস্তির দাবীতে একটি পোস্টার সাঁটানো হয়। পোস্টারে লেখা বয়ান অনুযায়ী স্পষ্ট যে, তৃণমূল কর্মীরাই অভিযুক্ত নেতাদের শাস্তি চেয়ে লাগিয়েছে এই পোস্টার।

আরো পড়ুন: বিশ্বের সেরা একশোয় সত্যজিতের পথের পাঁচালি

তবে গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস ছাত্রনেতা নির্ণয় রায় এই অভিযোগ অস্বীকার করে জানান, তারা এই কাজের সাথে যুক্ত নয়। পুলিশ তদন্ত করুক। সব পরিষ্কার হয়ে যাবে। এদিন তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “যারা তৃণমূলে নবাগত তারা আমার বিরুদ্ধে এরকম করতে পারে”। তার আরও বক্তব্য, তাঁকে কালিমালিপ্ত করতেই মিথ্যে অভিযোগ করা হয়েছে। তাঁর আরও বক্তব্য, “পুলিশ চাইলে গ্রেপ্তার করুক। চাইলে তদন্ত করুক সিআইডি। আমি তোলাবাজ নই।” ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলেও জানান তিনি।

The News বাংলা

একদিকে নির্ণয় রায়ের নবাগত কর্মীদের বিরুদ্ধে এই ধরনের প্রতিক্রিয়া, অন্যদিকে তোলাবাজির অভিযোগে তাঁর নামেই তৃণমূলের জেলা কার্যালয়ে পোস্টার পড়ায় কার্যত ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি সত্ত্বেও তাঁর উত্তরবঙ্গ সফরের সময়েই দার্জিলিং-এ দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসায় অস্বস্তিতে পড়ল তৃণমূল, অভিমত জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের।

]]>