গতকাল অর্থাৎ শুক্রবারও নবী মহম্মদ সম্পর্কে, বিজেপি থেকে বরখাস্ত হওয়া নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে; দেশজুড়ে হিং’সাত্মক বিক্ষোভ দেখা যায়। এমন পরিস্থিতিতে এবার, তেলেঙ্গানায় উ’গ্র ইস’লামপন্থীরা দেশের গর্বের প্রতীক; ভারতীয় তেরঙ্গা পতাকার বি’কৃতি ঘটিয়েছে। ওই রাজ্যের দা’ঙ্গাবা’জরা তেরঙ্গার মাঝখানে; অশোক চক্র সরিয়ে ইস’লামিক কলমা লিখেছে। দেশ বিরোধী এই কাজের সমালোচনা করেছে; ইমামদের কয়েকটি সংগঠনও।
আরও পড়ুন; সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি
তেলেঙ্গনার মেহবুবনগরের মস’জিদ-ই-রহমতের সাম্তনে; শত ইস’লাম ধর্মা’বলম্বী নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। ক্ষি’প্ত জনতা নূপুর শর্মা এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলে। প্রাক্তন বিজেপির মুখপাত্রের, কঠোর শাস্তির দাবিতে; জেলাশাসকের কাছে তারা একটি স্মারকলিপিও জমা দেন।
আরও পড়ুন; জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
এরপরেই ইস’লামী মৌ’লবাদীরা; ভারতীয় জাতীয় পতাকার বিকৃতি ঘটান। সেখানে অশোক চক্র সরিয়ে, তার জায়গায় ইস’লামিক কলমা আঁকার মাধ্যমে; তেরঙ্গাকে অসম্মান জানানো হয়। যখন ইসলাম ধর্ম কবুল করা হয়; তখন কলমা পাঠ করা হয়। এটি একটি ঘোষণা বা বিশ্বাসের বিবৃতি। যার আক্ষরিক অর্থ ‘শব্দ’। শাহদাহ বা কলমা ‘শপথ/সাক্ষ্য’ পাঠ করা; মুসল’মানদের জন্য ইস’লামের পাঁচটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আর এই কাজের অর্থ হল, ভারতীয় জাতীয় পতাকা-কে; ইস’লামে পরিবর্তিত করা। আর এটা সম্পূর্ণ দেশ বিরোধী কাজ। অপরাধীদের খুঁজে বের করে; উপযুক্ত শাস্তি দেবার দাবি উঠেছে। ইমাম-দের কয়েকটি সংগঠনের তরফ থেকে অবশ্য; এই ঘটনার নিন্দা করা হয়েছে। এর আগেও CAA-NRC আন্দোলনের সময়; ঠিক এভাবেই ভারতীয় জাতীয় পতাকা অবমাননা করা হয়েছিল।
]]>