Nobel – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 09 May 2022 12:58:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nobel – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে, ঘোষণা তৃণমূল নেতার https://thenewsbangla.com/rabindranath-tagore-has-been-insulted-with-the-nobel-prize-declared-tmc-leader/ Mon, 09 May 2022 12:57:22 +0000 https://www.thenewsbangla.com/?p=15031 “রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে”; ২৫শে বৈশাখ বড় ঘোষণা তৃণমূল নেতার। “বাংলার ছেলেরাই নোবেল চুরি করেছে”; পরিস্কার জানিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সেই সঙ্গে উনি এও জানিয়ে দেন, “রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে”।

সোমবার সকালে পূর্ব বর্ধমানের ভাতারে; তৃণমূলের ব্লক কার্যালয়ে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান আয়োজন করা হয়। কবির ছবিতে মাল্যদান, শ্রদ্ধাজ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি; ছিল বক্তৃতা পর্ব। অনুষ্ঠানে যোগ দেন; ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

রবীন্দ্র-জয়ন্তীতে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে, তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন; “রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল; তাই বাংলার ছেলেরা নোবেল চুরি করেছে। আর সিবিআইও তার কিনারা করতে পারছে না”। এই নিয়ে শুরু হয় জোর বিতর্ক; বিতর্ক শুরু হতেই অবশ্য আত্মপক্ষ সমর্থনে সাফাইও দেন তিনি। তাঁর দাবি, ওই মন্তব্য নিছক মজা করেই নাকি বলেছিলেন।

২০০৪ সালের ২৫ মার্চ সকালে জানা যায়; বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদক চুরি হয়ে গিয়েছে। একইসঙ্গে আরও ৫০টি মূল্যবান জিনিসও চুরি হয়; ছদিন পরেই তদন্তভার নেয় সিবিআই। প্রথম পর্যায়ের তদন্ত চলে ২০০৪ সাল থেকে ২০০৭ সালের আগস্ট মাস পর্যন্ত। তিন বছর ধরে তদন্তের পর; আর কোনও সূত্র না মেলায় একবছর তদন্তের কোনও কাজই এগোয়নি।

ফের নতুন সূত্র পাওয়া গিয়েছে বলে দাবি করে; ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে আদালতে ফের তদন্ত শুরু করার আবেদন করে সিবিআই। কিন্তু ২০০৯ সালের আগস্টে, সিবিআই আদালতকে জানায়; তদন্ত এগোচ্ছে না। ফলে তা বন্ধ করার অনুমতি দেওয়া হোক। ২০১০-এর ৫ আগস্ট আদালত অনুমতি দেয়। তদন্ত আর এগোয়নি; উদ্ধারও হয়নি নোবেল।

সিবিআই তরফে, চুরি যাওয়া নোবেল পদক সম্পর্কে তথ্য দিতে পারলে; ১০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সাহায্য চাওয়া হয়েছিল ইন্টারপোল-এর; তবে তাতেও কাজ হয়নি। উদ্ধার হয়নি রবীন্দ্রনাথের ‘চুরি’ যাওয়া নোবেল।

কবিগুরুর জন্মদিনে তাঁর নোবেল নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্য; নতুন বিতর্কের জন্ম দিল। ‘বিধায়ক পরোক্ষে নোবেল চুরিকে সমর্থন জানাচ্ছেন’; অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। “রবি ঠাকুরের চুরি যাওয়া নোবেল সিবিআই খুঁজে বের করতে পারেনি; তবে বাংলার পুলিশ সেটা খুঁজে বের করবে”, বলেও দাবি জানিয়েছেন বিধায়ক।

]]>
জঙ্গিদের মদতদাতা পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি https://thenewsbangla.com/pakistanis-are-signing-demanding-nobel-peace-prize-for-imran-khan/ Sat, 02 Mar 2019 07:31:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7333 অনেকে বলছেন, ‘জোক অফ দা সেঞ্চুরি’। ভারত জুড়ে হাসির ঝড়। সোশ্যাল মিডিয়ায় ট্রল এর ঝড়। জঙ্গিদের মদতদাতা দেশ পাকিস্তান। আর সেই পাক প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি উঠল পাকিস্তান জুড়ে। ইমরানকে শান্তির নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড়।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার মধ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি তুলেছেন পাকিস্তানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় টুইটারে হ্যাশট্যাগ ঝড় তুলেছে পাক জনতা। শুক্রবার ও শনিবার পাকিস্তানে টুইটারে ট্রেন্ডে পরিণত হয়েছে ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার হ্যাশট্যাগ।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

অনেকেই ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে টুইটে লিখেছেন, ইমরান খানের জন্য নোবেল শান্তি পুরস্কার (#NobelPeacePrizeForImranKhan)। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত দেওয়ার ঘোষণা করে দেন। তিনি বলেন, “শান্তির বার্তা হিসেবে পাক সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেওয়া হবে”।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

একই সঙ্গে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় পাইলটের মুক্তি দুর্বলতা হিসেবে না ভাবতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটের মুক্তি দেয়ার ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে অনেকেই ইমরান খানের প্রশংসা করেন। প্রশংসা আসে ভারতের বিভিন্ন মহল থেকেও।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ির কনভয়ে জঙ্গি হামলায় ৪৯জন জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

পাকিস্তান দাবি করে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং দুজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ হয়েছে। পরে ভারত জানায় পাক সেনার হাতেই আটক ভারতীয় পাইলট।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান। আর এরপরেই ইমরান খানকে নোবেল দেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

তবে পাকিস্তানিদের এই দাবিতে হাসির ঝড় আন্তর্জাতিক মহলে। জঙ্গিদের মদতদাতা পাকিস্তান প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি তোলায় ব্যঙ্গের ঝড় বিশ্ব জুড়ে। অবশ্য এর আগেও অনেক এরকম রাজনৈতিক ব্যাক্তিদের শান্তি পুরস্কার দিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে নোবেল কমিটি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>