কয়েকদিন ধরেই বিজেপি বিরোধী মন্তব্য করছিলেন নীতীশ। এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসবে জেডিইউ, এমনটাই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। আর সেটাই হল। মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, জোর ধাক্কা খেল বিজেপি। বিহারে এনডিএ ছাড়ল নীতীশের জেডিইউ। বিহারে রাজনৈতিক পটে, ফের পরিবর্তন। আশঙ্কা সত্যি করেই জেডিইউ-বিজেপি জোটে ভাঙন। এদিন নীতীশের ঘরে হওয়া এই বৈঠকে, বড় সিদ্ধান্ত নিল দল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন নীতীশ কুমার। ফের আরজেডির সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু-পুত্র তেজস্বী যাদব।
আরও পড়ুন; ভক্তের সঙ্গে ভগবান, গোপাল হাতে পদক জেতার মঞ্চে প্রিয়াঙ্কা
রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে, নীতীশের সঙ্গে থাকবেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সূত্র মারফত জানা গিয়েছে, বিহার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন ১৬ জন বিজেপি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে পারেন তেজস্বী, এমনটাই জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও, গরহাজির ছিলেন নীতীশ।
]]>