Nirav Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 08:46:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nirav Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 Breaking News; ভারত সরকারের চাপে নীরব মোদীর ২৮৩ কোটি টাকার সুইস ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ হল https://thenewsbangla.com/india-govt-pressure-nirav-modi-swiss-bank-accounts-stop-worth-rs-283-crore/ Thu, 27 Jun 2019 08:46:14 +0000 https://www.thenewsbangla.com/?p=14534 Breaking News; ভারত সরকারের চাপে; নীরব মোদীর ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ করল সুইজারল্যান্ড। মোদী সরকারের আরও একটা বড় সাফল্য; বলেই এটাকে দেখছে রাজনৈতিক মহল। নীরব মোদী ও তার বোন পূরবী মোদীর ৪ টি ব্যাঙ্ক আকাউন্ট; সিলড করে দিল সুইজারল্যান্ড সরকার।

বড় সাফল্য। এমনভাবেই দেখা হচ্ছে রাজধানীর রাজনৈতিক মহলে। ভারত সরকারের চাপে শেষ পর্যন্ত; নীরব মোদী ও তার বোন পূরবী মোদীর ৪ টি ব্যাঙ্ক আকাউন্ট; সিলড করে দিল সুইজারল্যান্ড সরকার। যাতে টাকার পরিমাণ ছিল; ৩ কোটি ৭৪ লক্ষ ১১ হাজার পাঁচশো ছিয়ানব্বই মার্কিন ডলার। ভারতীয় টাকায় যার পরিমাণ; প্রায় দুশো তিরাশি কোটি ১৬ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর অনুরোধে; নীরব মোদী ও তার বোন পূরবী মোদীর মোট ৪ টি ব্যাঙ্ক আকাউন্ট; সিলড করে দিল সুইজারল্যান্ড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর অভিযোগ ছিল; দুর্নীতি করে ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে এই টাকা সরিয়ে সুইজারল্যান্ড আনা হয়েছে। প্রমাণ পেয়ে সুইজারল্যান্ড ব্যাঙ্ক কর্তৃপক্ষ; নীরব মোদী ও তার বোন পূরবী মোদীর; ৪ টি ব্যাঙ্ক আকাউন্ট; সিলড করে দেবার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ কাটমানি দুর্নীতি কান্ডে চাঞ্চল্যকর মোড়, তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

২০১৪ সালে ভোটের আগেই; বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার। সেটা না হলেও; বিদেশে দুর্নীতিবাজদের ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ করে; কিছুটা হলেও সাফল্যের মুখ দেখল মোদী সরকার। এই টাকা কিভাবে ভারতে ফিরিয়ে আনা যায়; সেই চেষ্টাই এবার শুরু করেছে; ভারত সরকার।

]]>
নরেন্দ্র মোদী সরকারের চাপে লন্ডনে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক নীরব মোদী https://thenewsbangla.com/nirav-modi-fugitive-jeweller-wanted-in-pnb-bank-scam-arrested-in-london-on-indias-extradition-request/ Wed, 20 Mar 2019 10:16:39 +0000 https://www.thenewsbangla.com/?p=8884 লন্ডনে গ্রেফতার হলেন ১৪ হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদী। এর আগেই ব্রিটেনের তরফে ভারতকে আশ্বাস দেওয়া হয়েছিল নীরব মোদীকে ফিরিয়ে দেওয়ার ব্যপারে। অবশেষে মঙ্গলবারে তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। পালিয়ে যাবার ১৭ মাস পরে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর চালে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লন্ডনে

এর আগে ভারতের তরফে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ব্রিটেনের টেরেসা মে সরকারকে অনুরোধ জানানো হয়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ভারতের অনুরোধে সবুজ সংকেত দেন। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

মঙ্গলবারই নীরব মোদীকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হবে। নীরব মোদীকে লন্ডনের রাস্তায় প্রকাশ্যে ঘুরতে দেখেই ভারত সরকার তাকে দেশে ফেরাতে নড়েচড়ে বসে৷ যদিও আজ আদালতে তোলার পরে নীরব মোদী জামিনের আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাকে দেশে ফেরাতে আরও খানিকটা সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

অবশেষে, লন্ডনে গ্রেফতার হল নীরব মোদী। পিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত এই নীরব মোদী। পিএনবি-তে সাড়ে ১১ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠে আসে বিখ্যাত হিরে ব্যবসায়ী নীরব মোদীর। সারা পৃথিবী জুড়ে তাঁর হিরের গয়নার খ্যাতি রয়েছে। শুধু বলিউড নয়, হলিউড, এমনকী রাজা-মহারাজার পরিবারের লোকেরাও তাঁর গয়না পরেছেন।

আরও পড়ুনঃ ভোটের মুখে কংগ্রেসের চমক, রাজ্যে বড়সড় ভাঙন বিজেপিতে

২০১১ সালে মুম্বইয়ে পিএনবি-র ব্র্যাডি হাউস শাখা থেকে কোনও নিয়মকানুন ছাড়াই বিরাট অঙ্কের ঋণের গ্যারান্টি হাতিয়ে নেয় নীরব ও তাঁর সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড। লক্ষ্য ছিল হংকং থেকে হিরে কেনা। যার মানে, টাকা মেটানো না হলে তার দায়িত্ব ব্যাঙ্কের। এক্ষেত্রে লেটার অফ আন্ডারটেকিং করিয়ে নেওয়া হয়েছিল ব্যাঙ্কের ভিতরের লোক দিয়ে। সেই থেকে কেলেঙ্কারি শুরু।

আরও পড়ুনঃ বিজেপিকে বয়কট করতে জনসাধারণের প্র‍তি অনুরোধ মাওবাদীদের

ঘটনা জানতে পেরে তদন্তে নামে পিএনবি। জানা যায়, ব্যাঙ্কের ভিতরের কর্মীদের ধরে এই জালিয়াতি করা হয়েছে। মোট জালিয়াতি হওয়া অর্থের পরিমাণ ১১ হাজার ৩০০ কোটি টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই ১০ জনকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক। বিষয়টি সিবিআইকে জানানো হয়। সিবিআই তদন্ত শুরু করে। এর মধ্যেই লন্ডনে পালান নীরব মোদী।

আরও পড়ুনঃ সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, কটাক্ষ কেজরীওয়ালের

দুদিন আগেই নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল লন্ডনে। দেশে লোকসভা ভোটের আগে আরও একটা বড়সড় সাফল্য পেয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ব্রিটিশ সরকার তাঁকে ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছিল। তারই প্রথম ধাপ হিসাবে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল লন্ডনে। তারপর, লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। আর মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল লন্ডন পুলিশ।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নরেন্দ্র মোদীর চালে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লন্ডনে https://thenewsbangla.com/westminister-court-issues-arrest-warrant-against-nirav-modi-big-success-by-modi-govt/ Mon, 18 Mar 2019 15:05:44 +0000 https://www.thenewsbangla.com/?p=8741 বড়সড় সাফল্য ভারত সরকারের। নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল লন্ডনে। দেশে লোকসভা ভোটের আগে আরও একটা বড়সড় সাফল্য পেল নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই ব্রিটিশ সরকার তাঁকে ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। তারই প্রথম ধাপ হিসাবে নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল লন্ডনে। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালত সোমবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করল।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

পিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত এই নীরব মোদী। এখন বহাল তবিয়তে রয়েছে লন্ডনে। তার লন্ডনের বাড়িতে গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দিয়েছে লন্ডন পুলিশ। তাকে আত্মসমর্পণ করতে হবে, না হলে তাকে গ্রেফতার করা হবে।

ইতিমধ্যেই ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভেদ নীরব মোদীকে ভারতে ফেরত পাঠানোর ফাইলে সই করে দিয়েছেন। অর্থাৎ পিএনবি ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদীকে ভারতে ফিরিয়ে আনতে সব ব্যবস্থাই পাকা করে ফেলেছে ভারত সরকার। মার্চের ২৫ তারিখে তাকে আবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালতে তোলা হবেই বলে জানা গেছে।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

পিএনবি-তে সাড়ে ১১ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠে আসে বিখ্যাত হিরে ব্যবসায়ী নীরব মোদীর। সারা পৃথিবী জুড়ে তাঁর হিরের গয়নার খ্যাতি রয়েছে। শুধু বলিউড নয়, হলিউড, এমনকী রাজা-মহারাজার পরিবারের লোকেরাও তাঁর গয়না পরেছেন।

২০১১ সালে মুম্বইয়ে পিএনবি-র ব্র্যাডি হাউস শাখা থেকে কোনও নিয়মকানুন ছাড়াই বিরাট অঙ্কের ঋণের গ্যারান্টি হাতিয়ে নেয় নীরব ও তাঁর সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড। লক্ষ্য ছিল হংকং থেকে হিরে কেনা। যার মানে, টাকা মেটানো না হলে তার দায়িত্ব ব্যাঙ্কের। এক্ষেত্রে লেটার অফ আন্ডারটেকিং করিয়ে নেওয়া হয়েছিল ব্যাঙ্কের ভিতরের লোক দিয়ে। সেই থেকে কেলেঙ্কারি শুরু।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

ঘটনা জানতে পেরে তদন্তে নামে পিএনবি। জানা যায়, ব্যাঙ্কের ভিতরের কর্মীদের ধরে এই জালিয়াতি করা হয়েছে। মোট জালিয়াতি হওয়া অর্থের পরিমাণ ১১ হাজার ৩০০ কোটি টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই ১০ জনকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক। বিষয়টি সিবিআইকে জানানো হয়। সিবিআই তদন্ত শুরু করে। এর মধ্যেই লন্ডনে পালান নীরব মোদী।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

এখন, ব্রিটিশ সরকার তাকে ভারতে ফেরানোর ব্যপারে সবুজ সংকেত দেওয়ায় আদালতের নির্দেশও ভারত সরকারের পক্ষেই যাবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আর সেটা হলে বিজয় মালিয়ার পর নীরব মোদীকেও ভারতে আনার রাস্তা অনেকটাই পাকা হয়ে যাবে।

দেশে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী ও বিজেপিকে যে নীরব মোদীর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াটা নতুন একটা ইস্যু দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মদন মিত্রকে নীরব মোদী বলল সিবিআই https://thenewsbangla.com/cbi-calls-madan-mitra-as-nirav-modi-at-saradha-chit-fund-scam/ Fri, 15 Mar 2019 10:33:47 +0000 https://www.thenewsbangla.com/?p=8517 মদন মিত্রকে নীরব মোদী বলল সিবিআই। বারাসাত আদালতে মদন মিত্রকে নীরব মোদী বললেন সিবিআই আধিকারিক। বৃহস্পতিবার বারাসাত আদালতে হাজিরা ছিল সারদা মামলার অভিযুক্তদের। বিচারক সোমনাথ চক্রবর্তীর এজলাসে সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেন থেকে দেবযানী মুখোপাধ্যায়, কুনাল ঘোষ, মদন মিত্র, রজত মজুমদার সকলেই হাজির ছিলেন।

এদিন আদালতে মদন মিত্রের আইনজীবী বিচারপতির কাছে মদন মিত্রের বিদেশে যাবার আর্জি জানান। কারণ হিসেবে জানান মদনবাবু ভবানীপুরের একটি অভিজাত ক্লাবের দুর্গাপূজা কমিটির সভাপতি। সেই সুবাদেই বিদেশের এক দুর্গাপূজা কমিটির নিমন্ত্রণে অক্টোবর মাসে মদন মিত্রকে বিদেশ যেতে হবে।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মদন মিত্রের আইনজীবীর এই আর্জি শুনেই আপত্তি তোলে সিবিআই। সিবিআই এর আইনজীবী চন্দন কুমার সিংহ প্রায় লাফিয়ে উঠে বলতে শুরু করেন ‘না হুজুর না! কিছুতেই মদনবাবুকে বিদেশে যেতে দেবেন না’। তিনি সরাসরি নীরব মোদী, বিজয় মাল্য, ললিত মোদীর সাথে মদন মিত্রের তুলনা টেনে আনেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

তিনি এও বলেন ‘কাজটা ঠিক হবে না হুজুর। নীরব মোদী, ললিত মোদী, বিজয় মাল্যদের দেখেছেন! এরা একবার বিদেশে চলে গেলে আর ফেরে না,। তিনি জানান যদি মদন মিত্র না নীরব মোদির মতন আর দেশে না ফেরেন তা হলে বিরোধীরা সরকারের উপরে চাপ দেবেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

সিবিআই আইনজীবীর এহেন যুক্তি শুনে কিছুক্ষণ তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শুধু তাই নয়, এজলাসে উপস্থিত বাকি অভিযুক্তদের ঠোঁটেও চাপা হাসি দেখা যায়। এক অভিযুক্ত বলেই ফেলেন ‘ব্যাপারটা যা-তা হলো কিন্তু’।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি এদিন মদনবাবুর বিদেশ যাবার আর্জি নিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তিনি এই বিষয়ে আগামী ২৬শে মার্চ নির্দেশ দেবেন। তবে নিজেকে নীরব মোদীর সঙ্গে তুলনা করা দেখে হতবাক হয়েই গেছেন মদন মিত্র!

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল মোদীর ১০০ কোটির বাংলো https://thenewsbangla.com/modis-alibaug-bungalow-destroyed-by-government-using-dynamite-sticks/ Fri, 08 Mar 2019 07:16:16 +0000 https://www.thenewsbangla.com/?p=7822 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীর ১০০ কোটি টাকার সাধের বাংলো উড়িয়ে দিল মহারাষ্ট্রের রায়গড় জেলা প্রশাসন। মহারাষ্ট্রের আলিবাগে কিহিম সৈকতের পাশে ৩৩ হাজার স্ক্যোয়ার ফুটের জমিতে বেআইনী ভাবে নির্মিত হয়েছিল এই বিলাসবহুল বাংলো, বলেই অভিযোগ ছিল।

আরও পড়ুনঃ পুলওয়ামা হামলা মোদী ইমরানের ম্যাচ ফিক্সিংয়ের ফল, বললেন কংগ্রেস নেতা

সমস্ত রকম অত্যাধুনিক সুযোগ সুবিধায় পরিপূর্ণ আরব সাগরের তীরে নীরব মোদীর বাংলো। সুইমিং পুল, বাগান, কমিউনিটি হল সমেত নির্মিত হয়েছিলো এই বিলাসবহুল বাংলো। কি ছিল না তাতে। ৭ স্টার হোটেলকেও হার মানিয়ে দিত এই বৈভবময় বাংলো।

আরও পড়ুনঃবৈশাখীর হাত ধরে বিজেপিতে শোভন, জল্পনা তুঙ্গে

অত্যাধুনিক বাংলো বাড়ি হলেও বাড়ি তৈরিতে কোনো নিয়ম মানা হয়নি বলে নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ ছিল। সমুদ্র তীরে কোনও প্রকার নির্মাণ কার্যের জন্য যে ধরনের নিয়মবিধির কথা বলা হয়েছে, সেই নিয়মের কোনো তোয়াক্কাই বাড়ি তৈরির সময় করা হয়নি। পরিবেশের ভারসাম্য রক্ষার কোনো নিয়মও মানা হয়নি। স্বাভাবিকভাবেই পরিবেশবিদদের একাংশও এই ব্যাপারে ক্ষুব্ধ।

আরও পড়ুনঃ মরে গিয়েও তৃণমূল বিজেপির হাত থেকে রেহাই পেলেন না বড়মা

২০০৯ সালেই বম্বে হাইকোর্টে শম্ভুরাজে যুব ক্রান্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে এই বেআইনি নির্মাণের ব্যাপারে মামলা শুরু হয়। নীরব মোদীর বাড়ি সহ সমুদ্র উপকূলের পাশে বেআইনি ভাবে নির্মিত এই ধরনের ৫৮ টি বেআইনি রিসোর্ট, হোটেল তুলে দেওয়ার জন্যও আবেদন করা হয়। তাদের বক্তব্য ছিল, এতে কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম মানা হয়নি। তারপর ৬ সপ্তাহ আলোচনার পর বেআইনি নির্মাণ উচ্ছেদের পক্ষে রায় প্রদান করে বম্বে হাইকোর্ট।

আরও পড়ুনঃ এই প্রথম মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের অ্যাসিড আক্রান্তরা

এরপরেই বাংলোটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। কিন্তু বাংলো ভাঙ্গার কাজ সহজসাধ্য ছিলো না। অত্যন্ত মজবুত এই বাড়ি ভাঙতে রীতিমতো বেগ পেতে হয় প্রশাসনকে। অত্যাধুনিক এক বাড়িতে অসখ্য গেট এবং লোহার কাঠামো থাকায় প্রশাসনের এক্ষেত্রে যথেষ্ঠ বেগ পেতে হয়।

আরও পড়ুনঃ ডিএ মামলায় হাইকোর্টে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের

এক মাস চেষ্টা করেও শুধুমাত্র দরজা, জানালা সহ খুব সামান্য অংশই ভেঙে ফেলা সম্ভব হয়। অবশেষে আজ শক্তিশালী ডিনামাইট প্রয়োগ করে আজ পুরো বাড়িটি উড়িয়ে দেয় প্রশাসন। সমুদ্রের ধারের বাকি বেআইনি নির্মাণগুলিও ভেঙে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

ইতিমধ্যেই নীরব মোদীকে ভারতে ফেরানোর চেষ্টা শুরু করেছে ভারত সরকার। বিজয় মাল্যকে দেশে ফেরানোর ব্যপারে অনেকটাই এগিয়েছে কেন্দ্র সরকার। সেই ভাবেই নীরব মোদীকে ফেরানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। তার আগেই ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল মোদীর ১০০ কোটির সাধের বাংলো।

আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান যোজনায় দারিদ্র্যের পরিমান কমবে ২০ শতাংশ
আরও পড়ুনঃ রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>