NewTMC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 17 Aug 2022 12:15:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NewTMC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অভিষেকের নেতৃত্বে আসছে নতুন তৃণমূল, তাহলে পুরনো তৃণমূল-টার কি হবে https://thenewsbangla.com/new-tmc-of-abhishek-banerjee-is-coming-what-will-happen-to-old-tmc-of-mamata-banerjee/ Wed, 17 Aug 2022 12:15:23 +0000 https://thenewsbangla.com/?p=16193 অভিষেকের নেতৃত্বে আসছে নতুন তৃণমূল, তাহলে পুরনো তৃণমূল-টার কি হবে? এটাই এখন প্রশ্ন রাজু জুড়ে। ‘নতুন তৃণমূল’, দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের ছবি দিয়ে রহস্যময় হোর্ডিং, মমতা বাদ। আর তারপরেই শুরু জোর জল্পনা। চাকরি চুরি কাণ্ডে বা এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি’র হাতে গ্রেফতার হয়ে, এখন জেলে রয়েছেন তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আরেক ‘হেভিওয়েট’ নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন গরু চুরি মামলায় সিবিআই হেফাজতে। বিরোধীরা তৃণমূলের এই দুর্নীতি ইস্যুতে, তৃণমূলকে প্রতিদিন সমালোচনা করছে, তৃণমূলের সবাই চোর বলে। আর এই সময়েই, দক্ষিণ কলকাতা জুড়ে এই অদ্ভুত হোর্ডিং।

বিরোধী বিজেপি ও বাম নেতারা প্রশ্ন তুলেছেন, “নতুন তৃণমূল আসছে অভিষেকের হাত ধরে, তাহলে মমতার পুরনো তৃণমূলটা কি উঠে যাবে”? হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘আগামী ছ-মাসের মধ্যেই সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়’। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টোদিকে রাস্তার উপর লাগানো আরেকটা হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘মানুষ যেভাবে চায়, সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল’।

হোর্ডিংয়ে ছবি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। সব হোর্ডিংয়ে লেখা ‘নতুন তৃণমূল’ এই শব্দ। তারপরেই শোরগোল রাজ্য রাজনীতিতে। তাহলে পুরনো তৃনমূলটার কি হবে? প্রশ্ন তুলেছেন বিজেপি ও বাম নেতারা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “অভিষেকের বক্তব্যকে সামনে রেখেই, কেউ হোর্ডিং দিয়েছেন। খুব স্বাভাবিক বিষয়”।

]]>
‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ https://thenewsbangla.com/better-left-front-new-tmc-both-have-been-thrown-away-by-bengal-people-said-suvendu-adhikari/ Wed, 17 Aug 2022 06:28:31 +0000 https://thenewsbangla.com/?p=16174 ‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে,’উন্নততর বামফ্রন্ট’ এর ডাক দেন বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সিপিএম। কিন্তু বাংলার মানুষ সেই ‘উন্নততর বামফ্রন্ট’-কে আর সুযোগ দেয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছিল সিপিএম-কে। এবার চাকরি ও গরু চুরি কাণ্ডে দুই নেতা জেলে যাওয়ায়, একের পর এক দুর্নীতি সামনে আসায়, এবার বাজারে এল ‘নতুন তৃণমূল’ শব্দবন্ধ। ঠিক ‘উন্নততর বামফ্রন্ট’ এর মত। এরপরেই শুভেন্দু অধিকারী বলেছেন, “উন্নততর বামফ্রন্ট-কে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ, নতুন তৃণমূল-কেও মানুষ ছুঁড়ে ফেলে দেবে। মানুষকে টানা বোকা বানানো সম্ভব নয়”।

বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, “বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, “উন্নততর তৃণমূল সরকার”। এবার এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন তৃণমূল’। ‘নতুন তৃণমূল’, দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের ছবি দিয়ে রহস্যময় হোর্ডিং, মমতা বাদ। আর তারপরেই শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুনঃ গরুতে কাঁপছে অনেকেই, এনামুল, লতিফ, সায়গলের ফোন কললিস্ট সিবিআই হাতে

চাকরি চুরি কাণ্ডে বা এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি’র হাতে গ্রেফতার হয়ে, এখন জেলে রয়েছেন তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আরেক ‘হেভিওয়েট’ নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন গরু চুরি মামলায় সিবিআই হেফাজতে। বিরোধীরা তৃণমূলের এই দুর্নীতি ইস্যুতে, তৃণমূলকে প্রতিদিন সমালোচনা করছে, ‘তৃণমূলের সবাই চোর’ বলে। আর এই সময়েই, দক্ষিণ কলকাতা জুড়ে এই অদ্ভুত হোর্ডিং।

তাহলে কি চুরি ও দুর্নীতি কাণ্ড থেকে, ইস্যু ঘোরাতে চাইছে তৃণমূল? এমনটাই দাবি বিরোধী বিজেপি ও বাম নেতাদের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “অভিষেকের কোনও বক্তব্যকে সামনে রেখেই, কেউ এই হোর্ডিং দিয়েছেন। এটা খুব স্বাভাবিক বিষয়”। শুভেন্দু অধিকারী বলেছেন, “দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই, এটা পিসি-ভাইপোর চাল।’উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ।

]]>
‘নতুন তৃণমূল’, দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের ছবি দিয়ে রহস্যময় হোর্ডিং, বাদ মমতা https://thenewsbangla.com/new-tmc-mysterious-hoardings-across-south-kolkata-with-abhishek-banerjee-picture-no-mamata-banerjee/ Wed, 17 Aug 2022 05:51:44 +0000 https://thenewsbangla.com/?p=16171 ‘নতুন তৃণমূল’, দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের ছবি দিয়ে রহস্যময় হোর্ডিং, মমতা বাদ। আর তারপরেই শুরু জোর জল্পনা। চাকরি চুরি কাণ্ডে বা এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি’র হাতে গ্রেফতার হয়ে, এখন জেলে রয়েছেন তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আরেক ‘হেভিওয়েট’ নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন গরু চুরি মামলায় সিবিআই হেফাজতে। বিরোধীরা তৃণমূলের এই দুর্নীতি ইস্যুতে, তৃণমূলকে প্রতিদিন সমালোচনা করছে, তৃণমূলের সবাই চোর বলে। আর এই সময়েই, দক্ষিণ কলকাতা জুড়ে এই অদ্ভুত হোর্ডিং।

হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘আগামী ছ-মাসের মধ্যেই সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়’। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টোদিকে রাস্তার উপর লাগানো আরেকটা হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘মানুষ যেভাবে চায়, সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল’। হোর্ডিংয়ে ছবি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ছবি নেই। সব হোর্ডিংয়ে লেখা ‘নতুন তৃণমূল’ এই শব্দ। তাহলে কি চুরি ও দুর্নীতি কাণ্ড থেকে, ইস্যু ঘোরাতে চাইছে তৃণমূল? এমনটাই দাবি বিরোধী বিজেপি ও বাম নেতাদের।

আরও পড়ুনঃ গরুতে কাঁপছে অনেকেই, এনামুল, লতিফ, সায়গলের ফোন কললিস্ট সিবিআই হাতে

যদিও এইসব হোর্ডিং টাঙানোর কিছুক্ষণের মধ্যেই, খুলে সরিয়ে ফেলা হয়। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “অভিষেকের কোনও বক্তব্যকে সামনে রেখেই, কেউ এই হোর্ডিং দিয়েছেন। এটা খুব স্বাভাবিক বিষয়”।

]]>