New Digha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 09 May 2022 06:06:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg New Digha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অশনি সংকেত’, আয়লা, ফণী, আমফানের মতোই কি বাংলায় আছড়ে পড়বে অশনি https://thenewsbangla.com/asani-cyclone-will-hit-bengal-like-aila-fani-amphan-cyclone-people-question/ Mon, 09 May 2022 06:05:53 +0000 https://www.thenewsbangla.com/?p=15014 ‘অশনি সংকেত’, আয়লা, ফণী, আমফানের মতোই কি বাংলায় আছড়ে পড়বে? এটাই এখন বড় প্রশ্ন। এগোচ্ছে অশনি ঘূর্ণিঝড়; বাংলাতে প্রভাব হবে কি আয়লা, ফণী, আমফানের মতোই? কয়েকদিন ধরেই উঠেছে প্রশ্ন; বিশেষ করে রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এই নিয়ে এখনও পরিষ্কার রিপোর্ট; দিতে পারেনি আবহাওয়া দফতর।

গতি বাড়িয়ে বাংলার উপকূলের আরও কাছে ‘অশনি’; দক্ষিণবঙ্গে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘অশনি’ গতি বাড়িয়ে; তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারই তা পৌঁছে যাবে; উপকূলের কাছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর, ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে অশনি; দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে।

নয়া-দিল্লির মৌসম ভবনের দেওয়া শেষ খবর অনুযায়ী, সোমবার সকালে ঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে; এখন অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আবহবিদদের অনুমান, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই; বাংলার উপকূলের কাছে চলে আসবে ‘অশনি’।

মঙ্গলবার রাত পর্যন্ত উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে; উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অশনি’র অবস্থান। তারপর ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিক পরিবর্তন করে; উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থানের সম্ভাবনা।

অশনি-র প্রভাবে ইতিমধ্যেই কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গেই; শুরু হয়েছে তুমুল বৃষ্টি। বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়; বৃষ্টি হচ্ছে হাওড়াতেও। আগামী শুক্রবার পর্যন্ত; বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে শুক্রবারের মধ্যে; কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ‘অশনি’ ঘূর্ণিঝড় কোন পথে স্থলভাগে ঢুকবে; তা এখনও স্পষ্ট নয়। সোমবার সকালে আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী; ঘূর্ণিঝড়ের কেন্দ্র তৈরি হয়নি। ফলে ঘূর্ণিঝড়ের উপকূলের দিকে এগোনোর গতিবেগ জানা গেলেও; ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তের গতি কতটা, স্থলভাগে সেটি প্রবেশ করলে কত গতিতে ঝড় হবে তা জানা যায়নি।

সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত; মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, ‘অশনি’ মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন; সোমবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। কোথায় কী কী সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে; সেই বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

]]>
নিউ দিঘায় পুলিশের হাতে গ্রেফতার চিনা পর্যটক https://thenewsbangla.com/chinese-tourist-arrested-by-police-in-new-digha-sea-beach/ Sun, 18 Nov 2018 08:15:24 +0000 https://www.thenewsbangla.com/?p=2616 The News বাংলা, নিউ দিঘাঃ এক চিনা পর্যটককে গ্রেফতার করল দিঘা মোহনা কোস্টাল থানা। শনিবার ভোরে নিউ দিঘা হলিডে হোম ঘাটে চিন থেকে ঘুরতে আসা এক পর্যটক এর ব্যাগ খোয়া যায়। দুটি ব্যাগ ছিল সমুদ্রের পাড়ে। ব্যাগ দুটি রেখেই সমুদ্রের আনন্দ উপভোগ করছিলেন ওই চিনা পর্যটক। দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলে দেখা যায়, ওই চিনা পর্যটক-এর কথায় অনেক অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদের পর ওই চিনা পর্যটককে রবিবার গ্রেফতার করল পুলিশ।

জানা গেছে, এক চিনা পর্যটক শনিবার ভোরে হলিডে হোম ঘাটে সাঁতার কাটতে কাটতে ওল্ড দিঘা সী হক ঘোলার কাছে পৌঁছায়। তখন সবেমাত্র দিনের আলো ফুটছে। সেই সময়, বিচের কাছেই দোকান খোলার সময় স্থানিয় দোকানদারের নজরে আসে যে সী হক ঘোলাৱ কাছে একজন পর্যটক জলে কাতরাচ্ছে। স্থানীয় দোকানদাররা খবর দেন মোহনা কোস্টাল থানার নুলিয়া, ও পুলিশ কর্মীদের।

Image: The News বাংলা
Image: The News বাংলা

নুলিয়া ও স্থানীয় দোকানদার এর সহায়তায় ওই পর্যটককে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসা করা হয় ওই চিনা পর্যটকের। দেখা যায় পাথরে আঘাত লেগে হাতে ও পায়ে সামান্য কিছু চোট পেয়েছে ওই চিনা পর্যটক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মোহনা উপকূল থানার ওসি সঞ্জীব দত্ত ও অনান্য পুলিশ অফিসাররা।

পর্যটকের সঙ্গে কথা বলেন তাঁরা এবং খোয়া যাওয়া ব্যাগ এর সম্পর্কে জানতে চান। ব্যাগে থাকা পাসপোর্ট, ভিসা এবং ভারতীয় মুদ্রায় কিছু টাকা ছিল বলে পুলিশকে জানান ওই চিনা পর্যটক। পুলিশকে ওই চিনা পর্যটক জানিয়েছেন, সাঁতার কাটাই তার নেশা। তাই তিনি সাঁতার কাটছিলেন।

পুলিশ ওই পর্যটককে দীঘা মোহনা কোস্টাল থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। সত্যি ওই চিনা পর্যটকের ব্যাগ ছিল কিনা, কি করে এল, সত্যিকারের বৈধ কাগজপত্র ছিল কিনা, ভারতে আসার বৈধ কাগজপাত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে নিউ দিঘা থানার পুলিশ।

ওই চিনা পর্যটক এর বাড়ি চিন এর বেজিঙ এ বলে জানা গেছে। রবিবার তাকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হবে। পুলিশ তদন্ত শুরু করেছে কি উদ্দেশ্যে নেপাল হয়ে দিঘা এসেছিল চিনের ওই বাসিন্দা।

ওই চিনা পর্যটক পুলিশের কাছে বলে চলেছে ওর ব্যাগ খোয়া গেছে। কিন্তু পুলিশ ওকে জিজ্ঞাসাবাদের সময় অনেক কথায় অসঙ্গতি ধরা পড়ে। শনিবার এই নিয়ে দিনভর তদন্ত করে পুলিশ। রবিবার দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ওই চিনা পর্যটককে গ্রেফতার করেছে। পুলিশ তাকে নিজের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত করবে।

]]>