NDA – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 08:50:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NDA – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিহারে ‘সত্ত্বাবদল’, জেডিইউ-বিজেপি জোটে ভাঙন, লালুর ছেলে তেজস্বীর হাত ধরলেন নীতীশ https://thenewsbangla.com/bihar-govt-change-jdu-bjp-alliance-brake-nitish-kumar-tejashwi-yadav-alliance/ Tue, 09 Aug 2022 08:49:35 +0000 https://thenewsbangla.com/?p=15982 বিহারে ‘সত্ত্বা বদল’, জেডিইউ-বিজেপি জোটে ভাঙন, একজোট নীতীশ-তেজস্বী। পুরনো সঙ্গী আরজেডির সঙ্গেই ফের হাত মেলাল নীতীশের দল, বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সাক্ষাতের জন্য সময় চাইলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতীশ। মঙ্গলবার দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে, বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসবে জেডিইউ। বৈঠকের আগেই, অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে ফোনে কথা হয় নীতীশের। তবে তাতেও কোন ফল হয়নি।

কয়েকদিন ধরেই বিজেপি বিরোধী মন্তব্য করছিলেন নীতীশ। এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসবে জেডিইউ, এমনটাই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। আর সেটাই হল। মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, জোর ধাক্কা খেল বিজেপি। বিহারে এনডিএ ছাড়ল নীতীশের জেডিইউ। বিহারে রাজনৈতিক পটে, ফের পরিবর্তন। আশঙ্কা সত্যি করেই জেডিইউ-বিজেপি জোটে ভাঙন। এদিন নীতীশের ঘরে হওয়া এই বৈঠকে, বড় সিদ্ধান্ত নিল দল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন নীতীশ কুমার। ফের আরজেডির সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু-পুত্র তেজস্বী যাদব।

আরও পড়ুন; ভক্তের সঙ্গে ভগবান, গোপাল হাতে পদক জেতার মঞ্চে প্রিয়াঙ্কা

রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে, নীতীশের সঙ্গে থাকবেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সূত্র মারফত জানা গিয়েছে, বিহার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন ১৬ জন বিজেপি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে পারেন তেজস্বী, এমনটাই জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও, গরহাজির ছিলেন নীতীশ।

]]>
দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা https://thenewsbangla.com/bjp-announced-adivasi-leader-draupadi-murmu-name-as-nda-presidential-candidate/ Tue, 21 Jun 2022 16:19:05 +0000 https://www.thenewsbangla.com/?p=15624 দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী; রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন; আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মু; সে রাজ্যের প্রাক্তন মন্ত্রীও। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী সরকারের আমলে; ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে, বিজেপি সভাপতি জেপি নড্ডা; তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দৌপদীর নাম ঘোষণা করেন; পরবর্তী রাষ্ট্রপতি পদের এনডিএ জোটের প্রার্থী হিসাবে।

আর এই মুহূর্তে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে, এখন বিজেপি ও এনডিএ জোটের যা শক্তি; তাতে বড় কিছু অঘটন না ঘটলে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু; তা আর বলার অপেক্ষা রাখে মা।

আরও পড়ুনঃ প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা

এর আগে জানা গিয়েছিল, সম্ভবত সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন; আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। সংঘ পরিবারের ইচ্ছায় বিজেপির রাষ্ট্রপতি হচ্ছেন, বেঙ্কাইয়া নাইডু; এমনটাই জানা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ২০ জন প্রার্থীর মধ্যে, বিজেপি নেতৃত্ব বেছে নিলেন; ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী ও ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু-কেই।

আরও পড়ুনঃ ‘অগ্নিবীর’ নিয়োগ শুরু, সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

২০০৪ সালে, ওড়িশার রাইরঙ্গপুর থেকে; বিজেপি বিধায়ক হন আদিবাসী নেত্রী দ্রৌপদী। ২০০৬ সালে, ওড়িশা বিজেপির তফশিলি মোর্চার সভাপতি হন; ২০০৭ এ সেরা বিধায়ক হিসেবে; তাঁকে পুরস্কৃত করে ওড়িশা বিধানসভা। তাঁর নাম ঘোষণা করেই, বিরোধীদের দিকে আ’ক্রমণ শা’নালেন; বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম সবাই একসঙ্গে রাষ্ট্রপতির নাম ঘোষণা করব; কিন্তু আগেভাগেই বিরোধীরা অন্য প্রার্থী ঘোষণা করে দেওয়ায় দ্রৌপদীর নাম ঘোষণা করা হল”।

জানা যাচ্ছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে কোন আদিবাসী মহিলা ‘মুখ’কে; সামনে রেখেই এগোতে চাইছিল বিজেপি। রাইসিনা হিলসের দৌড়ে তাই অন্তত জনা তিনেক মহিলা ছিলেন; তামিলসাই সৌন্দরাজন, আনন্দীবেন প্যাটেল এবং দ্রৌপদী মুর্মু। এই তিন মহিলার নাম নিয়েই, এদিন বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে আলোচনা হয়। যাতে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

]]>
রাহুলকে সরিয়ে ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া https://thenewsbangla.com/sonia-gandhi-takes-initiative-for-upa-government-instead-of-rahul-gandhi/ Fri, 17 May 2019 09:25:26 +0000 https://www.thenewsbangla.com/?p=13018 মাঝে আর একটি মাত্র দিন; সপ্তম দফা নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হবে সপ্তদশ লোকসভা নির্বাচন; তারপর ২৩শে মে সেই মাহেন্দ্রক্ষণ; ভাগ্য নির্ধারিত হবে আগামী ৫ বছরের জন্য কাদের হাতে যেতে চলেছে কেন্দ্রের ক্ষমতা। তার আগেই রাহুলকে সরিয়ে; ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া নিজেই।

ভোটের ফলপ্রকাশের আগেই মোদী বিরোধী দলগুলোকে নিয়ে; ইউপিএ মহাজোট গঠনের তোড়জোড় শুরু করে দিল কংগ্রেস। সরকার গড়তে দলের হাল ধরলেন সনিয়া গান্ধী। এবার লোকসভা নির্বাচনে আগাগোড়াই ফ্রন্ট সাইডে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানসিকতার, বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

দলের প্রচার থেকে বিভিন্ন সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল মূলত তারই হাতে; বিগত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে গোবলয়ের ৩ রাজ্যে বিজেপিকে ধাক্কা দেবার পরে রাহুলের দায়িত্বও অনেক বেড়ে যায়; হাতে গোনা নির্বাচনী সভা ছাড়া সনিয়া গান্ধীকে এবার সেভাবে প্রচারে দেখা যায়নি।

কিন্তু গত কয়েকমাসেই কংগ্রেসের অবস্থারও পরিবর্তন হয়েছে; দলের বিরুদ্ধে তোপ দেগে দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ছাড়াও বহু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন বিজেপিতে; বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসে মাত্র ১০ দিনে কৃষিঋন মকুব করার কথা বললেও ক্ষমতায় এসে কৃষকদের কোনও দিশার আলো দেখাতে পারেনি কংগ্রেস।

আরও পড়ুনঃ যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন রাজীব কুমার

এদিকে আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের; এই অবস্থায় কংগ্রেসের অবস্থা কিছুটা ব্যাকফুটে আন্দাজ করেই মহাজোটকে নিয়েই সরকার গড়তে মরিয়া কংগ্রেস; রাহুলকে সরিয়ে তাই ব্যাটন হাতে নিলেন সনিয়া।

জোট গঠনে ইউপিএ এবং র বাইরে থাকা দলগুলোর সঙ্গেও কথা বলা হচ্ছে। গতকালই কংগ্রেসের তরফে গুলাম নবী আজাদ জানিয়েছেন; কংগ্রেসের থেকেই প্রধানমন্ত্রী হবেন এরকম কোনও ব্যাপার নেই। তেলেঙ্গানায় টিআরএস এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের সাথে তিনি কথা বলেছেন।

আরও পড়ুনঃ বেকারদের ড্রাইভিং, চুল কাটার ট্রেনিং নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথে কথা বলেছেন জোটের ব্যাপারে। ইউপিএ মহাজোটের সম্ভাবনা উজ্জ্বল হলে; সবার আগে তারাই সরকার গড়ার দাবি জানাবেন বলেই সনিয়ার নেতৃত্বে এই তৎপরতা। কাদের ভাগ্যে শিকে ছেড়ে; তার জন্য অপেক্ষা ২৩শে মে পর্যন্ত।

]]>
ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার https://thenewsbangla.com/narendra-modi-wins-election-satta-bajar-bets-on-bjp-crossing-250-nda-300/ Mon, 18 Mar 2019 14:18:06 +0000 https://www.thenewsbangla.com/?p=8736 অপ্রতিরোধ্য বিজেপি। জিতবে এবার সেই বিজেপি। ক্ষমতায় আসবে ফের নরেন্দ্র মোদী। না কোন জনমত সমীক্ষা বা ওপিনিওন পোল নয়। ভোটের আগেই এমন ফলের কথা জানাচ্ছে ভারতের সাট্টাবাজার। জুয়োর বাজারে মোদী আর বিজেপির ক্ষমতায় ফেরার পক্ষেই বাজি ধরছেন মানুষ।

২০১৯ লোকসভা নির্বাচনে কার ঝুলিতে কটা আসন যাবে, তা নিয়ে ইতিমধ্যেই অনেকগুলি সংস্থার জনমত সমীক্ষা সামনে এসেছে। এবার সমীক্ষার ফলপ্রকাশ করল রাজস্থানের যোধপুরের সাট্টাবাজার। নির্বাচন সংক্রান্ত ফলাফলের সম্ভাবনায় যাদের সমীক্ষা বহুক্ষেত্রেই মিলে যায়। এর আগেও অনেকবার এই সাট্টাবাজার এর ফলাফল মিলে গেছে।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

সম্প্রতি রাজস্থান সহ সারা দেশে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জনমত সমীক্ষা চালায় সাট্টাবাজার। তাদের সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারই পুনরায় ক্ষমতায় আসতে চলেছে।

সাট্টাবাজারের সমীক্ষা বলছে, বিজেপি একক রাজনৈতিক দল হিসেবে ২৫০ টি আসন লাভ করতে পারে। আর ম্যাজিক ফিগার অতিক্রম করে ৩০০ থেকে ৩১০ টি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপির এনডিএ জোট।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সর্বভারতীয় মিডিয়ার সমীক্ষায় বলা হয়েছে বিজেপি এককভাবে ২০০ সিটের সামান্য কিছু বেশি আসন লাভ করতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ২৬৫ এর মতো আসন। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার থেকে সামান্য কিছু দূরে আটকে যাবে বিজেপির এনডিএ জোট। সাট্টাবাজার যদিও আগেই বলেছিল এনডিএ জোটের প্রাপ্ত সম্ভাব্য আসন সংখ্যা ২৮০ টি।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

কিন্তু এবার তারা জানাচ্ছে, এয়ার স্ট্রাইকের আগে প্রায় সমস্ত জনমত সমীক্ষায় এনডিএর সম্ভাব্য আসন সংখ্য কিছুটা কম প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইকের পরেই বিজেপি তথা এনডিএর প্রতি জনসমর্থন হু হু করে বেড়েছে। যার ফলে ভোটের আসন সংখ্যায় একধাক্কায় অনেকটাই বাড়ছে। ২৮০ থেকে এনডিএ জোটের প্রাপ্ত সম্ভাব্য আসন সংখ্যা হতে পারে ৩০০ থেকে ৩১০ টি।

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

আগের সমীক্ষায় সংখ্যাটা ম্যাজিক ফিগারের আশেপাশে থাকলেও এবার এনডিএর আসন সংখ্যা ৩০০ অতিক্রম করে ৩১০ অবধি আসন পেতে পারে বলে জানিয়েছে সাট্টাবাজার। সেক্ষেত্রে বিজেপি একক ভাবে পাবে ২৫০ টি আসন। কংগ্রেসের ক্ষেত্রে আগে ১০০ টি আসন দেওয়া হলেও এখন কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা ৭০ থেকে ৭২ এর মধ্যে আটকে যাবে বলে তারা জানিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

সাট্টাবাজারের এই সমীক্ষা খুশীর খবর এনেছে গেরুয়া শিবিরে। অন্যদিকে এটা ভোটের আগে বিজেপির একটা নতুন চাল বলে এই সাট্টাবাজারের সমীক্ষা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। এই সাট্টাবাজারের সমীক্ষা মেলে কিনা সেটা বোঝা যাবে আগামী ২৩ মে তারিখেই।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>