NDA Leaders – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 26 Apr 2019 07:11:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NDA Leaders – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসীতে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/narendra-modi-files-varanasi-nomination-top-nda-leaders-join-show-of-strength/ Fri, 26 Apr 2019 07:04:10 +0000 https://www.thenewsbangla.com/?p=11678 বিরোধীরাও গণতন্ত্রকে শক্তিশালী করেছে, বিরোধীদের ঢালাও প্রশংসা করেই শুক্রবার বারাণসীর জেলাশাসকের অফিসে ফের মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-এর তাবড় তাবড় নেতার উপস্থিতিতে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। তার আগে পা ছুঁয়ে প্রনাম করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের।

বারাণসীতে রোড শো নরেন্দ্র মোদীর/The News বাংলা
বারাণসীতে রোড শো নরেন্দ্র মোদীর/The News বাংলা

তবে শুক্রবার মনোনয়নপত্র জমা দেবার আগে কর্মীসভা করেন নরেন্দ্র মোদী। দলীয় কর্মীদের উদ্দেশে এমন একটি বার্তা দেন মোদী, যা তাঁর মুখে খুব একটা শোনা যায় না। বিরোধীদের শত্রু হিসেবে যেন না দেখা হয়, সেই কথাই বলেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, “কে কোন দলের প্রার্থী হয়েছে, সেটা নিয়ে বেশি চর্চা করবেন না। বিরোধীরাও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই রয়েছে। ওরা আমাদের শত্রু নয়”। পাশাপাশি কে কত ভোটে জিতল সেটা নিয়েও যাতে বেশি চর্চা না হয়, সেই বার্তাও দেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ টার্গেট মুর্শিদাবাদ, অধীরকে হারাতে বহরমপুরে ইমামদের নিয়ে সভা শুভেন্দুর

এর পরেই কালভৈরব মন্দিরের উদ্দেশে রওনা দেন মোদী। সেখানে পুজো দিয়ে সোজা চলে আসেন জেলাশাসকের অফিসে। সেখানেই নিজের মনোনয়ন জমা দিয়েছেন মোদী। পুরো এনডিএ জোট নিয়ে গিয়ে নমিনেশন জমা দিয়ে নিজেদের জোটের ছবিও তুলে ধরলেন গোটা ভারতের সামনে। উদ্ধব ঠাকরে থেকে শুরু করে প্রকাশ সিং বাদল, জোটের জমজমাট ছবি মোদীর নমিনেশনে।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

তবে নমিনেশনের আগে বৃহস্পতিবারই বারাণসী কাঁপান মোদী। এমনটা কী কখনও দেখেছে বারাণসী? দেশেও আগে এমন ছবি দেখা গিয়েছে কী? বারাণসীতে নরেন্দ্র মোদির মেগা রোড-শো। বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে আওয়াজ উঠল, ‘ঔর এক বার, মোদী সরকার’। উনিশের ভোটে দু-হাজার চোদ্দর ছবি কেন? না, দু-হাজার চোদ্দ নয়, ছবিটা উনিশের ভোটেরই। বৃহস্পতিবারের সন্ধেয় যেন ফিরে এল পাঁচ বছর আগের একটা ছবি। বা বলাই যায়, ২০১৯ ছাপিয়ে গেল ২০১৪-কেও।

আরও পড়ুনঃ প্রার্থী না পেয়ে এক মাতালকে টিকিট তৃণমূলের, মদনকে কটাক্ষ অর্জুনের

বৃহস্পতিবার থেকে শুক্রবার, আগাগোড়া পাশে রইলেন দলীয় সভাপতি অমিত শাহ। সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য পীযূষ গোয়েল, জেপি নাড্ডারা। বিজেপি নেতৃত্ব অবশ্য বলছে, অন্যদের কথা ছাড়ুন। মানুষের উচ্ছ্বাসটা দেখুন। লঙ্কা থেকে সোনাপুরা, মদনপুরা, জানগামবাদি, গোদাউলিয়া হয়ে দশাশ্বমেধ ঘাট।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

সন্ধ্যারতির পর গঙ্গায় মহাপুজো। দেশের মঙ্গলকামনায় ত্রিবেণী সঙ্গম আরতি করেন প্রধানমন্ত্রী। সেখানেও জনপ্লাবন। ২০১৪ চেয়েও বেশি। শুক্রবার সকালে আরও একপ্রস্থ শক্তি প্রদর্শন হল। এনডিএ শরিক দলগুলির শীর্ষনেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী। ২০১৪-র সাফল্যের পুনরাবৃত্তি হবে কিনা তার উত্তর পেতে এখনও চার সপ্তাহের অপেক্ষা। তবে ২০১৯ এ মোদীর বারাণসী কিন্তু ছাপিয়ে গেল ২০১৪ কেও।

]]>