NCP leader Sharad Pawar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 May 2019 07:39:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NCP leader Sharad Pawar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 এনসিপির বোতাম টিপলেই ভোট পাচ্ছে বিজেপি, দাবি শরদ পাওয়ারের https://thenewsbangla.com/sharad-pawar-complaint-bjp-hacked-evms-in-lok-sabha-election-2019/ Fri, 10 May 2019 07:39:45 +0000 https://www.thenewsbangla.com/?p=12667 ইভিএম নিয়ে অভিযোগ বহুদিনের; বিশেষ করে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একাধিক বার ইভিএম নিয়ে অভিযোগ এনেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলি; ইভিএমের পরিবর্তে পুনরায় ব্যালট পেপারে ভোট করানোর দাবি জানিয়েছেন তারা; যদিও ব্যালট নিয়ে ওঠা অভিযোগ বরাবরই খারিজ হয়ে গেছে।

এবার সেই একই অভিযোগ আনলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ার; বৃহস্পতিবার তিনি দাবি করেন; তিনি নিজেই একবার একটি অভিজ্ঞতার সম্মুখীন হন; যেখানে নিজের দলীয় প্রতীকে ভোট দিলেও ভোট বিজেপি পাচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন তেজ বাহাদুরের ভোটে লড়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

তিনি বলেন; ইভিএম নিয়ে তিনি ওয়াকিবহাল; তাকে গুজরাট ও হায়েদ্রাবাদে ইভিএম পরীক্ষা করার জন্য ডাকা হয়েছিল বলে জানান তিনি; সেখানে তাকে বোতাম টিকে ইভিএম পরীক্ষা করতে বলা হয়; এরপরেই তিনি তার দলীয় প্রতীক চিহ্নের বোতামে প্রেস করেন; কিন্তু লক্ষ্য করেন; সেই ভোট গিয়ে যোগ হচ্ছে বিজেপিতে; এমনই অভিজ্ঞতার কথা জানান তিনি।

যদিও সব ইভিএম মেশিনেই এই ধরনের কারচুপি হচ্ছে না; সেটাও তিনি স্বীকার করে নিয়েছেন; পাওয়ারের দাবিকে সমর্থন জানিয়ে অন্যান্য বিজেপি বিরোধী দল গুলোও জানিয়েছে; চাইলেই ইভিএম মেশিনের রেজাল্ট ওলট পালট করা সম্ভব।

আরও পড়ুন গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক ভারতী ঘোষ

শরদ পাওয়ার সহ আরও ২০টি রাজনৈতিক দল গত ৮ই এপ্রিল ইভিএমের কারচুপির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়; কিন্তু তাদের দাবিকে নস্যাৎ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কোন ইভিএম মেশিনে কারচুপি হচ্ছে না সুপ্রিম কোর্ট।

]]>
জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা https://thenewsbangla.com/omar-abdullah-wants-separate-president-prime-minister-for-jammu-and-kashmir/ Mon, 01 Apr 2019 14:39:35 +0000 https://www.thenewsbangla.com/?p=9672 জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নয়, এবার জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা পরিস্কার জানিয়ে দেন, জম্মু কাশ্মীরের জন্য আলাদা সুযোগ সুবিধা তুলে দিলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই। আর এই ঘোষণার পরেই জোটসঙ্গী ন্যাশন্যাল কনফারেন্সের জন্য দেশ জুড়ে সমালোচনার মধ্যে পরেছে কংগ্রেস।

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এবার জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নয়, জম্মু কাশ্মীরের জন্য একেবারে আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। যদি সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হয়, তাহলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই বলেই দাবি করে বসলেন ওমর আবদুল্লা।

আর এই নিয়েই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই ইস্যুতে জোটসঙ্গী ন্যাশন্যাল কনফারেন্সের জন্য চরম সমস্যায় পরে গেছে কংগ্রেস। ভোটের মুখে এই নিয়ে কংগ্রেস ও রাহুলকে একহাত নিয়েছেন নরেন্দ্র মোদী। মহাজোটের সব শরিককেই তুলধোনা করেছেন মোদী। মহাজোটের সব নেতাদের উদ্দ্যেশ্যেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মোদী।

ঠিক কি বলেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা? তিনি বলেছেন, যদি সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হয়, তাহলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই। তিনি প্রকাশ্যে বলেছেন, সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হলে, জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চাই।

আর এই বক্তব্যের পরেই দেশ জুড়ে হইচই পরে গেছে। তুমুল সমালোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। তবে এই নিয়ে এখনও মুখ খলে নি কংগ্রেস। মহাজোটের অন্যান্য নেতারাও এই নিয়ে এখনও কোন মুখ খোলেন নি। ভোটের মুখে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার এই মন্তব্য কংগ্রেসকে যে বিপদের মধ্যে ফেলল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

]]>