Navratri – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Apr 2019 07:27:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Navratri – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে https://thenewsbangla.com/hindu-sena-activists-accused-for-forcefully-shutting-meat-shops-during-navratri/ Mon, 08 Apr 2019 07:27:04 +0000 https://www.thenewsbangla.com/?p=10277 চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে দুই শতাধিক মাংসের দোকান জোর করে বন্ধ করার অভিযোগ উঠলো হিন্দু সেনার বিরুদ্ধে। হরিয়ানার গুরুগ্রামের এই ঘটনা সম্পর্কে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ কংগ্রেসকে ভোট দিয়ে মুসলিম ভোট ভাগ না করার আবেদন মায়াবতীর

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাকেশ ও প্রমোদ সিং নামের দুই ব্যক্তির নেতৃত্বে আরও বেশ কিছু লোক জড়ো হয়ে মাংসের দোকান গুলো জোর করে বন্ধ করে দিতে থাকে, সাথে সাথে তারা দোকানের মালিকদেরও হুমকি দিতে থাকে।

আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর

এই ঘটিনায় প্রমোদ, রাকেশ সহ ৪০ জন হিন্দু সেনার বিরুদ্ধে দোকান মালিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার সুমের সিং জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিরা ব্যাটন, লোহার রড, হকি স্টিক নিয়ে ওই এলাকা টহল দিচ্ছিলো।

আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার

সূত্রের তরফে জানা গিয়েছে, ২০০ জনেরও বেশি হিন্দু সেনা সদস্য গুরুগ্রাম সংলগ্ন পালাম বিহার, ওম বিহার, বাদশাপুর ইত্যাদি বেশ কিছু এলাকায় সারাদিন টহলদারি করে দুই শতাধিক মাংসের দোকান বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

হিন্দু সেনা প্রধান ঋতু রাজ জানিয়েছে, চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে উৎসবের দিন গুলোতে তাদের এই টহলদারি জারি থাকবে। তাদের মনে, নবরাত্রির সময়ে মাংসের দোকান খোলা রাখলে তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে, তাই তারা এই পদক্ষেপ নিচ্ছেন।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নিজের লেখা কবিতার গানে নবরাত্রির নাচ দেখে মুগ্ধ মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-was-amazed-by-the-dance-of-navratri-which-is-based-on-his-own-poem/ Sat, 13 Oct 2018 12:05:13 +0000 https://www.thenewsbangla.com/?p=1168 নিউ দিল্লি: নিজের লেখা কবিতা কখন যেন গান হয়ে গেছে আর সেই গানের তালে তালে নবরাত্রির নাচ দেখে মুগ্ধ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেটেই এই নাচ দেখলেন মোদী। নাচ দেখে চোখে জল চিকচিক করল তাঁর। আবেগ গোপন না করেই টুইট করলেন তিনি।

সমগ্র ভারত তথা উত্তর ভারত জুড়েই চলছে নবরাত্রির প্রস্তুতি। গোটা দেশ মেতে উঠেছে উৎসবের মেজাজে। নিজস্ব রীতি অনুযায়ী পোশাক আর নাচ ছাড়া নবরাত্রির উৎসব সম্পূর্ণ হয় না।

উৎসবে নাচার জন্য ডান্ডিয়া ও গারবা নাচের প্রস্তুতি চলছে। কোথাও ফাল্গুনী পাঠকের, কোথাও আবার অমিত ত্রিবেদীর গানের সুরে পা মেলাচ্ছেন নাচিয়েরা। সেই সময় একটি গানে নাচলেন বেশ কয়েকজন দৃষ্টিহীন মেয়ে। গানটি লিখেছেন আর কেউ নয়, স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাতি ভাষায় লেখা মোদীর কবিতায় সুর দিয়েছেন সুরকাররা। গেয়েছেন ঐশ্বর্য্য মজুমদার ও অমি পারিখ। গুজরাতি ভাষায় কবিতার নাম ‘ঘুমে এনো গারবো’, লেখক নরেন্দ্র মোদী।

গুজরাতের আহমেদাবাদের ‘অন্ধ কন্যা প্রকাশ গ্রূহ’ নামে একটি দৃষ্টিশক্তিহীন মহিলাদের সংস্থা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা কবিতার গানেই নবরাত্রির নাচ করবেন বলে ঠিক করেছেন। ট্রাডিশনাল গানের বদলে একটু স্বাদ পরিবর্তন। গারবা নাচই নাচলেন মেয়েরা, তবে মোদীর কবিতায় সুর করে।

ইতিমিধেই ইন্টারনেটে এই নাচ ভাইরাল। নরেন্দ্র মোদীর লেখা জানার পর আরও ভাইরাল এই নাচের ভিডিও। প্রধানমন্ত্রী নিজেও এই নাচ দেখে একেবারে মুগ্ধ। টুইট করে নিজের সেই আবেগ জানালেন দেশবাসীকে।

জানালেন, তাঁর লেখা কবিতায় সুর দিয়ে এই দৃষ্টিহীন মেয়েদের গারবা নাচ তাঁকে মুগ্ধ করেছে। বেশ অবাকই হয়েছেন মোদিজী। ওই টুইটেই নবরাত্রির জন্য ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

একসময় গুজরাতি ভাষায় কবিতা লিখতেন ভারতের প্রধানমন্ত্রী। এতদিন পর সেই কবিতা আবার এবারের নবরাত্রির উৎসবে প্রকাশ্যে এল গুজরাতের আহমেদাবাদের ‘অন্ধ কন্যা প্রকাশ গ্রূহ’ নামে ওই দৃষ্টিশক্তিহীন মহিলাদের সংস্থার হাত ধরে।

]]>