Naveen Jindal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 08 Jun 2022 13:51:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Naveen Jindal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘ভারতকে বয়কট’, কোন দেশের হিম্মত নেই, গবেটদের গল্পের গরু গাছে উঠেছে https://thenewsbangla.com/boycott-india-no-country-has-the-courage-prophet-muhammad-controversy/ Wed, 08 Jun 2022 13:51:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15311 ‘ভারতকে বয়কট’, কোন দেশের হিম্মত নেই; গবেটদের গল্পের গরু গাছে উঠেছে। ভারতীয় পণ্য নাকি বয়কটের ডাক দিয়েছে; আরব দেশগুলো আর মুসলিম দেশগুলো। তাই নাকি ভয় পেয়েছে ভারত; সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই সব পোস্টে। আসলে পোস্টগুলো করছে; বাংলাদেশী মুসলিমরা। সবচেয়ে অবাক লাগছে, দেশের কিছু অন্ধ ভক্তও; এই সুরে তাল মিলিয়েছে। আরব দেশগুলো থেকে নাকি, কোটি কোটি ভারতীয়দের ছাঁটাই করা হবে; হাসব না কাঁদব বুঝে উঠতে পারিনা, এইসব সবজান্তা’দের দেখে।

কয়েকটা তথ্য পরিষ্কার করে দেওয়া যাক;
১. যারা ভারতীয় পণ্য বয়কটের কথা বলছে; তাদের নিজেদের দেশের সামর্থ্য সম্পর্কে কোন ধারনাই নাই। আর দু একটা দেশের, দু একটি ডিপার্টমেন্টাল স্টোরের মাথামোটা ধার্মিক কি করল; তাতে ভারতের কিস্যু যায় আসে না।
২. ফেসবুকে আরবের দেশগুলোতে ভারতীয় পণ্য বয়কটের যে গালগপ্পো শোনা যাচ্ছে; তার ৯০ ভাগই গুজব। হ্যাঁ, অল্প কিছু সুপার মার্কেট, ভারতীয় পণ্য তাদের দোকানগুলো থেকে সরিয়ে নিয়েছে। গুগল করলেই দেখতে পারবেন; সেটাই হাতেগোনা কয়েকটা কোম্পানি; সেই দেশেই তাদের কোন ভূমিকা নেই।

আরও পড়ুন; নতুন ভারতে আপোষ নয়, ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ‘পাল্টা’ দিলেন ভারতীয়রা

৩. দুদিন ভারত থেকে গম না পেলে; ইউরোপ, বাংলাদেশ আর আরব দেশগুলো কান্নাকাটি শুরু করে। ইতিমধ্যেই কাতার ভারতের পায়ে পরে গেছে; খাদ্যদ্রব্য পাওয়া নিয়ে। ভারতের পণ্য বয়কট করতে হবে না, ভারত দুদিন গম আটা ময়দা না পাঠালে; আরব সহ বিশ্বের বহু দেশ ভাতে মারা যাবে। তাই এসব নিয়ে যেসব হ্যাজ দেখতে পাচ্ছেন; তার কমেন্ট সেকশনে ‘গর্দভ’ লিখে আসুন।
৪. কোন আরব দেশ থেকে, ভারতের শ্রমিক ফিরিয়ে দেওয়ার কোন হুমকি; ভারতকে কেউ দেয় নাই। দেবেও না, দিতে পারবেও না। কারণ ডাক্তার, নার্স থেকে শুরু করে; সিভিল ইন্জিনিয়ার, সফটওয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার স্পেশালিস্ট, সবকিছুতেই মাথায় আছে ভারতীয়রা। যাদের ছাড়া দেশ অচল।

৫. রাজমিস্ত্রি থেকে অ্যাকাউন্টেন্ট; ব্যাঙ্ক কর্মী থেকে কোম্পানি অ্যাসিস্টেন্ট, সব ভারতীয়। কতজনকে সরাবে, দেশ বসে যাবে; ভারতীয়রা ছেড়ে এলে। ভারত একবার বলে দিক, ইরাক ইরান কাতার কুয়েত সৌদিতে স্কিলড লেবার পাঠাবে না; তারপরে দেখুন আরব দেশগুলোর কি অবস্থা হয়।
৬. সবক্ষেত্রেই এসব হাই-স্কিলড প্রফেশনাল-দের রিপ্লেস করার মতন ম্যান পাওয়ার; এই দুনিয়াতেই নাই। চিনে আছে, কিন্তু চিনে উইঘুর মুসলিমদের কি অবস্থা; তা দুনিয়া জানে। আর চিন একবার কোন দেশে ঢুকলে; তার অবস্থা ওই শ্রীলঙ্কার মতই হবে।
৭. শ্রমিক আছে, বাংলাদেশ আর পাকিস্তানে। কিন্তু ভারত তো আর বাংলাদেশ পাকিস্তানের মতন; শুধুই ‘ধার্মিক’ অদক্ষ কাজ না জানা শ্রমিক পাঠায় না। ভারত কাজ জানা স্কিলড শ্রমিক পাঠায়।

আরও পড়ুন; হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা

৮. প্রতি বছর ভারত থেকে যে পরিমানে ছাত্র-ছাত্রী ডাক্তারী ইন্জিনিয়ারিং পাশ করে বের হয়; বিশ্বের সব মুসলিম দেশগুলো থেকেও কয়েক দশকে এত ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোয় না।
৯. এদের অনেকেই আরব দেশগুলোতে চাকরি করতেও যায়; এদের ছাঁটাই করে আরবরা কি নিজের পায়েই কুড়ুল মারবে বলে কারোর মনে হয়।
১০. আরব দেশগুলো শুধু তেলের টাকাই আছে; সেই টাকায় তারা কোনদিন ছড়ি ঘোরাতে পারেনি, পারবেও না। দর্জি থেকে দারোয়ান, কর্মী থেকে করণিক, ডাক্তার ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট সব ভারতীয়।

ফলে বেফালতু হ্যাজে নজর দেবেন না। আরব দেশগুলো তেল বেচেও; আর বেশিদিন রাজত্ব করতে পারবে না। ইউরোপ আমেরিকায় ইতিমধ্যেই, তেলের উপর ভরসা ছেড়ে; রিনিউবল এনার্জি প্রযুক্তির দিকে ঝোঁকা শুরু হয়ে গেছে। ২০-২৫ বছর পরে, বহু আরব দেশের; তেল-গ্যাস মাটির নিচেই পঁচবে। তাই ভারতকে বয়কট; গবেটদের গুজব ছাড়া আর কিছুই নয়।

]]>
হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা https://thenewsbangla.com/hazrat-muhammad-controversial-remarks-al-qaeda-threatens-to-attack-india/ Wed, 08 Jun 2022 05:49:02 +0000 https://www.thenewsbangla.com/?p=15300 হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য; ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা। বিজেপি নেত্রী নূপুর শর্মার, হজরত মহম্মদ-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের; দিল্লি সহ চার রাজ্যে ভয়াবহ আ’ত্মঘা’তী বি’স্ফোরণের হুমকি দিল আল কায়দা। একটি হু’মকি চিঠি দিয়ে, এই হামলার কথা সরাসরি জানিয়েছে; আল কায়দা জ’ঙ্গি সংগঠনটি। রাজধানী দিল্লির পাশাপাশি এই আ’ত্মঘা’তী হা’মলা হতে পারে; গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বইয়ে। চিঠিতে এই ‘মিশন’কে; ‘প্রফেটের সম্মান রক্ষার্থে লড়াই’ বলেও অ্যাখ্যা দিয়েছে আল কায়দা। আর এই চিঠি পাওয়ার পরেই; নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা-গুলি।

গত ৬ই জুন তারিখ এই জ’ঙ্গি সংগঠনের তরফে, প্রকাশ করা বিবৃতিতে; এই আ’ক্রমণকে ‘নবীর মর্যাদা রক্ষার লড়াই’ বলে উল্লেখ করা হয়েছে। হু’মকি বার্তায় ‘আল কায়দা ফর সাব কন্টিনেন্ট’ লিখেছে; “দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ ও মুম্বইতে যে ‘হিন্দু স’ন্ত্রাসবা’দী’রা রয়েছে তারা এখন মৃত্যুর প্রতীক্ষা করুক। বাড়িতে বা সেনাঘাঁটিতে লুকিয়ে তারা পার পাবে না। আল কায়দার যোদ্ধারা নিজেদের এবং শিশুদের শরীরে; বি’স্ফোরক বেঁধে হা’মলা চালাবে”। আল কায়দার এই হুমকি নিয়ে অবশ্য; কেন্দ্রীয় সরকার এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই বিবৃতিকে আদৌ কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে কি না; তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ১৩৩টি সোনার মোহর, নগদ ২ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার

মুসলিমদের পয়গম্বরকে জড়িয়ে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যে বিতর্ক তৈরির পর; আন্তর্জাতিক ময়দানে খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারত। আপত্তি জানিয়ে সোচ্চার হয়েছে; কাতার বাহরিন সহ বিভিন্ন আরব দেশ। আরবের বেশ কয়েকটি দেশ; নূপুর শর্মার পয়গম্বর সম্পর্কে বিতর্কিত বক্তব্যের জোর প্রতিবাদ করেছে। দেশগুলির মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ওমান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ। তবে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই, নুপুর শর্মা ও নবীন জিন্দাল; এই ইস্যুতে মন্তব্য করা উভয় নেতাকেই সাসপেন্ড করেছে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস

ইতিমধ্যেই ৫৭টি মুসলিম দেশের সংগঠন, ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’; এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে। বেশ কয়েকটি আরব দেশে; ভারতীয় পণ্য বয়কট শুরু হয়ে গিয়েছে। ভারতের বিরোধিতা শুরু করেছে; ছোট-ছোট মুসলিম দেশগুলোও।

]]>
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও https://thenewsbangla.com/national-flag-of-india-can-be-lifted-by-the-indians-at-night-with-some-rules/ Tue, 29 Jan 2019 10:17:50 +0000 https://www.thenewsbangla.com/?p=6156 ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা তুলেছিল বর্ধমানের শালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়। তারপর নামাতে ভুলে যায়। গোটা রাজ্যে হইচই। রাতে পতাকা না নামিয়ে অপরাধ করেছে স্কুল কর্তৃপক্ষ, মত সবার। কিন্তু আসলে অনেকেই জানেন না, কয়েকটি নিয়ম মেনে রাতেও তুলে রাখা যায় আমাদের জাতীয় পতাকা।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

সবার মনেই একটা প্রশ্ন আছে। সূর্যাস্তের পরেও কি জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রাখা যায়? স্বাভাবিক ধারণা হল, সূর্যাস্তের পরে জাতীয় পতাকা নামিয়ে নিতে হয়। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়াতেও বলা আছে, ঘরের বাইরে পতাকা উত্তোলন করতে হলে, আবহাওয়া যেমনই হোক না কেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তা উত্তোলিত রাখা যাবে। সূর্য ডুবলেই তা নামিয়ে নিতে হবে।

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা

কিন্তু এই ভুল ধারণা এবার ঠিক করে নেবার সময় এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ও ভারত সরকারের ন্যাশনাল ফ্ল্যাগ কোড অফ কন্ডাক্ট পরিবর্তন করায় এবার ভারতবাসী রাতেও ভারতের জাতীয় পতাকা তুলে রাখতে পারবেন। শুধু মানতে হবে দু-তিনটি নিয়ম।

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

পুরনো বিধি অনুযায়ী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সহ অন্যান্য জাতীয় দিবস ছাড়া সাধারণ নাগরিকেরা পতাকা উত্তোলনই করতে পারতেন না। ২০০২ সালে, শিল্পপতি ও কংগ্রেস সংসদ নবীন জিন্দলের আপিলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে পতাকাবিধি সংস্কারের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সেই মতো অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা পতাকাবিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে জাতীয় পতাকার ব্যবহার অনুমোদিত করে। এর ফলে সব ভারতবাসী যে কোনদিনই জাতীয় পতাকা তুলতে পারে।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

শিল্পপতি এবং কংগ্রেস সাংসদ নবীন জিন্দালের বিরুদ্ধে ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেখানে তাঁর কারখানা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে আপত্তি জানিয়েছিলেন সরকারি আধিকারিকরা। পাল্টা নবীন জিন্দল দাবি করেছিলেন, জাতীয় পতাকার অবাধ উত্তোলন, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা

এই মামলাতেই ২০০২ সালে জয় পান নবীন জিন্দল। মামলার রায়ে, জাতীয় পতাকা উত্তোলনের জন্য নাগরিকদের অবাধ অধিকারের পক্ষে সায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও, জাতীয় পতাকার যাতে কোনওভাবে অসম্মান না হয়, তাও নিশ্চিত করে বলেছিল শীর্ষ আদালত। সঙ্গে কিছু যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের কথাও বলেছিল শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

এর পরে ২০০৯ সালে দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রাতেও জাতীয় পতাকা উত্তোলনের অধিকার চেয়ে চিঠি দেন নবীন জিন্দল। সেখানে তিনি উদাহরণ হিসেবে বলেন, মালয়েশিয়া, ব্রাজিলের মতো অনেক দেশেই রাতেও জাতীয় পতাকা উত্তোলিত রাখতে পারেন নাগরিকরা।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

সেই চিঠির জবাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শর্তসাপেক্ষে রাতেও জাতীয় পতাকা উত্তোলনে ছাড়পত্র দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, একশো ফুটের বেশি উচ্চতার খুঁটি বা পোলে যথাযথভাবে আলোকিত করে রাতেও জাতীয় পতাকা উত্তোলন করা যাবে।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তবে বিশেষ ক্ষেত্র বলে আলাদা করে কোন কিছু বলা হয় নি ওই নির্দেশে। তাই এই কয়েকটি শর্ত পূরণ করলেই আমরা রাতেও জাতীয় পতাকা তুলে রাখতে পারব।

১. অবশ্যই যে খুঁটি বা দণ্ডতে জাতীয় পতাকা লাগানো হবে তা ১০০ ফুট উঁচু বা লম্বা হতে হবে।
২. পতাকার উপর ও আসে-পাশে যথেষ্ট আলো থাকতে হবে।
৩. অবশ্যই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে, যদি বিদ্যুৎ চলে যাবার সম্ভাবনা থাকে। জাতীয় পতাকা অন্ধকারে রাখা যাবে না কোনরকমেই।

আরও পড়ুনঃ সংসদে ক্যাগ রিপোর্ট, কংগ্রেসের চেয়ে সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার

জেনে নিন জাতীয় পতাকার ব্যবহার। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে গর্ব নিয়ে বিনা বাধায় জাতীয় পতাকা উত্তোলন করুন। যাঁরা জানেন না, তাঁরাও জেনে নিন জাতীয় পতাকা ব্যবহারের নতুন নিয়ম। রাতেও তুলে রাখা যায় আমাদের জাতীয় পতাকা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>