National Flag – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 11 Jun 2022 06:21:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg National Flag – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের পতাকা থেকে অশোক চক্র সরিয়ে লেখা হল ইস’লামিক কলমা https://thenewsbangla.com/indian-national-flag-ashok-chakra-replaced-with-kalma-insulting-national-flag/ Sat, 11 Jun 2022 06:18:36 +0000 https://www.thenewsbangla.com/?p=15391 ভারতের পতাকা থেকে অশোক চক্র সরিয়ে; লেখা হল ইস’লামিক কলমা। এর আগেও CAA-NRC আন্দোলনের সময় এটা হয়েছিল; এবার ফের বিজেপি নেত্রী নূপুর শর্মার শাস্তির দাবিতে; দেশ বিরোধী কাজ করল একদল সংখ্যা’লঘু সম্প্রদায়ের লোকজন। ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গনার মেহবুবনগরের মস’জিদ-ই-রহমতের ঠিক বাইরে। ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পরে গেছে; গোটা দেশ জুড়ে।

গতকাল অর্থাৎ শুক্রবারও নবী মহম্মদ সম্পর্কে, বিজেপি থেকে বরখাস্ত হওয়া নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে; দেশজুড়ে হিং’সাত্মক বিক্ষোভ দেখা যায়। এমন পরিস্থিতিতে এবার, তেলেঙ্গানায় উ’গ্র ইস’লামপন্থীরা দেশের গর্বের প্রতীক; ভারতীয় তেরঙ্গা পতাকার বি’কৃতি ঘটিয়েছে। ওই রাজ্যের দা’ঙ্গাবা’জরা তেরঙ্গার মাঝখানে; অশোক চক্র সরিয়ে ইস’লামিক কলমা লিখেছে। দেশ বিরোধী এই কাজের সমালোচনা করেছে; ইমামদের কয়েকটি সংগঠনও।

আরও পড়ুন; সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি

তেলেঙ্গনার মেহবুবনগরের মস’জিদ-ই-রহমতের সাম্তনে; শত ইস’লাম ধর্মা’বলম্বী নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। ক্ষি’প্ত জনতা নূপুর শর্মা এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলে। প্রাক্তন বিজেপির মুখপাত্রের, কঠোর শাস্তির দাবিতে; জেলাশাসকের কাছে তারা একটি স্মারকলিপিও জমা দেন।

আরও পড়ুন; জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এরপরেই ইস’লামী মৌ’লবাদীরা; ভারতীয় জাতীয় পতাকার বিকৃতি ঘটান। সেখানে অশোক চক্র সরিয়ে, তার জায়গায় ইস’লামিক কলমা আঁকার মাধ্যমে; তেরঙ্গাকে অসম্মান জানানো হয়। যখন ইসলাম ধর্ম কবুল করা হয়; তখন কলমা পাঠ করা হয়। এটি একটি ঘোষণা বা বিশ্বাসের বিবৃতি। যার আক্ষরিক অর্থ ‘শব্দ’। শাহদাহ বা কলমা ‘শপথ/সাক্ষ্য’ পাঠ করা; মুসল’মানদের জন্য ইস’লামের পাঁচটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর এই কাজের অর্থ হল, ভারতীয় জাতীয় পতাকা-কে; ইস’লামে পরিবর্তিত করা। আর এটা সম্পূর্ণ দেশ বিরোধী কাজ। অপরাধীদের খুঁজে বের করে; উপযুক্ত শাস্তি দেবার দাবি উঠেছে। ইমাম-দের কয়েকটি সংগঠনের তরফ থেকে অবশ্য; এই ঘটনার নিন্দা করা হয়েছে। এর আগেও CAA-NRC আন্দোলনের সময়; ঠিক এভাবেই ভারতীয় জাতীয় পতাকা অবমাননা করা হয়েছিল।

]]>
ভারতের জাতীয় পতাকা ধরে ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা https://thenewsbangla.com/pakistan-citizens-students-fleeing-ukraine-holding-indian-national-flag/ Thu, 03 Mar 2022 10:52:40 +0000 https://www.thenewsbangla.com/?p=14883 নিজের দেশের পতাকা নিয়ে; রাস্তা দিয়ে যাবার সাহস নেই। ভারতের জাতীয় পতাকা ধরেই; ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা। বাসে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে; ও বাসের মধ্যে ভারতের ত্রিরঙ্গা পতাকা ধরে বসে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়ছে পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা। বাবা-মায়েরা উঠতে বসতে ভারতের সমালোচনা করে। তাঁদের ছেলেমেয়েরাই ভারতের পতাকা হাতে নিয়ে; জীবন বাঁচিয়ে বাড়ি ফিরছে ইউক্রেন থেকে। আরও একবার প্রমাণ হল ভারতের জাতীয় পতাকার জোর; ভারতের গণতন্ত্রের জোর।

গল্প হলেও সত্যি! ইউক্রেনে পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল; ভারতীয় জাতীয় পতাকাই। ইউক্রেনে যুদ্ধের মধ্যে আটকে থেকে; পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল ভারতীয় পতাকা! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। গত এক সপ্তাহ ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে; ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বড় শহর খারকভ; রাশিয়ান সেনার হাতে অবরুদ্ধ। প্রাণ হাতে করে পালাচ্ছে হাজার হাজার মানুষ; দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা। একইভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকে বহু পাকিস্তানি পড়ুয়াও; আর ইউক্রেন থেকে ভারতের তেরঙ্গার দৌলতেই তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর।

ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই; দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। ইউক্রেন ছেড়ে বেরিয়ে বাইরের ভিন দেশে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন; একদল ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে তাঁদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকা; রাশিয়ার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় পড়ুয়ারা। সেই সময় রাশিয়ার সেনা জওয়ানরা জানান,; ভারতীয়দের তাঁরা আক্রমণ করবেন না; কারণ রাষ্ট্রসংঘে যেহেতু রাশিয়ার পক্ষে গিয়ে কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত; তাই ভারতীয়দের ওপর রাশিয়ার আক্রোশ নেই।

তড়িঘড়ি পরিস্থিতি বুঝে ফেলেন; ভারতীয় পড়ুয়ারা। তাঁদেরই মধ্যে একজন বাজারে গিয়ে ভারতের জাতীয় পতাকা খোঁজার চেষ্টা করেন; সেখান থেকে পর্দা কিনে এনে, ধীরে ধীরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বুকে ভারতীয় ছাত্ররা তৈরি করে ফেলেন জাতীয় পতাকা। আর সেই জাতীয় পতাকাকে সামনে রেখেই; রুশ সৈন্যে ঠাসা ইউক্রেনের রাস্তা ধরে এগিয়ে চলেন তাঁরা। সেই পতাকা যে শুধু ভারতীয়দের প্রাণ রক্ষা করেছে; তা নয়। তা বাঁচিয়েছে বহু পাকিস্তানিকেও! তাদের সঙ্গেই বহু পাকিস্তানি ও তুরস্কের পড়ুয়ারাও; ইউক্রেন ছাড়েন। আর সকলকে নিরাপদে ইউক্রেন ছাড়তে সাহায্য করেছে ভারতের তেরঙ্গা।

]]>
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও https://thenewsbangla.com/national-flag-of-india-can-be-lifted-by-the-indians-at-night-with-some-rules/ Tue, 29 Jan 2019 10:17:50 +0000 https://www.thenewsbangla.com/?p=6156 ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা তুলেছিল বর্ধমানের শালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়। তারপর নামাতে ভুলে যায়। গোটা রাজ্যে হইচই। রাতে পতাকা না নামিয়ে অপরাধ করেছে স্কুল কর্তৃপক্ষ, মত সবার। কিন্তু আসলে অনেকেই জানেন না, কয়েকটি নিয়ম মেনে রাতেও তুলে রাখা যায় আমাদের জাতীয় পতাকা।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

সবার মনেই একটা প্রশ্ন আছে। সূর্যাস্তের পরেও কি জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রাখা যায়? স্বাভাবিক ধারণা হল, সূর্যাস্তের পরে জাতীয় পতাকা নামিয়ে নিতে হয়। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়াতেও বলা আছে, ঘরের বাইরে পতাকা উত্তোলন করতে হলে, আবহাওয়া যেমনই হোক না কেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তা উত্তোলিত রাখা যাবে। সূর্য ডুবলেই তা নামিয়ে নিতে হবে।

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা

কিন্তু এই ভুল ধারণা এবার ঠিক করে নেবার সময় এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ও ভারত সরকারের ন্যাশনাল ফ্ল্যাগ কোড অফ কন্ডাক্ট পরিবর্তন করায় এবার ভারতবাসী রাতেও ভারতের জাতীয় পতাকা তুলে রাখতে পারবেন। শুধু মানতে হবে দু-তিনটি নিয়ম।

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

পুরনো বিধি অনুযায়ী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সহ অন্যান্য জাতীয় দিবস ছাড়া সাধারণ নাগরিকেরা পতাকা উত্তোলনই করতে পারতেন না। ২০০২ সালে, শিল্পপতি ও কংগ্রেস সংসদ নবীন জিন্দলের আপিলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে পতাকাবিধি সংস্কারের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সেই মতো অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা পতাকাবিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে জাতীয় পতাকার ব্যবহার অনুমোদিত করে। এর ফলে সব ভারতবাসী যে কোনদিনই জাতীয় পতাকা তুলতে পারে।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

শিল্পপতি এবং কংগ্রেস সাংসদ নবীন জিন্দালের বিরুদ্ধে ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেখানে তাঁর কারখানা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে আপত্তি জানিয়েছিলেন সরকারি আধিকারিকরা। পাল্টা নবীন জিন্দল দাবি করেছিলেন, জাতীয় পতাকার অবাধ উত্তোলন, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা

এই মামলাতেই ২০০২ সালে জয় পান নবীন জিন্দল। মামলার রায়ে, জাতীয় পতাকা উত্তোলনের জন্য নাগরিকদের অবাধ অধিকারের পক্ষে সায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও, জাতীয় পতাকার যাতে কোনওভাবে অসম্মান না হয়, তাও নিশ্চিত করে বলেছিল শীর্ষ আদালত। সঙ্গে কিছু যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের কথাও বলেছিল শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

এর পরে ২০০৯ সালে দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রাতেও জাতীয় পতাকা উত্তোলনের অধিকার চেয়ে চিঠি দেন নবীন জিন্দল। সেখানে তিনি উদাহরণ হিসেবে বলেন, মালয়েশিয়া, ব্রাজিলের মতো অনেক দেশেই রাতেও জাতীয় পতাকা উত্তোলিত রাখতে পারেন নাগরিকরা।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

সেই চিঠির জবাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শর্তসাপেক্ষে রাতেও জাতীয় পতাকা উত্তোলনে ছাড়পত্র দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, একশো ফুটের বেশি উচ্চতার খুঁটি বা পোলে যথাযথভাবে আলোকিত করে রাতেও জাতীয় পতাকা উত্তোলন করা যাবে।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তবে বিশেষ ক্ষেত্র বলে আলাদা করে কোন কিছু বলা হয় নি ওই নির্দেশে। তাই এই কয়েকটি শর্ত পূরণ করলেই আমরা রাতেও জাতীয় পতাকা তুলে রাখতে পারব।

১. অবশ্যই যে খুঁটি বা দণ্ডতে জাতীয় পতাকা লাগানো হবে তা ১০০ ফুট উঁচু বা লম্বা হতে হবে।
২. পতাকার উপর ও আসে-পাশে যথেষ্ট আলো থাকতে হবে।
৩. অবশ্যই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে, যদি বিদ্যুৎ চলে যাবার সম্ভাবনা থাকে। জাতীয় পতাকা অন্ধকারে রাখা যাবে না কোনরকমেই।

আরও পড়ুনঃ সংসদে ক্যাগ রিপোর্ট, কংগ্রেসের চেয়ে সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার

জেনে নিন জাতীয় পতাকার ব্যবহার। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে গর্ব নিয়ে বিনা বাধায় জাতীয় পতাকা উত্তোলন করুন। যাঁরা জানেন না, তাঁরাও জেনে নিন জাতীয় পতাকা ব্যবহারের নতুন নিয়ম। রাতেও তুলে রাখা যায় আমাদের জাতীয় পতাকা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>