National Democratic Alliance (NDA) – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 01 Feb 2019 05:35:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg National Democratic Alliance (NDA) – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আয়করে ছাড় দিয়ে পেশ হচ্ছে মোদী সরকারের ‘মানুষের বাজেট’ https://thenewsbangla.com/interim-budget-on-1st-february-will-be-public-budget-by-modi-government/ Tue, 15 Jan 2019 08:12:31 +0000 https://www.thenewsbangla.com/?p=5634 লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট সংসদে পেশ হচ্ছে শুক্রবার ১লা ফেব্রুয়ারী। মনে করা হচ্ছে এই অন্তর্বর্তী বাজেট ভারতবাসির জন্য অনেক খুশির খবর বয়ে নিয়ে আসছে। লোকসভা ভোটের ঠিক আগেই এই বাজেট যে জনমুখি হবে সে নিয়ে কোন সন্দেহই নেই। আর কিছুক্ষণের মধ্যেই মানুষ জানতে পারবে এই মোদী সরকারের শেষ বাজেট। রেল ও সাধারণ বাজেট একসঙ্গেই পেশ করবেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

আগামী এপ্রিল-মে মাসে দেশে লোকসভা ভোট। তার আগে এটাই বর্তমান সরকারের শেষ বাজেট। বাজেট পেশ করবেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। অন্তর্বর্তী বাজেট বেশিরভাগ ক্ষেত্রেই গোটা বছরের বাজেটের মতোই হয়। ভোটের আগে বেশ কিছু জনপ্রিয় সিদ্ধান্ত মোদী সরকার এই বাজেটে ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

৩১ জানুয়ারি থেকে শুরু হতে হয়েছে সংসদের বাজেট অধিবেশন। চলবে ১৩ ফেব্র‌ুয়ারি পর্যন্ত। অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে আজ শুক্রবার। ভোটের মুখে জনমুখি বাজেট এর আশা মানুষের। আশঙ্কা কংগ্রেস সহ বিরোধী দলগুলির। বৃহস্পতিবারই রাষ্ট্রপতির ভাষণে আয়কর ছাড়ের ইঙ্গিত পাওয়া গেছে।

লোকসভা ভোটের ঠিক আগেই পেশ হচ্ছে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় পৌনে পাঁচ বছরের জমানায় পেশ হয়েছে পাঁচটি বাজেট। আগামী লোকসভা ভোটের ঠিক আগেই পেশ হচ্ছে এই অন্তর্বর্তী বাজেট। ওই বাজেট যেহেতু নির্বাচন-মুখী, স্বাভাবিক ভাবেই কর ছাড়ের বহর বাড়তে পারে বলেই ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

গত সপ্তাহেই একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, মধ্যবিত্ত সম্পর্কে ধারনা পাল্টে দিতে হবে দেশে। এরপরই, মধ্যবিত্তের জন্য একাধিক পরিকল্পনা করে ফেলে কেন্দ্র। যার ঘোষণা হতে পারে মোদী সরকারের শেষ বাজেটে। সূত্রের খবর, মধ্যবিত্ত শ্রেণিকে বিশেষ সুরাহা দিতে আয়করে অতিরিক্ত ছাড়ের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

প্রশ্ন একটাই, আয়কর স্তরে কোনও পরিবর্তন আনবে কি বিজেপি সরকার? লোকসভা ভোটের মুখে এই নিয়েই আশায় বুক বাঁধছে আমজনতা। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের মুখ থেকে বড় কিছু ঘোষণা আশা করছে দেশের মানুষ। লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী। পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে ভোটের পর। ফলে ভোটের আগে বাজেটের মতো একটি ইভেন্টকে নিঃসন্দেহে ব্যবহার করতে ছাড়বে না মোদী সরকার, আশা মানুষের। আশঙ্কা বিরোধীদের।

জানা যাচ্ছে, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ২.৫ লক্ষ্য টাকা থেকে বাড়িয়ে ৩.৫ লাখ টাকা করতে পারে মোদী সরকার। ৮০সি ধারায় করমুক্ত সঞ্চয়ের সীমা ১.৫ লক্ষ্য টাকা থেকে বাড়ানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। গৃহঋণে কর ছাড়ের পরিমাণও বাড়াতে পারে মোদী সরকার, আশা মানুষের।

সূত্রের খবর, এবারের বাজেটে বেতনভূক মধ্যবিত্ত শ্রেণিকে আয়করের ঊর্ধ্বসীমায় ছাড় দিতে পারে সরকার। এছাড়া, জমায় ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি থেকে শুরু করে পেনশনভোগীদের জন্য করে ছাড় এবং গৃহঋণে সুদের হারে অতিরিক্ত ছাড়ের ঘোষণা হতে পারে বাজেটে। গত ৪ বছরে আয়করের ঊর্ধ্বসীমা ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য, করের স্ল্যাবও কমানো হয়েছে। ফলে একজন নাগরিক সর্বাধিক ৪ লক্ষ টাকা পর্যন্ত বছরে সাশ্রয় করতে পারছেন।

২০১৪ লোকসভা ভোটের আগে ২০১৪-র ফেব্র‌ুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন ইউপিএ সরকারের অর্থমন্ত্রী পি চিদম্বরম। মোদী সরকার ক্ষমতায় আসার পর সে বছর জুলাইয়েই পূর্ণ বছরের বাজেট পেশ করেন অরুণ জেটলি। সূত্রের খবর, ভোটের কথা মাথায় রেখে আজকের অন্তর্বর্তী বাজেটে দেশের আপামর মধ্যবিত্ত শ্রেণির জন্য বাজেট ঢেলে সাজিয়েছে মোদী সরকার।

আর বাজেটে মধ্যবিত্তদের জন্য বিশেষ ছাড় দিয়ে আগামী লোকসভা ভোটে জিতে ফের ক্ষমতায় আসার লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে ভোটের আগে ঠিক কতটা কল্পতরু হলেন নরেন্দ্র মোদী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি https://thenewsbangla.com/narendra-modis-bjp-accepted-all-the-demands-of-the-alliance-partners/ Sun, 23 Dec 2018 08:33:11 +0000 https://www.thenewsbangla.com/?p=4668 The News বাংলা, পাটনা: জোট বজায় রাখতেই হবে, না হলেই বিপদ। তাই ‘শরিক জোটে’ নমনীয় কেন্দ্রের শাসক দল বিজেপি। জোট শরিকদের দাবি মেনেই বিহারে লোকসভা জোট করল মোদীর বিজেপি। ৫ রাজ্যে ভোটে জোর ধাক্কা ও ৩ রাজ্যে ক্ষমতা হারানোই এর অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

২০১৯ এর লোকসভা নির্বাচনে বিহারে সমপরিমাণ আসনে লড়বে বিজেপি ও জেডিইউ। বিহারে মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়বে ১৭টি আসনে। জোট সঙ্গী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডও লড়বে সমান সংখ্যক ১৭টি আসনে। বাকি ৬টি আসনে লড়বে রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি বা এলজেপি।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা

আরও পড়ুনঃ উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের

২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সমপরিমাণ আসন থেকে লড়াই করবে। আগেই দুই দল একসঙ্গে মিলে এই কথা ঘোষণা করে। রবিবার সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়ল। সোমবার তিন দল একসঙ্গে মিলে এই কথা ঘোষণা করল। এই ঘোষণার ফলে কার্যত শেষ হল দীর্ঘ কয়েকমাস ধরে চলতে থাকা জল্পনা।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

অক্টোবরেই নয়াদিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিজেপি প্রধান অমিত শাহ এর একটি বৈঠকের পর ঠিক হয় বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে লড়বে। মোট কটি আসন থেকে লড়বে দুই দল, তা পরে কয়েকদিনের মধ্যেই জানানো হবে, বলে বলেছিলেন দুই নেতাই।

আরও পড়ুনঃ ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

জেডিইউ গত লোকসভা নির্বাচনের আগে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেলেও গত বছর ফের এই জোটের সঙ্গে হাত মিলিয়েছে তারা। এবার শুরু থেকেই জেডিইউ স্পষ্ট করে দিয়েছিল, আসন বন্টনের ক্ষেত্রে নিজেদের জোট শরিক বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না তারা।

৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা

একটা আসনও বেশি দেবে না তারা বিজেপিকে, তাও জানিয়ে দিয়েছিল জেডিইউ। পরিস্থিতি সামাল দিতে ও এনডিএ জোট ধরে রাখতে দুদলই ১৭টি করে আসনে লড়বে বলে ঘোষণা করে দিল।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

গতবারের লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের দল জিতেছিল মাত্র ২টি আসনে। বিজেপি সেখানে জিতেছিল ২২টি আসন। তারপরেও বিজেপির মাত্র ১৭টি আসনে লড়াকে এককদম পিছিয়ে আসা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

অন্যদিকে রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি)কেও ৬টি আসন ছাড়তে হয়েছে বিহারে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে যে রফা হয়েছিল, এবারের লোকসভা নির্বাচনে সেই সমসংখ্যাক চাইছিল রামবিলাস পাসওয়ানের দল।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

পাশাপাশি এবার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও আসন দেবে লোক জনশক্তি পার্টি। রামবিলাস পাসওয়ানকে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হবে বলেই সিদ্ধান্ত হয়েছে এনডিএ-র সভায়।

৫ রাজ্যে বিধানসভায় গোহারা হার ও ৩ রাজ্যে ক্ষমতা হাতছাড়া হবার পরেই রাহুলের কংগ্রেসকে গুরুত্ব দিতে শুরু করেছে মোদী-অমিতের বিজেপি। এমনটাই মনে করা হচ্ছে। তাই যেন তেন প্রকারেন এনডিএ জোট ধরে রেখেই লোকসভা ভোটে যেতে চাইছে বিজেপি। আর তার জন্য যে কোনরকম শর্তেই আসন সমঝোতা করছে বিজেপি।

]]>