National Conference MLA – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 29 Mar 2019 14:49:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg National Conference MLA – The News বাংলা https://thenewsbangla.com 32 32 খোদার কসম মোদীকে জেলে ঢোকাবো, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে উত্তাল দেশ https://thenewsbangla.com/nc-leader-javed-rana-calls-pm-modi-a-murderer-ahead-of-pms-rally-in-jk/ Fri, 29 Mar 2019 14:39:29 +0000 https://www.thenewsbangla.com/?p=9468 “খোদার কসম মোদীকে জেলে ঢোকাব”, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে শুরু হয়েছে জোর সমালোচনা। এনসি নেতা জাভেদ রানার এই মন্তব্যে চরম সমালোচনা করেছে বিজেপি। ইতিমধ্যেই এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে বিজেপি।

“ক্ষমতা থাকলে মোদীকে জেলে ঢোকাতাম”, জম্মু ও কাশ্মীরের পুঞ্চের একটি নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্যই করলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা জাভেদ রানা। জম্মু ও কাশ্মীরে এতদিন যত কাশ্মীরিদের ওপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের হিসেব নিতে প্রধানমন্ত্রী মোদীকে জেলে ভরতেন বলে তিনি জানান।

হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরির জন্য মোদীকে দায়ী করে, প্রধানমন্ত্রীকে মানবতার ঘাতক বলে উল্লেখ করেন এই নেতা। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও তার বাবা ফারুক আবদুল্লা দলেরই এই প্রভাবশালী নেতার মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেননি।

সূত্রের খবর, খুব শীঘ্রই জম্মু কাশ্মীরের আখনৌরে নরেন্দ্র মোদী একটি জনসভা করতে চলেছেন। তার আগেই ন্যাশনাল কনফারেন্স নেতার এই বক্তব্যে অস্বস্তিতে কংগ্রেস শিবির। জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সাথে একজোট করে বিজেপির বিরুদ্ধে লড়ছে কংগ্রেস।

এদিন নরেন্দ্র মোদীকে কটাক্ষ করার সাথে সাথে মিডিয়াকেও এক হাত নেন জাভেদ রানা। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করছে বলেও তিনি অভিযোগ তোলেন। এরপরেই তিনি জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, লিডারশিপ কাকে বলে, তা তিনি ক্ষমতায় এলে দেখিয়ে দেবেন।

এনসি নেতার এই বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয়, এর আগেও অনেকবারই তিনি এই ধরনের মন্তব্য রেখেছেন। এর আগেও তিনি নরেন্দ্র মোদীকে গুজরাটে গণহত্যার জন্য দায়ী করে প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করেছিলেন। শুধু তাই নয়, কাশ্মীরের ৩৭০ ধারা যদি তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কাশ্মীরে ভারতের পতাকাও উত্তোলন করতে দেবেন না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন।

জাভেদ রানা ন্যাশনাল কনফারেন্সের একজন প্রভাবশালী নেতা। বিচ্ছিন্নতাবাদী ও দেশবিরোধী বক্তব্যের জন্য আগেও বহুবার সমালোচিত হয়েছেন তিনি। কাশ্মীরে পাথরবাজদের বাড়বাড়ন্তের জন্য এর আগে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএসকে দায়ী করেছিলেন। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগেই দলের নেতার এই বক্তব্যে পুনরায় অস্বস্তিতে ওমর ও ফারুক আবদুল্লার দল।

তবে জাভেদ রানার এই মন্তব্যের পরেও এখনও মুখ খোলেননি ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লা। বিজেপির তরফ থেকে দুই নেতাকেই মুখ না খোলার জন্য সমালোচনা করা হয়েছে।

]]>
ভোটারদের উৎসাহিত করতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ শ্লোগান কাশ্মীরের বিধায়ক আকবর লোনের https://thenewsbangla.com/national-conference-mla-akbar-lone-chants-pakistan-zindabaad-in-the-jk/ Mon, 25 Mar 2019 05:15:07 +0000 https://www.thenewsbangla.com/?p=9191 বিতর্কে জড়ালেন জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের মুখপাত্র আকবর লোন। রবিবার কাশ্মীরের কূপওয়াড়ায় একটি প্রকাশ্য জনসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ শ্লোগান দেন তিনি। উল্লেখ্য, আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে কূপওয়াড়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন ওই বিধায়ক। এই ঘটনায় মুখ পুড়ল ফারুখ ও ওমর আব্দুল্লার ন্যাশনাল কনফারেন্স দলের।

আরও পড়ুনঃ নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

রবিবার কূপওয়াড়ায় একটি প্রকাশ্য জনসভায় ন্যাশনাল কনফারেন্সের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি কর্মীরা একবার তাকে ঘিরে “পাকিস্তান মুর্দাবাদ” শ্লোগান দিয়েছিল। বিজেপি কর্মীদের তিনি প্রত্যুত্তরে “পাকিস্তান জিন্দাবাদ” বলেছিলেন বলে তিনি আশ্চর্যজনক স্বীকারোক্তি করেন। জম্মু কাশ্মীর বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছিল বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

বিতর্কিত দেশবিরোধী মন্তব্য করে এখানেই থেকে থাকেননি আকবর লোন। তিনি আরও বলেন, বিধানসভা ভবনের বাইরে সাংবাদিকরা তাকে শ্লোগানের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তাদের পুনরায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেন। জম্মু ও কাশ্মীরে ওমর আবদুল্লাহ সরকারের মন্ত্রী ছিলেন এখন দলের মুখপাত্র আকবর লোন। মন্ত্রী থাকাকালিনও তিনি ভারত বিদ্বেষী মন্তব্য করতেন।

আরও পড়ুনঃ মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক

এদিন তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান সামগ্রিকভাবে মুসলিম রাষ্ট্র এবং পাকিস্তানের নামে বিরূপ বক্তব্য রাখা মানে নিজের সম্পর্কেই খারাপ কথা বলা। পাকিস্তানের নামে কেউ বিরূপ মন্তব্য করলে তিনিও তাদের ছেড়ে কথা বলবেন না বলে তিনি পুনরায় প্ররোচনামূলক মন্তব্য করেন। তিনি বলেন, আগে তিনি একজন মুসলমান। তাই পাকিস্তানের বিরুদ্ধে কোন কথা শুনবেন না।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

আকবর লোনের দল ন্যাশনাল কনফারেন্স এর আগে জন্মু কাশ্মীরের বিজেপি পিডিপি জোট সরকারকে কটাক্ষ করেছিল। জম্মু কাশ্মীরের জনসাধারণের জীবন যাত্রার মানের অবনতির জন্য তৎকালীন বিজেপি পিডিপি জোট সরকারকে কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, গত বছর জুন মাসেই পিডিপির সাথে জোট থেকে বেরিয়ে আসে বিজেপি।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

বিতর্কিত মন্তব্যের পরেই বড়সড় অস্ত্র পেয়ে আসরে নামে বিজেপি। আকবর লোনের প্রার্থীপদ প্রত্যাহার সহ ন্যাশনাল কনফারেন্সের বিবৃতি দাবি করেছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে এরূপ মন্তব্য করে প্রকারান্তরে বিজেপির হাতেই ব্রহ্মাস্ত্র তুলে দিলেন ন্যাশনাল কনফারেন্সের ওই বিধায়ক। লজ্জায় মুখ পুড়ল ফারুখ ও ওমর আব্দুল্লার দলের।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>