Nathuram Godse – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 18 May 2019 07:30:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nathuram Godse – The News বাংলা https://thenewsbangla.com 32 32 হিন্দু সন্ত্রাসবাদী বিতর্কে পিছু হটলেন না কমল হাসান, বললেন সব ধর্মেই উগ্রপন্থী রয়েছে https://thenewsbangla.com/kamal-haasan-on-his-nathuram-godse-remark-terrorists-are-in-all-religion/ Sat, 18 May 2019 07:30:00 +0000 https://www.thenewsbangla.com/?p=13051 হিন্দু সন্ত্রাসী বিতর্কে চাপের মুখেও সুর নরম করলেন না কমল হাসান। বললেন; সব ধর্মেই উগ্রপন্থী রয়েছে। নাথুরাম গডসে ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসী ছিলেন; সম্প্রতি এই মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন এই দক্ষিনী অভিনেতা। তার বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো হয়।

শুক্রবার তিনি জানান; গ্রেফতারিকে তিনি ভয় পান না; কিন্তু রাজনীতির গতিপ্রকৃতি প্রতিদিন নিম্নমানের হয়ে যাচ্ছে; যা খুবই দুঃখজনক বলে তিনি মনে করেন। ত্রিচিতে একটি নির্বাচনী জনসভায় তাকে লক্ষ্য করে জুতো ছূড়ে মারা হয়; যার পরিপ্রেক্ষিতে তিনি রাজনীতির অবনয়নের কথা বলেন।

আরও পড়ুনঃ দিলীপ ঘোষের সহজ পাঠে মমতার পরকীয়া প্রেম, মানুষের হাসির খোরাক

শুক্রবারও এই প্রসঙ্গে তিনি আবারও জানান; সব ধর্মেই উগ্রপন্থী রয়েছে; হিন্দুধর্মও তার ব্যতিক্রম না হওয়ায় নাথুরাম গডসের প্রসঙ্গ টেনেছিলেন বলে তিনি জানান। এই ব্যাপারে জেলে যেতে তিনি ভয় পান না বলেও জানিয়ে দিয়েছেন সুপারস্টার কমল হাসান

সম্প্রতি হিন্দু সন্ত্রাসী মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন কমল হাসান। রবিবার একটি জনসভায় মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসী বলে উল্লেখ করেন তিনি; তারপরেই শুরু হয় সমালোচনা।

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

হিন্দু সম্প্রদায়কে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে; সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মুসলিম ভোটাদের উৎসাহ দিতেই কি হিন্দু সন্ত্রাসী উল্লেখ করলেন কমল হাসান; প্রশ্ন করেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়

সম্প্রতি নিজের রাজনৈতিক দল তৈরি করেছেন কমল হাসান। নতুন দলের নাম এমএনএম(মাক্কাল নিধি মইয়ম); রবিবার উপ নির্বাচনে একটি আসনে লড়াইয়ের জন্য তার দলের প্রার্থী মোহনরাজের হয়ে প্রচার করছিলেন তিনি; সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রচারে কমল হাসান বলেন; “এখানে অধিকাংশ মুসলিম রয়েছে বলে বলছি না; আমি বলছি মহাত্মা গান্ধীর মূর্তির সামনে। স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী ছিল এক হিন্দু; তার নাম নাথুরাম গডসে”। মহাত্মা গান্ধীকে হত্যার জন্য দায়ী হিসেবে নাথুরাম গডসেকে সন্ত্রাসবাদী আখ্যা দেন তিনি; তারপরেই ” হিন্দু সন্ত্রাসী” ইস্যুতে নয়া বিতর্ক তৈরি হয়।

]]>
নাথুরাম গডসেকে দেশভক্ত বলায় সাধ্বী প্রজ্ঞাকে তীব্র ভৎসর্না মোদীর https://thenewsbangla.com/narendra-modi-angry-with-sadhvi-pragya-say-nathuram-godse-as-patriotic/ Fri, 17 May 2019 14:33:39 +0000 https://www.thenewsbangla.com/?p=13041 ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার একের পর এক বিতর্কিত মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রের শাসক দল তথা বিজেপিকে। সম্প্রতি নাথুরাম গডসেকে দেশভক্ত হিসেবে উল্লেখ করে বিপাকে পড়েছিলেন সাধ্বী প্রজ্ঞা; এই ইস্যুতে এবার সাধ্বী প্রজ্ঞাকে তীব্র ভৎসর্না করলেন প্রধানমন্ত্রী।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধ্বী প্রজ্ঞা প্রসঙ্গে বলেন; শিক্ষিত সুশীল সমাজের কাছে কিছুতেই এই ধরণের মন্তব্য মেনে নেওয়া সম্ভব নয়। নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্যের পর সাধ্বী ক্ষমা চেয়ে নিয়েছেন; কিন্তু তাতেও মিটছে না বিতর্ক।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী হিসেবে মোদীর থেকে বেশি যোগ্য অমিতাভ, মন্তব্য প্রিয়াঙ্কার

এদিন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘‌দেশভক্ত’‌ বলায় বিতর্কের মুখে পড়ে অবশেষে পিছু হঠলেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। অস্বস্তি কমাতে বিজেপির তরফে বলা হল এই মন্তব্য সাধ্বীর ব্যক্তিগত; এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

প্রধানমন্ত্রী বলেন; গান্ধী এবং গডসে সম্পর্কে ভোপালের বিজেপি প্রার্থী যা মন্তব্য করেছেন; তা সম্পূর্ণভাবে ভুল;তাঁর পক্ষে সাধ্বীকে কিছুতেই ক্ষমা করা সম্ভব নয়। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার আগে ১০০ বার ভাবা উচিৎ বলে জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

সাধ্বীর মন্তব্যের সূত্র ধরেই কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগডে মন্তব্য করেছিলেন; নাথুরাম গডসে একজনকে হত্যা করেছে; কিন্তু কংগ্রেস ১৭ হাজার জনকে হত্যা করেছে। বিজেপি সাংসদ নলীন কুমার কাটেল নিজের টুইটার থেকে লেখেন; গডসে একজনকে মেরেছিল; মুম্বই হামলার সময় কাসভ ৭২ জনকে মেরেছিল আর রাজীব গান্ধী মেরেছিল ১৭ হাজার মানুষকে

সমালোচনার মুখে অমিত শাহ ট্যুইট করে দুই জনকেই সতর্ক করেন; তিনি বলেন; দুজনের মন্তব্যকেই অত্যন্ত আপত্তিজনক বলে গ্রহন করা হয়েছে; এধরণের মন্তব্যের জন্য দলের কোপের মুখেও তাদের পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।

]]>
হিন্দু সন্ত্রাসবাদী ইস্যুতে কমল হাসানক একহাত নিলেন বিবেক ওবেরয় https://thenewsbangla.com/vivek-oberoi-criticizes-kamal-haasans-remarks-on-nathuram-godse/ Mon, 13 May 2019 14:11:28 +0000 https://www.thenewsbangla.com/?p=12887 হিন্দু সন্ত্রাসবাদী মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন দক্ষিনের সুপারস্টার কমল হাসান; রবিবার একটি জনসভায় মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসী বলে উল্লেখ করেন তিনি; তারপরেই শুরু হয়ে যায় দেশ জুড়ে সমালোচনার ঝড়।

হিন্দু সম্প্রদায়কে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে; বিভিন্ন সামাজিক মাধ্যমে কমল হাসানের মন্তব্যকে ঘিরে পক্ষে বিপক্ষে চলতে থাকে নানান তরজা; এবার কমল হাসানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন অভিনেতা বিবেক ওবেরয়

আরও পড়ুন গান্ধীকে কেন হত্যা করেছিলেন নাথুরাম গডসে

ট্যুইটে বিবেক কমল হাসানকে একজন বিখ্যাত অভিনেতা হিসেবে উল্লেখ করে বলেন; শিল্পের যেমন ধর্ম নেই; তেমনি সন্ত্রাসেরও ধর্ম নেই; নাথুরাম গডসেকে হিন্দু সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিবেক বলেন; নাথুরাম গডসে কে কমল হাসান সন্ত্রাসী হিসেবে উল্লেখ করতেই পারেন; কিন্তু সন্ত্রাসীর সাথে হিন্দু উল্লেখ করা কেন হল তাঁর জবাব চান তিনি।

বিবেক ওবেরয় তাঁর টুইটে লেখেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মুসলিম ভোটাদের উৎসাহ দিতেই কি হিন্দু সন্ত্রাসী উল্লেখ করলেন কমল হাসান! যদিও বিবেকের এই প্রশ্নের কোন উত্তর দেননি দক্ষিনি সুপারস্টার কমল হাসান।

আরও পড়ুন গডসে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী, বললেন কমল হাসান

সম্প্রতি নিজের রাজনৈতিক দল তৈরি করেছেন কমল হাসান; নতুন দলের নাম এমএনএম(মাক্কাল নিধি মইয়ম); রবিবার উপ নির্বাচনে একটি আসনে লড়াইয়ের জন্য তার দলের প্রার্থী মোহনরাজের হয়ে প্রচার করছিলেন তিনি; সেখানেই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রচারে গিয়ে কমল হাসান বলেন; এখানে অধিকাংশ মুসলিম রয়েছে বলে বলছি না; আমি বলছি মহাত্মা গান্ধীর মূর্তির সামনে; স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী ছিল এক হিন্দু; তার নাম নাথুরাম গডসে।

আরও পড়ুনঃ দাবিদাওয়া না মেটায় সোনাগাছির ভোট এবার যাবে নোটা বোতামে

মহাত্মা গান্ধীকে হত্যার জন্য দায়ী হিসেবে নাথুরাম গডসেকে সন্ত্রাসবাদী আখ্যা দেন কমল হাসান; তারপরেই দেশ জুড়ে শুরু হয়ে যায় হিন্দু সন্ত্রাসী ইস্যুতে নয়া বিতর্ক; যদিও কমল হাসান নিজের সপক্ষে জানান কেউকে হেয় করা তাঁর উদ্দেশ ছিল না।

]]>
গডসে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী, বললেন কমল হাসান https://thenewsbangla.com/kamal-haasan-says-nathuram-godse-was-indias-first-hindu-terrorists/ Mon, 13 May 2019 08:11:51 +0000 https://www.thenewsbangla.com/?p=12860 হিন্দু সন্ত্রাসী মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন দক্ষিনের সুপারস্টার কমল হাসান; রবিবার একটি জনসভায় মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম ‘হিন্দু সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন সুপার স্টার কমল হাসান।

সম্প্রতি নিজের রাজনৈতিক দল তৈরি করেছেন কমল হাসান; নতুন দলের নাম এমএনএম(মাক্কাল নিধি মইয়ম); রবিবার উপ নির্বাচনে একটি আসনে লড়াইয়ের জন্য তার দলের প্রার্থী মোহনরাজের হয়ে প্রচার করছিলেন তিনি; সেখানেই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ দাবিদাওয়া না মেটায় সোনাগাছির ভোট এবার যাবে নোটা বোতামে

নির্বাচনী প্রচারে কমল হাসান বলেন; এখানে অধিকাংশ মুসলিম রয়েছে বলে বলছি না; আমি বলছি মহাত্মা গান্ধীর মূর্তির সামনে; স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী ছিল এক হিন্দু; তার নাম নাথুরাম গডসে। মহাত্মা গান্ধীকে হত্যার জন্য দায়ী হিসেবে নাথুরাম গডসেকে সন্ত্রাসবাদী আখ্যা দেন তিনি; তারপরেই হিন্দু সন্ত্রাসী ইস্যুতে নয়া বিতর্ক তৈরি হয়।

কমল হাসান জানান; জঙ্গিবাদের প্রসঙ্গে বারবারই হিন্দু সংগঠনগুলো অন্য ধর্মের গোঁড়ামিকে দায়ী করে; অতীতে হিন্দু ধর্মও বিশ্বাস করত আলাপ আলোচনায়; সেখানে হিংসার স্থান ছিল না; কিন্তু ইদানীং সব পালটে গেছে; বর্তমানে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যেই ঢুকে গেছে জঙ্গি মানসিকতা।

আরও পড়ুনঃ নিজের লোকসভা ভোটের দিন বেলা অব্দি ঘুমিয়ে মানুষের সেবা করার উদ্যোগ

অভিনেতা কমল হাসান বলেন; জঙ্গিবাদ নিয়ে অন্য ধর্মকে দোষ দেওয়ার আগে হিন্দু সংগঠনগুলির উচিত নিজেদের দিকে ফিরে তাকানো; ভারতে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও জঙ্গি মানসিকতার প্রবেশ করছে বলে দাবি করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা কমল হাসান।

এর আগে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ হিন্দু সন্ত্রাস মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন; সাধ্বী প্রজ্ঞাকে বিজেপির প্রার্থীপদ মনোনয়ন দেওয়ায় কারণে তাকে হিন্দু সন্ত্রাসী তকমা দিয়েছিলেন তিনি; তার পরিপ্রেক্ষিতে ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহকে হিন্দুবিদ্বেষী বলে কটাক্ষ করেছিলেন অমিত শাহ।

আরও পড়ুনঃ নিজের লোকসভা ভোটের দিন বেলা অব্দি ঘুমিয়ে মানুষের সেবা করার উদ্যোগ

একটি নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে অমিত শাহ বলেছিলেন; একজন হিন্দু কখনও সন্ত্রাসবাদী হতে পারে না; হিন্দু সংস্কৃতি কখনোই কাউকে ক্ষতি করতে উৎসাহ প্রদান করে না; কিন্তু কংগ্রেস হিন্দুদের জঙ্গি তকমা দিচ্ছে।

]]>
গান্ধীকে কেন হত্যা করেছিলেন নাথুরাম গডসে https://thenewsbangla.com/why-nathuram-godse-killed-mahatma-gandhi-what-nathuram-said-in-court/ Mon, 11 Mar 2019 09:54:32 +0000 https://www.thenewsbangla.com/?p=8100 ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি নাথুরাম গডসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। হত্যা করার পর সে সেখান থেকে পালানোর চেষ্টাও করেনি। কারণ সে চেয়েছিল তার এই জঘন্যতম হত্যা করার কারণ যাতে দেশবাসী জানতে পারে।

আদালতে বিচার চলার সময় সে গান্ধীকে হত্যা করার পেছনে, একটা দুটো না, মোট ১৫০টা কারণ জানিয়েছিল। তবে সেই সময়কার কংগ্রেস সরকার সেই বক্তব্য প্রকাশ্যে আসতে দেয়নি। কিন্তু নাথুরামের দাদা গোপাল গডসের দীর্ঘ আইনি লড়াইয়ের পর তা প্রকাশ পায়।

আরও পড়ুনঃ ভারতের ৫টি খুঁজে না পাওয়া কোটি কোটি টাকার খাজানা

গান্ধীকে কেন হত্যা করেছিলেন নাথুরাম গডসে? তবে এত কারণ এখানে লেখা সম্ভব নয়। তাই উল্লেখযোগ্য ১০টি কারণ এখানে তুলে ধরা হলঃ

১) ১৯১৯ সালে জালিওয়ান ওয়ালাবাগের গণহত্যাকারী জেনেরাল ডায়ারের শাস্তি চেয়েছিল গোটা দেশ, কিন্তু গান্ধী সেই দাবী খারিজ করেন।

২) ভারতবাসী চেয়েছিল যে বিপ্লবী ভগত সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি আটকাতে গান্ধী হস্তক্ষেপ করুক। কিন্তু তিনি তা করেননি। গান্ধী বলেন যে এরা পথভ্রষ্ট বিপ্লবী, আর এদের পথ সন্ত্রাসের, তাদের ফাঁসি তিনি আটকাবেন না।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

৩) ১৯৪৬ সালের ৬ই মে যখন দেশের নানা প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, তখন গান্ধী হিন্দুদের উদেশ্যে বলেন যে, তারা যেন মুসলিম লিগের লোকেদের বিরুদ্ধে লড়াই না করে। সেই সময় কেরালায় প্রায় ১৫০০ হিন্দুকে হত্যা করে মুসলিম লিগের লোকেরা এবং আরও ২০০০ হিন্দুকে জোর করে ইসলাম গ্রহণ করানো হয়।

আরও পড়ুনঃ জন্মতিথিতে ঠাকুর রামকৃষ্ণের জীবনের ৮টি অলৌকিক ঘটনা

৪) তিনি কাশ্মীদের রাজা হরি সিংকে কাশ্মীর ছেড়ে হরিদ্বারে চলে যাওয়ার নির্দেশ দেন কারণ কাশ্মীরে মুসলিমরা সংখ্যাগরিষ্ট ছিল।

৫) বিভিন্ন সময় তিনি ভারতের মহান যোদ্ধা শিবাজি মহারাজ, রাণা প্রতাপ এবং গুরু গোবিন্দ সিংকে পথভ্রষ্ট ভারতীয় বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ প্রেমিকাকে নিজের করে পেতে কি কি করতে হয় পুরুষকে

৬) ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে নেতাজী সুভাষ চন্দ্র বসু বিপুল ভোটে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধী নিজের ক্ষমতার জোরে নিজের অনুগত পট্টভি সিতারামাইয়াকে সভাপতি বানান এবং নেতাজীকে ইস্তফা দিতে বাধ্য করেন।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

৭) ১৯৪৭ সালের ১৫ই আগস্ট কংগ্রেস ঠিক করে যে তারা ভারত বিভাজনের বিরোধীতা করবে। কিন্তু গান্ধী সেই সভায় একদম শেষ মুহূর্তে পৌঁছান এবং দেশ ভাগের সমর্থন করেন। এর আগে গান্ধী নিজেই বলেছিলেন দেশ ভাগ তার লাশের ওপর দিয়ে হবে।

৮) ভারত স্বাধীনতা অর্জনের পর সর্দার পাটেল প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গান্ধীর নির্দেশে নেহেরুকে প্রধানমন্ত্রী বানানো হয়।

আরও পড়ুন: পরিচালক মৃণাল সেনের ফিল্ম পরিচালনার কিছু ‘মণি মুক্ত’

৯) সরকার গড়ার পর নেহেরু সিদ্ধান্ত নেন যে ভারত সরকার সোমনাথ মন্দির আবার নির্মান করবে, কিন্তু সরকারে না থাকা স্বত্বেও গান্ধী সেই সিদ্ধান্ত বাতিল করান। কিন্তু ঠিক একই সময় ১৮৪৮ সালের ১৩ই জানুয়ারি তিনি দিল্লীর মসজিদ সরকারি টাকায় নির্মানের জন্য তিনি অনশনে বসেন এবং নিজের দাবী মানিয়েই ছাড়েন।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাড়ছে নারীদের স্তন ক্যানসার, ভয়াবহ এই রোগের প্রধান ৮টি লক্ষণ

১০) ১৯৪৭ সালের অক্টোবর মাসে পাকিস্তান কাশ্মীরে হামলা করলে গান্ধী আবার ভারত সরকারের বিরুদ্ধেই অনশনে বসেন এবং ভারত সরকার পাকিস্তানকে ৫৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। গান্ধী ভারতের মুসলিমদের খুশি করতে হিন্দুদের নানা ভাবে প্রতারিত করতেন।

অবশেষে নাথুরাম গডসে এবং তার সঙ্গে নারায়ণ আপ্তেকে ১৯৪৯ সালের ১৫ই নভেম্বর পাঞ্জাবের আম্বালা জেলে ফাঁসি দেওয়া হয়।

বিঃদ্রঃ ওপরের সকল মন্তব্য নাথুরাম গডসে আদালতে করেছিলেন।

]]>