Narendra Modi’s BJP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 20 Mar 2019 08:38:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Narendra Modi’s BJP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপিকে বয়কট করতে জনসাধারণের প্র‍তি অনুরোধ মাওবাদীদের https://thenewsbangla.com/maoists-in-gaya-urge-people-to-boycott-narendra-modis-bjp/ Wed, 20 Mar 2019 08:38:38 +0000 https://www.thenewsbangla.com/?p=8873 নরেন্দ্র মোদী ও গেরুয়া ব্রিগেডকে বয়কটের ডাক দিয়ে পোস্টার ফেলল বামপন্থী সংগঠন সিপিআই(মাওবাদী)। বিহারের গয়া জেলার জনসাধারনের উদ্দেশ্যে আর্জি জানিয়ে এই মাওবাদী সংগঠনের তরফে পোস্টার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের মুখে কংগ্রেসের চমক, রাজ্যে বড়সড় ভাঙন বিজেপিতে

বিহার ঝাড়খণ্ড সীমান্তে মাওবাদীরা বহুদিন ধরেই সক্রিয়। ঝাড়খণ্ড ও বিহারের ঔরঙ্গাবাদ জেলা লাগোয়া গয়ার ইমামগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত এই এলাকা। গয়ার পুলিশ বিভাগ মাওবাদী পোস্টার গুলো সব উদ্ধার করে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ঐ এলাকায় মাওবাদী পোস্টার লাগানো হয়েছে৷ এর আগে জানুয়ারিতে বিহারের জামুই জেলার ছাকাই ব্লকেও একই ধরনের পোস্টার পাওয়া গিয়েছিল।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

মূলত নরেন্দ্র মোদী সরকার যাতে পুনরায় ক্ষমতায় ফিরতে না পারে, সেই অনুরোধই করা হয়েছে পোস্টারে। একই সাথে সরকারের সমস্ত প্রকার প্রকল্প বয়কটেরও ডাক দেওয়া হয়েছে এই মাওবাদী সংগঠনের তরফে।

আরও পড়ুনঃ যৌবন ধরে রাখতে প্রত্যহ ফেসিয়াল ও চুল রং করেন মায়াবতী, দাবি বিধায়কের

পুলিশের সূত্রে জানানো হয়েছে, বিহারের গয়া সংলগ্ন এলাকায় মাওবাদীরা বহুদিন ধরেই সক্রিয়। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ে মাওবাদীরা ওখানে যথেষ্ট কোনঠাসা হয়ে পড়েছে। সেজন্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মাওবাদীদের ক্ষোভ রয়েছে। মগধের মাওবাদী প্রভাবিত তিন এলাকা গয়া, ঔরঙ্গাবাদ ও নওদা জেলায় আগামী ১১ই এপ্রিল প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

গত সপ্তাহের প্রথম দিকেই বিহারের গয়া জেলার লুটুয়া থানার এলাকার অন্তর্গত একটি স্কুলে মাওবাদীরা হামলা চালায়। ওই স্কুলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই স্কুল সংলগ্ন এলাকা নিজেদের অধীনে এনেছেন। সোমবারই ঝাড়খন্ড লাগোয়া বিহারের নওদা জেলায় পুলিশি তল্লাশির সময় এক মাওবাদীকে নিকেশ করা হয়।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারে ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। ভোটের সময় বিহারে ৫৫ কোম্পানি সিআরপিএফ নামানোর কথাও ঘোষণা করা হয়েছে। মাওবাদী প্রভাবিত এলাকা গুলোয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের পুলিশ যৌথভাবে অভিযান জারি রাখবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
উত্তরপ্রদেশে মহাজোটে সামিল বিজেপিও https://thenewsbangla.com/narendra-modis-bjp-to-form-an-alliance-with-uttar-prodesh-apna-party/ Fri, 15 Mar 2019 13:24:13 +0000 https://www.thenewsbangla.com/?p=8555 লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বিজেপির জোটসঙ্গীর তালিকাও দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিজেপির সাথে জোটবদ্ধ হয়েছে শিবসেনা, তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকেও বিজেপির সাথে একসাথে লড়ছে আসন্ন লোকসভা নির্বাচনে। যাবতীয় বিতর্ক সরিয়ে অসমে অগপর সাথে জোট হয়েছে বিজেপির। এবার উত্তরপ্রদেশে বিজেপির সাথে জোটে সামিল হল আপনা দল।

আরও পড়ুনঃ মুনমুন সেনকে দাঁড় করিয়ে আসানসোলে কি বাবুল সুপ্রিয়কে ওয়াকওভার দিলেন মমতা

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে। কংগ্রেসের সাথে জোট না হলেও রায়বেরেলি ও অমেঠীর আসন দুটি ছাড়া হয়েছে কংগ্রেসের জন্য।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

সম্প্রতি কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে ভোটের হিসেব এবারেও বিজেপির পক্ষে থাকলেও একমাত্র উত্তরপ্রদেশ সমস্ত হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। বিজেপি বিরোধী মহাজোটের ফলে উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমতে পারে। ২০১৪ লোকসভা নির্বাচনে ৮০ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ লোকসভার ৭১টিতেই জয়লাভ করে বিজেপি।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

এই মুহূর্তে বিজেপির সাথে আপনা দলের জোটের ফলে অনেকটাই শক্তিশালী হল এনডিএ জোট। শুক্রবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও আপনা দলের সুপ্রিমো অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে আসনরফা চূড়ান্ত হয়। উত্তরপ্রদেশে আপনা দলকে ছাড়া হয়েছে দুটি আসন।
একটি আসনে মির্জাপুর থেকে লড়বেন আপনা দলের সুপ্রিমো অনুপ্রিয়া প্যাটেল। দ্বিতীয় আসনের প্রার্থী নিয়ে এখনও আলোচনা চলছে।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

এই মুহূর্তে উত্তরপ্রদেশে আপনা দলের দুই জন সাংসদ ও ৭ জন বিধায়ক রয়েছে। আপনা দলের ভোটব্যাংক মূলত ওবিসি গোষ্ঠীভুক্ত, যা পূর্ব উত্তরপ্রদেশে বিজেপির ভোটের ঝুলিকে শক্তিশালী করবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপিতে নাম লেখালেন ক্রিকেট তারকার পত্নী https://thenewsbangla.com/indian-cricketer-ravindra-jadejas-wife-joins-narendra-modis-bjp/ Mon, 04 Mar 2019 08:16:08 +0000 https://www.thenewsbangla.com/?p=7430 লোকসভা ভোট এগিয়ে আসছে। রাজনৈতিক দলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের তারকাদেরও যোগদানের প্রবনতাও বাড়ছে। রবিবার সেই তালিকায় যুক্ত হল ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা সোলাঙ্কির নাম।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

রবিবারই গুজরাটের জামনগরে ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতাদের উপস্থিতিতে জাদেজা পত্নী বিজেপিতে যোগদান করেন। উল্লেখ্য, জামনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার একদিন আগেই রিভা সোলাঙ্কি বিজেপিতে সামিল হলেন।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

বিজেপিতে যোগদানের পূর্বে তিনি গুজরাটে কর্নি সেনার মহিলা শাখার নেতৃত্ব প্রদানের দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে পদ্মাবতের মুক্তি ঘিরে এই কর্নি সেনাই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিল। এটি মূলত রাজপুতদের একটি সংগঠন, যারা পদ্মাবত সিনেমার প্রদর্শন ঘিরে বিক্ষোভের সময় ব্যাপক প্রচারে আসে।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

সস্ত্রীক রবীন্দ্র জাদেজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন প্রায় এক মাস আগে। আর তারপরেই গতকাল জাদেজার স্ত্রীর গেরুয়া দলে যোগদান।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি গুজরাটে ২৬টি লোকসভা সিটের সবগুলোতেই জয়ী হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাসতালুকে একটিও সিট জিততে অসমর্থ হয় কংগ্রেস। এবারে লোকসভা ভোটের আগে ক্রিকেট তারকার পত্নীর বিজেপিতে যোগদান যে গেরুয়া দলে বাড়তি হাওয়া দেবে, তা বুঝতে পেরেই উচ্ছ্বসিত বিজেপির কর্মকর্তাগন।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি
আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন
আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে
আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
২০১৪ সালে বিজেপি ব্যবহার করেছিল আমাকে, বিস্ফোরক অন্না হাজারে https://thenewsbangla.com/nrendra-modis-bjp-used-me-in-2014-explosive-demand-by-anna-hazare/ Mon, 04 Feb 2019 17:52:24 +0000 https://www.thenewsbangla.com/?p=6414 ২০১৪ সালে বিজেপি ব্যবহার করেছিল আমাকে, দাবি অন্নার। লোকপালের দাবিতে নিজের গ্রাম রলেগাঁও সিদ্ধিতে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সমাজকর্মী অন্না হাজারে। অনশনের ষষ্ঠ দিন, সোমবার তিনি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর দাবি, ২০১৪ সালের নির্বাচনে তাঁকে ব্যবহার করেছিল গৈরিক ব্রিগেড।

আরও পড়ুনঃ ভারত হাতে পাচ্ছে বিজয় মালিয়াকে, ভোটের আগে বড় জয় মোদী সরকারের

তাঁর কথায়, “২০১৪ সালে বিজেপি আমাকে ব্যবহার করেছিল। সকলেই জানে, লোকপালের দাবিতে আমি যে আন্দোলন করেছিলাম, তার জোরেই বিজেপি ও আম আদমি পার্টি ক্ষমতায় এসেছে। এখন আমি তাদের সম্পর্কে সব শ্রদ্ধা হারিয়ে ফেলেছি”।

আরও পড়ুনঃ ব্রিগেডের পর ধর্মতলা, ডিম্ভাত ছেড়ে এবার স্যান্ডুইচ ও চিকেন বিরিয়ানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তোলেন অন্না। তাঁর কথায়, “মোদীর নেতৃত্বে সরকার কেবলই মানুষকে বিভ্রান্ত করে চলেছে। তারা দেশকে নিয়ে চলেছে একনায়কতন্ত্রের দিকে। বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তারা চার বছর ধরে ক্রমাগত মানুষকে মিথ্যা বলে চলেছে”।

আরও পড়ুনঃ মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’

৮১ বছরের অন্নার প্রশ্ন, এই মিথ্যার কারবার কতদিন চলবে? সরকার দেশের মানুষকে বঞ্চিত করেছে। রাজ্য সরকার দাবি করেছে, আমার ৯০ শতাংশ দাবিই নাকি মেনে নিয়েছে তারা। এটাও মিথ্যা কথা। তাঁর আফসোস, ২০১১ এবং ২০১৪ সালে তাঁর আন্দোলনে যারা লাভবান হয়েছিল, তারা ক্ষমতায় এসে গত পাঁচ বছরে সেই দাবিপূরণে কিছু করেনি।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

তাঁর কথায়, সরকার বলছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রীরা আমার কাছে আসবেন। আমার সঙ্গে আলোচনা করবেন। কিন্তু আমি তাদের আসতে বারণ করেছি। কারণ তাতে মানুষ বিভ্রান্ত হবে। তারা আগে দৃঢ় সিদ্ধান্ত নিক, তারপর আমাকে সব লিখিতভাবে জানাক। আমি তাদের প্রতিশ্রুতিতে আস্থা হারিয়ে ফেলেছি।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

দিল্লির মুখ্যমন্ত্রী তথা অন্নার প্রাক্তন সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে তিনি বলেন, “সে আমার আন্দোলনে যোগ দিতেই পারে। কিন্তু আমার সঙ্গে সে স্টেজে উঠতে পারবে না”। অন্নার স্বাস্থ্য নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের আশ্বাস দিয়ে অন্না বলেন, “চিন্তা করবেন না। আমি ভালো আছি। ঈশ্বর আমার সঙ্গে আছেন। আগামী পাঁচদিন অন্তত আমার কোনও ক্ষতি হবে না”।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

কিছুদিন আগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র নবাব মালিক অন্নাকে বলেছিলেন, আরএসএস এবং সঙ্ঘ পরিবারের এজেন্ট। কিন্তু তার পরেই অপর এনসিপি নেতা অজিত পাওয়ার ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। সবমিলিয়ে আন্নার এই আন্দোলনে লোকসভা ভোটের আগে খানিকটা চাপেই পড়ে গেল মোদীর গেরুয়া ব্রিগেড।

]]>
বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার https://thenewsbangla.com/modis-bjp-plotting-to-stop-durga-puja-in-bengal-a-serious-allegation-by-mamata-banerjee/ Fri, 11 Jan 2019 15:55:52 +0000 https://www.thenewsbangla.com/?p=5499 The News বাংলা: “বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি”, শুক্রবার বারাসতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়কর দফতর কলকাতার দুর্গা পুজো কমিটিগুলিকে নোটিশ দিয়ে ডেকে পাঠানোর প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেন মমতা।

আরও পড়ুনঃ আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

শুক্রবার বারাসতে জনসভায় মমতা প্রশ্ন তোলেন, “দুর্গাপুজোয় কারা চাঁদা দেয়”। তিনি জানান, “সাধারণ মানুষ দুর্গা পুজোয় চাঁদা দেয়। সেই টাকায় বাংলায় বড় উৎসব হয়। তিনি অভিযোগ করেন, “বাংলার বড় উৎসব তথা দুর্গাপুজোকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছি। আর তাই দুর্গাপুজো বন্ধ করার চক্রান্ত করছে বিজেপি সরকার”।

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার/The News বাংলা
বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার/The News বাংলা

কলকাতার ৪০টি পুজো উদ্যোক্তাদের নোটিশ দিয়ে দফতরে দেখা করার নির্দেশ দিয়েছে আয়কর দফতর। ২ দিন ধরে আয়কর দফতরে হাজিরাও দিয়েছেন কলকাতার বিভিন্ন পুজো আয়োজকরা। এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “ক্লাবগুলো কি লাভ করার জন্য দুর্গাপুজো করে”? তিনি পুজো উদ্যোক্তাদের বলেন, আয়কর দফতর ডাকলে কোনও ক্লাব যেন না যায়। একটা ক্লাবের গায়ে হাত পড়লে আমরা ছেড়ে দেব না।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

দুর্গা পুজো বন্ধ করার চেষ্টা করছে মোদীর বিজেপি। তাই আয়কর দফতরকে বিনা কারণে দুর্গা পূজার পিছনে লাগিয়েছে বলেই অভিযোগ করেন মমতা। তিনি আরও বলেন যে, দুর্গাপুজো বন্ধ করার এই চেষ্টা ২০১৯-এর লোকসভা নির্বাচনে বুমেরাং হয়ে ফিরে আসবে।

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার/The News বাংলা
বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার/The News বাংলা

মমতা বলেন, বাংলার দুর্গাপুজো যদি বন্ধ করার চেষ্টা হয়, কোনও পুজো উদ্যোক্তার গায়ে যদি হাত পড়ে, তবে তার ফল হবে খুব খারাপ। বাংলার মানুষ, দেশের মানুষ মোদীবাবু বিজেপিবাবুদের ছাড়বে না। প্রতিহিংসার রাজনীতি বুমেরাং হয়ে ফিরে আসবে।

আরও পড়ুনঃ

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

ঘুষ নেবার দায়ে সিবিআই হাতে গ্রেফতার হবেন সিবিআই এরই স্পেশ্যাল ডিরেক্টর

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

৪০টি বড় পুজোর কর্তারা পেয়েছেন আয়কর দফতরের নোটিশ। কেন কোটি কোটি টাকা আয় ও খরচা করার পরেও এক টাকাও আয়কর দেন না, টিডিএস জমা করেন না পুজো আয়োজকরা, প্রশ্ন আয়কর দফতরের। ২০১৮ সালের পুজোর সব হিসাব নিয়ে আয়কর দফতরে দেখা করার নির্দেশ পান কলকাতার ৪০টি পুজো। দেখাও করেছেন তাঁরা।

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের/The News বাংলা
আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের/The News বাংলা

তৃণমূলের নেতারা কেউ কেউ আবার এর পিছনে রাজনীতির অঙ্কও দেখছেন। কারণ, কলকাতার প্রধান পুজোগুলির বেশির ভাগেরই উদ্যোক্তা হয় রাজ্যের মন্ত্রী। নয়তো তৃণমূলের প্রথম সারির নেতা। অনেকের আবার সভাপতি তৃণমূল নেতা মন্ত্রী। তাঁদের চাপে রাখতেও আয়কর দফতর এমন পদক্ষেপ করে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

শুধু বাংলার দুর্গা পুজোয় কেন নজর দিল আয়কর দফতর, সেই প্রশ্নও তুলছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের মতে, ‘মুম্বইয়ের গণেশপুজোয় তো এর থেকে অনেক বেশি খরচা হয়। সেখান থেকে কি কর চাওয়া হয়’? প্রশ্ন তৃণমূল নেতাদের।

পুজোর সঙ্গে তৃণমূল নেতারা সবাই জড়িত, তাই দেশের সব পুজোকে ছেড়ে বাংলার দুর্গা পুজোকে টার্গেট করেছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ করেছিলেন তৃণমূলের নেতারা। শুক্রবার আরও একধাপ এগিয়ে, ‘বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি’, মারাত্মক অভিযোগ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>