Narendra Modi win – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 May 2019 14:13:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Narendra Modi win – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সাট্টা বাজারের রিপোর্টেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত https://thenewsbangla.com/satta-bazaar-prediction-of-narendra-modi-win-in-2019-lok-sabha-election/ Wed, 22 May 2019 13:01:54 +0000 https://www.thenewsbangla.com/?p=13087 এদের রিপোর্ট নাকি কখনও ভুল হয়নি। ভোটের পর যারা জিতবে বলে; এই বাজার ঘোষণা করেছে; তারাই জিতেছে। ফালোডি সাট্টা বাজার নাকি কখনও ভুল করেনি। তারা যারা বলেছে; তাই হয়েছে। আর সেই ফালোডি সাট্টা বাজারের সমীক্ষাতেও মোদী ঝড়ের ইঙ্গিত। আর এর জেরেই জোর প্রস্তুতি গেরুয়া বাহিনীর।

ফালোডি সাট্টা বাজার; ভোট রেজাল্ট নিয়ে তাদের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। প্রতি নির্বাচনেই সকলের নজর থাকে; এই সাট্টা বাজারের রিপোর্টের ওপর। কারন, প্রায় সব ভোটের ভবিষ্যৎবাণী মিলিয়ে দেবার ব্যাপারে; এদের জুড়ি নেই ভূভারতে।

শুধু এদেশে নয়; আমেরিকার গত সাধারণ নির্বাচনে ট্রাম্পের ক্ষমতা দখলের পূর্বাভাস দিয়ে যে রিপোর্ট তারা প্রকাশ করেছিল; তা হুবহু মিলে গিয়েছিল। এবারের লোকসভা ভোটের ফলাফল নিয়ে তারা ভবিষ্যৎবাণী করতে গিয়ে জানিয়েছে; বিজেপি এবার একাই পাবে ২৭০ থেকে ২৮০ টি আসন।

আর শরিক দলগুলোকে মিলিয়ে এনডিএ জোটের আসন সংখ্যা ৩০৫ এ গিয়ে পৌঁছবে। কংগ্রেস এবার পাবে ৮০ টির মতো আসন। এদের সমীক্ষা বলছে; উত্তরপ্রদেশে বিজেপি অনন্ত এবার ২০ থেকে ৩০ টি আসন কম পাবে। সেই ঘাটতি তারা পূরণ করতে পারবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে।

দেশের বড় বড় বুকি, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা জড়িয়ে আছে; যোধপুরের এই সাট্টা বাজারের সঙ্গে। গোটা দেশের সাট্টা বাজারে এবার অন্তত এক লক্ষ কোটি টাকা; বিনিয়োগ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। দিল্লির সাট্টা বাজার অবশ্য জানাচ্ছে; এনডিএ জোট ক্ষমতায় আসবে ঠিকই কিন্তু জোট ৩০০ সংখ্যা পার করতে পারবে না।

তাদের হিসাবে বিজেপি একা পাবে ২৪০ টি আসন। এনডিএ পেতে পারে ২৮০ থেকে ২৯০ টি আসন। কংগ্রেস ৮০ টি আসন পাবে বলে; ভবিষ্যৎবাণী করা হয়েছে। মুম্বাই সাট্টা বাজারের যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে; কংগ্রেস একা পেতে পারে ৯০ থেকে ১০০ টি আসন। ইউপিএ জোট পেতে পারে ১৫০ টি আসন।

ফালোডির সাট্টা বাজার পশ্চিমবঙ্গ নিয়েও ভবিষ্যৎ বাণী করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী; পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৮ থেকে ২০ টি আসন। ওড়িশায় বিজেপি পাবে অনন্ত ১০ টি আসন। এখন দেখার এটাই, বিভিন্ন চ্যানেলের মত; সাট্টা বাজারের রিপোর্ট মেলে কিনা।

]]>
নরেন্দ্র মোদীর জয়ের ভবিষ্যৎবানী করে বরখাস্ত কলেজ অধ্যাপক https://thenewsbangla.com/predicts-victory-of-narendra-modi-win-professor-was-dismissed/ Wed, 15 May 2019 07:24:28 +0000 https://www.thenewsbangla.com/?p=12928 মোদীর জয়ের ভবিষ্যৎবানী করে বরখাস্ত অধ্যাপক। হাঁ, এমনটাই ঘটেছে কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে। ৩০০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি; বলেই বরখাস্ত কলেজের অধ্যাপক। আর এই নিয়ে শোরগোল পরে গেছে গোটা দেশেই। ক্ষুব্ধ মধ্যপ্রদেশে কলেজের অধ্যাপক সম্প্রদায়।

মোদীর জয়ের ভবিষ্যৎবানী করে বরখাস্ত হলেন কলেজের অধ্যাপক। কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের ঘটনা। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও জ্যোতিষ শাস্ত্রের অধ্যাপক রাজেশ্বর শাস্ত্রী; মোদী সরকারের প্রত্যাবর্তনের ব্যাপারে ফেসবুকে লিখে জানান; ৩০০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি।

আরও পড়ুনঃ অমিত শাহ এর রোড শো ঘিরে গেরুয়া সমুদ্রে ভাসল উত্তর ও মধ্য কলকাতা

আর তাতেই কংগ্রেস সরকারের রোষানলে পড়তে হয় তাকে। ২৮শে এপ্রিল ফেসবুকে পোস্ট করে ওই অধ্যাপক লেখেন; বিজেপি ৩০০ এর কাছাকাছি এবং এনডিএ ৩০০ আসন অতিক্রম করবে। একজন সরকারী চাকুরিজীবী হয়ে; তিনি নিয়মের তোয়াক্কা না মেনেই এই ধরনের পোস্ট করেছিলেন বলে; তাকে অভিযুক্ত করা হয়।

আরও পড়ুনঃ অমিত শাহ এর রোড শো ঘিরে রণক্ষেত্র কলেজ বিশ্ববিদ্যালয় চত্ত্বর

সূত্রের খবর, তিনি কোনো রাজনৈতিক অবস্থান নিয়ে ওই পোস্ট করেননি। তার এক ছাত্রের করা প্রশ্নের ভিত্তিতেই; তিনি উত্তর দিয়েছিলেন। তার করা মন্তব্যটি তার অনুমতি ছাড়াই; তার ওই ছাত্র পোস্ট করেছিল বলে তিনি জানান। বিষয়টি নজরে আসার পরেই; পোস্টটি ডিলিট করা হয় বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ অমিত শাহর পর যোগী আদিত্যনাথের সভায় নিষেধাজ্ঞা রাজ্যের

বাবলু খিঞ্চি নামের এক কংগ্রেস নেতা বিষয়টি নিয়ে; ওই অধ্যাপকের বরখাস্তের দাবিতে ডিভিশনাল কমিশনারকে জানান। এরপর ৭ই মে তাকে পদ থেকে বরখাস্ত করা হয়। রাজ্য সরকারের এই অগনতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে; সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন ওই অধ্যাপক বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনায় ক্ষুব্ধ মধ্যপ্রদেশে কলেজের অধ্যাপক সম্প্রদায়। তাঁরাও এই নিয়ে আন্দোলনে নেমেছেন। সোশ্যাল মিডিয়াতে যে কেউ তাঁর নিজের বক্তব্য রাখতেই পারেন বলেই দাবি কলেজের অধ্যাপকদের। তাঁরা জানিয়েছে; এই পোস্টে কাউকে আঘাত করা হয়নি। এটা নিছকই আড্ডা ছিল। আর এই নিয়েই ফের তরজা শুরু কংগ্রেস বিজেপির মধ্যে।

]]>