Narendra Modi Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 15 Jun 2022 14:56:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Narendra Modi Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোদীর ‘আচ্ছে দিন’ কি আসছে, ভারত ঢুকছে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে https://thenewsbangla.com/modi-achche-din-is-coming-india-is-entering-into-five-lakhs-crore-dollar-economy-said-anantha-nageswaran/ Wed, 15 Jun 2022 14:56:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15476 কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন; দেখালেন বড় স্বপ্ন। মোদী সরকারের লক্ষ্য ছিল, ২০২৩-২৪ সালের মধ্যে দেশকে; পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। ২০২৩-২৪ এ না হলেও, আগামী ২০২৬-২৭ সালে ভারত পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে; বলে জানালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তাঁর মতে, অন্যান্য সম্ভাবনাময় যেকোন দেশের তুলনায়; ভারত এখন ভাল জায়গায় দাঁড়িয়ে। এখন দেশের অর্থনীতির মাপ; ৩.৩ লক্ষ কোটি ডলার; ফলে ওই লক্ষ্য আগানি চার বছরের মধ্যে ছোঁয়া যাবে।

কেন্দ্র বাজেটের তিনদিন আগেই, দেশের নতুন মুখ্য আর্থিক উপদেষ্টার নাম; ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। তিনি ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে; নিয়োগ করা হয় তাঁকে। তার আগে, এই পদে ছিলেন; কে ভি সুব্রহ্মণ্যম। দায়িত্বে আসেন, অর্থনীতির শিক্ষক, লেখক এবং পরামর্শদাতা; ডঃ ভি. অনন্ত নাগেশ্বরন।

১৯৮৫ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট; আমদাবাদ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পড়াশোনা করেন। এরপর চলে যান বিদেশে। ১৯৯৪ সালে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে; ‘‌বিনিময় হারের অভিজ্ঞতামূলক প্রবণতা’‌র ওপর ডক্টরেট করেন। ২০১১ সাল পর্যন্ত তিনি সুইৎজারল্যান্ড এবং সিঙ্গাপুরে; বেশ ক’য়েকটি ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য; ম্যাক্রো-ইকোনমিক এবং পুঁজির বাজার গবেষণায় বিশেষ ভূমিকা পালন করেছেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত; আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ডিন ছিলেন অনন্ত।

আরও পড়ুনঃ ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

আগামী ২০২৬-২৭ সালেই, ভারত পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে; ফের জানালেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। মোদী সরকারের লক্ষ্য ছিল, ২০২৩-২৪ সালের মধ্যে দেশকে; পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। কিন্তু অর্থনীতির পড়তি সময় ও করোনার ধাক্কায়; সেই লক্ষ্য পূরণ করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।

আন্তর্জাতিক অর্থভান্ডারের পূর্বাভাস তুলে ধরে অনন্ত বলেছিলেন; “তারা জানিয়েছে এটা ২০২৬-২৭ সাল হয়ে যাবে”। যা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে, একে ‘গোলপোস্ট বদলের’ সঙ্গে তুলনা করেন; প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তবে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের দাবি ছিল; ২০২৬ সালের মধ্যে সেই মাইলফলক ছোঁবে ভারত। এবার সেটাই বললেন; অনন্ত নাগেশ্বরন।

]]>
যোগীর রাজ্যে ‘স্নাইপার হাতে খুনি’র নিশানায় রাহুল https://thenewsbangla.com/modi-govt-says-green-light-aimed-at-rahul-gandhi-was-from-camera-not-from-sniper/ Thu, 11 Apr 2019 16:31:19 +0000 https://www.thenewsbangla.com/?p=10657 সম্প্রতি আমেঠিতে নিজের কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দেন রাহুল গান্ধী। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাহুল। সেখানেই তার মাথায় প্রায় সাতবার সবুজ রঙয়ের লেজার আলো পড়ে। কংগ্রেস বলছে এটি স্নাইপারের বন্দুকের নিশানা হতে পারে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে লেজারের ওই আলোটা স্নাইপারের নয় বরং সবুজ রংয়ের আলোটা মোবাইল ফোন থেকে এসেছে।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

কংগ্রেসের পক্ষ থেকে দলের সভাপতি রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়ার একদিন পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কংগ্রেসের এমন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের তরফে জানান হয়েছে ওটা এসেছিল কংগ্রেসেরই এক নেতার মোবাইল ক্যামেরা থেকে।

আরও পড়ুনঃ রণক্ষেত্র কোচবিহার জেলাশাসক দফতর, বিজেপি প্রার্থীর অবস্থান তুলতে বিশাল পুলিশ

বুধবার কংগ্রেসের পক্ষ থেকে বর্ষীয়ান তিন নেতা আহমেদ প্যাটেল, জয়রাম রমেশ ও রণদীপ সিং সুরযেওয়ালা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে লেখা চিঠিতে জানান, খুব অল্প সময়ের মধ্যে সবুজ রঙের একটি লেজার সাতবার রাহুল গান্ধীর মাথায় পড়ে। এই ঘটনায় রাহুল গান্ধীর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। এই ঘটনার প্রমাণ সাপেক্ষে রাজনাথ সিংয়ের কাছে একটি ভিডিও ফুটেজও জমা দেন কংগ্রেস নেতারা।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

চিঠিতে তারা দাবি করেন, ওই ভিডিও ফুটেজ বেশ কয়েকজন নিরাপত্তা আধিকারিককে দিয়ে যাচাই করানো হলে তারা জানান, ওই লেজারের উৎস স্নাইপার বন্দুকও হতে পারে। কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতিকে হত্যা করার এই আশঙ্কা তৈরি হওয়ায় আমরা শঙ্কিত। চলতি লোকসভা নির্বাচনের কারণে রাহুল গান্ধীর সুরক্ষা নিয়ে আমরা সকলেই চিন্তিত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উচিৎ যাতে কংগ্রেস সভাপতির সুরক্ষা আরও জোরদার করা হয়, তা সুনিশ্চিত করা।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

তবে কংগ্রেসের পক্ষ থেকে এমন চিঠি পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদার করতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রধান হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ভিডিও ফুটেজে শ্রী রাহুল গান্ধীর ওপর যে সবুজ আলো পড়েছে ওটা আসলে একটি মোবাইল ফোনের আলো। এআইসিসির এক ফটোগ্রাফার ভিডিও করার সময় তার মোবাইল থেকে এই আলো রাহুল গান্ধীর ওপর পড়ে। বিশেষ নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে রাহুল গান্ধীকে এই বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করার দাবি উঠেছে এবং নিরাপত্তা নিয়ে কোনো হুমকি থাকলে সেটি নিরপক্ষেভাবে দেখার আহ্বান জানানো হয়েছে। তবে রাজধানী দিল্লি এখন স্নাইপার বনাম মোবাইল লড়াইয়ে উত্তপ্ত। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এই সবুজ আলো আর স্নাইপার বনাম মোবাইল লড়াইয়ে জমজমাট।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে https://thenewsbangla.com/narendra-modi-govt-admits-to-theft-in-rafale-deal-before-sc/ Wed, 06 Mar 2019 08:50:20 +0000 https://www.thenewsbangla.com/?p=7651 চুরি গিয়েছে সব নথি। যে সে নথি নয়। রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর স্বীকারোক্তি কেন্দ্রীয় সরকারের। দেশের শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছেন কেন্দ্র সরকারের এটর্নি জেনারেল কেকে বেনুগোপাল। রাফায়েল কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ফের বিরোধীদের তোপের মুখে পরতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রতিরক্ষা দফতর থেকে কি ভাবে নথি চুরি গেল সেই নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট

বুধবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চে এই মামলা ওঠে। তখনই কেন্দ্র সরকারের এটর্নি জেনারেল কেকে বেনুগোপাল জানান, প্রতিরক্ষা দফতর থেকে চুরি গেছে রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি। তদন্ত চলছে তা উদ্ধারের জন্য। এরপরেই হইচই পরে যায় দেশ জুড়ে।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

যদিও এই চুরির কথা আগেই অনুমান করা গিয়েছিল। ২০১৫-র ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরকে লেখা প্রতিরক্ষা মন্ত্রকের একটি গোপন চিঠি ফাঁস হয়ে যায়। যেখানে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক এবং নেগোসিয়েশন টিমকে অন্ধকারে রেখে রাফায়েল যুদ্ধবিমানের দামের বিষয়ে ফ্রান্সের সঙ্গে সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

শুধু তাই নয়, ওই চিঠিতে প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার জানিয়েছিলেন, এই ধরনের পদক্ষেপ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের সরে আসা উচিত। কারণ, এতে সংশ্লিষ্ট দপ্তরকে অগ্রাহ্য করা হয়। সংবাদপত্রে প্রকাশিত এই প্রতিবেদনকে হাতিয়ার করেই ফের রাফায়েল ইস্যু নিয়ে কেন্দ্রকে তোপও দাগেন রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

ফাঁস হওয়া গোপন নথিটিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চোর’ বলে আক্রমণ করেন তিনি। অভিযোগ করলেন, প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে রাফায়েলে যুদ্ধবিমান কেনার জন্য সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী। বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন মোদী। সেই টাকা তিনি তুলে দিয়েছেন ‘বন্ধু’ অনিল আম্বানির হাতে।

পাশাপাশি, আবারও কংগ্রেস সভাপতি দাবি জানান, রাফায়েল ইস্যুতে সংসদীয় কমিটির তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর প্রশ্ন, ‘কেন প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে ফ্রান্সের সঙ্গে সরাসরি দর কষাকষি করেছেন প্রধানমন্ত্রী?’। তিনি অভিযোগ করেন, ‘বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা লুঠ করেছেন প্রধানমন্ত্রী। সেই টাকা তিনি তুলে দিয়েছেন অনিল আম্বানির হাতে’। তাঁর দাবি ছিল, ‘রাফালের বিষয়ে মিথ্যা কথা বলেছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও। এখন বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার’।

সেটাই এবার বুধবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চে স্বীকার করে নিল নরেন্দ্র মোদী সরকার। এই ঘোষণায় দেশ জুড়ে ঝড় উঠেছে। প্রতিরক্ষা দফতর থেকে কি ভাবে নথি চুরি গেল সেই নিয়েই উঠছে প্রশ্ন। সবচেয়ে বেশি নিরাপত্তা যেখানে থাকে সেখান থেকে এই ধরণের একটি গুরুত্ত্বপূর্ণ ফাইল কি ভাবে লোপাট হল সেই নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

]]>
প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়িয়ে চাকুরিজীবীদের মুখে হাসি ফোটালেন মোদী https://thenewsbangla.com/narendra-modi-govt-hikes-interest-rate-on-pf-deposits-for-2018-19/ Thu, 21 Feb 2019 13:07:25 +0000 https://www.thenewsbangla.com/?p=7094 প্রথমে মহার্ঘ ভাতা বা ডি এ বাড়ানো আর তারপর প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়িয়ে চাকুরিজীবীদের মুখে হাসি ফোটালেন নরেন্দ্র মোদী সরকার। লোকসভা ভোটের আগে দরাজ হাতে চাকুরিজীবীদের মন পাবার চেষ্টা মোদীর।

মহার্ঘ ভাতা বা ডি এ বাড়ানোর পর ভোটের ঠিক আগে এবার ইপিএফে বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বাড়ল সুদের হার। আগে ইপিএফে ৮.৫৫ শতাংশ সুদ পাওয়া যেত। সেটা বাড়িয়ে করা হল ৮.৬৫ শতাংশ। চলতি আর্থিক বছরেই সুদের বর্ধিত হার কার্যকর করা হবে। সরকারের এই সিদ্ধান্তে প্রায় ৬ কোটি চাকরিজীবী উপকৃত হবেন। বৃহস্পতিবার ইপিএফও-র ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তিন বছর বাদে ফের পিএফে সুদের হার বাড়ানো হল।

এ দিন বোর্ড মিটিং শেষ হওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেন, “প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর সুদের হার বাড়িয়ে ৮.৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন ইপিএফও কর্তৃপক্ষ”। বৃহস্পতিবারের বৈঠকে এমপ্লয়িজ পেনশন স্কিমের (ইপিএস) আওতায় চাকুরিজীবীদের ন্যূন্যতম পেনশন বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের পরবর্তী বৈঠকে এই বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।

গত মঙ্গলবারই লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফুটেছিল। বেড়েছিল ডি এ। বর্তমানে ৯ শতাংশ হারে ডি এ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তার সঙ্গে যুক্ত হতে চলেছে আর ৩ শতাংশ। ফলে তাঁদের প্রাপ্য মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল ১২ শতাংশ। এই বর্ধিত ডি এ এর সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীরাও। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকেই এই বর্ধিত ডি এ কার্যকর করা হবে।

ডি এ এর পর এবার বাড়ল প্রভিডেন্ট ফান্ডে সুদ। ২০১৭ সাল থেকে পিএফে সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ। তার আগে ২০১৬-১৭ সালের আর্থিক বছরে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ২০১৮-১৯ অর্থবর্ষে তা বাড়িয়ে সুদের হার ফের সেই ৮.৬৫ শতাংশই করা হল। সামনে লোকসভা নির্বাচন। তার আগে এটা সুখবর চাকুরিজীবীদের জন্য। এই সিদ্ধান্তে প্রায় ৬ কোটি ইপিএফও গ্রাহক উপকৃত হবেন। এর আগে ২০১৬ অর্থবর্ষে শেষবার প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়ানো হয়েছিল।

প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নির্ধারণের দায়িত্বে রয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (সিবিটি)। সিবিটি-র নেতৃত্বে আবার রয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। ইপিএফও-র হয়ে যাবতীয় সিদ্ধান্ত নেয় তারাই। কোন অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার হার কত হবে, তা ঠিক করার দায়িত্বও তাদের। সিবিটির অনুমোদনের পরই বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রকে কাছে যায়। যার পর জমা টাকার উপর নয়া সুদের হার কার্যকর হয়। সেই অনুযায়ী সরাসরি টাকা ঢুকে যায় গ্রাহকের অ্যাকাউন্টে।

]]>
মমতাকে চাপে ফেলে ফের কেন্দ্রীয় কর্মীদের ডি এ বাড়াল মোদী সরকার https://thenewsbangla.com/narendra-modi-govt-increase-da-of-central-govt-employees-pensioners/ Wed, 20 Feb 2019 09:10:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7039 ফের কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘভাতা বা ডি এ বাড়াল নরেন্দ্র মোদী সরকার। আর এদিকে বাড়ল বাংলার রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ। ফের ব্যবধান বাড়ল কেন্দ্রীয় কর্মী ও রাজ্য সরকারি কর্মীদের মাইনেতে। কেন্দ্রের এই ঘোষণায় উপকৃত হবেন বর্তমান কর্মী ও পেনশনভোগীদের নিয়ে প্রায় ১ কোটি মানুষ ও তাদের পরিবার।

লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এল নরেন্দ্র মোদী সরকার। ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডি এ বাড়াল কেন্দ্র সরকার। ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডি এ বাড়ান হল।

আরও পড়ুনঃ বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি। বাড়ল ডি এ। বর্তমানে ৯ শতাংশ হারে ডি এ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তার সঙ্গে যুক্ত হতে চলেছে আর ৩ শতাংশ। ফলে তাঁদের প্রাপ্য মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল ১২ শতাংশ। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে সরকারি কোষাগারে আরও চাপ পড়তে চলেছে।

এই বর্ধিত ডি এ এর সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীরাও। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকেই বর্ধিত ডি এ কার্যকর করা হবে।

আরও পড়ুনঃ ভারতের সব মন্দির গুঁড়িয়ে দেবার হুমকি পাকিস্তানের মন্ত্রীর

গত ডিসেম্বরে শেষ হওয়া ষান্মাষিকের জন্য উদ্বৃত্ত হিসেবে কেন্দ্রকে ২৮,০০০ কোটি টাকা হস্তান্তরের কথা ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি করল মোদী সরকার।

পুরোটাই লোকসভা ভোটের আগে সুবিধা নেবার চেষ্টা, বলে মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। অন্যান্য বিরোধীরাও ভোটের মুখে এই ধরণের ঘোষণার সমালোচনা করেছে। বলা হয়েছে যেটা আগেই করা যেত সেটা ভোটের সুবিধা নেওয়ার জন্য ঠিক এই সময়ে ঘোষণা করা হল।

আরও পড়ুনঃ ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

এর আগে জানুয়ারিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২১ হাজার টাকা। এর ফলে, সরকারি চাকরির সর্বনিম্ন পর্যায়ে ঢুকেই একজন কর্মীর বেতন শুরু হবে ২১ হাজার টাকা থেকে। যদিও দাবি ছিল ২৬ হাজার টাকার। তবু ভোটের মুখে এটাও লাভ কেন্দ্রীয় কর্মীদের।

আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির

বেতন ও পেনশন সংশোধনের উদ্দেশ্যে পে-ম্যাট্রিক্সের সকল পর্যায়ে ২.৫৭– এই ফিটমেন্ট ফ্যাক্টরটিকে কাজে লাগানো হয়। যদিও কেন্দ্রীয় ইউনিয়নগুলি এটা ৩.৬৮ করার দাবিতে আন্দোলন করছে। প্রতিরক্ষা বাহিনীর জন্যও পে-ম্যাট্রিক্সকে আরও উন্নত ও বাস্তবমুখী করে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্য কর্মীদের মহার্ঘ ভাতার ব্যবধানের পরিমাণ ফের বাড়ল। যথারীতি এই ঘোষণাতে ফের ক্ষোভ বেড়েছে বাংলার সরকারি কর্মীদের মধ্যে। ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি। কেন্দ্রীয় কর্মী ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতার ব্যবধান বাড়িয়ে লোকসভা ভোটের আগে বাংলায় মমতাকে বেশ চাপে রাখলেন মোদী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা
আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>