Narendra Modi Delivering his Speech – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 03 Apr 2019 08:42:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Narendra Modi Delivering his Speech – The News বাংলা https://thenewsbangla.com 32 32 LIVE: দিদির নৌকা ডুবছে শিলিগুড়িতে বললেন নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/live-narendra-modi-delivering-his-speech-on-election-campaign-at-shiliguri/ Wed, 03 Apr 2019 07:34:00 +0000 https://www.thenewsbangla.com/?p=9813 উত্তরবঙ্গে শিলিগুড়ি দিয়ে বাংলায় ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। দুপুরে শিলিগুড়িতে জনসভা করে বিকালে ব্রিগেডে আসবেন মোদী। কি বলছেন মোদী। জেনে নিন, নজর রাখুন The News বাংলা তে।

LIVE: শিলিগুড়িতে ভোট প্রচারে কি বলছেন নরেন্দ্র মোদী, জেনে নিন/The News বাংলা
LIVE: শিলিগুড়িতে ভোট প্রচারে কি বলছেন নরেন্দ্র মোদী, জেনে নিন/The News বাংলা

শিলিগুড়িতে ভোট প্রচারে কি বলছেন নরেন্দ্র মোদী, দেখুনঃ
শিলিগুড়ি এসে পৌঁছুলেন মোদী। কিছুক্ষণের মধ্যেই মোদীর বক্তব্য শুরু হবে শিলিগুড়ির জনসভায়। কি বলছেন নরেন্দ্র মোদী পড়ুন

১. বাংলায় বক্তব্য শুরু করলেন মোদী। আপনারা কেমন আছে জিজ্ঞাসা করলেন?

২. ছোট থেকেই শুনে আসছি, ‘বাংলা যা করে, সারা দেশ তা পরে করে’ এমনটাই বললেন প্রধানমন্ত্রী।

৩. দিদির নৌকা ডুবে গেছে পশ্চিম বাংলায়। শিলিগুড়ির এই জনসভা তারই প্রমাণ।

৪.যেই গতিতে আমি সারা দেশে কাজ করেছি, সেই গতিতে আমি বাংলায় কাজ করতে পারিনি কারন বাংলায় একজন ‘স্পীড ব্রেকার’ আছে। তার নাম, মমতা বন্দোপাধ্যায়।

৫. পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গরিব মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই, তিনি চাননা বাংলায় উন্নয়ন আসুক।

৬. NDA সরকার মধ্যবিত্তদের জন্য।

৭. গরিবদের টাকা নিয়ে চিটফান্ডের কেলেঙ্কারি করেছেন ‘দিদি’।

৮. আয়ুষ্মান প্রকল্প চালাতে দেননি দিদি।

৯. কৃষকদের টাকাতেও ‘ব্রেক’ লাগিয়েছে মমতা দিদি।

১০. বিজেপির প্রতি বাংলার মানুষের সমর্থন অভূতপূর্ব।

১১. চা বাগানের দুরবস্থার কথা আমি জানি। তাদের জন্য অনেক কিছু করেছে বিজেপি। ভবিষ্যতে এই চা ওয়ালা চা বাগানের শ্রমিকদের জন্য আরও করবে।

১২. দেশের সেনা বালাকটের হামলার পর, দেশের সুরক্ষা করার জন্য বিরোধী দলের তরফ থেকে অনেক প্রশ্নের মুখে পড়েছিল দেশের সেনা। সেই বিরোধী দলের সঙ্গে আমাদের লড়াই।

১৩. পাকিস্তানের জঙ্গি হামলার পর, আমরা তাদের জবাব দিয়েছিলাম। সেই জবাবে পাকিস্তানীদের থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন বাংলার ‘দিদি’।

১৪. এই লড়াই এক সৎ চৌকীদারের সঙ্গে দাগিদের।

১৫. আমরা জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছি। দেশের শত্রুদের এই ভাবেই শেষ করব আমরা।

১৬. বিজেপিকে এই ভাবে সমর্থন করলে, দেশে আরও উন্নতি হবে।

১৭. আমার লড়াই দেশের চোরদের বিরুদ্ধে।

১৮. সারা দেশে আমরা চৌকিদারের ভুমিকা পালন করলে, কোন শত্রুই আমদের কোন ক্ষতি করতে পারবে না।

১৯. গরিবদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করা থাকলেও তা আটকে দিয়েছেন দিদি।

২০. জনসভা শেষ করার আগে, ‘মে ভি চৌকিদার’ স্লোগান বারবার বলে সভা শেষ করলেন প্রধানমন্ত্রী।

]]>