Narendra Modi and Lord Rama – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 25 Nov 2018 04:39:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Narendra Modi and Lord Rama – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রামমন্দির নয়, হিন্দু ক্ষোভ থামাতে অযোধ্যায় রামমূর্তির ঘোষণা যোগীর https://thenewsbangla.com/no-rama-temple-but-the-idol-of-lord-rama-is-announced-in-ayodhya-to-stop-hindu-agitation/ Sun, 25 Nov 2018 04:28:09 +0000 https://www.thenewsbangla.com/?p=3063 The News বাংলা, অযোধ্যা: শেষ পর্যন্ত কিছুটা হলেও শিবসেনা, আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ কে সন্তুষ্ট করতে পারল বিজেপি সরকার। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবির মাঝেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিলেন, অযোধ্যায় রাম মূর্তি হচ্ছে।

Image Source: Google

স্ট্যাচু অফ ইউনিটির পর এবার আরও বড় এক মূর্তি। ২২১ মিটার উঁচু রামের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার, জানিয়েছেন মুখ্যসচিব অবিনাশ অবস্থী। একটি বিবৃতিতে যোগী সরকার জানিয়েছে ২২১ মিটার উঁচু রাম মূর্তিটি তৈরি হবে অযোধ্যায়। সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে তৈরি এই মূর্তির আসল উচ্চতা হবে ১৫১ মিটার ও রামের মাথায় থাকবে ছাতা যার উচ্চতা হবে ২০ মিটার। স্তম্ভমূল বা মূর্তিটির পাদভূমির উচ্চতা হবে ৫০ মিটার।

আরও পড়ুনঃ ‘পহেলে মন্দির, ফির সরকার’ আশঙ্কায় ‘বাবরি মসজিদের’ অযোধ্যা

Image Source: Google

মূর্তির সংলগ্ন স্থানে থাকবে একটি বিশেষ মিউজিয়াম যেখানে রাম জন্মভূমি ও অন্যান্য লোকগাথা সম্পর্কিত বিষয়ক তথ্য ও ভাস্কর্য প্রদর্শিত হবে। রাম-মূর্তির আশেপাশে গেস্ট হাউস, মাঠ, রাম কুঠি ও গুরুকূল করার পরিকল্পনা রয়েছে যোগী সরকারের। ক্ষমতায় আসার পরই, যোগী আদিত্যনাথ অযোধ্যায় রামের জন্মস্থানে তাঁর মূর্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন।

আরও পড়ুনঃ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় সংখ্যালঘুরা

এই কাজের ভার দেওয়ার জন্য এখনও পর্যন্ত পাঁচটি সংস্থার নাম প্রস্তাবিত হয়েছে। এই মুহূর্তে চলছে মাটি পরীক্ষা। তবে এই মূর্তি নির্মাণ করতে ঠিক কত টাকা খরচ হবে ও কোথায় নির্মাণ করা হবে তা স্পষ্ট করে জানায় নি যোগী সরকার।

The News বাংলা

পাশাপাশি প্রশ্ন উঠে গেল, রাম মন্দির নির্মাণের দাবির চাপ কমাতে ও অযোধ্যা-ইস্যুকে আরও স্পটলাইটে আনতেই কি যোগীর এমন কৌশল! যোগী সরকার কিন্তু সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বের সব থেকে উঁচু রাম মন্দির নির্মাণের ঘোষণা করে ফেলেছে ইতিমধ্যেই।

Image Source: Google

লোকসভা ভোটের আগে রাম মন্দির নির্মাণের বিষয়টি নিয়ে মোদী সরকারের উপর রীতিমত ক্ষুব্ধ হিন্দু সংগঠনগুলি। রাম মন্দির নির্মাণের দাবিতে সোচ্চার হয়ে ইতিমধ্যেই রবিবার ধর্মসভা করতে, অযোধ্যায় জমায়েত হয়েছে শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস এর লক্ষ্য লক্ষ্য ভক্ত ও সমর্থক।

আরও পড়ুনঃ “নীচু জাতের মোদীর হিন্দু ধর্ম নিয়ে বলার অধিকার নেই” বিতর্কে কংগ্রেস নেতা

Image Source: Google

তবে রাজনৈতিক বিশেষঙ্গরা বলছেন, এই সকল অস্বস্তির নাগপাশ থেকে বেরোতেই বিজেপি আবার রাম নামে শান দিয়ে পুরোনো হাতিয়ারকে ইস্যু করেই ভোটে এগোতে চাইছে। সম্প্রতি সুপ্রীম কোর্টের রায়ে রামমন্দির সংক্রান্ত মামলার রায় পুনরায় স্থগিত করা হয়েছে। অতএব, লোকসভা ভোটের আগে রামমন্দির সংক্রান্ত কোনো আশা যে দেখানো সম্ভব হচ্ছেনা, সেটাও পরিষ্কার। আর তাই আপাতত রাম মূর্তির ঘোষণা।

]]>
ভোটের মুখে অযোধ্যার রামই শেষ ভরসা মোদীর বিজেপির https://thenewsbangla.com/before-the-elections-lord-rama-is-the-last-faith-and-hope-for-modi-and-bjp/ Thu, 08 Nov 2018 07:50:59 +0000 https://www.thenewsbangla.com/?p=2026 The News বাংলা, কলকাতাঃ সামনেই ৫ রাজ্যে বিধানসভা ভোট, আর বছর ঘুরলেই দেশজুড়ে লোকসভা ভোট। ‘আচ্ছে দিন’ এর প্রতিশ্রুতি যে অনেকের কাছেই ‘যাচ্ছে দিন’ হয়ে গেছে, সেটাও বুঝেছে মোদীর বিজেপি। আর তাই ‘শিরে সংক্রান্তি’ ভোটের মুখে, বরাবরের মত সেই অযোধ্যার রাম-ই শেষ আশা-ভরসা গেরুয়ার।

কদিন পরেই ৫ রাজ্যে বিধানসভা ভোট। লোকসভা নির্বাচনেরও আর বাকি মাত্র ৪-৫ মাস। তার আগে এখন থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে এক দিকে যেমন সরকারের বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নামার সময়, তেমনি সরকারের কাজ হচ্ছে পূর্ব প্রতিশ্রুতি মতো নিজেদের কাজের খতিয়ান তুলে ধরে নিজেদের মার্কশিট প্রস্তুত করা।

Image Source: Google

সেই মার্কশিট প্রস্তুত করতে গিয়েই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার যে বেশ হোঁচট খাচ্ছে, তা বলাই বাহূল্য। একদিকে শরীক দল টিডিপির সঙ্গ ত্যাগ, আরেক শরীক দল শিবসেনার প্রতিনিয়ত হুমকি, একের পর এক উপনির্বাচনে বিজেপির ভরাডুবি, সর্বশেষ হওয়া কর্ণাটকে লোকসভা ও বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলও বিজেপির পক্ষে মোটেও স্বস্তিদায়ক নয়।

আরও পড়ুন: মোদীর নোটবন্দীর ২ বছর পূর্তিতে আশা নিরাশা

এর আগে, মে মাসেও বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে হেরেছে বিজেপি। দেশের ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল বিজেপির অস্বস্তি বাড়িয়েছিল৷ উপনির্বাচনে যে চারটি লোকসভার আসনে নির্বাচনের ফলাফল সামনে আসে তার মধ্যে তিনটি আসনই বিজেপির দখলে ছিল।

Image Source: Google

আর এই তিনটি আসনের মধ্যে মহারাষ্ট্রের পালঘর লোকসভা কেন্দ্রই শুধুমাত্র নিজেদের হাতে রাখতে সক্ষম হয় বিজেপি ৷ উত্তরপ্রদেশের কৈরানা ও মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা হাতছাড়া করে বিজেপি ৷

আরও পড়ুন: ‘মুসলিম’ নাম বদলে ‘রামরাজ্য’ আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গত মঙ্গলবার, কর্ণাটক উপনির্বাচনের ফলাফলে দেখা গেল বিজেপির দুর্গ বল্লরি লোকসভা ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। মান্ড লোকসভা আসনেও হেরেছে বিজেপি। লোকসভা বিধানসভা মিলিয়ে ৫ টি আসনের নির্বাচনে ৪টি তেই হেরেছে পদ্ম শিবির।

Image Source: Google

অন্যদিকে, রাফায়েল কেলেঙ্কারি সহ পেট্রোপন্যের প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি নিয়েও স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে সরকার। এদিকে বৃহস্পতিবারই পূর্ণ হল নোটবন্দীর দুই বছর। যার কুফল নিয়ে বিরোধীরা এখনও সোচ্চার। বিদেশ থেকে কালো টাকা ফেরানো বা নতুন উল্লেখযোগ্য সংখ্যায় কর্মসংস্থান তৈরি না করতে পারা নিয়ে স্বভাবতই বিরোধীদের প্রশ্নবানে জর্জরিত কেন্দ্র সরকার।

আরও পড়ুনঃ উপনির্বাচনে হেরে বিধানসভা ও লোকসভার আগে চিন্তায় বিজেপি

এই সকল অস্বস্তির নাগপাশ থেকে বেরোতে বিজেপি আবার রাম নামে শান দিয়ে পুরোনো হাতিয়ারকে ইস্যু করেই ভোটে এগোতে চাইছে। সম্প্রতি সুপ্রীম কোর্টের রায়ে রামমন্দির সংক্রান্ত মামলার রায় পুনরায় স্থগিত করা হয়েছে। অতএব, লোকসভা ভোটের আগে রামমন্দির সংক্রান্ত কোনো আশা যে দেখানো সম্ভব হচ্ছেনা, সেটা পরিষ্কার।

Image Source: Google

এদিকে রামমন্দির ইস্যুতে বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন হিন্দু সংগঠনের অসন্তোষ যে ক্রমশই বেড়ে চলেছে, তা ভালোই বুঝতে পেরেছে বিজেপি। মন্দির আপাতত না হলেও রাম রাজনীতিতে কোনো প্রকার খামতি রাখতে চাইছে না বিজেপি।

সেই লক্ষ্যেই দীপাবলির দিন থেকেই একগুচ্ছ কর্মসূচি ও প্রতিশ্রুতি প্রদানে তৎপর হলো বিজেপি। সংঘ পরিবারের সবুজ সংকেত দেওয়া মাত্রই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এর ঘোষণায় ফৈজাবাদের নাম পাল্টে হয়ে গেলো অযোধ্যা। এর সাথেই রাম জন্মভূমিতে রামচন্দ্রের সুবিশাল মূর্তি তৈরি সহ, রাজা দশরথের নামে অযোধ্যায় বিমানবন্দর তৈরি, এই সবই রাখা হোলো প্রতিশ্রুতির ডালিতে।

Image Source: Google

শুধুমাত্র উন্নয়নকে ভর করে যে বিজেপির ময়দানে নামা সহজ হবে না, তা বুঝেই প্রতিবারের মতোই রামনামে ভর করেই নতুন করে আবার চাঙ্গা হয়ে উঠতে চাইছে বিজেপি। যাতে উন্নয়নের কিছু নমুনাকে পাশে রেখেও মূলত হিন্দুত্বকে হাতিয়ার করেই সিংহভাগ জনগনকে একই ছাতার তলায় আনা সম্ভব হয়।

অধরা “আচ্ছে দিন” থেকে নজর ঘোরাতে প্রতিবারের মতো ভোটের আগে মাথাচাড়া দিয়ে ওঠা ‘রামমন্দির রাজনীতি’ বিজেপির ভোটবাক্সে আশীর্বাদ হয়ে আসতে পারে কিনা, তা অবশ্য পরে বোঝা যাবে। আপাততঃ ৫ রাজ্যে বিধানসভা ও পরের বছরের লোকসভা ভোটে অযোধ্যার রামই বড় ভরসা মোদীর বিজেপির।

]]>