Narandra Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 24 May 2019 08:54:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Narandra Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোদীকে অভিনন্দন জানালেন ট্রাম্প এবং ইমরান খান https://thenewsbangla.com/donald-trump-imran-khan-congratulates-modi-on-his-victory-in-election/ Fri, 24 May 2019 08:54:27 +0000 https://www.thenewsbangla.com/?p=13233 লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির গদিতে বসার খবরে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদীর জয়ের খবর শুনে এক টুইট বার্তায় এই বিশাল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানান।

ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন; ‘বিশাল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে অভিনন্দন; যুক্তরাষ্ট্র আর ভারতের যৌথ ইস্যুতে যেসব বিষয় এখনো জমা আছে; ফের ক্ষমতায় আসায় আমরা আমাদের বাকি গুরুত্ব কাজ গুলো সম্পূর্ণ করতে পারব’।

মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তার টুইট বার্তায়। ২০১৪ সালের তুলনায় আরও বেশি আসনে বিজয়ের মাধ্যমে ফের ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। গত ১১ এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হয়; সাত দফার ভোট গ্রহণ শেষ হয় ১৯ মে; বৃহস্পতিবার ২৩ ছিল ফলাফল ঘোষণার দিন।

বৃহস্পতিবার দেশের সাত দফার নির্বাচনের ফলাফলে; বিজেপি একাই তিন শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। প্রধান বিরোধী দল কংগ্রেস গতবারের চেয়ে এবার বেশি আসন পেলেও বিজেপির ধারে কাছেও যেতে পারেনি।

আরও পড়ুন রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই

ভারতের জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে বিজেপির জয়লাভ এরপরে হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও; বৃহস্পতিবার এক টুইটে মোদীকে শুভেচ্ছা জানান ইমরান। নির্বাচন চলাকালিন ও ইমরান খান জানিয়েছিলেন তিনি মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।

মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইমরান খান টুইটারে লিখেছেন; দক্ষিণ এশিয়ার শান্তি; উন্নতি ও সমৃদ্ধির জন্য; নরেন্দ্র মোদীর সাথে কাজ করতে চাই। বালাকোট ও পুলওয়ামা পরবর্তী পরিস্থিতির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিপুল জয় চাপে রেখেছে বিশ্বকে।

অভিনন্দন এসেছে চিন রাশিয়া জাপান ফ্রান্স ইজরায়েল বাংলাদেশ সিঙ্গাপুর ও নেপাল থেকে; সবচেয়ে প্রথমে মোদীকে টেলিফোন করে অভিনন্দন জানান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন; তিনি মোদীর সঙ্গে রণনীতি নিয়ে একসাথে কাজ করতে ইচ্ছুক।

চিনা প্রেসিডেন্ট জ়ি জিনপিং বলেন; তিনি ভারত-চিন সম্পর্কের উন্নতির বিষয়টি গুরুত্ব দিতে চান। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি মোদীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানান চিনের প্রেসিডেন্ট।

]]>
সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, কটাক্ষ কেজরীওয়ালের https://thenewsbangla.com/modi-wants-to-make-the-entire-country-into-chowkidars-said-arvind-kejriwal/ Wed, 20 Mar 2019 10:16:17 +0000 https://www.thenewsbangla.com/?p=8888 সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, চৌকিদার ইস্যুতে নরেন্দ্র মোদীকে ব্যঙ্গাত্মক সুরে কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। যারা নিজেদের সন্তানকে চৌকিদার বানাতে চান, তাদের উদ্দেশ্যে কেজরীওয়াল মোদীকেই ভোট দিতে বলেন।

আরও পড়ুনঃ বিজেপিকে বয়কট করতে জনসাধারণের প্র‍তি অনুরোধ মাওবাদীদের

বুধবার কেজরীওয়াল তাঁর করা একটি ট্যুইটে লেখেন, যদি সন্তানদের চৌকিদার বানাতে চান, তাহলে মোদীজীকে ভোট দিন। কটাক্ষের সুরে তিনি বলেন, মোদী সারা দেশের জনগণকেই চৌকিদার বানাতে চায়।

আরও পড়ুনঃ ভোটের মুখে কংগ্রেসের চমক, রাজ্যে বড়সড় ভাঙন বিজেপিতে

এর সাথে তিনি জুড়ে দেন, যদি সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ারিং তৈরি করতে চান এবং সন্তানকে যথেষ্ট শিক্ষিত করে গড়ে তুলতে চান, তাহলে শিক্ষিত ও সৎ রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা চালিত আম আদমি পার্টিকে ভোট দিন।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

শুধু কেজরীওয়াল নয়, চৌকিদার ইস্যুতে অনেক বিরোধী দলের নেতানেত্রীই নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন এবং মোদীর শুরু করা “ম্যায় ভি চৌকিদার” প্রচারকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, ১৬ই মার্চ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যায় ভি চৌকিদার বলে প্রচার শুরু করেছিলেন। দেশের নাগরিকদেরও তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ দিতে এই প্রচারে সামিল হতে বলেন।

আরও পড়ুনঃ যৌবন ধরে রাখতে প্রত্যহ ফেসিয়াল ও চুল রং করেন মায়াবতী, দাবি বিধায়কের

উল্লেখ্য, দুর্নীতির বিরুদ্ধে ম্যায় ভি চৌকিদার প্রচারের ১ দিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার একগুচ্ছ সদস্য ও কিছু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজেদের ট্যুইটারে নিজেদের নামের আগে ‘চৌকিদার’ শব্দ যোগ করেন। সামিল হন বিজেপি সমর্থকরাও।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

শনিবারই নরেন্দ্র মোদী বলেন, তিনি দেশের সেবা করার জন্য সদা জাগ্রত। কিন্তু তিনি একা নন, প্রধানমন্ত্রীর সাথে যারা সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তারা সকলেই চৌকিদার। যারা দেশের উন্নতি প্রগতির জন্য লড়াই করছেন, তারা সকলেই চৌকিদার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ডিসলেক্সিয়া অস্ত্রে রাহুলকে বিঁধলেন মোদী https://thenewsbangla.com/narandra-modi-hits-congress-precident-rahul-gandhi-on-his-dyslexia/ Mon, 04 Mar 2019 10:19:27 +0000 https://www.thenewsbangla.com/?p=7438 রাহুল ৪০-৫০ বছর বয়সের ধেড়ে খোকা। রাহুল এবং সনিয়াকে বিঁধতে গিয়ে এমন একটি বিষয় নিয়ে ব্যঙ্গ করে বসলেন নরেন্দ্র মোদী, যার জেরে সমালোচনার ঝড় বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি শনিবার ছাত্রদের একটি অনুষ্ঠানে ‘ডিসলেক্সিয়া’ নিয়ে মজা করেন বলে অভিযোগ। তাঁর সেই অসংবেদনশীল আচরণের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই নিন্দায় সরব হন নেটিজেনরা।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

ভিডিওয় দেখা যায়, একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন মোদী। প্রতিযোগিতাটি ছিল, মা-সন্তান জাতীয় সমস্যাগুলিকে কী ভাবে প্রযুক্তি দিয়ে মেটানো যায়, সে বিষয়ে নানা রকম ধারণার কথা বলছেন পড়ুয়ারা। এই প্রতিযোগিতায় নানা কথা বলতে গিয়েই ওঠে ডিসলেক্সিয়া প্রসঙ্গ।

দেরাদুনের এক এঞ্জিনিয়ারিং ছাত্রী দাবি করেন, তিনি এমন একটি প্রোগ্রামিং করতে চান, যা দিয়ে ডিসলেক্সিক শিশুরা তাদের সমস্যাগুলি থেকে অনেকটাই মুক্তি পেতে পারে। তারা সহজে মায়ের কথা বুঝতে শিখবে, লেখার সমস্যাও কমে যাবে

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

ওই ছাত্রী বলেন, “যে সমস্ত ডিসলেক্সিক বাচ্চাদের শেখার গতি খুব ধীর, যারা অনেক সময় নেয় লিখতে, অথচ বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা খুবই বেশি, যেমন ‘তারে জমিন পর’ সিনেমাটায় দেখা গেছে দর্শিল বলে ছেলেটি….”। এতটা বলার পরেই মোদী তাঁকে থামিয়ে মন্তব্য করেন, “এই প্রোগ্রামিং কি ৪০-৫০ বছর বয়সের ধেড়ে খোকাদের ক্ষেত্রেও একই কাজ করবে?”

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

কয়েক মুহূর্ত সকলে চুপ থাকার পরেই হাসির রোল ওঠে। হাততালিতে ফেটে পড়ে ঘর। হাসতে থাকেন মোদী নিজেও। ওই ছাত্রী অবশ্য একটুও না ঘাবড়ে উত্তর দেন, “হ্যাঁ স্যার, সব বয়সের জন্যই কাজ করবে।”

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>