Namaz – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 Jun 2022 15:26:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Namaz – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “আমি নমাজ পড়ি না, ইফতারে গেলেও আপত্তি”, দক্ষিণেশ্বর মন্দিরে বিজেপিকে ঠুকলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-said-i-do-not-pray-namaz-reply-bjp-allegation-of-muslim-proitiation/ Thu, 16 Jun 2022 15:25:50 +0000 https://www.thenewsbangla.com/?p=15520 “আমি নমাজ পড়ি না, ইফতারে গেলেও আপত্তি”; দক্ষিণেশ্বর মন্দিরে বিজেপিকে ঠুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মু’সলিম তো’ষণ নিয়ে; এদিন বিজেপির অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা। ‘আমি নমাজ পড়ি না, ইফতারে আপত্তি কীসের?’; নাম না করেই বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। এদিন, অডিও-ভিজুয়াল মাধ্যমে প্রাচীন মন্দিরের ইতিহাস বর্ণনা করার জন্য; দক্ষিণেশ্বরে আকর্ষণীয় ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রকল্প চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতার হাত ধরে।

রামকৃষ্ণদেব-সারদা-বিবেকানন্দের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরে; শত বছরের প্রাচীন মন্দির সংস্কারে আগেই একাধিক কাজ করেছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের সুবিধায় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ডালা আর্কেড থেকে শুরু করে; মন্দির পর্যন্ত স্কাইওয়াক তৈরি করা; অনেক কাজই করেছে মা মাটি মানুষের সরকার। কিন্তু এতকিছু করলেও, ‘সংখ্যালঘুদের তো’ষণ করেন; আইনভ’ঙ্গ-কারীদের ধ’র্ম দেখে শাস্তি নিরূপণ করেন; তাঁর রাজ্যে হিন্দুদের সুরক্ষা বারবার বিঘ্নিত হয়’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে; এমনই অভিযোগ বারবার করে বিজেপি। মাঝেমধ্যে তার জবাবও দেয় তৃণমূল নেতা-নেত্রীরা।

দক্ষিণেশ্বরে মমতা
দক্ষিণেশ্বরে মমতা

আরও পড়ুন; “টাকা মাটি, মাটি টাকা”, দক্ষিণেশ্বর গিয়ে রামকৃষ্ণের বাণী স্মরণ করে ‘আধ্যাত্মিক’ মমতা

এবার দক্ষিণেশ্বর মন্দিরের লাইট-অ্যান্ড-সাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে; নাম না করেই বিজেপিকে মোক্ষম জবাব দিলেন মমতা। বিজেপিকে বিঁধে মমতা বললেন, “অনেকে বলে আমি নাকি নমাজ পড়ি; আমি নমাজ পড়ি না। ইফতারে যাই। রোজা অর্থাৎ দিনভর উপবাসের পর তা ভাঙার সময়ে; ওদের সঙ্গে আমি থাকি। এটা সর্বধর্ম সমন্বয়; ধর্মীয় রীতি নয়। যে কোনও ধর্মের মানুষই; এতে অংশ নিতে পারেন”।

আরও পড়ুন; বাংলায় আবির্ভূত নতুন দেবতা, চাপমুক্তির প্রত্যাশায় এবার ‘টেনশন দেব’ এর পুজো

রাজ্যের বিভিন্ন হিন্দু তীর্থক্ষেত্র সংস্কারের কাজে; হাত লাগিয়েছে রাজ্য। তারই মধ্যে একটি দক্ষিণেশ্বর। এখানে স্কাইওয়াক তৈরির পর; এবার চালু হল লাইট-অ্যান্ড-সাউন্ড প্রকল্প। অডিও-ভিজুয়াল মাধ্যমে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাস; তুলে ধরা হবে দর্শকদের সামনে। দেশের বিভিন্ন বিখ্যাত তীর্থক্ষেত্রগুলিতে; এই ধরনের লাইট-অ্যান্ড-সাউন্ডে ইতিহাস জানানোর ব্যবস্থা আছে।

হিন্দু-ধ’র্ম নিয়ে বিজেপি নেতৃত্ব বারবারই; রাজ্যের শাসকদলকে আ’ক্রমণ করে। এদিন তাদের পা’ল্টা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন; “হি’ন্দু, মুস’লিম, শিখ, খ্রি’স্টান কেউই অশা’ন্তি করে না। যারা এসব করে, তাদের মাথায় জঞ্জাল ভরতি। হিন্দু-ধ’র্ম অনেক উদার; কিন্তু তার নামে রাজনীতি চলছে”।

]]>
যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা পড়বে বিজেপি https://thenewsbangla.com/bjp-youth-read-hanuman-chalisa-to-protest-muslim-namaz-block-roads/ Wed, 26 Jun 2019 08:35:34 +0000 https://www.thenewsbangla.com/?p=14449 যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা। রাস্তা আটকে নমাজের বিরোধিতায় পথে নামল; হাওড়ার বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার; বালিখালে বজরংবলি মন্দিরের সামনে; প্রায় শখানেক বিজেপি কর্মী রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করেন।

বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং জানান; যতদিন না রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ হবে; ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব। বিজেপির বক্তব্য; রাস্তা আটকে নামাজ পড়ার ফলে সাধারন মানুষ দুর্ভোগে পরে।

বিজেপির যুক্তি; ধর্মীয় রীতিনীতি পালন করতে হলে সেটা বাড়িতে করা উচিত। রাস্তা আটকে মানুষকে বিপদে ফেলা উচিত নয়। রাস্তায় বসে নামাজ পড়ার ফলে সাধারন জনগনের অসুবিধা হয়।

যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং এর মতে; মন্দির, মসজিদ, গুরুদ্বার বা চার্চ এগুলো হল ধর্মীয় আচার আচরণ পালনের জায়গা। তাই নামাজ পড়ার হলে মসজিদে বসেই পড়া উচিত।

মঙ্গলবার এই দাবিতে প্রতীকী আন্দোলন করে জিটি রোডে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করা হয়। রাস্তা জুড়ে নমাজ পড়া বন্ধ না হলে; প্রতি মঙ্গলবার জেলার সমস্ত হনুমান মন্দিরের সামনে রাস্তা বন্ধ করে হনুমান চালিশা পাঠ করবে বিজেপি কর্মীরা।

বিজেপির তরফে জানানো হয়েছে; হিন্দুরা যেমন দুর্গাপুজো; ছট পুজো করে; তেমনই মুসলমানরাও নানা ধর্মীয় অনুষ্ঠান করতে পারে। কিন্তু শুক্রবারের মতো ব্যস্ত দিনে রাস্তা আটকে নামাজ পড়া যাবে না।

মঙ্গলবার রাস্তায় পাঁচ বার হনুমান চালিশা পাঠ করা হয় রাস্তা বন্ধ রেখে। আর তারপরে ব্যাপক যানজট শুরু হয় জি টি রোডে। বিজেপি নেতারা বলেন; পাঁচ মিনিটে যদি এমন যানজট হয়ে যায়; তাহলে সারা রাজ্যে শুক্রবার দেড় ঘণ্টা রাস্তা আটকে রাখলে কী অবস্থা হয়।

গেরুয়া শিবির হুঁশিয়ারি দেয় যে রাস্তায় বসে হনুমান চালিশা পাঠের জন্য কাউকে গ্রেফতার করা চলবে না। মঙ্গলবার কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বালিখালে হনুমান চালিশা পাঠের সময় প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছিল।

তৃণমূলের হাওড়া জেলার সভাপতি মন্ত্রী অরূপ রায় বলেন; রাস্তায় নামাজ পাঠ বহু বছরের প্রথা; জন্মের পর থেকেই এমনটাই বড় হয়েছি। নামাজ একটা ধর্মীয় রীতি। বিজেপি এ সব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।

]]>