Nadia TMC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 23 May 2022 08:05:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Nadia TMC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ঠিকাদার থেকে ‘শাহজাহান‘, দুই বউয়ের জন্য ‘জোড়া তাজমহল’ তৃণমূলের ’শেখ‘ নেতার https://thenewsbangla.com/tmc-leader-rajib-sheikh-become-rich-after-join-mamata-banerjees-party/ Mon, 23 May 2022 08:04:57 +0000 https://www.thenewsbangla.com/?p=15164 ঠিকাদার থেকে শাহজাহান; দুই বউয়ের জন্য ‘জোড়া তাজমহল’ তৃণমূল নেতার। ছিলেন গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার, আজ সেই নেতার রমরমা; চোখ ধাঁধিয়ে দেয় এলাকার মানুষের। দুই বউয়ের জন্য দুটি পেল্লায় বাড়িও বানিয়েছেন; চাপড়ার তৃণমূল নেতা রাজীব শেখ। মুঘল সম্রাট শাহজাহান, তাঁর বেগম মুমতাজের জন্য; বানিয়েছিলেন একটি তাজমহল। আর তৃণমূল নেতা রাজীব শেখ; ছাড়িয়ে গেলেন সম্রাট শাহজাহান-কেও। এলাকার লোকেরা বলে, দুই বউয়ের জন্য; তৃণমূল নেতার জোড়া তাজমহল।

তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পরেই; কপাল খুলে যায় রাজীব শেখের। একটা সময় চাপড়া ব্লকে পঞ্চায়েত সমিতি থেকে; গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারির নিয়ন্ত্রণ ছিল রাজীবের হাতেই। নিজেও ঠিকাদারির কাজ করতেন। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সময় থেকেই; ভাগ্য পরিবর্তন হয় রাজীবের। চাপড়ার তৃণমূল প্রার্থী; রুকবানুর রহমানের ডান হাত হয়ে ওঠেন রাজীব।

আরও পড়ুনঃ রাজ্যের ডাকে সাড়া দিলেন না শুভেন্দু অধিকারী, যাচ্ছেন না নবান্নে

বিধায়কের হাত ধরে আরও এগিয়ে; নিজের সাম্রাজ্য বিস্তার করেছে রাজীব। বড় বউ আসমাতারা বিবি বর্তমানে চাপড়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাবা কাংলা শেখ ছিলেন দলের অঞ্চল সভাপতি। রাজীব নিজে ছিলেন চাপড়া ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। রাজীব ঘনিষ্ঠদের দাবি; দুটো বাড়ি ছাড়াও একাধিক গাড়ি, একাধিক দামি মোটরবাইকের মালিক রাজীব। এছাড়াও তিনটি ইটভাটা, শ্রীনগর মোড়ে পাটের গুদাম, কয়েকজনের সঙ্গে অংশীদারিতে সুপার মার্কেট ও জমি সহ কয়েক কোটি টাকার মালিক তৃণমূল নেতা রাজীব। তবে, এইসব অভিযোগ, পুরোপুরি অস্বীকার করেছেন এই তৃণমূল নেতা।

আরও পড়ুনঃ “এটা কি তোর বাপের স্টেশন” বলার দিন শেষ, টাকা ফেললেই রেলস্টেশন আপনার নামে

সম্প্রতি তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বাবা-ছেলে পদচ্যুত হয়েছেন। তারপরেই উঠেছে রাজীবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। যদিও রাজীবের দাবি, সব তাঁর পরিশ্রমের টাকা। সৎ ভাবে ঠিকাদারি করেই তিনি এই উপার্জন করেছেন। কোন বেআইনি কাজ করে বা দলকে ভাঙিয়ে উপার্জন করেননি। তবে, সাধারণ মানুষ এই আধুনিক শাহজাহান-কে নিয়ে; বেশ মজাই করছেন। বলছেন, দুই বউকে সামলাতে হলে; দুটো তাজমহল তো বানাতেই হবে!

]]>
Election Exclusive: নদিয়ার সব নেতাদের নবান্নে ডেকে ধমকে দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-calls-all-leaders-of-nadia-in-nabana-scolds-leaders/ Thu, 28 Mar 2019 17:25:10 +0000 https://www.thenewsbangla.com/?p=9440 Election Exclusive: কৃষ্ণনগর ও রানাঘাট, নদিয়া জেলার দুটি লোকসভা আসনেই হারার আশঙ্কা স্বয়ং তৃণমূল নেত্রীর মনেও। আর তাই বৃহস্পতিবার নবান্নে ১৪ তলায় জেলার সব নেতাকে ডেকেই রীতিমত ধমকে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গেছে, সব নেতাকেই গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে জেলার দুটি লোকসভা আসনেই জয় পাবার জন্য ঝাঁপিয়ে পরতে বলেছেন দলনেত্রী।

আরও পড়ুনঃ খাস কলকাতায় আবিষ্কার টাকা ও সোনা ভর্তি ২০০টি ভূতুরে লকার

নদিয়া জেলার সব মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, পুরসভার বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান, জেলা সভাধিপতি ছাড়াও সব বড় নেতাকেই বৃহস্পতিবার জরুরী ভিত্তিতে ডেকে পাঠান হয় নবান্নে। ডাক দেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা থেকে ছুটে আসেন সব তৃণমূল নেতারাই। নবান্নের ১৪ তলায় প্রত্যেককেই নেত্রীর রোষের মুখে পরতে হয় বলেই জানা গেছে। প্রার্থী ঠিক করেছে দল, প্রত্যেকে ভোটে জেতার জন্য লড়ুন, কড়া নির্দেশ দিয়েছেন মমতা।

আরও পড়ুনঃ বাংলার ভোটে উড়ছে টাকা, ৪২ আসনে নজরদারিতে ৪৪ জন ব্যয় পর্যবেক্ষক

নদিয়ার কৃষ্ণনগর লোকসভা আসনে ২০০৯ ও ২০১৪ সালে জিতে সাংসদ হয়েছিলেন তাপস পাল। এবারে ওই আসনে প্রার্থী মহুয়া মৈত্র। তবে দিদির কানে খবর গেছে মহুয়া মৈত্রকে মেনে নিতে পারেননি জেলার বেশ কিছু নেতা। তাই কৃষ্ণনগর লোকসভায় তলায় তলায় মাটি কাটছেন বেশ কিছু নেতা। দলের মধ্যে এই চোরা স্রোত টের পেয়ে, প্রথমেই তা শেষ করতে উদ্যোগী হলেন মমতা।

আরও পড়ুনঃ সরান হল কে কে শর্মাকে, বাংলার নতুন পুলিশ অবজার্ভার বিবেক দুবে

অন্যদিকে রানাঘাট লোকসভা আসনে এবার প্রার্থী সরস্বতী পুজোর দিন দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রুপালি বিশ্বাস। এই আসনেও প্রার্থীকে মেনে নিতে পারেননি বেশ কিছু তৃণমূল নেতা। এই খবরও পৌঁছায় দলনেত্রীর কানে। এখানেও প্রত্যেক নেতাকে নবান্নের ১৪ তলায় ডেকে ধমকে দেন মমতা। কোনরকমেই তলে তলে দলের মাটি কাটা, মেনে নেওয়া হবে না বলেই পরিস্কার জানিয়ে দিয়েছেন মমতা।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে মহাজোটকে ‘শরাব’ বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর

শান্তিপুরের বর্তমান বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ও প্রাক্তন বিধায়ক অজয় দেকেও মমতা নিজের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন বলেই তৃণমূল সূত্রে খবর। ঠিক একই ভাবে সব নেতাকেই রীতিমত ধমকে দেন মমতা। যে সব নেতাদের মধ্যে মুখ দেখাদেখি নেই, তাদেরও সব বিবাদ ভুলে ভোটে ঝাঁপিয়ে পরতে নির্দেশ দেন মমতা। মুখ বন্ধ করে সব নেতারাই চুপচাপ মমতার বকুনি খান বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে ২ দিনের মধ্যে কাশ্মীর সমস্যার সমাধান করার চ্যালেঞ্জ মমতার

কৃষ্ণনগর লোকসভাতে বিজেপি প্রার্থী ফুটবলার কল্যাণ চৌবে। বহিরাগত প্রার্থী হলেও নিজের স্বচ্ছ ভাবমূর্তির জেরে ও বিজেপির সংগঠনকে কাজে লাগিয়ে এবার তৃণমূলকে যথেষ্ট বেগ দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে রাণাঘাটে বিজেপি প্রার্থী মতুয়া সম্প্রদায়ের মানুষ ও পেশায় ডাক্তার মুকুটমণি অধিকারী, এলাকার বাসিন্দা অনেকটাই ঘরের ছেলে। সেখানেও বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা।

আরও পড়ুনঃ ভোটের আগে স্যাটেলাইট অস্ত্রের ঘোষণা কেন, মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

তাই দুটি আসনে কোনোরকম ‘রিস্ক’ নিতে রাজি নন তৃণমূল নেত্রী মমতা। আর তাই গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতে সেই দলনেত্রীই এবার নবান্নে ডেকে সমঝে দিলেন নেতাদের। মমতার ভোকাল টনিকে যে কাজ হবে এমনটাই মনে করছে মহুয়া মৈত্র ও রুপালি বিশ্বাস শিবির। তবে নবান্নের ১৪ তলায় বকুনি খাওয়ার পরেও নেতারা ঠিকঠাক ভোটের কাজ করেন কিনা তা নজরে রাখবেন মমতা স্বয়ং, জানা যাচ্ছে তৃণমূল সূত্রে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সদ্য পিতৃহারা কোলের শিশুর ছবিও ভোট প্রচারে দিয়ে বিতর্কে তৃণমূল https://thenewsbangla.com/trinamool-congress-uses-a-childs-photo-in-vote-campaign-who-lost-his-father/ Wed, 13 Mar 2019 15:33:23 +0000 https://www.thenewsbangla.com/?p=8356 সদ্য বাবাকে হারিয়েছে সে। জীবনে কত বড় ক্ষতি হয়ে গেছে সেটা বোঝার ক্ষমতা এখনও হয়নি তার। আর সেই বাবাকে হারান ছোট্ট শিশুর ছবিও দেওয়া হল ভোটের প্রচারে। সদ্য পিতৃহারা কোলের শিশুর ছবিও ভোট প্রচারে দিয়ে বিতর্কে তৃণমূল। তুমুল সমালোচনা রাজ্য জুড়ে।

আরও পড়ুনঃ ভোটের আগেই মমতা রাহুলকে টুইট করলেন মোদী

গত ৯ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় বাড়ির কাছেই সরস্বতী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। সত্যজিৎ ছিলেন কৃষ্ণগঞ্জের দাপুটে নেতা তথা জেলা যুব তৃণমূল সভাপতি। তাঁর পরিবারকে দেখার আশ্বাস দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই এই বড় ঘোষণা। সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাসকে একেবারে লোকসভার যুদ্ধে নামার টিকিট দিলেন নেত্রী।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মানসিক রুগী বলে কটাক্ষ মমতার

ভোটে দাঁড়ান, তাও আবার লোকসভা ভোটে? কল্পনাই করতে পারেননি নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। মঙ্গলবার বিকেলে টিভিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা মাত্র বাড়ির সকলের সামনেই তিনি ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। স্বামীর কথা মনে করেই চোখে জল এসেছিল তাঁর।

আরও পড়ুনঃ বাংলার ৪২টি কেন্দ্রকেই স্পর্শকাতর ঘোষনার দাবি বিজেপির

রানাঘাটের সাংসদ তাপস মণ্ডলকে সরিয়ে যাঁকে নতুন প্রার্থী করল তৃণমূল, সেই রূপালী কোনদিন রাজনীতির ছায়া মাড়াননি। স্বামীর সঙ্গেও রাজনীতি নিয়ে বিশেষ কথা হত না তাঁর। বেতাই অম্বেডকর কলেজ থেকে স্নাতক হওয়ার পরে ২০১৬ সালে তাঁদের বিয়ে। সংসার আর দেড় বছরের ছেলে সৌম্যজিৎ, এত দিন এই নিয়েই ছিল তাঁর জগৎ।

আরও পড়ুনঃ রাজনৈতিক জীবন নিয়ে রহস্য রাখলেন ডিপ্লোম্যাটিক সুন্দরী বৈশাখী

নদিয়ার প্রধান মতুয়া-মুখ সত্যজিতের স্ত্রীকে দিয়েই যে মতুয়া অধ্যুষিত রানাঘাট কেন্দ্রে বিজেপিকে চাপে ফেলা যেতে পারে, এটা বুঝে নিতে শীর্ষ নেতাদের দেরি হয়নি। রূপালী প্রার্থী হয়েছেন জানার পরেই বিকেলে বাড়িতে ভিড় জমতে থাকে। তিনি নিজে অবশ্য ছিলেন বিষণ্ণ, চুপচাপ। দেখেই বোঝা যাচ্ছিল, জোর করে চেপে রেখেছেন কান্না। কোলের বাচ্চা সামলে ভোটের ময়দানে লড়াই করতে হবে।

আরও পড়ুনঃ বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে কাজে না লাগিয়ে আর ফেলে রাখা যাবে না

আর সেই দেড় বছরের ছেলে সৌম্যজিৎই এবার বিতর্কের কেন্দ্রে। নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস এর ভোটের প্রচারে স্বামী সত্যজিৎ এর ছবির পাশাপাশি তাঁর ছোট্ট ছেলের ছবি দিতেও বাধেনি তৃণমূল নেতা কর্মীদের। গতকাল নাম ঘোষণা হয়েছে। আর আজই মৃত সত্যজিৎ বিশ্বাস এর পাশাপাশি তাঁর দেড় বছরের ছেলে সৌম্যজিৎ এর ছবি দিয়েই ব্যানার ছাপিয়ে ফেলে তৃণমূল নেতা কর্মীরা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

কোলের শিশুর ছবি দিয়ে ভোট ভিক্ষা করা নিয়েই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিরোধী দলগুলির তরফে সমালোচনা করা হয়েছে। পাশাপাশি কোলের শিশুকে ভোট যুদ্ধের বাইরে রাখার অনুরোধ জানান হয়েছে সব মহল থেকেই। তৃণমূল নেতা কর্মীরা সাধারণ মানুষের এই অনুরোধ রাখেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী
আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের
আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>